Daily Current Affairs in BengaliCurrent Affairs

19-20th May Current Affairs Quiz 2023 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

Daily Current Affairs MCQ in Bangla

19-20th May Current Affairs Quiz 2023 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

দেওয়া রইলো ১৯-২০শে মে – ২০২৩ এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি ( 19-20th May Current Affairs Quiz 2023 ) । MCQ আকারে এবং বর্ণনা সহ । ডিটেলস-এ পড়লে এই  সাম্প্রতিকী MCQ গুলি মনে রাখা সহজ হয়ে যায় ।

সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স গুলি একসাথে দেখে নাও – Click Here 

দেখে নাও : 13-15th May Current Affairs Quiz 2023 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

Daily Current Affairs MCQ in Bengali


১. অপারেশন সমুদ্রগুপ্তের উদ্দেশ্য কি ছিল?

(A) বিদ্রোহ অভিযান পরিচালনা করা
(B) জাহাজে মাদক পাচার বন্ধ করে ভারত মহাসাগরীয় অঞ্চলকে মাদকমুক্ত করা
(C) উপকূলীয় হুমকি কমাতে
(D) সুদান থেকে ভারতীয়দের সরিয়ে নেওয়া

[spoiler title=’উত্তর ‘ ] (B) জাহাজে মাদক পাচার বন্ধ করে ভারত মহাসাগরীয় অঞ্চলকে মাদকমুক্ত করা

  • NCB, ভারতীয় নৌবাহিনী এবং কোস্ট গার্ড ভারতীয় মহাসাগরীয় অঞ্চলে ১৫,০০০ কোটি টাকা মূল্যের ২৭০০ কেজি উচ্চ-বিশুদ্ধ মেথামফেটামিন জব্দ করেছে।
  • অভিযানটি ছিল অপারেশন সমুদ্রগুপ্তের অংশ, যেটি সামুদ্রিক অবৈধ মাদক কার্যকলাপকে লক্ষ্য করে।
  • ইরান থেকে ড্রাগ শ্রীলঙ্কা, মালদ্বীপ ও ভারতে নিয়ে যাওয়া হচ্ছিল।
[/spoiler]

২. বেদান্ত লিমিটেডের নতুন চিফ ফাইন্যান্সিয়াল অফিসার হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে?

(A) সাফরা ক্যাটজ
(B) জেমি ডিমন
(C) সোনাল শ্রীবাস্তব
(D) মেরি টি. বাররা

[spoiler title=’উত্তর ‘ ] (C) সোনাল শ্রীবাস্তব

  • বেদান্ত লিমিটেড সোনাল শ্রীবাস্তবকে ১লা জুন, ২০২৩ থেকে তার প্রধান আর্থিক অফিসার হিসাবে নিযুক্ত করেছে।
  • তিনি হোলসিম গ্রুপ থেকে বেদান্তে যোগ দেবেন।
  • তিনি অজয় গোয়েলের স্থলাভিষিক্ত হবেন।
  • শ্রীবাস্তবের সেক্টর জুড়ে ২৬ বছরেরও বেশি আর্থিক নেতৃত্বের অভিজ্ঞতা রয়েছে।
[/spoiler]

৩. দ্য ইন্টারন্যাশনাল গ্ল্যামার প্রোজেক্ট মিসেস ইন্ডিয়া ২০২৩-এর প্রথম স্থান বিজয়ীর মুকুট কাকে দেওয়া হয়েছে?

(A) সনিকা লাহানে
(B) স্বরূপ পুরাণিক
(C) মিনিশা লাম্বা
(D) শিল্পা আদম

[spoiler title=’উত্তর ‘ ] (A) সনিকা লাহানে

  • ভারতের মুম্বাইয়ের সনিকা লাহানে, দ্য ইন্টারন্যাশনাল গ্ল্যামার প্রজেক্ট মিসেস ইন্ডিয়া ২০২৩-এর প্রথম স্থান বিজয়ী হয়েছেন।
  • দ্য ইন্টারন্যাশনাল গ্ল্যামার প্রজেক্টের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক ডঃ স্বরূপ পুরাণিক এই অনুষ্ঠানের আয়োজন করেন এবং হোস্ট করেন ডঃ অক্ষতা প্রভু।
[/spoiler]

৪. সম্প্রতি কে ইতিহাসের একমাত্র ক্রিকেটার হিসেবে টেস্ট, ODI, টি-টোয়েন্টি, এবং ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে একই ক্যালেন্ডার বছরের মধ্যে সেঞ্চুরি করলেন?

