বিখ্যাত বাংলা চলচ্চিত্র ও পরিচালক তালিকা – PDF
Famous Bengali Films and their Directors list
বিখ্যাত বাংলা চলচ্চিত্র ও পরিচালক তালিকা
প্রিয় পাঠকেরা, আজকে আমরা আলোচনা করবো বিখ্যাত বাংলা চলচ্চিত্র ও পরিচালক তালিকা ( বিখ্যাত বাংলা সিনেমা ও তার পরিচালকের নামের তালিকা ) নিয়ে। পশ্চিমবঙ্গের ( WBPSC ) বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলিতে মাঝে মধ্যেই কোনো চলচ্চিত্রের নাম তুলে জানতে চাওয়া হয় সেই সিনেমাটির পরিচালক কে ছিলেন। তাই আমরা যে গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ চলচ্চিত্র, সেগুলির পরিচালক তালিকা তোমাদের জন্য নিচে তুলে ধরার চেষ্টা করলাম। বিখ্যাত বাংলা সিনেমা ও তার পরিচালকের নামের তালিকা । Famous Bengali Films and their Directors list ।
সত্যজিৎ রায় পরিচালিত বিখ্যাত চলচ্চিত্র তালিকা
- পথের পাঁচালি (১৯৫৫ )
- জলসাঘর (১৯৫৯ )
- অপুর সংসার (১৯৫৯ )
- তিন কন্যা (১৯৬২ )
- অভিযান (১৯৬৩)
- চারুলতা (১৯৬৫ )
- গুপি গাইন বাঘা বাইন (১৯৬৯ )
- প্রতিদ্বন্দ্বী (১৯৭০ )
- সীমাবদ্ধ (১৯৭১ )
- অশনি সংকেত (১৯৭৪ )
- সােনার কেল্লা (১৯৭৫ )
- ঘরে বাইরে (১৯৮৫ )
- গণশত্রু (১৯৯০ )
- আগন্তুক (১৯৯২ )
ঋত্ত্বিক ঘটক পরিচালিত বিখ্যাত চলচ্চিত্র তালিকা
- নাগরিক (১৯৫২ )
- অযান্ত্রিক (১৯৫৮ )
- মেঘে ঢাকা তারা (১৯৬০ )
- কোমল গান্ধার (১৯৬১ )
- সুবর্ণরেখা (১৯৬২ )
- তিতাস একটি নদীর নাম (১৯৭৩ )
- যুক্তি তক্কো আর গপ্পো (১৯৭৪ )
বুদ্ধদেব দাসগুপ্ত পরিচালিত বিখ্যাত চলচ্চিত্র তালিকা
- দূরত্ব (১৯৭৮ )
- বাঘ বাহাদুর (১৯৮৯ )
- তাহাদের কথা (১৯৯৩ )
- চরাচর (১৯৯৩ )
- লাল দরজা (১৯৯৭)
- মন্দ মেয়ের উপাখ্যান (২০০২ )
- কালপুরুষ (২০০৮ )
- জানালা (২০০৯ )
গৌতম ঘোষ পরিচালিত বিখ্যাত চলচ্চিত্র তালিকা
- দখল (১৯৮১ )
- অন্তর্জাল যাত্রা (১৯৮৭ )
- পদ্মানদীর মাঝি (১৯৯২ )
- দেখা (২০০১ )
- কালবেলা (২০০৯ )
- মনের মানুষ (২০১০ )
- শঙ্খচিল (২০১৬ )
ঋতুপর্ণ ঘোষ পরিচালিত বিখ্যাত চলচ্চিত্র তালিকা
- হীরের আংটি (১৯৯২ )
- উনিশে এপ্রিল (১৯৯৪ )
- দহন (১৯৯৭ )
- শুভ মহরত (২০০৩ )
- চোখের বালি (২০০৩ )
- দোসর (২০০৬
- সব চরিত্র কাল্পনিক (২০০৮ )
- চিত্রাঙ্গদা (২০১২ )
