ভারতের রেলওয়ে জোন ও সদর দপ্তর তালিকা PDF
Railways Zones and Headquarters
ভারতের রেলওয়ে জোন ও সদর দপ্তর PDF
প্রিয় পাঠকেরা, আজকে আমরা আলোচনা করবো ভারতের রেলওয়ে জোন ও সদর দপ্তর তালিকা নিয়ে। বর্তমানে ভারতের মোট ১৮টি রেলওয়ে জোন রয়েছে। বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলিতে মাঝে মধ্যেই কোনো একটি রেলওয়ে জোনের নাম উল্লেখ করে জানতে চাওয়া হয় সেই রেলওয়ে জোনটির সদর দপ্তর বা হেড কোয়ার্টার কোনটি। আবার অনেক সময় কোনো একটি সদর দপ্তরের নাম দিয়ে জানতে চাওয়া হয় সেটি কোন রেলওয়ে জোনের সদর সপ্তর তালিকা। Railways Zones and Headquarters ।
দেখে নাও ভারতীয় রেলওয়ে সম্পর্কিত বিভিন্ন তথ্য – Click Here
ভারতীয় রেলের বিভিন্ন জোন, তাদের সদর সপ্তর ও ডিভিশন ( বিভাগ )
ক্রমঃ | রেলওয়ে জোন | সদর দপ্তর | ডিভিশন (রেল বিভাগ ) |
---|---|---|---|
১ | মধ্য রেলওয়ে | মুম্বাই (CST ) | মুম্বই ছত্রপতি শিবাজী টার্মিনাস, নাগপুর, সোলাপুর, পুনে |
২ | পূর্ব রেলওয়ে | কলকাতা | হাওড়া, মালদহ, শিয়ালদহ, আসানসোল |
৩ | পূর্ব মধ্য রেলওয়ে | হাজিপুর | সোনপুর, সমস্তিপুর বিভাগ , দানাপুর, মুঘলসরাই, ধানবাদ |
৪ | পূর্ব উপকুল রেলওয়ে | ভুবনেশ্বর | খুরদা রোড, সম্বলপুর, ওয়ালটাইয়ার |
৫ | উত্তর রেলওয়ে | নিউ দিল্লি | আম্বালা, দিল্লী, ফিরোজপুর, লখনউ, মুরাদাবাদ |
৬ | উত্তর-মধ্য রেলওয়ে | এলাহাবাদ | এলাহাবাদ, আগ্রা, ঝাঁসি |
৭ | উত্তর-পূর্ব রেলওয়ে | গোরখপুর | লখনউ, ইজ্জত নগর, বারাণসী |
৮ | উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে | মালিগাঁও | আলিপুরদুয়ার, কাটিহার, লামডিং, রঙ্গিয়া, তিনসুকিয়া |
৯ | উত্তর-পশ্চিম রেলওয়ে | জয়পুর | আজমির, বিকারের, জয়পুর, যোধপুর |
১০ | দক্ষিন রেলওয়ে | চেন্নাই | চেন্নাই, মাদুরাই, পালঘাট, ত্রিচি, ত্রিবান্দ্রাম, সালেম |
১১ | দক্ষিন-মধ্য রেলওয়ে | সেকেন্দ্রাবাদ | হায়দ্রাবাদ, নান্দেদ, সেকেন্দ্রাবাদ |
১২ | দক্ষিন-পূর্ব রেলওয়ে | গার্ডেনরিচ, কলকাতা | আদ্রা, চক্রধরপুর, খড়গপুর, রাঁচি |
১৩ | দক্ষিন-পূর্ব-মধ্য রেলওয়ে | বিলাসপুর | বিলাসপুর, নাগপুর, রায়পুর |
১৪ | দক্ষিন-পশ্চিম রেলওয়ে | হুবলি | বেঙ্গালুরু, হুবলি, মাইসোর |
১৫ | পশ্চিম রেলওয়ে | মুম্বাই (চার্চ গেট) | মুম্বই (সেন্ট্রাল), ভাদোদরা, রতলাম, আহমেদাবাদ, রাজকোট, ভাবনাগর |
১৬ | পশ্চিম-মধ্য রেলওয়ে | জব্বলপুর | ভোপাল, জব্বলপুর, কোটা |
১৭ | দক্ষিন উপকূল রেলওয়ে | বিশাখাপত্তনম | গুনটাকাল, গুন্টুর, বিজয়ওয়াদা |
১৮ | কোলকাতা মেট্রো | কলকাতা | – |
ভারতীয় রেলওয়ের বিভিন্ন রেলওয়ে জোন সম্পর্কিত প্রশ্ন ও উত্তর
দক্ষিণ রেলওয়ের প্রধান কার্যালয় কোথায় অবস্থিত ?
দক্ষিণ রেলওয়ের প্রধান কার্যালয় তামিলনাড়ুর চেন্নাই -এ অবস্থিত ।
দক্ষিণ-পূর্ব রেলের সদর দপ্তর এর নাম কি ?
দক্ষিণ-পূর্ব রেলওয়ে জোনের সদর দপ্তর কলকাতার গার্ডেনরিচে অবস্থিত।
পূর্ব রেলপথের সদর দপ্তর কোথায় অবস্থিত ?
পূর্ব রেলপথের প্রধান কার্যালয় অবস্থিত কলকাতার ফেয়ারলি প্লেসে।
উত্তর পূর্ব রেলের সদর দপ্তর কোথায় ?
উত্তর পূর্ব রেলওয়ের সদর দপ্তর অবস্থিত উত্তরপ্রদেশের গোরখপুরে।
উত্তর রেলের সদর দপ্তর কোথায় অবস্থিত ?
উত্তর রেলের সদর দপ্তর অবস্থিত নতুন দিল্লিতে।
আরও দেখে নাও :
রেলওয়ে পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ নোটস
ভারতীয় রেলওয়ে সম্পর্কিত ২১টি আশ্চর্য তথ্য যা সম্ভবত আপনি জানেন না
ভারতের মহারত্ন সংস্থা তালিকা - 10 Maharatna Companies
কেন্দ্রীয় মন্ত্রিসভা
ভারতের বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী ও রাজ্যপাল
পিডিএফ ডাউনলোড লিংক নিচে দেওয়া রইলো ।
Download Section
- File Name: ভারতের রেলওয়ে জোন ও সদর দপ্তর তালিকা PDF
- File Size: 1.2 MB
- No. of pages: 02
- Format: PDF
- Language: Bengali
To check our latest Posts - Click Here