(A) কেএল রাহুল
(B) শুভমন গিল
(C) রোহিত শর্মা
(D) বিরাট কোহলি

[spoiler title=’উত্তর ‘ ] (B) শুভমন গিল

  • ভারতের তরুণ ব্যাটার শুভমন গিল টেস্ট, ওয়ানডে, টি-টোয়েন্টি এবং ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে এক ক্যালেন্ডার বছরে সেঞ্চুরি করার ইতিহাসে একমাত্র ক্রিকেটার হয়েছেন।
  • সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে ম্যাচে, শুভমান আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ৫৮ বলে ১০১ রান করে এই রেকর্ডটি গড়লেন।
  • চলমান IPL এ তিনি ৫৭৬ রান করেছেন।
[/spoiler]

৫. ‘মেরি লাইফ, মেরা স্বচ্ছ শেহার’ প্রচারাভিযানটি কে চালু করেন?

(A) প্রধানমন্ত্রী
(B) পল্লী উন্নয়ন মন্ত্রী
(C) পরিবেশ ও বন মন্ত্রী
(D) আবাসন ও নগর বিষয়ক মন্ত্রী

[spoiler title=’উত্তর ‘ ] (D) আবাসন ও নগর বিষয়ক মন্ত্রী

  • আবাসন ও নগর বিষয়ক মন্ত্রী হরদীপ এস পুরি নতুন দিল্লিতে তার মন্ত্রকের মেগা প্রচারাভিযান ‘মেরি লাইফ, মেরা স্বচ্ছ শেহর’ চালু করেছেন।
  • এই ক্যাম্পেইনের লক্ষ্য বর্জ্য ব্যবস্থাপনায় চ্যাম্পিয়ন, রিডুস, রিইউজ এবং রিসাইকেল (RRR) ধারণা।
[/spoiler]

৬. কে UPSC-এর চেয়ারম্যান হিসেবে শপথ নিয়েছেন?

(A) রিচার্ড ভার্মা
(B) অনুপ সোনি
(C) মনোজ সোনি
(D) অরবিন্দ সাক্সেনা

[spoiler title=’উত্তর ‘ ] (C) মনোজ সোনি

  • ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের (UPSC) চেয়ারম্যান হিসেবে শপথ নেবেন শিক্ষাবিদ মনোজ সোনি।
  • তিনি ২৮শে জুন, ২০১৭-তে কমিশনে সদস্য হিসাবে যোগদান করেন এবং ৫ই এপ্রিল, ২০২২ থেকে UPSC এর চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন।
[/spoiler]

৭. নিচের কোন ব্যক্তি অখিল ভারতীয় নাট্য পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন?

(A) প্রশান্ত দামলে
(B) সুনীল ধাগে
(C) নরেশ গাদেকর
(D) সমীর ইন্দুলকার

[spoiler title=’উত্তর ‘ ] (A) প্রশান্ত দামলে

  • নির্বাচনটি ১৬ই মে, ২০২৩ এ মুম্বাইতে ABNP এর সদর দফতরে অনুষ্ঠিত হয়েছিল।
  • দামলে এবিএনপিকে পুনরুজ্জীবিত করার এবং বর্তমান সময়ের প্রয়োজনে এটিকে আরও প্রাসঙ্গিক করার প্রতিশ্রুতি দিয়েছেন।
[/spoiler]

৮. নিচের কোন ব্যক্তিকে Paytm-এর COO এবং প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত করা হয়েছে?

(A) ভাবেশ গুপ্ত
(B) সুরিন্দর চাওলা
(C) বিজয় শেখর শর্মা
(D) কেউ ই নন

[spoiler title=’উত্তর ‘ ] (A) ভাবেশ গুপ্ত

  • One97 কমিউনিকেশনস লিমিটেড (OCL), ফিনটেক জায়ান্ট Paytm-এর মূল সংস্থা।
  • এটি কোম্পানির চিফ অপারেটিং অফিসার (COO) এবং প্রেসিডেন্ট হিসাবে ভভেশ গুপ্তাকে নিযুক্ত করেছে।
  • ২০২০ সালে Paytm-এ যোগদানের আগে, তিনি Clix Capital এর CEO (পূর্বে GE ক্যাপিটাল নামে পরিচিত), এবং IDFC ব্যাঙ্কে SME এবং ব্যবসায়িক ব্যাঙ্কিং প্রধান সহ একাধিক নেতৃত্বের ভূমিকা পালন করেছেন।
[/spoiler]

