প্রজাতন্ত্র দিবস ক্যুইজ – প্রজাতন্ত্র দিবস সম্পর্কে কতটা জানেন ?
প্রিয় পাঠকেরা, আজ ২৬শে জানুয়ারি। ভারতের প্রজাতন্ত্র দিবস। দেখে নেওয়া যাক একটি প্রজাতন্ত্র দিবস কুইজ সেট। দেখে নেওয়া যাক প্রজাতন্ত্র দিবস সম্পর্কে কতটা জানেন ! প্রজাতন্ত্র দিবস ক্যুইজ ।
১. প্রতি বছর প্রজাতন্ত্র দিবসে ভিন্ন দেশের প্রধান ভারতে প্রধান অতিথি হিসেবে আসেন।
১৯৫৫ এর পূর্বে ভিন্ন স্থানে প্রজাতন্ত্র দিবসের অুষ্ঠান পালন করা হত।১৯৫৫ সালে প্রথমবারের জন্য দিল্লীর রাজপথে প্রজাতন্ত্র দিবসের প্যারেড হয়।
সেই বছর প্রধান অতিথি কোন দেশ থেকে এসেছিলেন?
Also Check : ভারতের স্বাধীনতা দিবস স্পেশাল ক্যুইজ সেট
২. ১৯৫০ সালের ২৬ শে জানুয়ারি ভারতের সংবিধান কার্যকর হয়। ঐ দিন একটি নির্দিষ্ট সময়ে ভারতের সংবিধান কার্যকর করা হয়। কোন সময়ে?
[spoiler title=”উত্তর : “]সকাল ১০ টা বেজে ১৮ মিনিট ।[/spoiler]৩. প্রতি বছর ২৬ শে জানুয়ারি ভারতের রাজধানী নিউ দিল্লীর রাজপথে প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে প্যারেড অনুষ্ঠিত হয়। সেই উপলক্ষ্যে প্রতিবার কোন দেশের বিশিষ্ট ব্যক্তি প্রধান অথিতি হিসেবে ভারতের প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে আসনে।এখনো পর্যন্ত প্রধান অতিথি হিসেবে কোন দেশ থেকে সবার্ধিক বার অতিথি এসেছেন?
[spoiler title=”উত্তর : “]ফ্রান্স এবং গ্রেট ব্রিটেন ।[/spoiler]Also Check : New Year Quiz 2022 | নববর্ষ কুইজ
৪. ভারতে প্রজাতন্ত্র দিবস পালন করা হয় ২৬ শে জানুয়ারি, ভারত ছাড়া কোন দেশ ২৬ শে জানুয়ারি তাদের জাতীয় দিবস পালন করে?
[spoiler title=”উত্তর : “]পাকিস্তান ।[/spoiler]৫. ভারতের প্রজাতন্ত্র দিবসে রাজপথের অনুষ্ঠানে জাতীয় পতাকা কে উত্তোলন করেন?
[spoiler title=”উত্তর : “]কেউ নয় ।এই দিন পতাকা উত্তোলন নয়, পতাকাটি উন্মোচন করা হয়।[/spoiler]
৬. ভারতের প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানের শেষে একটি বিশেষ গান গাওয়া হয়,কোন গান?
[spoiler title=”উত্তর : “]Abide by Me.[/spoiler]Also Check : Christmas Quiz Questions and Answers in Bengali – ক্রিস্টমাস কুইজ
৭. প্রজাতন্ত্র দিবসের দিন Gallantry পুরস্কার কাদের দেওয়া হয়?
[spoiler title=”উত্তর : “]শিশুদের ।[/spoiler]৮. প্রজাতন্ত্র দিবসে পতাকা উন্মোচনের সময় কতগুলি গান স্যালুট করা হয়?
[spoiler title=”উত্তর : “]২১ টি।[/spoiler]৯. ২০২২ সালের প্রজাতন্ত্র দিবসের প্যারেডে মোট কতগুলি ট্যাবলো অংশ গ্রহণ করেছে?
[spoiler title=”উত্তর : “]২১.[/spoiler]১০. ২০২২ সালের ভারতের প্রজাতন্ত্র দিবসের প্রধান অথিতি হিসেবে কাকে দেখা যাবে?
[spoiler title=”উত্তর : “]২০২২ সালে ভারতের প্রজাতন্ত্র দিবসে কোনো প্রধান অতিথিকে আমন্ত্রিত করা হয়নি ।[/spoiler]To check our latest Posts - Click Here