QuizQuiz

কুইজের প্রশ্ন-উত্তর | বাংলা কুইজ – সেট ১৭২

Bangla Quiz - Set 172

কুইজের প্রশ্ন-উত্তর

বন্ধুরা তোমাদের জন্য দেওয়া রইলো বাছাই করা  ১০ টি কুইজের প্রশ্ন-উত্তর ।

১. ল্যাটিন ভাষা থেকে আসা এই শব্দের অর্থ বিষ বা সর্পবিষ।ল্যাটিন ভাষায় এই শব্দ নেওয়া হয়েছে সংস্কৃতের শব্দ থেকে, সংস্কৃতে যার অর্থ বিষ।কোন শব্দ?

উত্তর :
ভাইরাস।

২. শ্যাম দেশ এর বর্তমান নাম কী?

উত্তর :
থাইল্যান্ড।

৩. কোন প্রাণীর মস্তিষ্কে হৃদয় থাকে?

উত্তর :
সামুদ্রিক কাঁকড়া।

৪. কোন দেশকে খালের দেশ বলা হয়?

উত্তর :
পাকিস্তান।

৫. লেডি রতন টাটা ট্রফি কোন খেলার সাথে যুক্ত?

উত্তর :
হকি।

৬. গিরি জলবিদ্যুৎ কেন্দ্র কোন রাজ্যে অবস্থিত?

উত্তর :
হিমাচল প্রদেশ।

৭. ২০২০ সালে রজার পেনরোজ কোন ক্ষেত্রে নোবেল পুরস্কার অর্জন করলেন?

উত্তর :
পদার্থবিদ্যা।

আরো দেখে নাও : নোবেল পুরস্কার –  ২০২০ | Nobel Prize 2020 । PDF ]

৮. “A Song of India” বইটির লেখক কে?

উত্তর :
রাসকিন বন্ড।

৯. বিশ্ব পোলিও দিবস কবে পালন করা হয়?

উত্তর :
২৪ শে অক্টোবর।

আরো দেখে নাও : [ বিশ্ব পোলিও দিবস – ২৪শে অক্টোবর । World Polio Day ]

১০. করোনা ভাইরাস সংক্রমণ রুখতে কোন দেশ “নো মাস্ক,নো সার্ভিস” পলিসি গ্রহণ করলো?

উত্তর :
বাংলাদেশ।

আরো দেখে নাও :

 বাংলা কুইজ – সেট ১৭০ – কুইজ প্রতিযোগিতার প্রশ্ন  

এ. পি. জে. আবদুল কালাম কুইজ । Quiz on Dr. APJ Abdul Kalam

 Googly Quiz Set 2 । গুগলি ধাঁধা । গুগলি প্রশ্ন ও উত্তর

To check our latest Posts - Click Here

Telegram

Mukesh Dhariwal

Active author of BanglaQuiz.in. Quiz and GK enthusiast , Quiz Master

Related Articles

দেখে নাও
Close
Back to top button