QuizQuiz

লাল বাহাদুর শাস্ত্রী কুইজ । Quiz on Lal Bahadur Shastri

Quiz Question Answers on Lal Bahadur Shastri

লাল বাহাদুর শাস্ত্রী কুইজ

আজ ২ রা অক্টোবর – ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রীর জন্মদিন| ১৯০৪ সালে  আজকের দিনে উত্তরপ্রদেশের মুঘলসরায় -এ জন্মগ্রহণ করেন ভারতের দ্বিতীয় প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রী | আজকের এই স্বরণীয় দিনে লাল বাহাদুর শাস্ত্রীকে শ্রদ্ধা জানিয়ে  বাংলা কুইজের পক্ষ থেকে লাল বাহাদুর শাস্ত্রী  সম্পর্কিত কিছু জানা অজানা প্রশ্ন-উত্তর নিয়ে একটি কুইজ সেট পোস্ট করা হল | আশা করি  আপনাদের এই লাল বাহাদুর শাস্ত্রী কুইজ ভালো লাগবে |

১. লাল বাহাদুর শাস্ত্রীর আসল নাম কী?
[spoiler title=”উত্তর : “] লাল বাহাদুর শ্রীবাস্তব [/spoiler]


২. প্রথম ভারতীয় হিসেবে মরণোত্তর ভারতরত্ন অর্জন করেন লাল বাহাদুর শাস্ত্রী। তিনি কত সালে ভারত রত্ন সম্মান পেয়েছিলেন?
[spoiler title=”উত্তর : “] ১৯৬৬ [/spoiler]


৩. প্রধানমন্ত্রী হাওয়ার পূর্বে লাল বাহাদুর শাস্ত্রী কোন মন্ত্রকের দায়িত্বে ছিলেন?
[spoiler title=”উত্তর : “] গৃহ মন্ত্রক [/spoiler]


আরো দেখে নাওমহাত্মা গান্ধী কুইজ । Quiz on Mahatma Gandhi

৪. লাল বাহাদুর শাস্ত্রী এর নামে ভারতের একটি শহরে গড়ে উঠেছে লাল বাহাদুর শাস্ত্রী আন্তর্জাতিক বিমানবন্দর। কোন শহরে?
[spoiler title=”উত্তর : “] বারাণসী [/spoiler]


৫. ভারতের স্বাধীনতা আন্দোলনের সময় লাল বাহাদুর শাস্ত্রী কোন সোসাইটির সদস্য হিসেবে যুক্ত হন?
[spoiler title=”উত্তর : “] লোক সেবকমণ্ডল/Servants of the People Society [/spoiler]


আরো দেখে নাওবাংলা কুইজ –  সেট ১৬০ –  ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর স্পেশাল কুইজ

৬. কোন প্রতিষ্ঠান থেকে লাল বাহাদুর শাস্ত্রী , “শাস্ত্রী” উপাধি অর্জন করেন?
[spoiler title=”উত্তর : “] কাশী বিদ্যাপীঠ [/spoiler]


৭. লাল বাহাদুর শাস্ত্রীর সমাধি কোথায় অবস্থিত?
[spoiler title=”উত্তর : “] বিজয়ঘাট [/spoiler]


আরো দেখে নাওবাংলা কুইজ – সেট ১৫৭ – দুর্গা পূজা স্পেশাল কুইজ

৮. ভারতের সংবিধান লাগু হাওয়ার পর প্রথম কাব্যিনটের সদস্য ছিলেন লাল বাহাদুর শাস্ত্রী। তিনি কোন মন্ত্রকের দায়িত্বে ছিলেন?
[spoiler title=”উত্তর : “] রেল এবং পরিবহন মন্ত্রক [/spoiler]


৯. লাল বাহাদুর শাস্ত্রীর বিখ্যাত স্লোগান হল “জয় জওয়ান জয় কিষান”, কোন যুদ্ধের সময় তিনি উক্ত কথাটি বলেছিলেন?
[spoiler title=”উত্তর : “] ১৯৬৫ সালের ভারত-পাকিস্তান যুদ্ধ [/spoiler]


আরো দেখে নাওবাংলা কুইজ – সেট ১৫৮ –আইপিএল স্পেশাল কুইজ| IPL Quiz

১০. কোন দেশে লাল বাহাদুর শাস্ত্রীর মৃত্যু হয়?
[spoiler title=”উত্তর : “] উজবেকিস্তান (তৎকালীন সোভিয়েত ইউনিয়ন) [/spoiler]


 

আরো দেখে নাওভারতীয় রেল কুইজ

2000 General Knowledge Questions and Answers in Bengali PDF Download

গুরুত্বপূর্ণ জাতীয় ও আন্তর্জাতিক দিবস – কুইজ সেট – প্রশ্নোত্তর

বি.আর.আম্বেদকর স্পেশাল কুইজ – আম্বেদকর জয়ন্তী

নোবেল পুরস্কার কুইজ

To check our latest Posts - Click Here

Telegram

Mukesh Dhariwal

Active author of BanglaQuiz.in. Quiz and GK enthusiast , Quiz Master

Related Articles

দেখে নাও
Close
Back to top button