QuizQuiz

বাংলা কুইজ – সেট ১৬০ – ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর স্পেশাল কুইজ

Bengali Quiz - Set 160 - Ishwar Chandra Vidyasagar Special Quiz

বাংলা কুইজ – সেট ১৬০ – ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর স্পেশাল কুইজ

ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কুইজ :  ২৬ শে সেপ্টেম্বর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এর জন্মদিন।  ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের  জম্মদিনে দেওয়া রইলো তাঁর  সম্পর্কিত কিছু জানা-অজানা তথ্য । দেখে নাও ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কুইজ। Ishwar Chandra Vidyasagar Special Quiz 

১. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবে জন্মগ্রহণ করেন?

উত্তর :
১৮২০ সালের ২৬ এ সেপ্টেম্বর।

২. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এর আসল নাম কী?

উত্তর

ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়। [/spoiler]

৩. কে/কোন প্রতিষ্ঠান ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে “বিদ্যাসাগর” উপাধি প্রদান করে?

উত্তর

সংস্কৃত কলেজ । [/spoiler]

আরো দেখে নাও : [ বাংলা কুইজ – সেট ১৩১ – বিশ্বকবি স্পেশাল  ]

৪. বিদ্যাসাগরের প্রচেষ্টায় তৎকালীন বড়লাট লর্ড ডালহৌসি কত সালে দ্য হিন্দু উইডো’স রিম্যারেজ অ্যাক্ট (হিন্দু বিধবাদের পুনর্বিবাহ) প্রণয়ন করেন?

উত্তর

১৮৫৭ সালে  [/spoiler]

৫. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোন ছদ্মনাম গুলি ব্যাবহার করতেন?

উত্তর :
কস্যচিৎ উপযুক্ত ভাইপোস্য, কস্যচিৎ উপযুক্ত ভাইপো সহচরস্য

৬. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এর লেখা কোন বই এর ওপর ভিত্তি করে “ভ্রান্তি বিলাস” নামক চলচ্চিত্র টি তৈরি হয়?

উত্তর :
“ভ্রান্তি বিলাস”

আরো দেখে নাও : [ বাংলা কুইজ – সেট ৯৩ – নেতাজি স্পেশাল ]

৭. কত সালে ভারত সরকার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের নামে স্ট্যাম্প প্রকাশ করে?

উত্তর :
১৯৭০ এবং ১৯৯৮.

৮. পশ্চিমবঙ্গের কোন সেতুর নামকরণ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের নামের ওপর রাখা হয়েছে?

উত্তর :
দ্বিতীয় হুগলি সেতু

আরো দেখে নাও : [ বাংলা কুইজ – সেট ৮৭ – বিবেকানন্দ স্পেশাল ]

৯. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কীসের জনক হিসেবে পরিচিতি?

উত্তর :
আধুনিক বাংলা সাহিত্যের গদ্যের জনক

১০. উইলিয়াম শেক্সপিয়ার এর লেখা কোন নাটক বাংলা তে অনুবাদ করেছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর?

উত্তর :
কমেডি অফ্ এররস্।

ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের উল্লেখযোগ্য রচনাবলি:

    • বর্ণপরিচয়
    • কথামালা
    • বোধোদয়
    • আখ্যানমঞ্জরী ব্যাকরণ কৌমুদী
    • বিধবা বিবাহ প্রচলিত হওয়া উচিত কিনা এতদ্বিষয়ক প্রস্তাব
    • শকুন্তলা
    • বহুবিবাহ রহিত হওয়া উচিত কিনা এতদ্বিষয়ক প্রস্তাব
    • ব্রজবিলাস (১৮৮৪)
    • অতি অল্প হইল (১৮৭৩)
    • আবার অতি অল্প হইল (১৮৭৩)
    • সীতার বনবাস
    • ঋজুপাঠ।

আরো দেখে নাও : [ বাংলা কুইজ -সেট -১৩৪ –  রামকৃষ্ণদেব স্পেশাল ]

আরো দেখে নাও : [ বাংলা কুইজ – সেট ১৩২ ]

আরো দেখে নাও : [ প্রণব মুখোপাধ্যায় – কিছু জানা অজানা তথ্য ]

রাজা রামমোহন রায় কুইজ

কতটা জানি বিদ্যাসাগরকে । প্রশ্নোত্তরে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর । ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ক্যুইজ

কুইজ রবীন্দ্রনাথ ঠাকুর

রবীন্দ্রনাথ ঠাকুর রচনা – PDF । Rabindranath Tagore

To check our latest Posts - Click Here

Telegram

Mukesh Dhariwal

Active author of BanglaQuiz.in. Quiz and GK enthusiast , Quiz Master

Related Articles

Back to top button