৯. নতুন ICC ODI র‍্যাঙ্কিং ২০২৩-এ কে প্রথম স্থান অধিকার করেছেন কে? (মে ২০২৩ অনুযায়ী)

(A) বিরাট কোহলি
(B) হ্যারি টেক্টর
(C) শুভমান গিল
(D) বাবর আজম

[spoiler title=’উত্তর ‘ ] (D) বাবর আজম

  • আয়ারল্যান্ডের ক্রিকেটার হ্যারি টেক্টর সর্বশেষ ICC পুরুষদের ওয়ানডে ব্যাটিং র‌্যাঙ্কিংয়ে শীর্ষ দশে জায়গা করে নিয়েছেন।
  • বিরাট কোহলির জায়গা নিলেন তিনি।
  • র‌্যাঙ্কিংয়ে বর্তমানে পাকিস্তানের বাবর আজমের নেতৃত্বে রয়েছেন।
[/spoiler]

১০. বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস কবে পালিত হয়?

(A) ১৫ই মে
(B) ১৮ই মে
(C) ১৭ই মে
(D) ১৬ই মে

[spoiler title=’উত্তর ‘ ] (C) ১৭ই মে

  • প্রতি বছর, ১৭ই মে বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস (WHD) উদযাপিত হয়।
  • বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস ২০২৩-এর থিম হল “Measure Your Blood Pressure Accurately, Control It, Live Longer”।
[/spoiler]

১১. এসপি হিন্দুজা সম্প্রতি প্রয়াত হয়েছেন। তিনি নিচের কোন ক্ষেত্রের সাথে সম্পর্কিত?

(A) ব্যবসায়ী
(B) ক্রীড়াবিদ
(C) রাজনীতিবিদ
(D) অভিনেতা

[spoiler title=’উত্তর ‘ ] (A) ব্যবসায়ী

  • শ্রীচাঁদ পরমানন্দ হিন্দুজা, চার হিন্দুজা ভাইয়ের মধ্যে বড় এবং হিন্দুজা গ্রুপের চেয়ারম্যান ৮৭ বছর বয়সে লন্ডনে প্রয়াত হলেন।
[/spoiler]

১২. নিম্নোক্ত কে কিরেন রিজিজুকে নতুন কেন্দ্রীয় আইনমন্ত্রী হিসেবে প্রতিস্থাপিত করেছেন?

(A) অর্জুন রাম মেঘওয়াল
(B) স্মৃতি ইরানি
(C) রবিশঙ্কর প্রসাদ
(D) অনুরাগ ঠাকুর

[spoiler title=’উত্তর ‘ ] (A) অর্জুন রাম মেঘওয়াল

  • ভারতের নতুন আইনমন্ত্রী হিসেবে নিযুক্ত হলেন অর্জুন রাম মেঘওয়াল।
  • কিরেন রিজিজুকে ভূ-বিজ্ঞান মন্ত্রকের পোর্টফোলিও দেওয়া হয়েছে।
  • জিতেন্দ্র সিংকে ভূ-বিজ্ঞান মন্ত্রকের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
[/spoiler]

১৩. কর্ণাটকের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে কে শপথ নেবেন?

(A) সিদ্দারামাইয়া
(B) থাওয়ার চাঁদ গেহলট
(C) বাসভরাজ বোমাই
(D) ডি কে শিবকুমার

[spoiler title=’উত্তর ‘ ] (A) সিদ্দারামাইয়া

  • কংগ্রেস আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে যে সিদ্দারামাইয়া কর্ণাটকের পরবর্তী মুখ্যমন্ত্রী হবেন।
  • উপমুখ্যমন্ত্রী হবেন ডি কে শিবকুমার।
  • শনিবার বেঙ্গালুরু কান্তিরাভা স্টেডিয়ামে কংগ্রেস নেতৃত্বের উপস্থিতিতে শপথ অনুষ্ঠান হবে।
[/spoiler]

১৪. ঘূর্ণিঝড়-বিধ্বস্ত মায়ানমারকে সহায়তা করার জন্য ভারত যে অভিযান শুরু করেছে তার নাম কী?

