Current TopicsGeneral Knowledge Notes in Bengali

৬৭তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার – বিজয়ীদের সম্পূর্ণ তালিকা

67th National Awards - Complete List of winners

৬৭তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার – বিজয়ীদের সম্পূর্ণ তালিকা

২০১৯ সালের  ৬৭তম জাতীয় চলচ্চিত্র পুরষ্কার ঘোষণা করা হল  সোমবার সন্ধ্যায় (২২/০৩/২০২১) নয়াদিল্লিতে, ২০১৯ সালে তৈরী চলচ্চিত্রগুলি নিয়ে, তথ্য ও সম্প্রচার মন্ত্রকের অধীনে আসা চলচ্চিত্র উৎসব অধিদপ্তর দ্বারা এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল ।

২৫শে অক্টোবর পুরস্কার প্রাপকদের হাতে পুরস্কার তুলে দেন উপ রাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডু। মেগাস্টার রজনীকান্তকে ৫১তম দাদাসাহেব ফালকে পুরস্কারে পুরস্কৃত করা হয়। সেরা অভিনেতা-অভিনেত্রীর পুরস্কার পান মনোজ বাজেপেয়ী, ধনুশ ও কঙ্গনা রানাওয়াত।

৬৭তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার – উল্লেখযোগ্য কিছু তথ্য 

  • সেরা অভিনেতার সম্মান পেয়েছেন ধনুশ ও মনোজ বাজপেয়ী (ফীচার ফিল্ম )। 
  • ‘মনিকর্ণিকা ‘ ও ‘পঙ্গা’ ছবির জন্য সেরা অভিনেত্রীর সম্মান পেয়েছেন কঙ্গনা রানাওয়াত (ফীচার ফিল্ম )।
  • কৌশিক গঙ্গোপাধ্যায়ের ‘জ্যেষ্ঠপুত্র’ ছবির জন্য প্রবুদ্ধ বন্দ্যোপাধ্যায় সেরা সঙ্গীত পরিচালকের সম্মান পেলেন।
  • সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত ‘গুমনামী’ ছবির জন্য সেরা চিত্রনাট্যকারের সম্মান পেলেন খোদ পরিচালক।
  • সেরা বাংলা ছবি ‘গুমনামী’, এছাড়াও ‘জ্যেষ্ঠপুত্র’ পেয়েছে সেরা অরিজিনাল স্ক্রিন প্লের সম্মান।
৬৭ তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার মঞ্চে এবার বাংলার দাপট। সেরা অ্যাডপ্টেড স্ক্রিন প্লে হিসেবে বাংলা থেকে জায়গা পেল সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত ‘গুমনামী’। সেরা বাংলা ছবি হিসেবে পুরস্কৃত ‘গুমনামী’। ২০১৯ সালের এই ছবিতে নেতাজির চরিত্রে অভিনয় করেছিলেন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন অনির্বান ভট্টাচার্য ও তনুশ্রী চক্রবর্তী।
  • সুশান্ত সিং রাজপুতের ছবি ‘ছিঁছোঁরে’ পেয়েছে সেরা ‘হিন্দি ছবি’র শিরোপা।
  • অস্কারগামী ফিল্ম ‘জাল্লিকাট্টু’ পেয়েছে সেরা সিনোমাটোগ্রাফি সম্মান।
  • তাসখন্দ ফাইলস পয়েছে সেরা সংলাপ এর সম্মান।
  • সেরা পরিচালনার জন্য সম্মানিত হয়েছে ‘বাহাত্তর হুরেই’।
  • সেরা ফিচার ফিল্ম সম্মান পয়েছে মালায়লম ছবি ‘মারাক্কার আরবিকাদলিতে সিংহাম’।

