General Knowledge Notes in BengaliPolity Notes

পকসো আইন – POCSO

POSCO - Protection of Children from Sexual Offences Act

পকসো আইন – POCSO

প্রিয় পাঠকেরা, আজকে আমরা আলোচনা করবো পকসো আইন – POCSO নিয়ে । বর্তমানে ভারতে করা ৪টি মামলার মধ্যে ১টি মামলা পকসো আইন সম্পর্কিত। তাই এই আইনটি সম্পর্কে সচেতনতা থাকা অত্যন্ত জরুরি।

পকসো আইন কি ?

শিশুদের যৌন নিপীড়ন, হয়রানি অত্যাচারের বিরুদ্ধে শিশুদের সুরক্ষিত করার অভিপ্রায়ে ২০১২ সালের ১৯ জুন এই আইন পাশ করা হয়েছিল এবং ২০১২ সালের ১৪ নভেম্বর কার্যকরী করা হয়েছে।

ভারতীয় দণ্ডবিধির নিম্নলিখিত ধারাগুলির অধীনে শিশুর উপর যৌন নির্যাতনের বিষয়টি আলোকপাত করা হয়েছে, যথা-

  • আইপিসি (১৮৬০) ৩৭৫ – রেপ।
  • আইপিসি (১৮৬০) ৩৫৪- নারীর শালীনতাকে নষ্ট করে।
  • আইপিসি (১৮৬০) ৩৭৭- অস্বাভাবিক অপরাধ।

পকসো – POCSO কথাটির পূর্ণ অর্থ কি ?

পকসো – POCSO কথাটির পূর্ণ অর্থ হলো – Protection of Children from Sexual Offences Act.

পকসো আইনের প্রধান বৈশিষ্ট্য

পকসো আইনের প্রধান বৈশিষ্ট্যগুলি হল –

  • আইনগতভাবে নিরপেক্ষ অর্থ্যাৎ ১৮ বছরের নীচে সবাইকে শিশু হিসাবে বিবেচিত করা হয়ে থাকে।
  • যৌন হয়রানি, পর্নোগ্রাফিসহ নানান যৌন নির্যাতনের বিভিন্ন রূপ এই আইনের আওতায় নিয়ে আসা হয়েছে।
  • যৌন নিপীড়ন অনেক পরিস্থিতিতে শিশুটিকে মানষিকভাবে অসুস্থ করে তোলে। ডাক্তার, পুলিশ, শিক্ষক, এমনকী পরিবারের কোন সদস্যদের দ্বারা এই নিপীড়ন সংঘটিত হয়ে থাকে।
  • এই আইনে বলা আছে, নিপীড়িত শিশুটির বিষয়ে তদন্ত প্রক্রিয়া যত দ্রুত সম্ভব শেষ করে এক বছরের মধ্যে মামলা নিষ্পত্তি করা প্রয়োজন যাতে শিশু বান্ধব পরিস্থিতি তৈরি হয়।
  • এই আইনের ৪৫ ধারানুযায়ী এই সংক্রান্ত নিধি প্রনয়ণের ক্ষমতা কেন্দ্রের হাতে রয়েছে।
  • এই আইনের ৪৫ ধারায় বলা হয়েছে, অন্য কোন আইনের বিধানের সাথে অসঙ্গতি থাকলে পকসো আইন তা অগ্রাহ্য করবে।

পকসো আইনের সাধারণ নীতি

  • জীবনে বেঁচে থাকার অধিকার প্রদান করে।
  • শিশুর সর্বোত্তম স্বার্থ সুরক্ষিত হয়।
  • মর্যাদা ও সহানুভূতির সাথে আচরণ করার অধিকার প্রদান করে থাকে।
  • বৈষম্য থেকে রক্ষা করার অধিকার প্রদান করে থাকে।
  • বিচারপ্রক্রিয়া চলাকালীন শিশুদের মানষিক যন্ত্রণা থেকে রক্ষা পাওয়ার অধিকার পায়।
  • নিরাপত্তা ও ক্ষতিপূরণের অধিকার প্রদান করে থাকে।

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button