Geography NotesGeneral Knowledge Notes in BengaliGeography

এক নজরে ভারতবর্ষ – India at a Glance

India at a Glance

এক নজরে ভারতবর্ষ

বাংলা কুইজের পাঠকরা তোমাদের জন্য দেওয়া রইল আমাদের প্রিয় দেশ ভারতবর্ষ সম্পর্কিত কিছু তথ্য।  দেখে নাও  এক নজরে ভারতবর্ষ।

    • প্রাচীন নাম জম্বুদ্বীপ
    • অবস্থান এশিয়া মহাদেশের দক্ষিণ অংশে 
    • অক্ষাংশ অনুসারে ➟ উত্তর গোলার্ধে
    • দ্রাঘিমা অনুসারে পূর্ব গোলার্ধে
    • অক্ষাংশ 8°4′- 37°6′ উত্তর
    • দ্রাঘিমা 68°7′- 97°25′ পূর্ব
    • আয়তন 32,87,263 বর্গকিমী
    •  আয়তনে স্থান সপ্তম 
    • লোকসংখ্যায় স্থান দ্বিতীয় (চীন প্রথম)
    • লোকসংখ্যা 138 কোটি (2020)
    • সংবিধানে স্বীকৃত ভাষা 22 টি
    • রাজ্য 28 টি
    • কেন্দ্রশাসিত অঞ্চল 8 টি
    • আয়তনে বৃহত্তম রাজ্য রাজস্থান 
    • আয়তনে ক্ষুদ্রতম রাজ্য গোয়া
    • জনসংখ্যার ভিত্তিতে বৃহত্তম রাজ্য উত্তরপ্রদেশ 
    • জনসংখ্যার ভিত্তিতে ক্ষুদ্রতম রাজ্য সিকিম 
    • জনঘনত্ব 382 জন প্রতি বর্গ কিমিতে (2011)
    • সর্বাধিক জনঘনত্ব যুক্ত রাজ্য  বিহার 
    • সর্বনিন্ম জনঘনত্ব যুক্ত রাজ্য অরুণাচলপ্রদেশ
    • শিক্ষার হার 74.4% (2011)
    • রাজধানী দিল্লী
    • প্রমান দ্রাঘিমা 82°30′ পূর্ব
    • প্রমান দ্রাঘিমা গিয়েছে এলাহাবাদ শহরের উপর দিয়ে
    • কর্কটক্রান্তি রেখা গিয়েছে 8 টি রাজ্যর মধ্যে দিয়ে (রাজস্থান,গুজরাত, মধ্যপ্রদেশ, ছত্তিসগড়,  পশ্চিমবঙ্গ,ঝাড়খণ্ড, ত্রিপুরা, মিজোরাম)
    • জাতীয় প্রতীক অশোকস্তম্ভ
    • জাতীয় গান  বন্দেমাতরম
    • জাতীয় সংগীত জনগন মন অধিনায়ক
    • জাতীয় পশু বাঘ
    • জাতীয় ঐতিহ্যবাহী পশু হাতি 
    • জাতীয় পাখি ময়ূর
    • জাতীয় সরীসৃপ   কিং কোবরা
    • জাতীয় ফুল পদ্ম
    • জাতীয় ফল   আম 
    • জাতীয় নদী গঙ্গা
    • জাতীয় জলজ প্রাণী গাঙ্গেয় শুশুক/ডলফিন 
    • জাতীয় সব্জি   কুমড়ো 
    • জাতীয় বৃক্ষ বট
    • জাতীয় নীতিবাক্য সত্যমেব জয়তে
    • প্রধান নদী গঙ্গা
    • উচ্চতম শৃঙ্গ   গডউইন-অস্টেন (K2)
    • একমাত্র মরুভূমি থর
    • ভারতের প্রবেশদ্বার মুম্বাই
    • প্রতিবেশি দেশের সংখ্যা 9 টি (বাংলাদেশ,ভুটান,নেপাল, চীন,মালদ্বীপ, মায়ানমার, শ্রীলঙ্কা, পাকিস্তান, আফগানিস্তান)
    • ভাষার ভিত্তিতে গঠিত প্রথম রাজ্য অন্ধ্রপ্রদেশ
    • ভারতের নবীনতম রাজ্য তেলেঙ্গানা
    • স্বাধীনতা দিবস 15 আগষ্ট (1947) 
    • প্রজাতন্ত্র দিবস 26 জানুয়ারি (1950)
    • ভারত থেকে শ্রীলঙ্কা আলাদা হয়েছে পক্ প্রণালী দ্বারা
    • ভারত ও আফগানিস্তানের মধ্যে সীমারেখা ডুরান্ড লাইন 
    • ভারত ও পাকিস্তানের মধ্যে সীমারেখা রাডক্লিফ
    • ভারত ও চীনের মধ্যে সীমারেখা ম্যাকমোহন লাইন
    • সবচেয়ে বড় প্রতিবেশী দেশ চীন
    • সবচেয়ে ছোট প্রতিবেশী দেশ মালদ্বীপ
    • সবচেয়ে বেশী পরিসীমা রয়েছে বাংলাদেশের সঙ্গে
    • সবচেয়ে কম পরিসীমা রয়েছে   আফগানিস্তানের সঙ্গে
    • প্রধান কৃষিজ ফসল ধান
    • পুরুষ : স্ত্রী 1000:940 (2011 সাল অনুযায়ী)
    • প্রাচীন সড়ক পথ গ্র্যাণ্ড ট্রঙ্ক রোড
    • প্রথম সূর্য দেখা যায় অরুণাচল প্রদেশ
    • শেষ সূর্য দেখা যায় গুজরাত

আরো দেখে নাও : ভারত সম্পর্কে ২৫টি তথ্য যা আপনাকে গর্বিত করে তুলবে

ভারতীয় মুদ্রা সম্পর্কিত কিছু জানা-অজানা তথ্য 

ভারতীয় রেলওয়ে সম্পর্কিত ২১টি আশ্চর্য তথ্য যা সম্ভবত আপনি জানেন না

পশ্চিমবঙ্গ সম্পর্কিত কিছু তথ্য

2000 General Knowledge Questions and Answers in Bengali PDF Download

 

To check our latest Posts - Click Here

Telegram

Mukesh Dhariwal

Active author of BanglaQuiz.in. Quiz and GK enthusiast , Quiz Master

Related Articles

Back to top button