ভারতের ভাইসরয় তালিকা – সময়কাল ও উল্লেখযোগ্য ঘটনা – PDF
List of Viceroys in India
ভারতের ভাইসরয় তালিকা ও তথ্য – PDF
প্রিয় পাঠকেরা, আজ আমরা আলোচনা করবো ভারতের ভাইসরয় তালিকা ও তৎসম্পর্কিত বিভিন্ন তথ্য নিয়ে। এর আগে আমরা বাংলার গভর্নর জেনারেল ও ভারতের গভর্নর জেনারেল তালিকা নিয়ে আলোচনা করেছি।
ভারতের বিভিন্ন ভাইসরয় এবং তাঁদের আমলের কিছু উল্লেখযোগ্য ঘটনার তালিকা নিচে দেওয়া রইলো।
লর্ড ক্যানিং
- সময়কাল : ১৮৫৮ – ৬২ খ্রিস্টাব্দ।
- স্বত্ববিলোপ নীতি বাতিল।
- নীল বিদ্রোহ (১৮৫৯ খ্রিস্টাব্দ )।
- ইন্ডিয়ান কাউন্সিল এক্ট পাশ (১৮৬১ খ্রিস্টাব্দ )।
- কলকাতা, চেন্নাই এবং বোম্বেতে হাইকোর্ট প্রতিষ্ঠা (১৮৬২ খ্রিস্টাব্দ )।
লর্ড এলগিন
- সময়কাল : ১৮৬২ – ৬৩ খ্রিস্টাব্দ
- ওয়াহাবি আন্দোলন
জন লরেন্স
- সময়কাল : ১৮৬৪ – ৬৯ খ্রিস্টাব্দ
- ইউরোপের সাথে ভারতের টেলিগ্রাফ সংযোগ
- ভারতে বন দপ্তর স্থাপন
লর্ড মেয়ো
- সময়কাল : ১৮৬৯ – ৭২ খ্রিস্টাব্দ
- আর্থিক বিকেন্দ্রীকরণ প্রক্রিয়ার শুরু
- স্ট্যাটিসটিকাল সার্ভে অফ ইন্ডিয়া – এর প্রতিষ্ঠা
- মেয়ো কলেজের প্রতিষ্ঠা।
- ভারতের প্রথম আদমশুমারি (সেনসাস ) (১৮৭১ খ্রিস্টাব্দ )
- পোর্ট ব্লেয়ারে শের আলি আফ্রিদি নামক এক আফগান দ্বারা লর্ড মেয়ো নিহত হন। লর্ড মেয়ো ছিলেন একমাত্র ভাইসরয় যিনি তার কার্যকালে খুন হন।
লর্ড নর্থব্রুক
- সময়কাল : ১৮৭২ – ৭৬ খ্রিস্টাব্দ
- পাঞ্জাবের কুকা আন্দোলন
- নাগরিক বিবাহ এবং আর্য সমাজ বিবাহের সূচনা
- আন্তঃবর্ণের বিবাহের সূচনা
- নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন (১৮৭৬ খ্রিস্টাব্দ )
লর্ড লিটন
- সময়কাল : ১৮৭৬ – ৮০ খ্রিস্টাব্দ
- দিল্লি দরবার প্রতিষ্ঠা (১৮৭৭ খ্রিস্টাব্দ ) এবং মহারানী ভিক্টোরিয়ার কাইজার-ই-হিন্দ উপাধি
- অস্ত্র আইন (১৮৭৮ খ্রিস্টাব্দ )
- মাতৃভাষায় সংবাদপত্র আইন (ভার্নাকুলার প্রেস এক্ট ) (১৮৭৮ খ্রিস্টাব্দ )
- সিভিল সার্ভিস পরীক্ষা দেওয়ার বয়সসীমা ২১ থেকে কমিয়ে ১৯ করা হয়
- লর্ড লিটনকে “উজ্জ্বল বিফলতা” আখ্যা দেওয়া হয়।
লর্ড রিপন
- সময়কাল : ১৮৮০ – ৮৪ খ্রিস্টাব্দ
- প্রথম ফ্যাক্টরি আইন পেশ (১৮৮১ খ্রিস্টাব্দ )
- প্রথম সরকারি জনগণনা (১৮৮১ খ্রিস্টাব্দ)
- মাতৃভাষায় সংবাদপত্র আইন রদ (১৮৮১ খ্রিস্টাব্দ )
- স্থানীয় স্বশাসন আইন (১৮৮২ খ্রিস্টাব্দ )
