Daily Current Affairs in BengaliCurrent Affairs

13-15th May Current Affairs Quiz 2023 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

Daily Current Affairs MCQ in Bangla

13-15th May Current Affairs Quiz 2023 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

দেওয়া রইলো ১৩-১৫ই মে – ২০২৩ এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি ( 13-15th May Current Affairs Quiz 2023 ) । MCQ আকারে এবং বর্ণনা সহ । ডিটেলস-এ পড়লে এই  সাম্প্রতিকী MCQ গুলি মনে রাখা সহজ হয়ে যায় ।

সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স গুলি একসাথে দেখে নাও – Click Here 

দেখে নাও : 9 – 12th May Current Affairs Quiz 2023 – Bengali –  কারেন্ট অ্যাফেয়ার্স

Daily Current Affairs MCQ in Bengali


১. ২০২৩ সালের মে মাসে, ভারতের G20 প্রেসিডেন্সির অধীনে তৃতীয় এনার্জি ট্রানজিশন ওয়ার্কিং গ্রুপ মিটিং (ETWG) নিম্নলিখিত কোন জায়গায় শুরু হয়েছে?

(A) পুনে
(B) মুম্বাই
(C) নতুন দিল্লি
(D) ব্যাঙ্গালুরু

উত্তর
(B) মুম্বাই
মিটিংটি মুম্বাইয়ে ১৫-১৭ই মে হয়েছিল।

২. কে সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশনের (CBI ) পরবর্তী ডিরেক্টর হিসেবে নিযুক্ত হয়েছেন?

(A) প্রবীণ সুদ
(B) রিচার্ড ভার্মা
(C) প্রতিমা মূর্তি
(D) সুবোধ কুমার জয়সওয়াল

উত্তর
(A) প্রবীণ সুদ

  • আইপিএস অফিসার প্রবীণ সুদকে দুই বছরের জন্য সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (সিবিআই)-এর পরবর্তী ডিরেক্টর হিসেবে নিযুক্ত করা হয়েছে।
  •  মিঃ সুদ বর্তমানে কর্ণাটকের ডিরেক্টর জেনারেল অফ পুলিশ হিসাবে দায়িত্ব পালন করছেন।
  • তিনি বর্তমান সিবিআই ডিরেক্টর সুবোধ কুমার জয়সওয়ালের স্থলাভিষিক্ত হবেন।

CBI সম্পর্কিত কিছু তথ্য –

  •  সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন হল ভারতের প্রধান তদন্তকারী সংস্থা।
  • প্রতিষ্ঠিত: ১ এপ্রিল ১৯৬৩ সালে ।
  • সদর দপ্তর: নয়াদিল্লি

দেখে নাও বিভিন্ন সংস্থার সদর দপ্তর তালিকা

৩. উৎসব ‘মনলাম চেনমো’ কোন রাজ্যে পালিত হয়?

(A) লাদাখ
(B) হিমাচল প্রদেশ
(C) উত্তরাখণ্ড
(D) হরিয়ানা

উত্তর
(A) লাদাখ

বার্ষিক পাঁচ দিনব্যাপী মহান প্রার্থনা উৎসব , “মনলাম চেনমো” সম্প্রতি লাদাখে শুরু হয়েছে।  এটি বিশ্ব শান্তি ও সুখের জন্য বৌদ্ধ ভিক্ষু এবং সন্ন্যাসীদের একটি গণপ্রার্থনা শিবির।

দেখে নাও :  ভারতের বিভিন্ন রাজ্যের উৎসব তালিকা

৪. নিচের কোন দেশে সম্প্রতি পোলিওভাইরাসের কারণে প্রথম মৃত্যুর খবর পাওয়া গিয়েছে ?

(A) পাকিস্তান
(B) উজবেকিস্তান
(C) তুর্কমেনিস্তান
(D) আফগানিস্তান

উত্তর
(D) আফগানিস্তান

  • আফানিস্তানের নানগারহার প্রদেশের কুট এবং বাতিকুট জেলায় পোলিওর দুটি ঘটনা ঘটেছে।
  • পোলিওতে আক্রান্ত এক শিশুর মৃত্যু হয়েছে।
  • নিহত শিশুটির বয়স ৪ বছর।

৫. ২০২৩ সালের মে মাসে, টুইটারের নতুন সিইও হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে?

(A) পরাগ আগরওয়াল
(B) ইলন মাস্ক
(C) জেফ বেজোস
(D) লিন্ডা ইয়াকারিনো

উত্তর
(D) লিন্ডা ইয়াকারিনো
টুইটারে ফের বড়সড় রদবদল হতে চলেছে। এতদিন এই মাইক্রোব্লগিং সংস্থার কাজ সামলাচ্ছিলেন ইলন মাস্ক। তবে এবার নতুন সিইও হতে চলেছেন এক নারী , আর সেই কথা সোশ্যাল মিডিয়ায় টুইটার অ্যাকাউন্টে জানিয়েছেন ইলন মাস্ক ।

৬. কোন প্রতিষ্ঠান ‘Race to Net Zero’ শিরোনামে একটি রিপোর্ট প্রকাশ করেছে?

