Daily Current Affairs in BengaliCurrent Affairs

19th – 21st September Current Affairs Quiz 2021 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

Daily Current Affairs MCQ in Bangla

19th – 21st September Current Affairs Quiz 2021 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

দেওয়া রইলো ১৯ থেকে ২১শে সেপ্টেম্বর  – ২০২১ এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি ( 19th – 21st September Current Affairs Quiz 2021 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স ) । MCQ আকারে এবং বর্ণনা সহ । ডিটেলস-এ পড়লে এই  সাম্প্রতিকী MCQ গুলি মনে রাখা সহজ হয়ে যায় ।


দেখে নাও – 


Daily Current Affairs MCQ in Bengali

১. সম্প্রতি কোন দেশের গবেষকরা একটি কৃত্রিম ত্বকের মতো উপাদান তৈরি করেছেন?

(A) দক্ষিণ কোরিয়া
(B) জাপান
(C) চীন
(D) তাইওয়ান

[spoiler title=”উত্তর : “] (A) দক্ষিণ কোরিয়া
সিউল ন্যাশনাল ইউনিভার্সিটির অধ্যাপক কো সিউং-হওয়ান (Ko Seung-hwan ) এর নেতৃত্বে দলটি একটি বিশেষ কালি দিয়ে “ত্বক” তৈরি করেছে যা তাপমাত্রার উপর ভিত্তি করে রঙ পরিবর্তন করে এবং ছোট, নমনীয় হিটার দ্বারা নিয়ন্ত্রিত হয়।

দক্ষিণ কোরিয়া:

  • রাজধানী – সিউল।
  • মুদ্রা – দক্ষিণ কোরিয়ান ওণ।
  • রাষ্ট্রপতি – মুন জে -ইন
[/spoiler]

২. ২০২১ সালের সেপ্টেম্বরে, কোন রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চল একটি ‘মিউজিক বাস’ চালু করেছে যা শিক্ষার্থীদের অডিও প্রযোজনা, চলচ্চিত্র নির্মাণ এবং গ্রাফিক ডিজাইনিং -এর প্রশিক্ষণ দেবে?

(A) দিল্লি
(B) কর্ণাটক
(C) পুদুচেরি
(D) মহারাষ্ট্র

[spoiler title=”উত্তর : “] (A) দিল্লি
এটি ভারতের প্রথম ‘Mobile Music Classroom and Recording Studio’. [/spoiler]

৩. কে এম রায় ২০২১ সালের সেপ্টেম্বরে প্রয়াত হয়েছেন। তিনি নিচের কোন ক্ষেত্রের সাথে সম্পর্কিত ছিলেন?

(A) রাজনীতি
(B) অভিনয়
(C) সাংবাদিকতা
(D) ঔষধ

[spoiler title=”উত্তর : “] (C) সাংবাদিকতা
তিনি কেরালার সাংবাদিকদের সর্বোচ্চ সম্মান স্বদেশভীমণি কেশরী পুরস্কারের প্রাপক ছিলেন। তিনি Economic Times, The Hindu প্রভৃতি বিখ্যাত সংবাদপত্রের হয়েও কাজ করেছেন। [/spoiler]

৪. ২০২১ সালের নভেম্বরের মধ্যে উত্তর প্রদেশের কোন শহরে মেট্রো রেল পরিষেবা শুরু হতে চলেছে ?

(A) আগ্রা
(B) কানপুর
(C) বেরেলি
(D) আগ্রা ও কানপুর উভয়েই

[spoiler title=”উত্তর : “] (D) আগ্রা ও কানপুর উভয়েই
উইত্তরপ্রদেশের আগ্রা ও কানপুর শহর দুটিতে নভেম্বরের মধ্যে মেট্রো পরিষেবা চালু হতে চলেছে । মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সম্প্রতি গোরখপুরে এই ঘোষণা করেছেন ।

উত্তর প্রদেশ:

  • মুখ্যমন্ত্রী – যোগী আদিত্যনাথ।
  • রাজ্যপাল – আনন্দীবেন প্যাটেল।
  • জেলার সংখ্যা – ৭৫।
  • লোকসভা আসন – ৮০ টি।
  • রাজ্যসভার আসন – ৩১ টি।
[/spoiler]

৫. সম্প্রতি প্রয়াত মনোরমা মহাপাত্র নিম্নলিখিত কোন ক্ষেত্রে সাথে যুক্ত ছিলেন ?

