General Knowledge Notes in BengaliHistory Notes

ভারতের বিভিন্ন শহরের প্রতিষ্ঠাতা – Founders of Different Indian Cities

Founders of Different Indian Cities

ভারতের বিভিন্ন শহরের প্রতিষ্ঠাতা তালিকা – PDF

প্রিয় পাঠকেরা, আজকে আমরা আলোচনা করবো ভারতের কিছু বিখ্যাত শহরের প্রতিষ্ঠাতা ( ভারতের বিভিন্ন শহরের প্রতিষ্ঠাতা Founders of Different Indian Cities ) নিয়ে । কোন ঐতিহাসিক শহরের প্রতিষ্ঠাতা কে এই বিষয়টি থেকে মাঝে মধ্যেই প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলিতে প্রশ্ন এসেই থাকে । তাই তোমাদের জন্য এই টপিকটি আমরা সুন্দর করে কভার করার চেষ্টা করলাম। Bharoter Bibhinno Sohorer Protisthata


আরো দেখে নাও : 


ভারতের বিখ্যাত কিছু শহরের প্রতিষ্ঠাতার তালিকা

ভারতের বিখ্যাত কিছু শহরের প্রতিষ্ঠাতার তালিকা দেওয়া রইলো ।

ক্রম শহরের নামপ্রতিষ্ঠাতা অবস্থান 
আগ্রাসিকান্দার লোদিউত্তর প্রদেশ
এলাহাবাদ (প্রয়াগরাজ)আকবরউত্তর প্রদেশ
গাজিয়াবাদউজির গাজী-উদ-দিনউত্তর প্রদেশ
জৌনপুরফিরোজ শাহ তুঘলকউত্তর প্রদেশ
ঝাঁসিবীর সিং দেও (ওর্চের রাজা)উত্তর প্রদেশ
ফতেপুর সিক্রিআকবরউত্তর প্রদেশ
মুরাদাবাদরুস্তম খানউত্তর প্রদেশ
লখনউআসাফ-উদ-দৌলাউত্তর প্রদেশ
দেরাদুনগুরু রাম রায়উত্তরাখন্ড
১০পুরীগং চোলাওড়িশা
১১ভুবনেশ্বরওটো কনিগসবার্গারওড়িশা
১২বিজাপুরইউসুফ আদিল শাহকর্ণাটক
১৩বেঙ্গালুরুপ্রথম কেম্পে গওদাকর্ণাটক
১৪হাম্পিহরিহর ও বুক্কাকর্ণাটক
১৫চণ্ডীগড়লে করবুসিয়ারচণ্ডীগড়
১৬রায়পুরব্রাহ্মদেও রায়ছত্তিসগড়
১৭জম্মুজাম্বু লোচনজম্মু ও কাশ্মীর
১৮শ্রীনগরদ্বিতীয় প্রবরসেন ( মতান্তরে অশোক )জম্মু ও কাশ্মীর
১৯টাটানগরজামসেটজি টাটাঝাড়খন্ড
২০মাদ্রাজ (চেন্নাই )ফ্রান্সিস ডে তামিলনাড়ু
২১মহাবলিপুরম  নরসিংহবর্মন তামিলনাড়ু 
২২গঙ্গাইকন্ডচোলাপুরমপ্রথম রাজেন্দ্র চোল তামিলনাড়ু 
২৩হায়দ্রাবাদমুহাম্মদ কুলি কুতুব শাহতেলেঙ্গানা
২৪দিল্লী ( ইন্দ্রপ্রস্থ )আনঙ্গপাল তোমারদিল্লি
২৫তুঘলকাবাদগিয়াসউদ্দিন তুঘলকদিল্লী
২৬নতুন দিল্লীএডউইন লুটিয়েনস ( ডিজাইনার )দিল্লী
২৭সিরিআলাউদ্দিন খিলজিদিল্লী 
২৮দিনপানাহ হুমায়ূনদিল্লী 
২৯শাহজাহানবাদ শাহজাহানদিল্লী 
৩০কলকাতাজব চার্নকপশ্চিমবঙ্গ
৩১অমৃতসরগুরু রামদাসপাঞ্জাব
৩২নালন্দাপ্রথম কুমারগুপ্তবিহার
৩৩পাটনা ( পাটলিপুত্র )উদয়ীন / উদয়ভদ্রবিহার
৩৪মুঙ্গেরচন্দ্রগুপ্ত মৌর্য্যবিহার
৩৫ইন্দোররাও নন্দলাল চৌধুরীমধ্যপ্রদেশ
৩৬ধর রাজা ভোজমধ্যপ্রদেশ
৩৭ভোপাল রাজা ভোজমধ্যপ্রদেশ
৩৮সাগরউদেনশাহমধ্যপ্রদেশ
৩৯নাগপুরভক্ত বুলান্দমহারাষ্ট্র
৪০পুনেশাহাজি ভোসলেমহারাষ্ট্র
৪১মুম্বাইরাজা ভীমদেভমহারাষ্ট্র
৪২দৌলতাবাদ মহম্মদ বিন তুঘলকমহারাষ্ট্র
৪৩আজমেরঅজয়দেব সিংরাজস্থান
৪৪উদয়পুরদ্বিতীয় উদয় সিংহরাজস্থান
৪৫কুম্ভলগড়রানা কুম্ভরাজস্থান
৪৬জয়পুরদ্বিতীয় জয় সিংরাজস্থান
৪৭বিকানেররাও বিকারাজস্থান
৪৮ভরতপুররাজা সুরজমলরাজস্থান
৪৯যোধপুররাও যোধারাজস্থান
৫০হিশারফিরোজশাহ তুঘলক হরিয়ানা 
শহরের প্রতিষ্ঠাতা তালিকা

বিভিন্ন শহরের প্রতিষ্ঠাতা সম্পর্কিত কিছু প্রশ্ন উত্তর 

আগ্রা শহর কে প্রতিষ্ঠা করেন ?

সিকান্দার লোদী

কলকাতা শহর কে প্রতিষ্ঠা করেন ?

জব চার্ণক

ফতেপুর সিক্রি নগরীর পত্তন করেন কে?

মুঘল সম্রাট আকবর

নয়াদিল্লি শহর কে ডিজাইন করেন ?

ব্রিটিশ স্থপতি স্যার এডউইন লুটিয়েনস ও স্যার হারবার্ট বেকার

আরো দেখে নাও : 


এই নোটটির PDF ডাউনলোড লিংক নিচে দেওয়া রইলো ।

Download Section :

  • File Name : ভারতের বিভিন্ন শহরের প্রতিষ্ঠাতা – Founders of Different Indian Cities
  • File Size: 3,159 KB
  • Format: PDF
  • No. of Pages: 05
  • Language: Bengali

To check our latest Posts - Click Here

Telegram

Mukesh Dhariwal

Active author of BanglaQuiz.in. Quiz and GK enthusiast , Quiz Master

Related Articles

Back to top button