(A) UNEP
(B) UNFCCC
(C) UN ESCAP
(D) WEF

উত্তর
(C) UN ESCAP

U.N. Economic and Social Commission for Asia and the Pacific (ESCAP) এই রিপোর্ট প্রকাশ করেছে । এই প্রতিবেদন অনুসারে, এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের বেশিরভাগ দেশই চরম আবহাওয়া এবং প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলার জন্য প্রস্তুত নয়।

দেখে নাও : কোন সংস্থা কোন রিপোর্ট প্রকাশ করে তার তালিকা ।

৭. কোন দেশ প্রথম চীন-মধ্য এশিয়া শীর্ষ সম্মেলন ( China-Central Asia Summit ) আয়োজন করেছে ?

(A) চীন
(B) কাজাখস্তান
(C) তাজিকিস্তান
(D) কিরগিজস্তান

উত্তর
(A) চীন
২০২২ সালের চীন-মধ্য এশিয়া শীর্ষ সম্মেলন ভার্চুয়ালি অনুষ্ঠিত হয়েছিল। এবারে এটি অনুষ্ঠিত হবে চীনে ।

৮. কোন রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চলে ‘জগনান্নকু চেবুদাম প্রোগ্রাম’ চালু করেছে?

(A) কেরালা
(B) অন্ধ্র প্রদেশ
(C) পশ্চিমবঙ্গ
(D) ওড়িশা

উত্তর
(B) অন্ধ্র প্রদেশ
জগন্নানকু চেবুদাম কর্মসূচির অংশ হিসেবে, অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী ওয়াই.এস. জগন মোহন রেড্ডি একটি টোল-ফ্রি হেল্পলাইন নম্বর 1902 চালু করেছেন।

৯. কোন দল ১৩তম হকি ইন্ডিয়া সাব জুনিয়র মহিলা জাতীয় চ্যাম্পিয়নশিপ ২০২৩ জিতেছে?

(A) হকি হরিয়ানা
(B) হকি উত্তরপ্রদেশ
(C) হকি ঝাড়খণ্ড
(D) হকি ওডিশা

উত্তর
(A) হকি হরিয়ানা
হকি হরিয়ানা ১৩তম ইন্ডিয়া সাব জুনিয়র মহিলা জাতীয় টুর্নামেন্ট ২০২৩ -এ চ্যাম্পিয়ন হয়েছে। হকি ঝাড়খণ্ড রানার্স আপ হয়েছে।

১০. নিম্নলিখিত কোন ব্যাডমিন্টন কিংবদন্তিদ্বয় সম্প্রতি ব্যাডমিন্টন ওয়ার্ল্ড ফেডারেশন (BWF) দ্বারা ২০২৩ -এর জন্য BWF হল অফ ফেমে নির্বাচিত হয়েছেন ?

(A) লি চং ওয়েই এবং অ্যাক্সেলসেন ভিক্টর
(B) লিন ড্যান এবং লি চং ওয়েই
(C) অ্যাক্সেলসেন ভিক্টর এবং ক্রিস্টি জোনাটান
(D) লিন ড্যান এবং অ্যাক্সেলসেন ভিক্টর

উত্তর
(B) লিন ড্যান এবং লি চং ওয়েই
সম্প্রতি ব্যাডমিন্টন ওয়ার্ল্ড ফেডারেশন (BWF) ঘোষণা করেছে যে চীনের ব্যাডমিন্টন কিংবদন্তি লিন ড্যান এবং মালয়েশিয়ার লি চং ওয়েই ২০২৩-এর জন্য BWF হল অফ ফেমে নির্বাচিত হয়েছেন।

১১. প্রথম কোন ব্যক্তিত্ব অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটি অফ ইন্ডিয়া (ASI) গোবিন্দ স্বরূপ লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড ২০২২ পেয়েছেন ?

(A) দুর্গেশ ত্রিপাঠী
(B) অজিত কেমভাবি
(C) জি সি অনুপমা
(D) জয়ন্ত বিষ্ণু নারলিকার

উত্তর
(D) জয়ন্ত বিষ্ণু নারলিকার
প্রফেসর জয়ন্ত বিষ্ণু নারলিকার, একজন বিশিষ্ট জ্যোতির্পদার্থবিজ্ঞানী এবং অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটি অফ ইন্ডিয়ার (ASI) প্রাক্তন সভাপতি, ভারতে জ্যোতির্বিদ্যা এবং জ্যোতির্পদার্থবিদ্যার ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য প্রথম ASI গোবিন্দ স্বরূপ লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড ২০২২ -এ ভূষিত হয়েছেন৷

১২. ১৩ই মে ২০২৩ সালে সারা বিশ্ব জুড়ে বিশ্ব পরিযায়ী পক্ষী দিবস পালিত হয়েছে। ২০২৩ সালে এই দিবসের থিম কি ছিল ?

(A) Sing, Fly, Soar – Like a Bird!
(B) Birds Connect Our World
(C) Water: Sustaining Bird Life
(D) Impact of Light Pollution on Migratory Birds

উত্তর
(C) Water: Sustaining Bird Life
জাতিসংঘের বিশ্ব পরিযায়ী পাখি দিবস (WMBD) প্রতি বছর মে মাসের ২য় শনিবার এবং অক্টোবর মাসের ২য় শনিবার , পরিযায়ী পাখিদের গুরুত্ব সম্পর্কে সচেতনতা বাড়াতে সারা বিশ্বে পালিত হয়।

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button