কুইজ রবীন্দ্রনাথ ঠাকুর | Quiz on Rabindranath Tagore in Bengali
আজ ২৫ শে বৈশাখ,বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। তাঁর জন্মদিন উপলক্ষ্যে তাঁকে উৎসর্গ করে বাংলা কুইজের পক্ষ থেকে দেওয়া রইল একটি কুইজ সেট। দেখে নাও কুইজ রবীন্দ্রনাথ ঠাকুর। Quiz on Rabindranath Tagore in Bengali
আরও একটি : রবীন্দ্রনাথ ঠাকুর কুইজ – বিশ্বকবি স্পেশাল – সেট ১৩১
১. বাল্যকালে রবীন্দ্রনাথ ঠাকুর ওরিয়েন্টাল সেমিনার স্কুলে ভর্তি হয়েছিলেন ।
তাঁর পূর্বে মাত্র ৪ বছর বয়সে ১৮৬৫ সালে কবিগুরুকে কোন প্রতিষ্ঠানে ভর্তি করা হয়েছিল?
২. কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের নাম নোবেল পুরস্কারের জন্য কে মনোনীত করেছিলেন?
[spoiler title=”উত্তর : “]টমাস স্টারজ মুর। [/spoiler]৩. আনুষ্ঠানিকভাবে কবিগুরুর জন্মদিন প্রথম পালন করা হয়েছিল ১৮৮৭ সালে,ভাগ্নি সরলা দেবী চৌধুরানী
উদ্যোগে।এরপর কবির পঞ্চাশ বছর পূর্তিতে ১৯১১ সালে টাউন হলের এক সভায় অজিতকুমার চক্রবর্তী ‘রবীন্দ্রনাথ’ নামে প্রবন্ধ পাঠ করেন। পরে এটি বই আকারে প্রকাশিত হয়। কিন্তু, এসমস্ত কিছুর পর ১৯২৮ সালে অর্থাৎ ১৩৩৫ বঙ্গাব্দে রবীন্দ্রনাথ ঠাকুরের ৬৭তম জন্মদিনে বিশ্বভারতী থেকে অন্যান্য সাধারণ গ্রন্থাগার ও প্রতিষ্ঠানকে বেশ কিছু বই দান করা হয় একটি বিশেষ অভিনব উদ্যোগের মাধ্যমে।
অভিনবত্ব টি কি ছিল??
৪. রবীন্দ্রনাথ ঠাকুর কাকে দেখে ছোট গল্প “কাবুলিওয়ালা” লেখার অনুপ্রেরণা পেয়েছিলেন?
[spoiler title=”উত্তর : “]কবির কন্যা মধুরিলতা দেবী। [/spoiler]৫. ১৯২৪ সালের ৮ ই মে কবিগুরু তাঁর জন্মদিন চীন দেশে পালন করেন। এই দিনটিকে স্মরণ করে রাখতে তাঁর একটি বিশেষ চৈনিক নামে ডাকা হয়,সেই চৈনিক নামটি কী?
[spoiler title=”উত্তর : “]চু তেন তান। [/spoiler]আরো দেখে নাও : [ রবীন্দ্রনাথ ঠাকুর রচনা – PDF । Rabindranath Tagore ]
৬. রবীন্দ্রনাথ ঠাকুরের স্ত্রীর নাম ছিল মৃণালিনী দেবী। বিবাহের পূর্বে মৃণালিনী দেবীর নাম কী ছিল?
[spoiler title=”উত্তর : “]ভবতারিণী রায়চৌধুরী। [/spoiler]৭. রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর অনেক লেখা ইংরেজীতে অনুবাদ করেছে,কিন্তু তাঁর লেখা কোন কবিতা তিনি প্রথমে ইংরেজীতে লেখেন এবং পরে বাংলাতে অনুবাদ করেন?
[spoiler title=”উত্তর : “]The Child (শিশুতীর্থ) .[/spoiler]৮. ডঃ বি আর আম্বেদকর : সাকপাল
জওহরলাল নেহরু : কৌল
রবীন্দ্রনাথ ঠাকুর : ?
৯. রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা
“আমাদের ছোটো নদী চলে বাঁকে বাঁকে
বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে।” – এই কবিতায় কোন নদীর কথা বলা হয়েছে?
১০. ১৯১৬ খ্রীষ্টাব্দে বিদেশে থাকাকালীন ,সেখানে বসবাসকারী ভারতীয় শরণার্থী দ্বারা রবীন্দ্রনাথ ঠাকুরের উপর একটি প্রাণঘাতী হামলার চেষ্টা করা হয়। কোথায় এই ঘটনা ঘটেছিল?
[spoiler title=”উত্তর : “]সান ফ্রান্সিকো। [/spoiler]আরো দেখে নাও : রবীন্দ্রনাথ ঠাকুর কুইজ – বিশ্বকবি স্পেশাল – সেট ১৩১
স্বামী বিবেকানন্দ স্পেশাল কুইজ -বাংলা কুইজ – সেট ৮৭
নেতাজি কুইজ বাংলা কুইজ – সেট ৯৩
কতটা জানি বিদ্যাসাগরকে । প্রশ্নোত্তরে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর । ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ক্যুইজ
বাংলা কুইজ – সেট ১৬০ – ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর স্পেশাল কুইজ
To check our latest Posts - Click Here