(A) সাংবাদিকতা
(B) অভিনয়
(C) ক্রিকেট
(D) শাস্ত্রীয় নৃত্য

[spoiler title=”উত্তর : “] (A) সাংবাদিকতা

বিশিষ্ট ওড়িয়া সাহিত্যিক এবং সাংবাদিক মনোরমা মহাপাত্র ২০২১ সালের সেপ্টেম্বরে প্রয়াত হয়েছেন। তিনি সর্ববৃহৎ ওড়িয়া দৈনিক ‘সামজা’ -এর প্রাক্তন সম্পাদক ছিলেন।

তিনি

  • ১৯৮৪ সালে সাহিত্য একাডেমি পুরস্কার
  • ১৯৮৮ সালে সোভিয়েত নেহেরু পুরস্কার
  • ১৯৯০ সালে ক্রিটিক সার্কেল অব ইন্ডিয়া পুরস্কার
  • ১৯৯১ সালে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সম্মান এবং
  • ১৯৯৪ সালে রূপম্বর পুরস্কার লাভ করেছিলেন।
[/spoiler]

৬. ২০২১ সালের সেপ্টেম্বরে কে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী পদ থেকে পদত্যাগ করেছিলেন?

(A) হেমন্ত সোরেন
(B) নীতিশ কুমার
(C) অমরিন্দর সিং
(D) পিনারাই বিজয়ন

[spoiler title=”উত্তর : “] (C) অমরিন্দর সিং
ক্যাপ্টেন অমরিন্দর সিং ২০২১ সালের ১৮ই সেপ্টেম্বর পাঞ্জাবের মুখ্যমন্ত্রী পদ থেকে পদত্যাগ করেছিলেন।

পাঞ্জাব:

  • লোকসভা আসন – ১৩ টি।
  • রাজ্যসভার আসন – ৭ টি।
  • জেলার সংখ্যা – ২২ ।
  • রাজ্য প্রাণী – কৃষ্ণসার।
  • রাজ্য পাখি -উত্তর গশক।
[/spoiler]

৭. ২০২১ সালের সেপ্টেম্বরে, নিম্নলিখিত কোন বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা একটি কংক্রিটের মতো উপাদান তৈরি করেছেন?

(A) University of Warwick
(B) University of Manchester
(C) University of Glasgow
(D) University of Sussex

[spoiler title=”উত্তর : “] (B) University of Manchester

ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা একটি কংক্রিটের মতো উপাদান তৈরি করেছেন। মঙ্গল গ্রহ/ চাঁদের মাটির সাথে মহাকাশচারীদের রক্ত, ঘাম, মূত্র এবং অশ্রু দিয়ে গঠিত এই কংক্রিট।

মঙ্গল গ্রহে একটি ইঁট নিয়ে যাওয়ার খরচ প্রায় ২ মিলিয়ন ডলার। এর আবিষ্কারের ফলে এই খরচ বাঁচানো যাবে বলে আশা করা হচ্ছে।

[/spoiler]

৮. ২০২১ সালের সেপ্টেম্বরে, ঝাড়খণ্ড বিধানসভা একটি বিল পাস করেছে যাতে স্থানীয় বাসিন্দাদের মাসিক ৪০,০০০ টাকা পর্যন্ত প্রাইভেট চাকরিতে কত শতাংশ সংরক্ষণের বিধান রয়েছে?

(A) ৫০
(B) ৭০
(C) ৬০
(D) ৭৫

[spoiler title=”উত্তর : “] (D) ৭৫
বিলটি হল – ‘Jharkhand State Employment of Local Candidates in Private Sector Bill, 2021’ । এই বলের ফলে ঝাড়খণ্ডের স্থানীয় বাসিন্দারা ৪০,০০০ টাকা পর্যন্ত প্রাইভেট চাকরিতে ৭৫% সরক্ষন পেতে চলেছে ।

ঝাড়খণ্ড:

  • মুখ্যমন্ত্রী – হেমন্ত সোরেন।
  • গভর্নর – রমেশ বাইস।
  • লোকসভা আসন – ১৪টি ।
  • রাজ্যসভার আসন – ৬টি ।
  • জেলার সংখ্যা – ২৪টি ।
[/spoiler]

৯. ২০২১ সালের সেপ্টেম্বরে, কে পাঞ্জাবের নতুন মুখ্যমন্ত্রী নির্বাচিত হয়েছেন?