- হান্টার কমিশনের সুপারিশ অনুযায়ী প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার উন্নতির জন্য পদক্ষেপ গ্রহণ (১৮৮২ খ্রিস্টাব্দ )
- ইলবার্ট বিল (১৮৮৩ খ্রিস্টাব্দ )
- পাঞ্জাব বিশ্ববিদ্যালয় (১৮৮৪ খ্রিস্টাব্দ ) এবং এলাহাবাদ বিশ্ববিদ্যালয় (১৮৮৭ খ্রিস্টাব্দ ) প্রতিষ্ঠা
- তিনি ভারতীয়দের কাছে সবথেকে জনপ্রিয় ভাইসরয় ছিলেন ।
লর্ড ডাফরিন
- সময়কাল : ১৮৮৪ – ৮৮ খ্রিস্টাব্দ
- ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা (১৮৮৫ খ্রিস্টাব্দ)
- তৃতীয় ইঙ্গ-বার্মা যুদ্ধ (১৮৮৫ – ৮৬ খ্রিস্টাব্দ )
লর্ড ল্যান্সডাউন
- সময়কাল : ১৮৮৮ – ৯৪ খ্রিস্টাব্দ
- দ্বিতীয় ফ্যাক্টরি আইন পেশ (১৮৯১ খ্রিস্টাব্দ )
- ইম্পিরিয়াল, প্রভিন্সিয়াল ও সাবর্ডিনেট – এই তিন ভাগে সিভিল সার্ভিসের বিভাগ
- ইন্ডিয়ান কাউন্সিল এক্ট (১৮৯২ খ্রিস্টাব্দ ) পাশ
- ব্রিটিশ শাসিত ভারত ও আফগানিস্তানের মধ্যে ডুরান্ড লাইনের নির্দেশ (১৮৯৩ খ্রিস্টাব্দ )
দ্বিতীয় লর্ড এলগিন
- সময়কাল : ১৮৯৪ – ৯৯ খ্রিস্টাব্দ
- ভারতে দুর্ভিক্ষ (১৮৯৬ – ৯৭ খ্রিস্টাব্দ )
- লায়াল কমিশন নিয়োগ
- চাপেকার ভ্রাতৃদ্বয়ের হাতে র্যান্ড ও আয়ার্স্ট -এর মৃত্যু। এটি ছিল ব্রিটিশ ভারতের প্রথম রাজনৈতিক হত্যা।
লর্ড কার্জন
- সময়কাল : ১৮৯৯ – ১৯০৫ খ্রিস্টাব্দ
- ভারতীয় মুদ্রা ও কারেন্সি নোট আইন (১৮৯৯ খ্রিস্টাব্দ )
- উত্তর-পশ্চিম সীমান্ত প্রদেশ গঠন (১৯০১ খ্রিস্টাব্দ )
- স্যার এন্ড্রু ফ্রেজারের নেতৃত্বে পুলিশ কমিশন নিয়োগ (১৯০২ খ্রিস্টাব্দ )
- ভারতীয় বিশ্ববিদ্যালয় আইন (১৯০৪ খ্রিস্টাব্দ )
- প্রাচীন মনুমেন্ট সংরক্ষণ আইন (১৯০৪ খ্রিস্টাব্দ )
- ইয়ং হাজবেন্ড মিশন – তিব্বত অভিযান (১৯০৪ খ্রিস্টাব্দ )
- বঙ্গভঙ্গ (১৯০৫ খ্রিস্টাব্দ )
- কার্জন-কিচেনারের বিতর্ক
দ্বিতীয় লর্ড মিন্টো
- সময়কাল : ১৯০৫ – ১০ খ্রিস্টাব্দ
- ঢাকায় আগা খানের নেতৃত্বে মুসলিম লীগ গঠন (১৯০৬ খ্রিস্টাব্দ )
- ইন্ডিয়ান কাউন্সিল এক্ট অথবা মর্লে মিন্টো সংস্কার (১৯০৯ খ্রিস্টাব্দ )
দ্বিতীয় লর্ড হার্ডিঞ্জ
- সময়কাল : ১৯১০ – ১৬ খ্রিস্টাব্দ
- বঙ্গভঙ্গ রদ (১৯১১ খ্রিস্টাব্দ )
- পঞ্চম জর্জ ও রানী মেরির ভারতে আগমন ( দিল্লির দরবার ১৯১১ খ্রিস্টাব্দ )
- কলকাতা থেকে দিল্লিতে রাজধানী স্থানান্তর ( ঘোষণা ১৯১১, স্থানান্তর ১৯১২ খ্রিস্টাব্দ )