৬৭তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারের বিজয়ীদের তালিকা

ফীচার ফিল্ম পুরস্কাসমূহ

সেরা ফিচার ফিল্ম মারাক্কর: লায়ন অফ দ্যা আরাবিয়ান সি (মালায়ালাম)
সেরা অভিনেতা ভোঁসলে সিনেমার জন্য মনোজ বাজপেয়ী (হিন্দী ) এবং আশুরানের জন্য ধানুশ (তামিল )
সেরা অভিনেত্রী কঙ্গনা রানাউত (পাঙ্গা এবং মণিকর্ণিকা : দ্যা কুইন অফ ঝাঁসি -এর জন্য )
সেরা সহ-অভিনেতা পল্লবী জোশী ( দ্য তাশখন্দ ফাইলস এর জন্য )
সেরা সহ-অভিনেতাবিজয় শেঠুপতি (সুপার ডিলাক্সের জন্য – তামিল)
সেরা পরিচালকসঞ্জয় পুরান সিং চৌহান (বাহাত্তর হুরেই (হিন্দি) )
সেরা শিশু চলচ্চিত্রকস্তুরি (হিন্দি)
সেরা নবাগত পরিচালকম্যাথুকুটি জেভিয়ার (হেলেন সিনেমাটির জন্য (মালয়ালম) )
সেরা হিন্দি ছবিছিছোরে
সেরা বাংলা ছবিগুমনামি
শ্রেষ্ঠ নির্দেশনা (অ্যাকশন)অবনে শ্রমনারায়ণ ( কান্নাড ), বিক্রম মোড়
সেরা কোরিওগ্রাফি মহর্ষি (তেলুগু), রাজু সুন্দরম
শ্রেষ্ঠ স্পেশাল এফেক্টস মারাক্কর:লায়ন অফ আরাবিয়ান সি , সিদ্ধার্থ প্রিয়দর্শন
বিশেষ জুরি অ্যাওয়ার্ড ওঠা সেরুপ্পু সাইজ 7 (তামিল), রাধাকৃষ্ণান পার্থিবন
সেরা লিরিক্স প্রভা ভার্মা (কোলাম্বির) (মালায়ালাম)
সেরা সংগীত পরিচালনা ডি ইম্মান (বিস্বাসম) (তামিল)
সেরা ব্যাকগ্রাউন্ড সংগীত প্রবুদ্ধ বন্দ্যোপাধ্যায় (জ্যেষ্ঠপুত্র) (বাংলা)
সেরা মেকআপ শিল্পী হেলেনের জন্য রঞ্জিত (মালায়ালাম)
সেরা পোশাক সুজিথ সুধাকরণ এবং ভি সাই আরব সাগরের সিংহ (মারাক্কর:লায়ন অফ আরাবিয়ান সি) (মালায়ালাম)
সেরা প্রোডাকশন ডিজাইনআনন্দী গোপাল (মারাঠি), সুনীল নিগবেকার এবং নীলেশ ওয়াঘ
সেরা অডিওগ্রাফি (লোকেশন সাউন্ড রেকর্ডিস্ট ) আইডউডাহ (খাসি), দেবাজিৎ গায়ান
সেরা অডিওগ্রাফি (চূড়ান্ত মিশ্র ট্র্যাকটির পুনঃ রেকর্ডকারী ) রেজুল পুকুটি,ওঠা সেরুপ্পু সাইজ 7 (তামিল)
সেরা চিত্রনাট্য (মূল) জ্যেষ্ঠপুত্র (বাঙালি), কৌশিক গাঙ্গুলি
সেরা চিত্রনাট্য (অভিযোজিত) গুমনামি (বাংলা), শ্রীজিৎ মুখার্জি
সেরা চিত্রনাট্য (সংলাপ লেখক) তাশখ্যান্ট ফাইলস  (হিন্দি), বিবেক রঞ্জন অগ্নিহোত্রি
সেরা সিনেমাটোগ্রাফি জাল্লিকট্টু (মালায়ালাম), গিরিশ গঙ্গাধরণ
সেরা সম্পাদনা জার্সি (তেলুগু), নবীন নুলি
পরিবেশ সংরক্ষণে সেরা চলচ্চিত্র জল সমাধি (মনপা)
সামাজিক ইস্যুতে সেরা চলচ্চিত্র আনন্দী গোপাল (মারাঠি)
জাতীয় একীকরণের সেরা চলচ্চিত্র তাজমহল (মারাঠি)
বিনোদন প্রদানকারী সেরা জনপ্রিয় চলচ্চিত্র মহর্ষি (তেলেগু)
সেরা প্লেব্যাক গায়ককেশরী এর জন্য বি পারাক
সেরা প্লেব্যাক গায়িকাবারডো (মারাঠি) এর  জন্য সাভানি রবীন্দ্র
সেরা তেলেগু চলচ্চিত্রজার্সি
সেরা মালায়ালাম চলচ্চিত্রকল্লা নটম
সেরা তামিল চলচ্চিত্র আশুরান
সেরা পানিয়া চলচ্চিত্র কেনজিরা
সেরা ছত্তিশগড়ী চলচ্চিত্রভুলান দ্য ম্যাজ
সেরা খাসি চলচ্চিত্র ইওদুহহ
সেরা মিশ্রিং চলচ্চিত্রআনু রুওয়াদ
সেরা তুলু চলচ্চিত্র পিংগারা
সেরা মারাঠি ফিল্ম বারডো
সেরা মণিপুরী চলচ্চিত্র আইজি কোনা
সেরা পাঞ্জাবি চলচ্চিত্র  রব দা রেডিও 2
সেরা কনকানি ফিল্ম কাজোরো
সেরা কন্নড  চলচ্চিত্রঅক্ষি
সেরা অসমিয়া ফিল্ম রোনুয়া – হু হু হু হুর সারেন্ডার
সেরা ওড়িয়া চলচ্চিত্র কালিরা আতিতা এবং সালা বুধার বদলা 
সেরা হরিয়ানভি চলচ্চিত্র ছোড়িয়ান ছোরোনে সে কাম না হোতি
বিশেষ উল্লেখবিরিয়ানি (মালায়ালাম), 
জোনাকি পুরুয়া (অসমিয়া), 
লতা ভগবান কেরে (মারাঠি) এবং 
পিকাসো (মারাঠি)

