
লাল বাহাদুর শাস্ত্রী কুইজ
আজ ২ রা অক্টোবর – ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রীর জন্মদিন| ১৯০৪ সালে আজকের দিনে উত্তরপ্রদেশের মুঘলসরায় -এ জন্মগ্রহণ করেন ভারতের দ্বিতীয় প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রী | আজকের এই স্বরণীয় দিনে লাল বাহাদুর শাস্ত্রীকে শ্রদ্ধা জানিয়ে বাংলা কুইজের পক্ষ থেকে লাল বাহাদুর শাস্ত্রী সম্পর্কিত কিছু জানা অজানা প্রশ্ন-উত্তর নিয়ে একটি কুইজ সেট পোস্ট করা হল | আশা করি আপনাদের এই লাল বাহাদুর শাস্ত্রী কুইজ ভালো লাগবে |
১. লাল বাহাদুর শাস্ত্রীর আসল নাম কী?
২. প্রথম ভারতীয় হিসেবে মরণোত্তর ভারতরত্ন অর্জন করেন লাল বাহাদুর শাস্ত্রী। তিনি কত সালে ভারত রত্ন সম্মান পেয়েছিলেন?
৩. প্রধানমন্ত্রী হাওয়ার পূর্বে লাল বাহাদুর শাস্ত্রী কোন মন্ত্রকের দায়িত্বে ছিলেন?
আরো দেখে নাও : মহাত্মা গান্ধী কুইজ । Quiz on Mahatma Gandhi
৪. লাল বাহাদুর শাস্ত্রী এর নামে ভারতের একটি শহরে গড়ে উঠেছে লাল বাহাদুর শাস্ত্রী আন্তর্জাতিক বিমানবন্দর। কোন শহরে?
৫. ভারতের স্বাধীনতা আন্দোলনের সময় লাল বাহাদুর শাস্ত্রী কোন সোসাইটির সদস্য হিসেবে যুক্ত হন?
আরো দেখে নাও : বাংলা কুইজ – সেট ১৬০ – ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর স্পেশাল কুইজ
৬. কোন প্রতিষ্ঠান থেকে লাল বাহাদুর শাস্ত্রী , “শাস্ত্রী” উপাধি অর্জন করেন?
৭. লাল বাহাদুর শাস্ত্রীর সমাধি কোথায় অবস্থিত?
আরো দেখে নাও : বাংলা কুইজ – সেট ১৫৭ – দুর্গা পূজা স্পেশাল কুইজ
৮. ভারতের সংবিধান লাগু হাওয়ার পর প্রথম কাব্যিনটের সদস্য ছিলেন লাল বাহাদুর শাস্ত্রী। তিনি কোন মন্ত্রকের দায়িত্বে ছিলেন?
৯. লাল বাহাদুর শাস্ত্রীর বিখ্যাত স্লোগান হল “জয় জওয়ান জয় কিষান”, কোন যুদ্ধের সময় তিনি উক্ত কথাটি বলেছিলেন?
আরো দেখে নাও : বাংলা কুইজ – সেট ১৫৮ –আইপিএল স্পেশাল কুইজ| IPL Quiz
১০. কোন দেশে লাল বাহাদুর শাস্ত্রীর মৃত্যু হয়?
আরো দেখে নাও : ভারতীয় রেল কুইজ
2000 General Knowledge Questions and Answers in Bengali PDF Download
গুরুত্বপূর্ণ জাতীয় ও আন্তর্জাতিক দিবস – কুইজ সেট – প্রশ্নোত্তর
বি.আর.আম্বেদকর স্পেশাল কুইজ – আম্বেদকর জয়ন্তী
To check our latest Posts - Click Here