Daily Current Affairs in BengaliCurrent Affairs

3rd July Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

Daily Current Affairs MCQ in Bangla

3rd July Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

দেওয়া রইলো ৩রা জুলাই – ২০২২ এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি ( 3rd July Current Affairs Quiz 2022 – Bengali  ) । MCQ আকারে এবং বর্ণনা সহ । ডিটেলস-এ পড়লে এই  সাম্প্রতিকী MCQ গুলি মনে রাখা সহজ হয়ে যায় ।

সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স গুলি একসাথে দেখে নাও – Click Here 

Daily Current Affairs MCQ in Bengali


১. সম্প্রতি যুক্তরাজ্যের NRI ওয়ার্ল্ড সামিট ২০২২-এ কে Shiromani Award পেয়েছেন?

(A) বিজয় অমৃতরাজ
(B) মিশেল পুনাওয়ালা
(C) এ গোপালকৃষ্ণন
(D) বিশ্ব কারিয়াপ্পা

উত্তর :
(B) মিশেল পুনাওয়ালা

  • শিল্পকলার ক্ষেত্রে অবদানের জন্য তাকে পুরস্কৃত করা হয়েছে।
  • এছাড়াও, শিরোমণি পুরস্কারটি শ্রী সাধু ভ্রমবিহারী, লর্ড রামি রেঞ্জার, রীতা হিন্দুজা ছাবরিয়া, ডক্টর কামেল হোথি ওবিই এবং ফাল্গুনী শেন ময়ূরকেও দেওয়া হয়েছিল।

২. কাকে সম্প্রতি ‘এয়ার অফিসার কমান্ডিং-ইন-চিফ (AOC-in-C) সেন্ট্রাল এয়ার কমান্ড (CAC)’-এর পদে নিযুক্ত করা হয়েছে?

(A) অমরদীপ সিং আউজলা
(B) অজয় কোছার
(C) এপি সিং
(D) এস এস মহল

উত্তর :
(C) এপি সিং

  • এয়ার মার্শাল এপি সিং ১লা জুলাই ২০২২-এ এয়ার অফিসার কমান্ডিং-ইন-চিফ (AOC-in-C) সেন্ট্রাল এয়ার কমান্ডের (CAC) নিয়োগ গ্রহণ করেছেন।
  • তার বিশিষ্ট সেবার জন্য, তাকে ২৬শে জানুয়ারী ২০১৯-এ ভারতের রাষ্ট্রপতি কর্তৃক অতি বিশেষ সেবা পদক প্রদান করা হয়।

৩. ইয়ার ল্যাপিড সম্প্রতি কোন দেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হলেন?

(A) ইয়েমেন
(B) তুরস্ক
(C) সিরিয়া
(D) ইজরায়েল

উত্তর :
(D) ইজরায়েল

  • ইয়ার ল্যাপিড ইসরায়েলের ১৪তম প্রধানমন্ত্রী হয়েছেন।

ইজরায়েল:

  • রাজধানী : জেরুজালেম।
  • মুদ্রা : ইসরায়েলি শেকেল।
  • রাষ্ট্রপতি : আইজ্যাক হারজোগ।

৪. ‘CAPSTONE’-নামের স্যাটেলাইটটি কোন মহাকাশ সংস্থার সম্প্রতি উৎক্ষেপণ করলো?

(A) NASA
(B) Rocosmos
(C) SpaceX
(D) ESA

উত্তর :
(A) NASA

  • NASA সম্প্রতি একটি ২৫-কেজির স্যাটেলাইট ‘CAPSTONE’ উৎক্ষেপণ করেছে।
  • উপগ্রহটি একটি অনন্য এবং উপবৃত্তাকার চন্দ্র কক্ষপথ পরীক্ষা করার জন্য ডিজাইন করা হয়েছে।

৫. ২০২২ সালে অনুষ্ঠিত ১১ তম World Urban Forum কোথায় আয়োজিত হয়েছিল?

(A) স্পেন
(B) ফ্রান্স
(C) অস্ট্রেলিয়া
(D) পোল্যান্ড

উত্তর :
(D) পোল্যান্ড

  • ১১তম বিশ্ব আরবান ফোরাম পোল্যান্ডে ২৬ থেকে ৩০শে জুন অবধি অনুষ্ঠিত হয়েছে।
  •  এখানে ভারতের প্রথম ‘India Forum for Nature-Based Solutions’ (NbS) লঞ্চ করা হয়েছে।

৬. প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোন রাজ্যে ‘Digital India Week 2022’ উদ্বোধন করবেন?

(A) গুজরাট
(B) রাজস্থান
(C) পাঞ্জাব
(D) হরিয়ানা

উত্তর :
(A) গুজরাট

  • প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ৪ঠা জুলাই ২০২২-এ গুজরাটের গান্ধীনগরে ডিজিটাল ইন্ডিয়া সপ্তাহ ২০২২ এর উদ্বোধন করবেন।
  • ডিজিটাল ইন্ডিয়া সপ্তাহের থিম হল Catalyzing New India’s Techade।

৭. কোন রাজ্যসরকার মহিলাদের বাস ভাড়ায় (সরকারি) ৫০% ছাড় দেওয়ার জন্য “Naari Ko Naman” স্কিম লঞ্চ করেছে?

(A) উত্তর প্রদেশ
(B) ওডিশা
(C) হিমাচলপ্রদেশ
(D) মধ্যপ্রদেশ

উত্তর :
(C) হিমাচলপ্রদেশ

  • হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী জয় রাম ঠাকুর এই প্রকল্পটি চালু করেছেন যার ফলে রাজ্যের মহিলা যাত্রীদের রাজ্যের মধ্যে তাদের ভ্রমণের জন্য ভাড়ার মাত্র ৫০% দিতে হবে।
  • হিমাচলপ্রদেশ :
  • মুখ্যমন্ত্রী : জয় রাম ঠাকুর
  • জাতীয় উদ্যান : গ্রেট হিমালয়ান জাতীয় উদ্যান।
  • রাজধানী : শিমলা (গ্রীষ্মকালীন), ধর্মশালা (শীতকালীন)

৮. সম্প্রতি কে টেস্ট ক্রিকেটে ওভারে ৩৫ রান করে নতুন রেকর্ড গড়লেন?

(A) রোহিত শর্মা
(B) জাসপ্রিত বুমরা
(C) রবীন্দ্র জাদেজা
(D) বিরাট কোহলি

উত্তর :
(B) জাসপ্রিত বুমরা

  • জসপ্রিত বুমরাহ ভারতের ক্যাপ্টেন হিসাবে প্রথম ব্যাট করার সময় এই রেকর্ড করেছেন।
  • তিনি স্টুয়ার্ট ব্রডের বিপক্ষে এক ওভারে ৩৫ রান করেন যা টেস্ট ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে বেশি।
  • স্টুয়ার্ট ব্রডের বলেই ২০০৭ সালে যুবরাজ সিং ৬ বলে ৬টি ৬ মারার রেকর্ড করেছিলেন।


To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button