নন -ফীচার ফিল্ম পুরস্কাসমূহ

সেরা ভয়েস ওভার / বর্ণনা ওয়াইল্ড কর্ণাটকের জন্য  স্যার ডেভিড অ্যাটেনবারো 
(ইংরেজি)
সেরা দিকনির্দেশনা নক নক নক এর জন্য সুধাংশু সারিয়া 
(ইংরাজী / বাংলা)
সেরা সিনেমাটোগ্রাফিসোনসি (হিন্দি) এর জন্য সাবিতা সিং
সেরা অন-লোকেশন সাউন্ড 
রেকর্ডিস্ট
রাহস (হিন্দি), সপ্তর্ষি সরকার
সেরা অডিওগ্রাফি রাধা (সংগীত), অলউইন রেগো এবং সঞ্জয় মৌর্য
সেরা সম্পাদনাশাট আপ সোনার জন্য অর্জুন গৌরিসারিয়া 
(হিন্দি / ইংরেজি)
সেরা সংগীত পরিচালনা ক্রান্তি দার্শী গুরুজি – অ্যাহেড অফ টাইম এর জন্য 
বিশখজ্যোতি  (হিন্দি)
পারিবারিক মূল্যবোধের উপর সেরা চলচ্চিত্র ওরু পাথির স্বপ্নাম পোলে (মালায়ালাম)
সেরা এক্সপ্লোরেশন ফিল্ম বন্য কর্ণাটক (ইংরেজি)
সেরা তদন্তকারী চলচ্চিত্র জাক্কাল (মারাঠি)
সেরা অ্যানিমেশন চলচ্চিত্র রাধা (সংগীত)
বিশেষ জুরি অ্যাওয়ার্ড স্মল স্কেল সোসাইটি (ইংরেজি)
সেরা শর্ট ফিকশন ফিল্ম কাস্টোডি (হিন্দি / ইংরেজি)
সেরা শিক্ষামূলক চলচ্চিত্র আপেলস এন্ড অরেঞ্জস  (ইংরেজি)
সেরা পরিবেশমূলক ছবিদ্য স্টর্ক সেভিয়ার্স (হিন্দি)
সামাজিক ইস্যুতে সেরা চলচ্চিত্র হলি রাইটস (হিন্দি) এবং 
লাডলি (হিন্দি)
সেরা নন-ফিচার ফিল্মআন ইঞ্জিনিয়ারড ড্রিম (হিন্দি)
পরিচালকের সেরা ডেবিউ নন-ফিচার ফিল্মখিসা (মারাঠি) এর জন্য রাজ প্রীতম মোর
সেরা এথনোগ্রাফিক ফিল্ম চরণ-আত্মা এসেন্স অফ বিয়িং নোমান্ড (গুজরাটি)
সেরা জীবনী সংক্রান্ত চলচ্চিত্রএলিফ্যান্টস ডু রিমেম্বার (ইংরেজি)
সেরা শিল্প ও সংস্কৃতি ছায়াছবি শ্রীক্ষেত্র-রু-সাহিজাতা (ওড়িয়া)
সেরা প্রচারমূলক চলচ্চিত্র ঝরনা (হিন্দি)
সর্বাধিক চলচ্চিত্র বান্ধব রাজ্যসিকিম
সিনেমার সেরা বই এ গান্ধিয়ান অ্যাফেয়ার :ইন্ডিয়াস কিউরিয়াস পোট্র্যাল অফ লাভ ইন সিনেমা  , সঞ্জয় সুরী 
বিশেষ উল্লেখসিনেমা পাহাড়ানা  মানুষ (অশোক 
রাণা),কন্নড় সিনেমা :জগথিকা সিনেমা বিকাশ প্রেরণ প্রভা (পিআর রামদাস নাইডু)
সেরা চলচ্চিত্র সমালোচকসোহিনী চট্টোপাধ্যায়

 

আরও দেখে নাও :

গ্র্যামি পুরস্কার ২০২১ –  সম্পূর্ণ বিজেতাদের তালিকা

গোল্ডেন গ্লোব পুরস্কার ২০২১ : সমস্ত বিজেতাদের তালিকা –  PDF

ম্যান বুকার পুরস্কার বিজেতাদের তালিকা – PDF

দাদাসাহেব ফালকে পুরস্কার ২০২১

Download Section 

File Name : ৬৭তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার – বিজয়ীদের সম্পূর্ণ তালিকা – বাংলা কুইজ

File Size : 5 MB

Format : PDF 

No. of Pages : 07

Click Here to Download

To check our latest Posts - Click Here

Telegram

Mukesh Dhariwal

Active author of BanglaQuiz.in. Quiz and GK enthusiast , Quiz Master

Related Articles

Back to top button