(A) অপারেশন কাবেরী
(B) অপারেশন গঙ্গা
(C) অপারেশন সফেদ সাগর
(D) অপারেশন করুণা

[spoiler title=’উত্তর ‘ ] (D) অপারেশন করুণা

  • ঘূর্ণিঝড় বিধ্বস্ত মায়ানমারকে সহায়তা করতে ভারত ‘অপারেশন করুণা’ শুরু করেছে।
  • ত্রাণসামগ্রী বহনকারী ভারতীয় নৌবাহিনীর তিনটি জাহাজ মায়ানমারের ইয়াঙ্গুনে পাঠানো হয়েছে।
[/spoiler]

১৫. ২০২৩ সালের মে মাসে কে ফ্রান্সের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার শেভালিয়ার দে লা লিজিওন ডি’অনারে ভূষিত হয়েছেন?

(A) রতন টাটা
(B) নরেন্দ্র মোদি
(C) এন. চন্দ্রশেখরন
(D) এস জয়শঙ্কর

[spoiler title=’উত্তর ‘ ] (C) এন. চন্দ্রশেখরন
টাটা গ্রুপের চেয়ারম্যান এন. চন্দ্রশেখরনকে ভারত ও ফ্রান্সের মধ্যে বাণিজ্য সম্পর্ক জোরদার করার জন্য তাঁর অবদানের জন্য ফ্রান্সের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার শেভালিয়ার দে লা লিজিওন ডি’অনার দেওয়া হয়েছে৷ [/spoiler]

১৬. ‘প্রাইম গ্লোবাল সিটিজ ইনডেক্স QI 2023’-এ মুম্বাইয়ের স্থান কত?

(A) প্রথম
(B) ষষ্ঠ
(C) চতুর্থ
(D) দ্বিতীয়

[spoiler title=’উত্তর ‘ ] (B) ষষ্ঠ

  • মুম্বাই QI 2022-এ ৩৮ তম স্থান থেকে ৬ তম র‌্যাঙ্কে উঠে এসেছে।
  • বেঙ্গালুরু এবং নয়াদিল্লিও ২০২২ ক্যালেন্ডার বছরের প্রথম ত্রৈমাসিকে তাদের আগের ৩৭ তম এবং ৩৯ তম স্থান থেকে যথাক্রমে ১৬ তম এবং ২২ তম র‌্যাঙ্কিংয়ে ঊর্ধ্বমুখী গতিবিধি প্রত্যক্ষ করেছে৷
[/spoiler]

১৭. পেট্রোলিয়াম অ্যান্ড ন্যাচারাল গ্যাস রেগুলেটরি বোর্ডের (PNGRB) নতুন চেয়ারম্যান হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে?

(A) মনোজ সোনি
(B) উপরের কেউই না
(C) প্রবীণ সুদ
(D) এ কে জৈন

[spoiler title=’উত্তর ‘ ] (D) এ কে জৈন
সরকার প্রাক্তন কয়লা সচিব এ কে জৈনকে পেট্রোলিয়াম অ্যান্ড ন্যাচারাল গ্যাস রেগুলেটরি বোর্ডের (PNGRB) চেয়ারম্যান নিযুক্ত করেছে। [/spoiler]

১৮. নিচের কোনটি দেশের প্রথম এলিভেটেড ৮-লেন এক্সেস কন্ট্রোল এক্সপ্রেসওয়ে?

(A) দ্বারকা এক্সপ্রেসওয়ে
(B) মুম্বই-পুনে এক্সপ্রেসওয়ে
(C) যমুনা এক্সপ্রেসওয়ে
(D) গঙ্গা এক্সপ্রেসওয়ে

[spoiler title=’উত্তর ‘ ] (A) দ্বারকা এক্সপ্রেসওয়ে

  • কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী শ্রী নিতিন গড়করি বলেছেন যে দেশের প্রথম এলিভেটেড ৮-লেনের অ্যাক্সেস কন্ট্রোল দ্বারকা এক্সপ্রেসওয়ে ২৯.৬
  • কিলোমিটার দৈর্ঘ্যের এবং ৯০০০ কোটি টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে।
  • এপ্রিল ২০২৪-এ প্রায় সম্পূর্ণ হবে।
[/spoiler]

১৯. ২০২৩ এর কোন দিনটিতে জাতীয় বিপন্ন প্রজাতি দিবস পালিত হলো?

