ভারতের বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের রাজ্য প্রাণীর তালিকা – PDF
State Animals of Different States and Union Territories of India
ভারতের বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের রাজ্য প্রাণীর তালিকা
প্রিয় পাঠকেরা, আজকে আমরা আলোচনা করবো ভারতের বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের রাজ্য প্রাণীর তালিকা (State Animals of Different States and Union Territories of India ) নিয়ে। এই তালিকার মাধ্যমে ভারতের কোন রাজ্যের রাজ্য পশু কোনটি সেটা খুব সুন্দর করে দেওয়া রয়েছে।
ভারতের বিভিন্ন রাজ্যের রাজ্য পশু তালিকা
ভারতের বিভিন্ন রাজ্যের রাজ্য পশু তালিকা নিচে দেওয়া রইলো ।
কৃষ্ণসার হরিণ
অন্ধ্রপ্রদেশের রাজ্যপশু
মেছো বেড়াল
পশ্চিমবঙ্গের রাজ্যপশু
এশীয় সিংহ
গুজরাটের রাজ্যপশু
ক্রমঃ | রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চল | প্রচলিত নাম |
---|---|---|
১ | অন্ধ্রপ্রদেশ | কৃষ্ণসার |
২ | অরুণাচল প্রদেশ | গয়াল |
৩ | আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ | সমুদ্রধেনু |
৪ | আসাম | ভারতীয় গণ্ডার |
৫ | উত্তরপ্রদেশ | বারশিঙ্গা |
৬ | উত্তরাখণ্ড | আলপাইন কস্তুর্রীমৃগ |
৭ | ওড়িশা | সম্বর হরিণ |
৮ | কর্ণাটক | ভারতীয় হাতি |
৯ | কেরালা | ভারতীয় হাতি |
১০ | গুজরাত | এশীয় সিংহ |
১১ | গোয়া | গৌর |
১২ | ছত্তিসগড় | বুনো মোষ |
১৩ | জম্মু ও কাশ্মীর | হঙ্গুল |
১৪ | ঝাড়খণ্ড | ভারতীয় হাতি |
১৫ | তামিলনাড়ু | নীলগিরি বনছাগল |
১৬ | ত্রিপুরা | চশমাপরা হনুমান |
১৭ | দিল্লি | নীলগাই |
১৮ | নাগাল্যান্ড | গয়াল |
১৯ | পশ্চিমবঙ্গ | মেছো বেড়াল |
২০ | পাঞ্জাব | কৃষ্ণসার |
২১ | পুদুচেরি | কাঠবিড়ালী |
২২ | বিহার | গৌর |
২৩ | মণিপুর | সাঙ্গাই হরিণ |
২৪ | মধ্যপ্রদেশ | বারশিঙ্গা |
২৫ | মহারাষ্ট্র | ভারতীয় বৃহৎ কাঠবিড়ালী |
২৬ | মিজোরাম | উল্লুক |
২৭ | মেঘালয় | মেঘলা চিতা |
২৮ | রাজস্থান | উট |
২৯ | লাক্ষাদ্বীপ | প্রজাপতি মাছ |
৩০ | সিকিম | লাল পান্ডা |
৩১ | হরিয়াণা | কৃষ্ণসার |
৩২ | হিমাচল প্রদেশ | তুষার চিতা |
আরও দেখে নাও :
- ভারতের বিভিন্ন রাজ্যের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী – PDF
- ভারতের বিভিন্ন রাজ্যের রাজ্য দিবস
- বিভিন্ন দেশের জাতির জনক / প্রতিষ্ঠাতা – Father of the Nation – PDF
- ভারতের বিভিন্ন রাজ্যের হাইকোর্ট – PDF
- কয়লা ও তার শ্রেণীবিভাগ – বিভিন্ন ধরণের কয়লা – PDF
- ২০২১ সালের গুরুত্বপূর্ণ সাইক্লোন / ঘূর্ণিঝড়ের তালিকা
১. পশ্চিমবঙ্গের রাজ্য পশুর নাম কি? / পশ্চিমবঙ্গের জাতীয় পশুর নাম কি ?
পশ্চিমবঙ্গের জাতীয় পশুর নাম মেছো বিড়াল (Fishing Cat) ( বিজ্ঞানসম্মত নাম – Prionailurus viverrinus )
২. ত্রিপুরার জাতীয় পশুর নাম কি ?
ত্রিপুরার জাতীয় পশু চশমাপরা হনুমান ( বিজ্ঞানসম্মত নাম – Trachypithecus phayrei )
৩. গুজরাটের রাজ্য পশুর নাম কি ?
গুজরাটের রাজ্য পশুর নাম এশীয় সিংহ ( বিজ্ঞানসম্মত নাম – Panthera leo persica )
৪. মধ্যপ্রদেশের রাজ্য প্রাণীর নাম কি ?
মধ্যপ্রদেশের রাজ্য প্রাণীর নাম বারশিঙ্গা ( বিজ্ঞানসম্মত নাম – Rucervus duvaucelii )
এই নোটটির PDF ডাউনলোড লিংক নিচে দেওয়া রইলো ।
Download Section :
- File Name : ভারতের বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের রাজ্য প্রাণীর তালিকা – PDF
- File Size : 1.5 MB
- No. of Pages : 03
- Format : PDF
- Language : Bengali
To check our latest Posts - Click Here