(A) অম্বিকা সনি
(B) নভজ্যোত সিং সিধু
(C) নীল কুমার জখর
(D) চরণজিৎ সিং চন্নী

[spoiler title=”উত্তর : “] (D) চরণজিৎ সিং চন্নী
পঞ্জাবের নতুন মুখ্যমন্ত্রী চরণজিৎ সিংহ চন্নী। পঞ্জাবের দলিত রাজনীতির পরিচিত মুখ চন্নী। এত দিন অমরেন্দ্র সিংহের মন্ত্রিসভায় কারিগরী শিক্ষা দফতরের দায়িত্বে ছিলেন তিনি। এ বার তিনিই ক্যাপ্টেনের ছেড়ে যাওয়া পদে বসতে চলেছেন। [/spoiler]

১০. ২০২১ সালের সেপ্টেম্বরে, নিচের কোন দেশটি তার প্রথম জাতীয় হলোকাস্ট স্মৃতিস্তম্ভ উন্মোচন করেছে?

(A) ব্রিটেন
(B) নেদারল্যান্ড
(C) পোল্যান্ড
(D) বেলজিয়াম

[spoiler title=”উত্তর : “] (B) নেদারল্যান্ড
নেদারল্যান্ডসের আমস্টারডামে রাজা উইলেম-আলেকজান্ডার এই স্মৃতিস্তম্ভতীর উদ্বোধন করেছেন। মূর্তিটি ডিজাইন করেছেন ড্যানিয়েল লিবেসকিন্ড। [/spoiler]

১১. ভারতের ৭০তম দাবা গ্রান্ড মাস্টার হলেন –

(A) পৃথু গুপ্ত
(B) নিহাল শাড়ি
(C) রাজা ঋত্বিক
(D) অভিজিৎ কুন্ত

[spoiler title=”উত্তর : “] (C) রাজা ঋত্বিক
তেলেঙ্গানার মাত্র ১৭ বছর বয়সী রাজা ঋত্বিক সম্প্ৰীত ভারতের ৭০তম দাবা গ্রান্ড মাস্টার হলেন । [/spoiler]

১২. নিচের কোনটি এমি অ্যাওয়ার্ডস ২০২১ -এ সেরা নাটক সিরিজের তকমা জিতেছে?

(A) The Crown
(B) The Walking Dead
(C) The Whispers
(D) The Widow

[spoiler title=”উত্তর : “] (A) The Crown

দেখে নাও এমি অ্যাওয়ার্ডস ২০২১ এর সম্পূর্ণ বিজেতাদের তালিকা – Click Here

[/spoiler]

১৩. নিচের কোন ঝড়টি ক্যারিবিয়ানের পূর্বে আটলান্টিক মহাসাগরে ১৯শে সেপ্টেম্বর গঠিত হয়েছিল?

(A) Nicholas
(B) Rose
(C) Peter
(D) Henri

[spoiler title=”উত্তর : “] (C) Peter
ট্রপিক্যাল ঝড় পিটার ক্যারিবিয়ানের পূর্বে আটলান্টিক মহাসাগরে ১৯শে সেপ্টেম্বর গঠিত হয়েছিল। [/spoiler]

১৪. কাম্ব্রে ভিজা আগ্নেয়গিরিটি ২০২১ সালের সেপ্টেম্বরে নিচের কোন দ্বীপে বিস্ফোরিত হয়েছিল?

(A) Marquesas Islands
(B) Kerguelen Islands
(C) Balearic Islands
(D) Canary Islands

[spoiler title=”উত্তর : “] (D) Canary Islands
স্পেনের ক্যানারি দ্বীপে ১৯শে সেপ্টেম্বর কাম্ব্রে ভিজা আগ্নেয়গিরি বিস্ফোরিত হয়েছিল। এর আগে এই আগ্নেয়গিরিটি ১৯৪৯ এবং ১৯৭১ সালে বিস্ফোরিত হয়েছিল। [/spoiler]

১৫. ২০২১ সালের সেপ্টেম্বরে কাতারের দোহার আল মেসিলায় এশিয়ান স্নুকার চ্যাম্পিয়নশিপ কে জিতে নিলেন ?

(A) আদিত্য মেহতা
(B) পঙ্কজ আদভানি
(C) আরান্টক্সা সাঞ্চিস
(D) ব্রিজেশ দামানি

[spoiler title=”উত্তর : “] (B) পঙ্কজ আদভানি
আমির সারখোশকে হারিয়ে পঙ্কজ আদভানি ২০২১ সালের এশিয়ান স্নুকার চ্যাম্পিয়নশিপ জিতে নিলেন । [/spoiler]

১৬. ‘Shining Sikh Youth of India’ নামক বইটি সম্প্রতি প্রকাশ করেছেন –

(A) নরেন্দ্র মোদী
(B) অমিত শাহ
(C) নিতিন গডকরি
(D) রাজনাথ সিং

[spoiler title=”উত্তর : “] (D) রাজনাথ সিং
বইটি লিখেছেন পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা ড: প্রাভলীন সিং। বইটি প্রকাশ করেছেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং।
শিখদের নবম শিখগুরু তেগবাহাদুরের ৪০০তম জন্মবার্ষিকীর স্মারকের অংশ এই বইটি। [/spoiler]

১৭. সম্প্রতি কোন রাজ্য ‘Cooper Mahseer ‘ মাছ যেটি স্থানীয় ভাবে ‘ক্যাটলি’ নামে পরিচিত সেটিকে রাজ্য মাছ হিসেবে ঘোষণা করেছে?

