৬৭তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার – বিজয়ীদের সম্পূর্ণ তালিকা
67th National Awards - Complete List of winners
৬৭তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার – বিজয়ীদের সম্পূর্ণ তালিকা
২০১৯ সালের ৬৭তম জাতীয় চলচ্চিত্র পুরষ্কার ঘোষণা করা হল সোমবার সন্ধ্যায় (২২/০৩/২০২১) নয়াদিল্লিতে, ২০১৯ সালে তৈরী চলচ্চিত্রগুলি নিয়ে, তথ্য ও সম্প্রচার মন্ত্রকের অধীনে আসা চলচ্চিত্র উৎসব অধিদপ্তর দ্বারা এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল ।
২৫শে অক্টোবর পুরস্কার প্রাপকদের হাতে পুরস্কার তুলে দেন উপ রাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডু। মেগাস্টার রজনীকান্তকে ৫১তম দাদাসাহেব ফালকে পুরস্কারে পুরস্কৃত করা হয়। সেরা অভিনেতা-অভিনেত্রীর পুরস্কার পান মনোজ বাজেপেয়ী, ধনুশ ও কঙ্গনা রানাওয়াত।
৬৭তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার – উল্লেখযোগ্য কিছু তথ্য
- সেরা অভিনেতার সম্মান পেয়েছেন ধনুশ ও মনোজ বাজপেয়ী (ফীচার ফিল্ম )।
- ‘মনিকর্ণিকা ‘ ও ‘পঙ্গা’ ছবির জন্য সেরা অভিনেত্রীর সম্মান পেয়েছেন কঙ্গনা রানাওয়াত (ফীচার ফিল্ম )।
- কৌশিক গঙ্গোপাধ্যায়ের ‘জ্যেষ্ঠপুত্র’ ছবির জন্য প্রবুদ্ধ বন্দ্যোপাধ্যায় সেরা সঙ্গীত পরিচালকের সম্মান পেলেন।
- সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত ‘গুমনামী’ ছবির জন্য সেরা চিত্রনাট্যকারের সম্মান পেলেন খোদ পরিচালক।
- সেরা বাংলা ছবি ‘গুমনামী’, এছাড়াও ‘জ্যেষ্ঠপুত্র’ পেয়েছে সেরা অরিজিনাল স্ক্রিন প্লের সম্মান।
- সুশান্ত সিং রাজপুতের ছবি ‘ছিঁছোঁরে’ পেয়েছে সেরা ‘হিন্দি ছবি’র শিরোপা।
- অস্কারগামী ফিল্ম ‘জাল্লিকাট্টু’ পেয়েছে সেরা সিনোমাটোগ্রাফি সম্মান।
- তাসখন্দ ফাইলস পয়েছে সেরা সংলাপ এর সম্মান।
- সেরা পরিচালনার জন্য সম্মানিত হয়েছে ‘বাহাত্তর হুরেই’।
- সেরা ফিচার ফিল্ম সম্মান পয়েছে মালায়লম ছবি ‘মারাক্কার আরবিকাদলিতে সিংহাম’।
৬৭তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারের বিজয়ীদের তালিকা
ফীচার ফিল্ম পুরস্কাসমূহ
সেরা ফিচার ফিল্ম | মারাক্কর: লায়ন অফ দ্যা আরাবিয়ান সি (মালায়ালাম) |
সেরা অভিনেতা | ভোঁসলে সিনেমার জন্য মনোজ বাজপেয়ী (হিন্দী ) এবং আশুরানের জন্য ধানুশ (তামিল ) |
সেরা অভিনেত্রী | কঙ্গনা রানাউত (পাঙ্গা এবং মণিকর্ণিকা : দ্যা কুইন অফ ঝাঁসি -এর জন্য ) |
সেরা সহ-অভিনেতা | পল্লবী জোশী ( দ্য তাশখন্দ ফাইলস এর জন্য ) |
সেরা সহ-অভিনেতা | বিজয় শেঠুপতি (সুপার ডিলাক্সের জন্য – তামিল) |
সেরা পরিচালক | সঞ্জয় পুরান সিং চৌহান (বাহাত্তর হুরেই (হিন্দি) ) |
সেরা শিশু চলচ্চিত্র | কস্তুরি (হিন্দি) |
