Bengali MythologyQuiz

Christmas Quiz Questions and Answers in Bengali – ক্রিস্টমাস কুইজ

Xmas Quiz

Christmas Quiz Questions and Answers in Bengali – ক্রিস্টমাস কুইজ

প্রিয় পাঠকেরা, আজ ২৫শে ডিসেম্বর । সারা বিশ্বজুড়ে পালন করা হয় ক্রিস্টমাস । তাই বাংলা কুইজের পক্ষ থেকে দেওয়া রইলো ১০টি Christmas Quiz Questions and Answers in Bengali

 

১. জাপানে Hoteiosho, হাঙ্গেরিতে Mikulás, ফ্রান্সে Père Noël এবং ব্রাজিলে Papai Noel নামে পরিচিত চরিত্রটি আমাদের কাছে সাধারণত কী নামে পরিচিত ?

[spoiler title=”উত্তর ” ]সান্তা ক্লজ।[/spoiler]

২. কথিত আছে যে যীশু খ্রীষ্টের জন্মদিন পালনের জন্য ২৫শে ডিসেম্বর ক্রিসমাস ডে পালন করা হয়, কিন্তু বাইবেল বা কোথাও ঐ দিন যীশু খ্রীষ্টের জন্মের কথা উল্লেখ নেই। ভিন্ন মত অনুসারে একটি পৌত্তলিক উৎসবের সাথে সাথ রাখার জন্য ২৫শে ডিসেম্বর দিনটিকে ক্রিসমাস হিসেবে বেছে নেওয়া হয় । কোন উৎসব ?

[spoiler title=”উত্তর ” ]Saturnalia ।[/spoiler]

আরও দেখে নাওকালী পূজা কুইজ – দীপাবলি কুইজ – Diwali Quiz

৩. ক্রিসমাসে বহুল প্রচলিত একটি গান অন্য একটি কারণে গ্রিনিজ বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে নিজের নাম লিখিয়ে নিয়েছে । কারণ এটি হল মহাকাশে চালানো প্রথম গান । কোন গান ?

[spoiler title=”উত্তর ” ]জিংগেল বেলস জিংগেল বেলস।[/spoiler]

৪. X-Mas এ X এর অর্থ কী?

[spoiler title=”উত্তর ” ]X-Mas এর X কথাটি গ্রীক ভাষা থেকে নেওয়া , গ্রীক X এর অর্থ Chi । এক্ষেত্রে Chi Christ এর পরিবর্ত হিসেবে ব্যাবহার করা হয়।[/spoiler]

আরও দেখে নাওবাংলা কুইজ – সেট ১৫৭ – দুর্গা পূজা স্পেশাল কুইজ । Quiz on Durga Puja

৫. ক্রিসমাস বললেই আমাদের মনে আসে সান্তা ক্লজের কথা । সান্তা ক্লজ চরিত্রটির উৎপত্তি কার জীবনের ওপর ভিত্তি করে ?

[spoiler title=”উত্তর ” ]St. Nicholas ।[/spoiler]

৬. প্রচলিত মত অনুসারে যীশু খ্রীষ্টের জন্মদিন পালন করার জন্য ২৫ শে ডিসেম্বর ক্রিসমাস ডে পালন করা হয়। যীশু খ্রীষ্ট কত সালে জন্মগ্রহণ করেন?

[spoiler title=”উত্তর ” ]৪ খ্রিস্টাব্দ ।[/spoiler]

আরও দেখে নাওইসলামিক কুইজ – Islamic Quiz in Bengali

৭. ক্রিসমাসের আরো একটি আকর্ষণীয় জিনিস হল ক্রিসমাস ট্রি । আধুনিক খ্রিস্টমাস ট্রীর প্রচলন প্রথম কোন দেশে শুরু হয় ?

[spoiler title=”উত্তর ” ]জার্মানি ।[/spoiler]

৮. সান্তা ক্লজ গ্রাম কোন দেশে অবস্থিত ?
[spoiler title=”উত্তর ” ]Rovaniemi, ফিনল্যান্ড ।[/spoiler]


৯. ক্রিস্টমাসের সময় শিশুদের মধ্যে সান্তা কে উদ্দেশ্য করে চিঠি লেখার প্রচলন আছে । এই জন্য কানাডা তে সান্তা ক্লজের নামে একটি ভিন্ন পোস্টাল ঠিকানা তৈরি করা হয়েছে । এর পোস্টাল কোড কী?

[spoiler title=”উত্তর ” ]H0H 0H0.[/spoiler]

১০. বর্তমানে ক্রিসমাস বহুল প্রচলিত হলেও, পূর্বে মার্কিন যুক্তরাষ্ট্রে ক্রিসমাস পালন বেআইনি ছিল । ১৯০৭ সালে কোন মার্কিন রাজ্য শেষ রাজ্য হিসেবে ক্রিসমাস কে আইনি তরজা দেয় ?

[spoiler title=”উত্তর ” ]Oklahoma।[/spoiler]

To check our latest Posts - Click Here

Telegram

Mukesh Dhariwal

Active author of BanglaQuiz.in. Quiz and GK enthusiast , Quiz Master

Related Articles

দেখে নাও
Close
Back to top button