14th August Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স
Daily Current Affairs MCQ in Bangla
14th August Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স
দেওয়া রইলো ১৪ই আগস্ট – ২০২২ এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি ( 14th August Current Affairs Quiz 2022 – Bengali ) । MCQ আকারে এবং বর্ণনা সহ । ডিটেলস-এ পড়লে এই সাম্প্রতিকী MCQ গুলি মনে রাখা সহজ হয়ে যায় ।
সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স গুলি একসাথে দেখে নাও – Click Here
Daily Current Affairs MCQ in Bengali
১. সম্প্রতি কাকে ভারত ও পাকিস্তানে ‘United Nations Military Observer Group’ এর মিশন প্রধান এবং প্রধান সামরিক পর্যবেক্ষক নিযুক্ত করা হয়েছে?
(A) ড্যানিয়েল রিশ
(B) জেভিয়ার বেটেল
(C) শাহু তুষার মানে
(D) গুইলারমো পাবলো রিওস
- তিনি উরুগুয়ের মেজর জেনারেল হোসে ইলাদিও আলকাইনের স্থলাভিষিক্ত হলেন।
- উক্ত গ্রুপটি ১৯৪৯ সালে প্রতিষ্ঠিত হয়েছিল এবং এর সদর দফতর পাকিস্তানের ইসলামাবাদে।
২. Women Indian Premier League এর প্রথম সংস্করণ কবে আয়োজিত হবে?
(A) ২০২২ ডিসেম্বর
(B) ২০২৩ নভেম্বর
(C) ২০২৩ ডিসেম্বর
(D) ২০২৩ মার্চ
- এই প্রথম সিজনে ৫/৬ টি দল খেলবে।
- ২০২৩ এর ফেব্রুয়ারীতে সাউথ আফ্রিকার সাথে ভারতের ODI এর পর মার্চে এই WIPL চালু হবে।
৩. কোন কেন্দ্রীয় মন্ত্রক সম্প্রতি ‘SMILE-75’ উদ্যোগ চালু করেছে?
(A) সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন মন্ত্রক
(B) ক্রীড়া মন্ত্রক
(C) নারী ও শিশু কল্যাণ মন্ত্রক
(D) আবাসন মন্ত্রক
- ভিক্ষাবৃত্তির সঙ্গে যুক্ত ব্যক্তিদের পুনর্বাসনের জন্য এই উদ্যোগ চালু করেছে সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন মন্ত্রক।
- ৭৫টি মিউনিসিপ্যাল কর্পোরেশনে এই ‘SMILE-75 ইনিশিয়েটিভ’ চালু করা হয়েছে।
- SMILE: Support for Marginalised Individuals for Livelihood and Enterprise.
৪. কোন দেশে সম্প্রতি ল্যাঙ্গা ভাইরাসের প্রাদুর্ভাব দেখা গেছে?
(A) চীন
(B) আফগানিস্তান
(C) হাঙ্গেরি
(D) মায়ানমার
- বিজ্ঞানীরা চীনে একটি নতুন ‘ল্যাঙ্গা ‘ ভাইরাস সনাক্ত করেছেন।
- এই ভাইরাস মারাত্মক জ্বরের কারণ হতে পারে এবং সহজে প্রাণী থেকে মানুষের মধ্যে সংক্রামিত হতে পারে।
- ইতিমধ্যে চীনের পূর্বাঞ্চলে প্রায় ৩৫ জনের মধ্যে এই ভাইরাস সনাক্ত করা হয়েছে।
৫. সম্প্রতি কে ভারতের প্রথম লবণাক্ত জলের লণ্ঠন “রোশনি” লঞ্চ করেছে?
(A) হরদীপ সিং পুরী
(B) পীযূষ গয়াল
(C) ডাঃ জিতেন্দ্র সিং
(D) অমিত শাহ
- কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ডঃ জিতেন্দ্র সিং ভারতের প্রথম লবণাক্ত জলের লণ্ঠন “রোশনি” লঞ্চ করেছেন।
- লণ্ঠন টিতে LED ল্যাম্পগুলিকে চালানোর জন্য বিশেষভাবে ডিজাইন করা ইলেক্ট্রোডগুলির মধ্যে ইলেক্ট্রোলাইট হিসাবে সমুদ্রের জল ব্যবহার করা হবে।
- NIOT (National Institute of Ocean Technology)-এর একটি দল এই ল্যাম্পটি তৈরী করেছে।
৬. পাওয়ারগ্রিড কর্পোরেশনের পরিচালক হিসেবে সম্প্রতি কে দায়িত্ব গ্রহণ করলেন?
(A) প্রমোদ কুমার
(B) আশীষকুমার চৌহান
(C) নলিন নেগি
(D) আর কে ত্যাগী
- পাওয়ার গ্রিড কর্পোরেশন হল একটি ভারতীয় পাবলিক সেক্টরের উদ্যোগ যা ভারতের বিভিন্ন রাজ্য জুড়ে বাল্ক পাওয়ার ট্রান্সমিশনে নিযুক্ত।
- এটির সদর দফতর গুরগাঁওতে।
- প্রতিষ্ঠা : ১৯৮৯ সালের ২৩শে অক্টোবর।
৭. স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI) কোন দেশে আরও দুই বছরের জন্য ‘ভারতীয় ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার’ (IVAC) পরিচালনা করবে?
(A) পাকিস্তান
(B) শ্রীলংকা
(C) বাংলাদেশ
(D) মায়ানমার
- SBI এবং ঢাকায় ভারতীয় হাইকমিশনের কর্মকর্তাদের মধ্যে এই ভিসা এপ্লিকেশন সেন্টারের কার্যক্রম আরও দুই বছর বাড়ানোর জন্য চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
- বর্তমানে, SBI সারা বাংলাদেশে মোট ১৫টি IVAC চালায়।
- ঢাকার যমুনা ফিউচার পার্কে IVAC কেন্দ্রটি বাংলাদেশে বৃহত্তম ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র।
- SBI ২০০৫ সালে ঢাকায় প্রথম IVAC চালু করেছিল।
৮. বিশ্ব হাতি দিবস উপলক্ষে, কেন্দ্র অগস্ত্য মালাইয়ে আরও একটি হস্তী সংরক্ষণাগার প্রতিষ্ঠার ঘোষণা করেছে। এই দেশের ________-তম হস্তী সংরক্ষণাগার।
(A) ৩০
(B) ৩৬
(C) ৩৪
(D) ৩২
- বিশ্ব হাতি দিবস উপলক্ষে, কেন্দ্র অগস্ত্য মালাইয়ে আরও একটি হাতি সংরক্ষণাগার প্রতিষ্ঠার ঘোষণা করেছে।
- এটি তিরুনেলভেলি, কন্যাকুমারী এবং টেনকাসি জেলার সংরক্ষিত বন এবং পাট্টা জমিগুলি জুড়ে প্রসারিত।
- পদ্মা সেতু – খরচ, ইতিহাস, দৈর্ঘ্য সাথে আরো অনেক কিছু – Padma Bridge
- অস্কার ২০২২ বিজেতাদের তালিকা – List of Oscar 2022 Winners
- লতা মঙ্গেশকর – লতাজীর জীবনী – Biography of Lataji
- নালন্দা বিশ্ববিদ্যালয় – অবস্থান প্রতিষ্ঠাতা বিস্তার পুনর্নির্মাণ
- পদ্ম সম্মান ২০২২ – সম্পূর্ণ তালিকা । Padma Awards 2022
- সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স – এর সেট গুলি একত্রে
- India’s Rank In Different Indexes 2021 PDF Download
To check our latest Posts - Click Here