General Knowledge Notes in BengaliPolity Notes
ভারতের বিভিন্ন রাজ্যের হাইকোর্ট তালিকা – PDF
List of High Courts in India

ভারতের বিভিন্ন রাজ্যের হাইকোর্ট
প্রিয় পাঠকেরা, আজ তোমাদের জন্য দেয়াও রইলো ভারতের বিভিন্ন হাইকোর্ট বা উচ্চ আদালতের কিছু তথ্য। তালিকাতে যাওয়ার আগে জেনে নেওয়া যাক ভারতের বিভিন্ন রাজ্যের হাইকোর্ট সম্পর্কিত কিছু তথ্য। ভারতের বিভিন্ন রাজ্যের হাইকোর্ট তালিকা।
হাইকোর্ট সম্পর্কিত কিছু তথ্য
- ভারতীয় সংবিধানের ২১৪-২৩১ পর্যন্ত ধারাগুলি হলো হাইকোর্ট সম্বন্ধীয়।
- হাইকোর্ট হলো রাজ্যের সর্বোচ্চ আদালত ও দেশের দ্বিতীয় সর্বোচ্চ আদালত। প্রতিষ্ঠিত হয়েছিল – ২ জুলাই ১৮৬২ সালে।
- ভারতের কোনো রাজ্যের প্রথম হাইকোর্ট হলো – কলকাতা হাইকোর্ট।
- বর্তমানে ভারতের ২৫টি হাইকোর্ট রয়েছে। সর্বশেষ হাইকোর্টটি হলো – অন্ধ্রপ্রদেশ হাইকোর্ট। প্রতিষ্ঠিত হয়েছিল – ১ জুলাই ২০১৯ সালে।
- ভারতের বৃহত্তম হাইকোর্ট হলো এলাহাবাদ হাইকোর্ট।
- কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে দিল্লি ও জম্মু-কাশ্মীরের হাইকোর্ট রয়েছে।
- হাইকোর্টের প্রধানবিচারপতি ও অন্যান্য বিচারপতিদের নিয়োগ করেন রাষ্ট্রপতি ( আর্টিকেল – ২১৭ অনুসারে )।
- হাইকোর্টের প্রধানবিচারপতি ও অন্যান্য বিচারপতিদের শপথ বাক্য পাঠ করান সেই রাজ্যের রাজ্যপাল।
- বিচারপতিদের অবসরের বয়স হলো ৬২ বছর।
- বিচারপতিদের বেতন ও ভাতা ভারতের সঞ্চিত তহবিল থেকে দেওয়া হয়। বিচারকদের কার্যকালে তাদের বেতন ও ভাতা হ্রাস করা যায় না।
- সংবিধানের ২২৬ ধারা অনুসারে হাইকোর্ট লেখ বা Writ জারি করতে পারে।
- সংবিধানের ২২২ নম্বর ধারা অনুসারে রাষ্ট্রপতি এক হাইকোর্টের বিচারপতিকে অন্য হাইকোর্টে বদলি করতে পারেন।
- সপ্তম সংবিধান সংশোধনী অনুসারে একটি হাইকোর্ট একাধিক রাজ্যের হাইকোর্ট হিসেবে কাজ করতে পারে।
ভারতের হাইকোর্টের তালিকা
# | নাম | প্রতিষ্ঠাকাল | অধিক্ষেত্র ( Territorial Jurisdiction ) |
---|---|---|---|
১ | কলকাতা | ১৮৬২ | পশ্চিমবঙ্গ ও আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ |
২ | বোম্বে | ১৮৬২ | মহারাষ্ট্র,গোয়া , দাদরা ও নগর হাভেলি, দমন দিউ |
৩ | চেন্নাই | ১৮৬২ | তামিলনাড়ু ও পুদুচেরি |
৪ | এলাহাবাদ | ১৮৬৬ | উত্তর প্রদেশ |
৫ | কর্ণাটক | ১৮৮৪ | কর্ণাটক |
৬ | পাটনা | ১৯১৬ | বিহার |
৭ | জম্মু ও কাশ্মীর | ১৯২৮ | জম্মু ও কাশ্মীর, লাদাখ |
৮ | পাঞ্জাব ও হরিয়ানা | ১৯৪৭ | পাঞ্জাব, হরিয়ানা ,চণ্ডীগড় |
৯ | গুয়াহাটি | ১৯৪৮ | আসাম,নাগাল্যান্ড, মিজোরাম ও অরুণাচল প্রদেশ |
১০ | ওড়িশা | ১৯৪৮ | ওড়িশা |
১১ | রাজস্থান | ১৯৪৯ | রাজস্থান |
১২ | মধ্যপ্রদেশ | ১৯৫৬ | মধ্যপ্রদেশ |
১৩ | কেরালা | ১৯৫৮ | কেরালা ও লাক্ষাদ্বীপ |
১৪ | গুজরাট | ১৯৬০ | গুজরাট |
১৫ | দিল্লী | ১৯৬৬ | দিল্লী |
১৬ | হিমাচলপ্রদেশ | ১৯৬৬ | হিমাচলপ্রদেশ |
১৭ | সিকিম | ১৯৭৫ | সিকিম |
১৮ | ছত্তিসগড় | ২০০০ | ছত্তিসগড় |
১৯ | উত্তরাখন্ড | ২০০০ | উত্তরাখন্ড |
২০ | ঝাড়খন্ড | ২০০০ | ঝাড়খন্ড |
২১ | ত্রিপুরা | ২০১৩ | ত্রিপুরা |
২২ | মনিপুর | ২০১৩ | মনিপুর |
২৩ | মেঘালয় | ২০১৩ | মেঘালয় |
২৪ | তেলেঙ্গানা | ২০১৯ | তেলেঙ্গানা |
২৫ | অন্ধ্র প্রদেশ | ২০১৯ | অন্ধ্র প্রদেশ |
Download in PDF format
File Name : ভারতের বিভিন্ন রাজ্যের হাইকোর্ট
File Format : PDF
File Size : 188 KB
No. of Pages : 03
Download
আরো দেখে নাও :
ভারতীয় সংবিধানের বিভিন্ন পার্ট । Parts Articles of the Indian Constitutions- PDF Download
রাজ্য পুনর্গঠন । States Re-organisation
গুরুত্বপূর্ণ কমিটি/ কমিশন । Important Committees and Commissions in India
To check our latest Posts - Click Here