Mock TestsRRB

বিজ্ঞান মক টেস্ট – Science Mock in Bengali

সাধারণ বিজ্ঞান মক টেস্ট : দেওয়া রইলো বিজ্ঞানের একটি মক টেস্ট । মোট প্রশ্ন সংখ্যা ২৫টি। প্রশ্নগুলি বিভিন্ন পরিযোগিতামূলক পরীক্ষাগুলিতে ঠিক যে ধরণের প্রশ্ন বেশি আসে এসেই ভাবে রাখা হয়েছে । RRB পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলি । Science Mock in Bengali |

/25
2 votes, 5 avg
51
Created on By Bangla Quiz

Science Mock Test

Science Mock Test

Passing Marks: 50%
Total Number of Questions: 25

For Daily Mock Test – Join our Telegram Group
For Slow connection, START button will not work instantly. Wait for few seconds in that case and retry.

1 / 25

মানব মস্তিষ্কের কোন অংশ অক্ষিগোলকের বিচলন, তারারন্ধ্রের প্রসারণ নিয়ন্ত্রণ করে ?

2 / 25

গান পাউডার প্রস্তুতিতে কোন রাসায়নিকটি ব্যবহৃত হয় ?

3 / 25

"থিওরি অব রিলেটিভিটি" -এর প্রণেতা –

4 / 25

ড্রাইসেল ব্যাটারির তড়িৎচালক বল কত ?

5 / 25

ভর বস্তুর ____ এর পরিমাপক – 

6 / 25

পর্যায় সারণির প্রথম পর্যায়ে ধাতুর সংখ্যা কত

7 / 25

Inductance এর একক হলো 

8 / 25

তেজস্ক্রিয়তার আবিষ্কারক হিসেবে পরিচিত

9 / 25

অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী গ্যাসটি হলাে—

10 / 25

সূর্যের অতিবেগুনি রশ্মির ক্ষতিকারক প্রভাব থেকে জীবজগৎকে রক্ষা করে 

11 / 25

একটি ১০০ ওয়াট ২৫০ ভোল্ট বাল্বের মধ্যে কতটা কারেন্ট যাবে ?

12 / 25

বিলীয়মান রং প্রস্তুতিতে ব্যবহৃত হয় যে নির্দেশক, তা হলাে—

13 / 25

নিম্নলিখিত কোন প্রাণীতে রুমিন্যান্ট পাকস্থলী দেখা যায় ?

14 / 25

‘অয়েল অব ভিট্রিয়ল’ নামে পরিচিত

15 / 25

যে মৌলটি সহজে একটি ইলেকট্রন বর্জন করে না 

16 / 25

সফ্ট ড্রিঙ্কস -এ কোন গ্যাস মেশানো থাকে ?

17 / 25

আমাদের দেহের কঠিনতম পদার্থ

18 / 25

গাড়ি বা বাইক দ্বারা অতিক্রান্ত দুরুত্ব মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে ?

19 / 25

একটি তেজস্ক্রিয় গ্যাস হল – 

20 / 25

পর্যায় সারণিতে সন্ধিগত মৌলের সংখ্যা

21 / 25

সবচেয়ে তড়িৎ ধনাত্মক ধাতু

22 / 25

প্রদত্ত কোনটি নিকটোজেন মৌল?

23 / 25

কার্বনের পরিমাণ সবচেয়ে কম থাকে

24 / 25

2011 সালে জাপানে যে শহরে নিউক্লিয়ার রিঅ্যাকটরে বিস্ফোরণ ঘটে সেটি হল – 

25 / 25

যে পরমাণুতে নিউট্রন থাকে না সেটি হলাে—

Your score is

The average score is 52%

0%

এরকম আরও কিছু মক টেস্ট :

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

দেখে নাও
Close
Back to top button