General Knowledge Notes in BengaliEconomyGeography Notes

বিভিন্ন পণ্য উৎপাদনে প্রথম রাজ্য তালিকা

List of largest Producing State

বিভিন্ন পণ্য উৎপাদনে প্রথম রাজ্য তালিকা তালিকা

প্রিয় পাঠকেরা, আজ তোমাদের জন্য নিয়ে এসেছি বিভিন্ন পণ্য উৎপাদনে প্রথম রাজ্যের তালিকা। মাঝে মধ্যেই প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলিতে কোনো একটি পণ্যের নাম দিয়ে জানতে চাওয়া হয় কোন রাজ্য এই পণ্যটি উৎপাদনে প্রথম। এই তালিকাটি একবার দেখে রাখলে ওই ধরণের প্রশ্নগুলো সহজেই উত্তর করা সম্ভব।

কোন পণ্য উৎপাদনে কোন রাজ্য প্রথম

কোন পণ্য উৎপাদনে কোন রাজ্য প্রথম তার তালিকা নিচে দেওয়া রইলো ।

ক্রমপণ্যের নামপ্রথম উৎপাদক রাজ্য
ধানপশ্চিমবঙ্গ
গমউত্তর প্রদেশ
ভুট্টামধ্যপ্রদেশ
তুলাগুজরাট
শাকসব্জিপশ্চিমবঙ্গ
পাটপশ্চিমবঙ্গ
ডালমধ্যপ্রদেশ
মিলেটমহারাষ্ট্র
সরিষারাজস্থান
১০মোট তৈলবীজমধ্যপ্রদেশ
১১আখউত্তর প্রদেশ
১২তামাকঅন্ধ্রপ্রদেশ
১৩নারকেলতামিলনাড়ু
১৪আপেলজম্মু ও কাশ্মীর
১৫আমউত্তর প্রদেশ
১৬তরমুজউত্তর প্রদেশ
১৭রাবারকেরালা
১৮আঙ্গুরমহারাষ্ট্র
১৯আনারসপশ্চিমবঙ্গ
২০চাআসাম
২১কফিকর্ণাটক
২২কলাতামিল নাড়ু
২৩দুধউত্তরপ্রদেশ
২৪টিনছত্তিসগড়
২৫লৌহ আকরিককর্ণাটক
২৬অ্যালুমিনিয়ামওড়িশা
২৭রুপারাজস্থান
২৮সোনাকর্ণাটক
২৯হীরামধ্যপ্রদেশ
৩০সীসারাজস্থান
৩১ম্যাগনেসিয়ামতামিলনাড়ু
৩২ম্যাঙ্গানিজওড়িশা
৩৩তামামধ্যপ্রদেশ
৩৪ইউরেনিয়ামঝাড়খণ্ড
৩৫বক্সাইটওড়িশা
৩৬অভ্রঝাড়খন্ড
কোন রাজ্য কোন পণ্য উৎপাদনে প্রথম

আরো দেখে নাও :

ভারতের কিছু উল্লেখযোগ্য জলবিদ্যুৎ প্রকল্প –  PDF

ভারতের বিভিন্ন রাজ্যের লোকনৃত্য

পানীয় জলে বিভিন্ন রাসায়নিকের সহনীয় মাত্রা

পশ্চিমবঙ্গের প্রশাসনিক বিভাগ ও জেলা

ভৌগোলিক ক্ষেত্রে সমমান রেখাসমূহ

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button