- মদন মোহন মালব্য কর্তৃক হিন্দু মহাসভা গঠন।
- ১৯১১ খ্রিস্টাব্দের ২৩শে ডিসেম্বর রাসবিহারী বসু ও বসন্ত বিশ্বাস দিল্লির চাঁদনি চকে তাঁকে লক্ষ্য করে বোমা ছোড়েন।
লর্ড চেমসফোর্ড
- সময়কাল : ১৯১৬ – ২১ খ্রিস্টাব্দ
- হোমরুল লীগের গঠন (১৯১৬ খ্রিস্টাব্দ )
- গান্ধীজির চম্পারণ সত্যাগ্রহ (১৯১৭ খ্রিস্টাব্দ )
- গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এক্ট ১৯১৯ ( মন্টেগু-চেমসফোর্ড শাসন সংস্কার )
- রাওলাট আইন (১৯১৯ খ্রিস্টাব্দ )
- জালিয়ানওয়ালা হত্যাকান্ড (১৯১৯ খ্রিস্টাব্দ )
- তৃতীয় ইঙ্গ-আফগান যুদ্ধ (১৯১৯ খ্রিস্টাব্দ )
- খিলাফত আন্দোলনের সূচনা (১৯১৯ খ্রিস্টাব্দ )
- অসহযোগ আন্দোলনের সূচনা (১৯১৯ খ্রিস্টাব্দ )
লর্ড রিডিং
- সময়কাল : ১৯২১ – ২৬ খ্রিস্টাব্দ
- চৌরিচৌরা ঘটনার পর অসহযোগ আন্দোলনের প্রত্যাহার (১৯২২ খ্রিস্টাব্দ )
- স্বরাজ্য পার্টির গঠন
- কাকোরি ট্রেন ডাকাতি (১৯২৫ খ্রিস্টাব্দ )
- কানপুরে ভারতের কমিউনিস্ট পার্টির কাজকর্মের সূচনা (১৯২৫ খ্রিস্টাব্দ )
- নাগপুরের রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS ) প্রতিষ্ঠা (১৯২৫ খ্রিস্টাব্দ )
লর্ড আরউইন
- সময়কাল : ১৯২৬ – ৩১ খ্রিস্টাব্দ
- ইংল্যান্ডে সাইমন কমিশন গঠন (১৯২৭ খ্রিস্টাব্দ )
- সাইমন কমিশনের ভারতে আগমন (১৯২৮ খ্রিস্টাব্দ )
- বাটলার কমিটি নিয়োগ (১৯২৭ খ্রিস্টাব্দ )
- মোতিলাল নেহেরু কর্তৃক নেহেরু রিপোর্ট প্রকাশ পেশ (১৯২৮ খ্রিস্টাব্দ )
- জিন্নার ১৪ দফা দাবি পেশ (১৯২৯ খ্রিস্টাব্দ )
- কংগ্রেসের লাহোর অধিবেশন ও পূর্ণ স্বরাজের দাবি (১৯২৯ খ্রিস্টাব্দ )
- আইন অমান্য আন্দোলন (১৯৩০ খ্রিস্টাব্দ )
- গান্ধীজির ডান্ডি অভিযান (১৯৩০ খ্রিস্টাব্দ )
- প্রথম গোল টেবিল বৈঠক (১৯৩০ খ্রিস্টাব্দ )
- সূর্য সেনের নেতৃত্বে চট্টগ্রাম অস্ত্রাগার লুন্ঠন (১৯৩০ খ্রিস্টাব্দ )
- প্রথম স্বাধীনতা দিবস পালন (২৬শে জানুয়ারি, ১৯৩০ খ্রিস্টাব্দ )
- দ্বিতীয় গোলটেবিল বৈঠক – গান্ধী আরউইন চুক্তি (১৯৩১ খ্রিস্টাব্দ )
লর্ড উইলিংডন
- সময়কাল : ১৯৩১ – ৩৬ খ্রিস্টাব্দ
- রামসে ম্যাকডোনাল্ড কর্তৃক সাম্প্রদায়িক বাঁটোয়ারা নীতি ঘোষণা (১৯৩১ খ্রিস্টাব্দ )
- পুনা চুক্তি (১৯৩২ খ্রিস্টাব্দ )
- তৃতীয় গোলটেবিল বৈঠক (১৯৩২ খ্রিস্টাব্দ )
- ভারত শাসন আইন, ১৯৩৫
লর্ড লিনলিথগো
- সময়কাল : ১৯৩৬ – ৪৩ খ্রিস্টাব্দ