(A) সিকিম
(B) পশ্চিমবঙ্গ
(C) হিমাচল প্রদেশ
(D) উত্তরাখণ্ড

[spoiler title=”উত্তর : “] (A) সিকিম
সিকিম সরকার ‘Cooper Mahseer ‘ মাছ যেটি স্থানীয় ভাবে ‘ক্যাটলি’ নামে পরিচিত সেটিকে রাজ্য মাছ হিসেবে ঘোষণা করেছে । [/spoiler]

১৮. নিউজিল্যান্ডের পর পাকিস্তান সফর পিছিয়ে এল দ্বিতীয় কোন ক্রিকেট দল ?

(A) ইংল্যান্ড
(B) দক্ষিণ আফ্রিকা
(C) শ্রীলঙ্কা
(D) অস্ট্রেলিয়া

[spoiler title=”উত্তর : “] (A) ইংল্যান্ড
সম্প্রতি ইংল্যান্ড ক্রিকেট দল নিরাপত্তার কারণ দেখিয়ে পাকিস্তান সফর বাতিল করে দিল । [/spoiler]

১৯. গ্লোবাল ইনোভেশন ইনডেক্স ২০২১ (Global Innovation Index 2021 ) এ ভারত কোন অবস্থানে রয়েছে ?

(A) ৪৫
(B) ৪৬
(C) ৪৭
(D) ৪৮

[spoiler title=”উত্তর : “] (B) ৪৬
গ্লোবাল ইনোভেশন ইনডেক্স ২০২১ (Global Innovation Index 2021 ) এ ভারত ৪৬তম স্থানে রয়েছে । শীর্ষে রয়েছে সিঙ্গাপুর ।

প্রসঙ্গত উল্লেখ্য যে ২০১৫ সালে ভারত এই ইনডেক্সে ৮১তম স্থানে ছিল। ২০২০ সালে ছিল ৪৮তম স্থানে । [/spoiler]


২০. কোন রাজ্য অবৈধ ধর্মীয় স্থাপনাগুলি রক্ষার জন্য একটি নতুন বিল এনেছে?

(A) তামিলনাড়ু
(B) তেলেঙ্গানা
(C) কর্ণাটক
(D) কেরালা

[spoiler title=”উত্তর : “] (C) কর্ণাটক
কর্নাটকের মুখ্যমন্ত্রী বাসবরাজ বোমাই ২০শে সেপ্টেম্বর Karnataka Religious Structure (Protection) Bill 2021 পেশ করেন।
সম্প্রতি কর্ণাটকের নানজানগুড় জেলায় একটি মন্দির ভেঙে দেওয়ার পর রাজ্য সরকার সমালোচনার ও প্রতিবাদের সামনে পরে। এরই পরিপ্রেক্ষিতে এই নতুন বিল আনা হয়েছে। [/spoiler]

২১. আন্তর্জাতিক শান্তি দিবস (International Day of Peace ) প্রতিবছর কোন দিনটিতে পালন করা হয় ?

(A) সেপ্টেম্বর ২০
(B) সেপ্টেম্বর ২১
(C) সেপ্টেম্বর ২২
(D) সেপ্টেম্বর ২৩

[spoiler title=”উত্তর : “] (B) সেপ্টেম্বর ২১
জাতিসংঘের সদস্য দেশগুলো ১৯৮২ সাল থেকে প্রতিবছর এই দিবসটি পালন করছে। এ বছরের শান্তি দিবসের প্রতিপাদ্য ‘রিকভারিং বেটার ফর ইকুইট্যাবল অ্যান্ড সাসটেইন্যাবল ওয়ার্ল্ড’। [/spoiler]

২২. ২০২১ সালের সেপ্টেম্বরে, কে Ambrane এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে নিযুক্ত হয়েছেন?

(A) করিনা কাপুর
(B) আলিয়া ভাট
(C) শ্রদ্ধা কাপুর
(D) দিশা পাটানি

[spoiler title=”উত্তর : “] (D) দিশা পাটানি
দিশা পাটানি সম্প্রতি Ambrane এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে নিযুক্ত হয়েছেন । [/spoiler]

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button