9 – 12th May Current Affairs Quiz 2023 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স
Daily Current Affairs MCQ in Bangla
9-12th May Current Affairs Quiz 2023 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স
দেওয়া রইলো ৯-১২ই মে – ২০২৩ এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি ( 9-12th May Current Affairs Quiz 2023 ) । MCQ আকারে এবং বর্ণনা সহ । ডিটেলস-এ পড়লে এই সাম্প্রতিকী MCQ গুলি মনে রাখা সহজ হয়ে যায় ।
সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স গুলি একসাথে দেখে নাও – Click Here
দেখে নাও : 4-8th May Current Affairs Quiz 2023 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স
Daily Current Affairs MCQ in Bengali
১. যুদ্ধকালীন কভারেজের জন্য কোন প্রেস সংস্থাকে পুলিৎজার পুরস্কার দেওয়া হয়েছে?
(A) বিবিসি ইন্ডিয়া
(B) অ্যাসোসিয়েটেড প্রেস
(C) নিউ ইয়র্ক টাইমস
(D) ওয়াশিংটন পোস্ট
অ্যাসোসিয়েটেড প্রেসকে যুদ্ধকালীন কভারেজের জন্য পুলিৎজার পুরস্কার দেওয়া হয়েছে। উল্লেখ্য যে পুলিৎজার পুরস্কার প্রথম দেওয়া হয় ১৯৭১ সালে।
২. দেশের কোন মেট্রো পরিষেবা প্রথম QR কোড সহ কাগজের টিকিট চালু করেছে?
(A) কলকাতা মেট্রো
(B) লক্ষ্ণৌ মেট্রো
(C) দিল্লি মেট্রো
(D) বেঙ্গালুরু মেট্রো
দিল্লি মেট্রো সম্প্রতি QR কোড সহ কাগজের টিকিটের সুবিধা চালু করেছে। এটি টোকেনের বিকল্প হিসেবে ব্যবহার করা হবে। এর জন্য, মেট্রো পরিষেবা স্বয়ংক্রিয় ভাড়া সংগ্রহের গেট এবং ভেন্ডিং মেশিনেও পরিবর্তন করেছে।
৩. এশিয়ান ভারোত্তোলন চ্যাম্পিয়নশিপ ২০২৩ -এ ভারত কয়টি পদক জিতেছে?
(A) ৩
(B) ৪
(C) ৫
(D) ৬
অজিত নারায়ণ, অচিন্তা শিউলি এবং বিন্দয়রানী দেবী – এই তিনজন এশিয়ান ভারোত্তোলন চ্যাম্পিয়নশিপ ২০২৩ এ ভারতের হয়ে পদক জিতেছেন।
৪. ভারত কোন দেশের সাথে যৌথভাবে সিতওয়ে বন্দর উদ্বোধন করেছে?
(A) শ্রীলঙ্কা
(B) মায়ানমার
(C) ভুটান
(D) থাইল্যান্ড
গত ০৯ মে (মঙ্গলবার) রাখাইন রাজ্যে সিটওয়ে বন্দর উদ্বোধন করেছে ভারত ও মিয়ানমার। এটি দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক ও আঞ্চলিক বাণিজ্যের পাশাপাশি স্থানীয় অর্থনীতিতে সহায়তা করবে। এই বন্দরে প্রথম পণ্য পাঠানো হয়েছে কলকাতার শ্যামা প্রসাদ মুখার্জি বন্দর থেকে।
৫. রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কোন ব্যাঙ্কের উপর সম্প্রতি ১.৭৩ কোটি টাকা জরিমানা আরোপ করেছে?
(A) এক্সিস ব্যাঙ্ক
(B) স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া
(C) ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া
(D) HSBC ব্যাঙ্ক
Credit Information Companies Rules, 2006 মান্য না করার জন্য HSBC ব্যাঙ্ককে এই জরিনা করে RBI
৬. জাতীয় প্রযুক্তি দিবস (National Technology Day ) প্রতিবছর কোন দিনটিতে পালন করা হয় ?
(A) ৯ মে
(B) ১০ মে
(C) ১১ মে
(D) ১২ মে
প্রতিবছর ১১ই মে ভারতে জাতীয় প্রযুক্তি দিবস (National Technology Day ) পালন করা হয়। ১৯৯৮ সালে এই দিনে ভারত তার প্রথম পারমাণবিক পরীক্ষা পরিচালনা করে পোখরান-২ তে। এই পারমাণবিক পরীক্ষাটির কোড নেম ছিল অপারেশন শক্তি।
৭. ষষ্ঠ ভারত মহাসাগর সম্মেলন কোথায় অনুষ্ঠিত হল ?
(A) নয়াদিল্লি
(B) ঢাকা
(C) কাঠমান্ডু
(D) কলম্বো
বাংলাদেশের রাজধানী ঢাকায় ১২ ও ১৩ মে ষষ্ঠ ভারত মহাসাগর সম্মেলন অনুষ্ঠিত হয়েছে । এই সম্মেলনের উদ্বোধন করেছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অধিবেশনে মূল ভাষণটি দিয়েছিলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস. জয়শঙ্কর।
৮. কোন ভারতীয় খেলোয়াড় ২০২৩ সালের ISSF বিশ্বকাপে ব্রোঞ্জ পদক জিতেছেন?