- মুসলিম লীগের লাহোর অধিবেশনে পাকিস্তান প্রস্তাব গ্রহণ (১৯৪০ খ্রিস্টাব্দ )
- কংগ্রেসের একক সত্যাগ্রহ আন্দোলন (১৯৪০ খ্রিস্টাব্দ )
- ক্রিপস মিশন (১৯৪২ খ্রিস্টাব্দ )
- ভারত ছাড়ো আন্দোলন (১৯৪২ খ্রিস্টাব্দ )
- রাজাগোপালাচারী ফর্মুলা প্রকাশ
লর্ড ওয়াভেল
- সময়কাল : ১৯৪৩ – ৪৭ খ্রিস্টাব্দ
- সিমলা অধিবেশনে ও ওয়াভেল প্ল্যানের ব্যর্থতা (১৯৪৫ খ্রিস্টাব্দ )
- নৌ-বিদ্রোহ (১৯৪৬ খ্রিস্টাব্দ )
- গান্ধী ও জিন্নার মধ্যে সি আর ফর্মুলা আলোচনা এবং তার ব্যর্থতা (১৯৪৪ খ্রিস্টাব্দ )
- নেহেরুর নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠন ( ২ সেপ্টেম্বর, ১৯৪৬ খ্রিস্টাব্দ )
- ব্রিটিশ প্রধানমন্ত্রী অ্যাটলি কর্তৃক ১৯৪৮ সালের ৩০শে জুনের মধ্যে ভারতকে স্বাধীনতা দেওয়ার ঘোষণা।
লর্ড মাউন্টব্যাটেন
- সময়কাল : ফেব্রুয়ারি ১৯৪৭ – আগস্ট ১৯৪৭
- ১৯৪৭ খ্রিস্টাব্দের মাউন্টব্যাটেন পরিকল্পনার মাধ্যমে ১৫ আগস্টের মধ্যে ভারতবর্ষকে স্বাধীনতা দেওয়ার ঘোষণা ।
- লর্ড মাউন্টব্যাটেন ছিলেন পরাধীন ভারতের শেষ ভাইসরয় এবং স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল।
ভারতের ভাইসরয় সম্পর্কিত কিছু প্রশ্ন ও উত্তর
১. জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার সময় ভারতের ভাইসরয় কে ছিলেন
জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার সময় ভারতের ভাইসরয় ছিলেন লর্ড ডাফরিন
২. কোন ভাইসরয়ের আমলে বিশ্ববিদ্যালয় আইন তৈরি হয়েছিল ?
লর্ড কার্জনের সময় বিশ্ববিদ্যালয় আইন (১৯০৪ ) তৈরি হয়েছিল ।
৩. ১৯০৫ সালে বঙ্গভঙ্গের সময় ভারতের ভাইসরয় বা গভর্নর জেনারেল কে ছিলেন?
বঙ্গভঙ্গের সময় ভারতের ভাইসরয় ছিলেন লর্ড কার্জন।
৪. বঙ্গভঙ্গ রদ হয় কত সালে ?
১৯১১ সালে
৫. ভারত ছাড়ো আন্দোলনের সময় ভারতের ভাইসরয় কে ছিলেন ?
ভারত ছাড়ো আন্দোলনের সময় ভারতের ভাইসরয় ছিলেন লর্ড লিনলিথগো।
Download Section
File Name : ভারতের ভাইসরয় তালিকা – সময়কাল ও উল্লেখযোগ্য ঘটনা – PDF – বাংলা কুইজ
File Size : 2.8 MB
Format : PDF
No of Pages : 07
আরও দেখে নাও :
রাওলাট আইন – ১৯১৯ খ্রিস্টাব্দ – রাওলাট আইন টিকা
ভারতের ঐতিহাসিক ষড়যন্ত্র মামলা সমূহের তালিকা
কিছু ঐতিহাসিক গ্রন্থ ও তার লেখক – PDF – ঐতিহাসিক বই
ভারতের ঐতিহাসিক সন্ধি ও চুক্তি – তালিকা PDF
To check our latest Posts - Click Here