Daily Current Affairs in BengaliCurrent Affairs

17th May Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

Daily Current Affairs MCQ in Bangla

17th May Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

দেওয়া রইলো ১৭ই মে  – ২০২২ এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি ( 17th May Current Affairs Quiz 2022 – Bengali  ) । MCQ আকারে এবং বর্ণনা সহ । ডিটেলস-এ পড়লে এই  সাম্প্রতিকী MCQ গুলি মনে রাখা সহজ হয়ে যায় ।

সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স গুলি একসাথে দেখে নাও – Click Here 

Daily Current Affairs MCQ in Bengali


১. হাসান শেখ মোহাম্মদ সম্প্রতি কোন দেশের পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচিত হলেন?

(A) নাইজেরিয়া
(B) দক্ষিন আফ্রিকা
(C) ঘানা
(D) সোমালিয়া

উত্তর :
(D) সোমালিয়া

  • এর আগে তিনি ২০১২-১৭ সাল অবধি রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেছিলেন। এই নিয়ে দ্বিতীয়বারের মতো নির্বাচিত হয়েছেন তিনি।

২. ডেঙ্গু সম্পর্কে সচেতনতা সৃষ্টির জন্য কোন দিনটিকে জাতীয় ডেঙ্গু দিবস হিসেবে পালন করা হয়?

(A) ১০ই মে
(B) ১৬ই মে
(C) ৬ই মে
(D) ১৪ই মে

উত্তর :
(B) ১৬ই মে

  • এটি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের একটি উদ্যোগ।
  • ডেঙ্গু এডিস মশা বাহিত একটি ভাইরাল রোগ যা ডেঙ্গু ভাইরাস (DENV, 1-4 সেরোটাইপ) দ্বারা সৃষ্ট।

৩. রাজস্থানের কোন অভয়ারণ্যকে সম্প্রতি ভারতের ৫২তম টাইগার রিসার্ভ হিসাবে ঘোষণা করা হয়েছে?

(A) গাজনার বন্যপ্রাণী অভয়ারণ্য
(B) রামগড় বিষধারী অভয়ারণ্য
(C) কেওলাদেও জাতীয় উদ্যান
(D) কৈলা দেবী অভয়ারণ্য

উত্তর :
(B) রামগড় বিষধারী অভয়ারণ্য

  • রাজস্থানের রামগড় বিষধরী অভয়ারণ্যকে ১৬ই মে, ২০২২-এ ভারতের ৫২ তম বাঘ সংরক্ষণাগার হিসাবে ঘোষণা করা হয়েছে।
  • রণথম্ভোর, সরিস্কা এবং মুকুন্দ্রার পর এটি রাজস্থানের চতুর্থ বাঘ সংরক্ষণাগার।
  • ২০১৯ সালে প্রকাশিত “Status of Tiger in India” রিপোর্ট অনুসারে, সারা দেশে ২০টি রাজ্যে ২,৯৬৭টি বাঘ রয়েছে।

৪. কাকে সম্প্রতি বিশ্বের সেরা নার্স হিসাবে ‘Aster Guardians Global Nursing Award’ প্রদান করা হয়েছে?

(A) নিকোলা বেইলি
(B) হেইডি এমেরি
(C) আনা কাবালে দুবা
(D) জোয়ান শ

উত্তর :
(C) আনা কাবালে দুবা

  • কেনিয়ার আনা কাবালে দুবাকে সম্প্রতি ‘অ্যাস্টার গার্ডিয়ানস গ্লোবাল নার্সিং অ্যাওয়ার্ড’ প্রদান করা হয়েছে।
  • তিনি সারা বিশ্বে প্রাথমিক ২৪,০০০ মনোনীত নার্সদের মধ্যে নির্বাচিত হন এবং পুরস্কারের অর্থ হিসাবে ২৫০,০০০ মার্কিন ডলার পান।

৫. পোপ ফ্রান্সিস কর্তৃক সাধু (saint) ঘোষিত হওয়া প্রথম ভারতীয় সাধারণ ব্যক্তি কে হলেন?

(A) দেবসহায়াম পিল্লাই
(B) স্বামী অরুলানন্দর
(C) গনসালো গার্সিয়া
(D) ফ্রান্সিস জেভিয়ার

উত্তর :
(A) দেবসহায়াম পিল্লাই

  • তিনি বর্তমান কন্যাকুমারীতে একটি হিন্দু উচ্চবর্ণের পরিবারে নীলকন্দন পিল্লাই হিসাবে জন্মগ্রহণ করেন।
  • তিনি ১৭৪৫ সালে খ্রিস্টান ধর্ম গ্রহণ করেন।

৬. কোন মিউজিক ব্যান্ড সম্প্রতি লাস ভেগাসে অনুষ্ঠিত “বিলবোর্ড মিউজিক অ্যাওয়ার্ডস ২০২২” জিতেছে?

(A) The Beatles
(B) Pink Floyd
(C) The Ramones
(D) BTS

উত্তর :
(D) BTS

  • প্রথম এই পুরস্কার প্রদান করা হয় ১৯৯০ সালে।
  • BTS একটি দক্ষিণ কোরিয়ান বয় ব্যান্ড যা ২০১০ সালে গঠিত হয়েছিল।
  • ১৫ই মে ২০২২ এ লাস ভেগাসে এই পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত হয়েছিল।

৭. Siemens India বোর্ডের স্বাধীন পরিচালক হিসেবে সম্প্রতি কাকে নিযুক্ত করা হয়েছে?

(A) সিন্ধু গঙ্গাধরন
(B) নরেশ কুমার
(C) ভেঙ্কটারমণি সুমন্ত্রণ
(D) অলকেশ কুমার শর্মা

উত্তর :
(A) সিন্ধু গঙ্গাধরন

  • তিনি US-ভিত্তিক Qualtrics, Titan Company Ltd এবং SAP এর EverLoop-এর মতো একাধিক সংস্থার বোর্ডে কাজ করেন।
  • Siemens Limited একটি প্রযুক্তি কোম্পানি যা শিল্প, অবকাঠামো, ডিজিটাল রূপান্তর, পরিবহনের পাশাপাশি ট্রান্সমিশন এবং বৈদ্যুতিক শক্তি উৎপাদনের উপর দৃষ্টি নিবদ্ধ করে।

৮. কোন দেশ সম্প্রতি Uber Cup জিতলো?

(A) চীন
(B) জার্মানি
(C) ভারত
(D) দক্ষিণ কোরিয়া

উত্তর :
(D) দক্ষিণ কোরিয়া

  • থাইল্যান্ডের ব্যাংককের ইমপ্যাক্ট এরিনায় দক্ষিণ কোরিয়া ডিফেন্ডিং চ্যাম্পিয়ন চীনকে হারিয়ে দ্বিতীয় ‘উবার কাপ’ শিরোপা জিতে নিয়েছে।


To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button