(A) ১৭ই মে
(B) ২০শে মে
(C) ১৯শে মে
(D) ১৮ই মে

[spoiler title=’উত্তর ‘ ] (C) ১৯শে মে

  • প্রতি বছর মে মাসের তৃতীয় শুক্রবার জাতীয় বিপন্ন প্রজাতি দিবস পালিত হয়।
  • ২০২৩ সালে এটি বন্যপ্রাণী সংরক্ষণের গুরুত্ব সম্পর্কে সচেতনতা বাড়াতে ১৯শে মে পালন করা হচ্ছে।
  • ২০২৩ এর থিম হল, “Celebrating the 50th Anniversary of the endangered species act!”।
[/spoiler]

২০. নিচের কোন দেশে G7 শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল?

(A) জাপান
(B) জার্মানি
(C) ফ্রান্স
(D) কানাডা

[spoiler title=’উত্তর ‘ ] (A) জাপান

  • ১৯-২১শে মে হিরোশিমায় অনুষ্ঠিত হওয়া G7 শীর্ষ সম্মেলনে যোগ দিতে G7 নেতারা বর্তমানে জাপানে রয়েছেন।
  • ২০২৩ সালে জাপান G7 প্রেসিডেন্সি গ্রহণ করেছে।
[/spoiler]

২১. বিশ্ব মৌমাছি দিবস কবে পালিত হয়?

(A) ১৭ই মে
(B) ২০শে মে
(C) ১৯শে মে
(D) ১৮ই মে

[spoiler title=’উত্তর ‘ ] (B) ২০শে মে

  • প্রতি বছর ২০শে মে বিশ্ব মৌমাছি দিবস হিসেবে পালন করা হয়।
  • ১৭৩৪ সালের এই দিনে মৌমাছি পালনের অগ্রদূত আন্তন জানসা জন্মগ্রহণ করেন।
  • জাতিসংঘ ২০১৭ সালে ২০শে মেকে বিশ্ব মৌমাছি দিবস হিসেবে ঘোষণা করেছিল।
  • ২০২৩ সালের থিম: “Bee engaged in pollinator-friendly agricultural production”।
[/spoiler]

২২. ভারতের দীর্ঘতম স্কাইওয়াক ব্রিজের উদ্বোধন করা হয়েছে কোথায়?

(A) চেন্নাই
(B) মুম্বাই
(C) হায়দ্রাবাদ
(D) বেঙ্গালুরু

[spoiler title=’উত্তর ‘ ] (A) চেন্নাই

  • তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্টালিন ভারতের দীর্ঘতম স্কাইওয়াক সেতুগুলির একটি উদ্বোধন করেছেন, যার দৈর্ঘ্য ৫৭০ মিটার এবং প্রস্থ ৪.২ মিটার৷
  • স্কাইওয়াক সেতুটি মাম্বালাম রেলওয়ে স্টেশন এবং টি নগর বাস টার্মিনাসকে সংযুক্ত করে, যা যাত্রীদের জন্য একটি গুরুত্বপূর্ণ সংযোগ প্রদান করে।
[/spoiler]

২৩. বিশ্ব মেট্রোলজি দিবস পালিত হয় কবে?

(A) ১৭ই মে
(B) ১৮ই মে
(C) ১৯শে মে
(D) ২০শে মে

[spoiler title=’উত্তর ‘ ] (D) ২০শে মে

  • প্রতি বছর ২০শে মে বিশ্ব মেট্রোলজি দিবস পালন করা হয়।
  • ২০২৩ সালের থিম : “Measurements supporting the global food system”।
[/spoiler]

২৪. ‘দ্য গোল্ডেন ইয়ারস’ বইটির লেখক কে?

(A) অরুন্ধতী রায়
(B) রাসকিন বন্ড
(C) এস জয়শঙ্কর
(D) অরবিন্দ আদিগা

[spoiler title=’উত্তর ‘ ] (B) রাসকিন বন্ড

  • ভারতীয় লেখক রাস্কিন বন্ড “The Golden Years: The Many Joys of Living a Good Long Life” নামে একটি বই লিখেছেন।
  • তিনি তাঁর প্রথম বই, “দ্য রুম অন দ্য রুফ” লিখেছিলেন যখন তিনি ১৭ বছরের ছিলেন।
[/spoiler]

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

দেখে নাও
Close
Back to top button