সেরা নবাগত পরিচালক | ম্যাথুকুটি জেভিয়ার (হেলেন সিনেমাটির জন্য (মালয়ালম) ) |
সেরা হিন্দি ছবি | ছিছোরে |
সেরা বাংলা ছবি | গুমনামি |
শ্রেষ্ঠ নির্দেশনা (অ্যাকশন) | অবনে শ্রমনারায়ণ ( কান্নাড ), বিক্রম মোড় |
সেরা কোরিওগ্রাফি | মহর্ষি (তেলুগু), রাজু সুন্দরম |
শ্রেষ্ঠ স্পেশাল এফেক্টস | মারাক্কর:লায়ন অফ আরাবিয়ান সি , সিদ্ধার্থ প্রিয়দর্শন |
বিশেষ জুরি অ্যাওয়ার্ড | ওঠা সেরুপ্পু সাইজ 7 (তামিল), রাধাকৃষ্ণান পার্থিবন |
সেরা লিরিক্স | প্রভা ভার্মা (কোলাম্বির) (মালায়ালাম) |
সেরা সংগীত পরিচালনা | ডি ইম্মান (বিস্বাসম) (তামিল) |
সেরা ব্যাকগ্রাউন্ড সংগীত | প্রবুদ্ধ বন্দ্যোপাধ্যায় (জ্যেষ্ঠপুত্র) (বাংলা) |
সেরা মেকআপ শিল্পী | হেলেনের জন্য রঞ্জিত (মালায়ালাম) |
সেরা পোশাক | সুজিথ সুধাকরণ এবং ভি সাই আরব সাগরের সিংহ (মারাক্কর:লায়ন অফ আরাবিয়ান সি) (মালায়ালাম) |
সেরা প্রোডাকশন ডিজাইন | আনন্দী গোপাল (মারাঠি), সুনীল নিগবেকার এবং নীলেশ ওয়াঘ |
সেরা অডিওগ্রাফি (লোকেশন সাউন্ড রেকর্ডিস্ট ) | আইডউডাহ (খাসি), দেবাজিৎ গায়ান |
সেরা অডিওগ্রাফি (চূড়ান্ত মিশ্র ট্র্যাকটির পুনঃ রেকর্ডকারী ) | রেজুল পুকুটি,ওঠা সেরুপ্পু সাইজ 7 (তামিল) |
সেরা চিত্রনাট্য (মূল) | জ্যেষ্ঠপুত্র (বাঙালি), কৌশিক গাঙ্গুলি |
সেরা চিত্রনাট্য (অভিযোজিত) | গুমনামি (বাংলা), শ্রীজিৎ মুখার্জি |
সেরা চিত্রনাট্য (সংলাপ লেখক) | তাশখ্যান্ট ফাইলস (হিন্দি), বিবেক রঞ্জন অগ্নিহোত্রি |
সেরা সিনেমাটোগ্রাফি | জাল্লিকট্টু (মালায়ালাম), গিরিশ গঙ্গাধরণ |
সেরা সম্পাদনা | জার্সি (তেলুগু), নবীন নুলি |
পরিবেশ সংরক্ষণে সেরা চলচ্চিত্র | জল সমাধি (মনপা) |
সামাজিক ইস্যুতে সেরা চলচ্চিত্র | আনন্দী গোপাল (মারাঠি) |
জাতীয় একীকরণের সেরা চলচ্চিত্র | তাজমহল (মারাঠি) |
বিনোদন প্রদানকারী সেরা জনপ্রিয় চলচ্চিত্র | মহর্ষি (তেলেগু) |
সেরা প্লেব্যাক গায়ক | কেশরী এর জন্য বি পারাক |
সেরা প্লেব্যাক গায়িকা | বারডো (মারাঠি) এর জন্য সাভানি রবীন্দ্র |
সেরা তেলেগু চলচ্চিত্র | জার্সি |
সেরা মালায়ালাম চলচ্চিত্র | কল্লা নটম |
সেরা তামিল চলচ্চিত্র | আশুরান |
সেরা পানিয়া চলচ্চিত্র | কেনজিরা |
সেরা ছত্তিশগড়ী চলচ্চিত্র | ভুলান দ্য ম্যাজ |
সেরা খাসি চলচ্চিত্র | ইওদুহহ |
সেরা মিশ্রিং চলচ্চিত্র | আনু রুওয়াদ |
সেরা তুলু চলচ্চিত্র | পিংগারা |
সেরা মারাঠি ফিল্ম | বারডো |
সেরা মণিপুরী চলচ্চিত্র | আইজি কোনা |
সেরা পাঞ্জাবি চলচ্চিত্র | রব দা রেডিও 2 |
সেরা কনকানি ফিল্ম | কাজোরো |
সেরা কন্নড চলচ্চিত্র | অক্ষি |
সেরা অসমিয়া ফিল্ম | রোনুয়া – হু হু হু হুর সারেন্ডার |
সেরা ওড়িয়া চলচ্চিত্র | কালিরা আতিতা এবং সালা বুধার বদলা |
সেরা হরিয়ানভি চলচ্চিত্র | ছোড়িয়ান ছোরোনে সে কাম না হোতি |