(A) প্রিয়াঙ্কা সিং
(B) মনু ভাকের
(C) রিদম সাঙ্গোয়ান
(D) অপূর্বী চান্দেলা
আইএসএসএফ শুটিং বিশ্বকাপে ভারতকে পদক এনে দিলেন রিদম সাঙ্গোয়ান। আজারবাইজানের বাকুতে অনুষ্ঠিত প্রতিযোগিতায় মহিলাদের ১০০ মিটার এয়ার পিস্তল বিভাগে ব্রোঞ্জ জিতেছেন ভারতের এই শুটার। শুটিং বিশ্বকাপে সিনিয়র বিভাগে রিদম সাঙ্গোয়ানের এটাই প্রথম ব্যক্তিগত পদক।
৯. কিংবদন্তি ফুটবলার আন্তোনিও কারবাজাল সম্প্রতি প্রয়াত গেছেন। তিনি কোন দেশের খেলোয়াড় ছিলেন?
(A) ব্রাজিল
(B) ফ্রান্স
(C) মেক্সিকো
(D) ইংল্যান্ড
পাঁচটি বিশ্বকাপ খেলা প্রথম ফুটবলার আন্তোনিয়ো কারবাহাল। মেক্সিকোর প্রাক্তন গোলরক্ষক তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন ৯৩ বছর বয়সে। দীর্ঘ দিন ধরে অসুস্থ ছিলেন তিনি।
১০. বার্লিনে বিশেষ অলিম্পিক ট্রিপের দূত হিসেবে ভারতীয় দলে কোন অভিনেতাকে অন্তর্ভুক্ত করা হয়েছে?
(A) অমিতাভ বচ্চন
(B) অজয় দেবগন
(C) আয়ুষ্মান খুরানা
(D) অক্ষয় কুমার
ফিল্ম অভিনেতা আয়ুষ্মান খুরানাকে জার্মানির বার্লিনে বিশেষ অলিম্পিক সফরের জন্য ভারতীয় দলের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ করা হয়েছে।
১১. প্রতি বছর আন্তর্জাতিক নার্স দিবস কবে পালন করা হয়?
(A) ১০ মে
(B) ১২ মে
(C) ১১ মে
(D) ১৩ মে
প্রতি বছর ১২ই মে, আন্তর্জাতিক নার্স দিবস পালিত হয়।এই দিনটি ফ্লোরেন্স নাইটিংগেলের জন্মবার্ষিকীকে চিহ্নিত করে। তিনি আধুনিক নার্সিংয়ের প্রতিষ্ঠাতা হিসেবে বিবেচিত হন।
২০২৩ সালের এই দিবসের থিম ছিল – “Our Nurses, Our Future”.
১২. ভারতের কোন বিমানবন্দরে দেশের প্রথম রিডিং লাউঞ্জ খোলা হয়েছে?
(A) ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর, নয়াদিল্লি
(B) নেতাজি সুভাষ চন্দ্র বিমানবন্দর, কলকাতা
(C) লাল বাহাদুর শাস্ত্রী আন্তর্জাতিক বিমানবন্দর, বারাণসী
(D) পাটনা বিমানবন্দর
প্রধানমন্ত্রী মোদীর সংসদীয় এলাকা বারাণসীর লাল বাহাদুর শাস্ত্রী আন্তর্জাতিক বিমানবন্দরে দেশের প্রথম রিডিং লাউঞ্জের উদ্বোধন করা হয়েছে। বারাণসী সম্পর্কিত বই এখানে রাখা হয়েছে। এর পাশাপাশি লাউঞ্জে একটি লাইব্রেরিও করা হয়েছে। প্রধানমন্ত্রী যুব যোজনার অধীনে প্রকাশিত তরুণ লেখকদের বই ছাড়াও অনেক আন্তর্জাতিক ভাষায় সাহিত্য ও বইয়ের সংগ্রহ রয়েছে।
১৩. ভারতীয় নৌবাহিনী এবং রয়্যাল থাই নৌবাহিনী কোথায় ৩৫তম কর্প্যাট অনুশীলন পরিচালনা করেছে?
(A) দক্ষিণ চীন সাগর
(B) আন্দামান সাগর
(C) এডেন সাগর
(D) আরব সাগর
ভারতীয় নৌবাহিনী এবং রয়্যাল থাই নৌবাহিনী আন্দামান সাগরে ৩৫তম কর্প্যাট মহড়ার আয়োজন করেছে। ভারতীয় নৌ জাহাজ (আইএনএস) কেশরী এই মহড়ায় অংশ নেয়।
দেখে নাও ভারতের সাথে বিভিন্ন দেশের যৌথ সামরিক মহড়া তালিকা ।
১৪. গুচি ফ্যাশন ব্র্যান্ড কাকে গ্লোবাল অ্যাম্বাসেডর হিসেবে মনোনীত করেছে?
(A) আলিয়া ভাট
(B) দীপিকা পাড়ুকোন
(C) ঐশ্বরিয়া রাই বচ্চন
(D) মাধুরী দীক্ষিত
আলিয়া ভাটকে লাক্সারি ফ্যাশন ব্র্যান্ড Gucci এর গ্লোবাল অ্যাম্বাসেডর হিসেবে নিয়োগ করা হয়েছে। তিনি প্রথম ভারতীয় যিনি ইতালিয়ান বিলাসবহুল ফ্যাশন হাউসের বিশ্ব দূত হয়েছেন।
To check our latest Posts - Click Here