অপর্ণা সেন পরিচালিত বিখ্যাত চলচ্চিত্র তালিকা
- 36 চৌরঙ্গী লেন (১৯৮১ )
- যুগান্ত (১৯৯৫ )
- পারমিতার একদিন (২০০০)
- মিস্টার অ্যান্ড মিসেস আইয়ার (২০০২ )
- 15 পার্ক অ্যাভনিউ (২০০৫ )
- দ্য জাপানিস ওয়াইফ (২০১০ )
- ইতি মৃণালিনী (২০১১ )
- গয়নার বাক্স (২০১৩ )
- আরশিনগর (২০১৫ )
অনিরুদ্ধ রায়চৌধুরী পরিচালিত বিখ্যাত চলচ্চিত্র তালিকা
- অনুরণন (২০০৬ )
- অন্তহীন (২০০৯ )
- অপরাজিতা তুমি (২০১২ )
- বুনাে হাঁস (২০১৪ )
কৌশিক গাঙ্গুলি পরিচালিত বিখ্যাত চলচ্চিত্র তালিকা
- শব্দ (২০১২ )
- অপুর পাঁচালী (২০১৩ )
- খাদ (২০১৪ )
- বাস্তুশাপ (২০১৬ )
- সিনেমাওয়ালা (২০১৬ )
কমলেশ্বর মুখোপাধ্যায় পরিচালিত বিখ্যাত চলচ্চিত্র তালিকা
- মেঘে ঢাকা তারা (২০১৩ )
- চাঁদের পাহাড় (২০১৩ )
- ক্ষত (২০১৬ )
সৃজিত মুখার্জি পরিচালিত বিখ্যাত চলচ্চিত্র তালিকা
- অটোগ্রাফ (২০১০ )
- বাইশে শ্রাবণ (২০১১ )
- হেমলক সােসাইটি (২০১২ )
- মিশর রহস্য (২০১৩ )
- জাতিস্মর (২০১৪ )
- চতুষ্কোণ (২০১৪ )
- রাজকাহিনী (২০১৫ )
- জুলফিকর (২০১৬ )
এছাড়া আরো কিছু বিখ্যাত পরিচালকদের চলচ্চিত্র তালিকা নিচে দেওয়া রইলো
পরিচালক | চলচ্চিত্র |
---|---|
তপন সিংহ | হাটে বাজারে (১৯৫৪ ), কাবুলিওয়ালা (১৯৫৭ ) |
দেবকী বসু | সাগর সঙ্গমে (১৯৫৯ ) |
বিজয় বসু | ভগিনী নিবেদিতা (১৯৬২ ) |
সুধীর মুখার্জী | দাদা ঠাকুর (১৯৬২ ) |
উৎপলেন্দু চক্রবর্তী | চোখ (১৯৮৩ ) |
পিনাকী চৌধুরী | সংঘাত (১৯৯৬ ) |
উর্মি চক্রবর্তী | হেমন্তের পাখি (২০০২ ) |
শেখর দাস | মহুলবনীর সেরেঙ (২০০৪ ), ক্রান্তিকাল (২০০৫ ) |
সোমনাথ গুপ্ত | আমি আদু (২০১০ ) |
নিচের লিংক থেকে এই নোটটির পিডিএফ ডাউনলোড করে নাও ।
Download Section
File Name : বিখ্যাত বাংলা চলচ্চিত্র ও পরিচালক তালিকা
File Size : 247 KB
No. of Pages : 03
Format : PDF
আরও দেখে নাও :
অ্যাকাডেমি পুরস্কার (অস্কার ) প্রাপ্ত চলচ্চিত্র
জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত ছবি । National Award Winning Films
৬৭তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার – বিজয়ীদের সম্পূর্ণ তালিকা
অ্যাকাডেমি পুরস্কার (অস্কার ) ২০২১ -পিডিএফ
To check our latest Posts - Click Here