বিশেষ উল্লেখ | বিরিয়ানি (মালায়ালাম), জোনাকি পুরুয়া (অসমিয়া), লতা ভগবান কেরে (মারাঠি) এবং পিকাসো (মারাঠি) |
নন -ফীচার ফিল্ম পুরস্কাসমূহ
সেরা ভয়েস ওভার / বর্ণনা | ওয়াইল্ড কর্ণাটকের জন্য স্যার ডেভিড অ্যাটেনবারো (ইংরেজি) |
সেরা দিকনির্দেশনা | নক নক নক এর জন্য সুধাংশু সারিয়া (ইংরাজী / বাংলা) |
সেরা সিনেমাটোগ্রাফি | সোনসি (হিন্দি) এর জন্য সাবিতা সিং |
সেরা অন-লোকেশন সাউন্ড রেকর্ডিস্ট | রাহস (হিন্দি), সপ্তর্ষি সরকার |
সেরা অডিওগ্রাফি | রাধা (সংগীত), অলউইন রেগো এবং সঞ্জয় মৌর্য |
সেরা সম্পাদনা | শাট আপ সোনার জন্য অর্জুন গৌরিসারিয়া (হিন্দি / ইংরেজি) |
সেরা সংগীত পরিচালনা | ক্রান্তি দার্শী গুরুজি – অ্যাহেড অফ টাইম এর জন্য বিশখজ্যোতি (হিন্দি) |
পারিবারিক মূল্যবোধের উপর সেরা চলচ্চিত্র | ওরু পাথির স্বপ্নাম পোলে (মালায়ালাম) |
সেরা এক্সপ্লোরেশন ফিল্ম | বন্য কর্ণাটক (ইংরেজি) |
সেরা তদন্তকারী চলচ্চিত্র | জাক্কাল (মারাঠি) |
সেরা অ্যানিমেশন চলচ্চিত্র | রাধা (সংগীত) |
বিশেষ জুরি অ্যাওয়ার্ড | স্মল স্কেল সোসাইটি (ইংরেজি) |
সেরা শর্ট ফিকশন ফিল্ম | কাস্টোডি (হিন্দি / ইংরেজি) |
সেরা শিক্ষামূলক চলচ্চিত্র | আপেলস এন্ড অরেঞ্জস (ইংরেজি) |
সেরা পরিবেশমূলক ছবি | দ্য স্টর্ক সেভিয়ার্স (হিন্দি) |
সামাজিক ইস্যুতে সেরা চলচ্চিত্র | হলি রাইটস (হিন্দি) এবং লাডলি (হিন্দি) |
সেরা নন-ফিচার ফিল্ম | আন ইঞ্জিনিয়ারড ড্রিম (হিন্দি) |
পরিচালকের সেরা ডেবিউ নন-ফিচার ফিল্ম | খিসা (মারাঠি) এর জন্য রাজ প্রীতম মোর |
সেরা এথনোগ্রাফিক ফিল্ম | চরণ-আত্মা এসেন্স অফ বিয়িং নোমান্ড (গুজরাটি) |
সেরা জীবনী সংক্রান্ত চলচ্চিত্র | এলিফ্যান্টস ডু রিমেম্বার (ইংরেজি) |
সেরা শিল্প ও সংস্কৃতি ছায়াছবি | শ্রীক্ষেত্র-রু-সাহিজাতা (ওড়িয়া) |
সেরা প্রচারমূলক চলচ্চিত্র | ঝরনা (হিন্দি) |
সর্বাধিক চলচ্চিত্র বান্ধব রাজ্য | সিকিম |
সিনেমার সেরা বই | এ গান্ধিয়ান অ্যাফেয়ার :ইন্ডিয়াস কিউরিয়াস পোট্র্যাল অফ লাভ ইন সিনেমা , সঞ্জয় সুরী |
বিশেষ উল্লেখ | সিনেমা পাহাড়ানা মানুষ (অশোক রাণা),কন্নড় সিনেমা :জগথিকা সিনেমা বিকাশ প্রেরণ প্রভা (পিআর রামদাস নাইডু) |
সেরা চলচ্চিত্র সমালোচক | সোহিনী চট্টোপাধ্যায় |
আরও দেখে নাও :
গ্র্যামি পুরস্কার ২০২১ – সম্পূর্ণ বিজেতাদের তালিকা
গোল্ডেন গ্লোব পুরস্কার ২০২১ : সমস্ত বিজেতাদের তালিকা – PDF
ম্যান বুকার পুরস্কার বিজেতাদের তালিকা – PDF
Download Section
File Name : ৬৭তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার – বিজয়ীদের সম্পূর্ণ তালিকা – বাংলা কুইজ
File Size : 5 MB
Format : PDF
No. of Pages : 07
Click Here to DownloadTo check our latest Posts - Click Here