Current TopicsGeneral Knowledge Notes in Bengali

টোকিও প্যারালিম্পিক্সে ভারত । ভারতের রেকর্ড মেডেল

India at the Tokyo Paralympics 2020

টোকিও প্যারালিম্পিক্সে ভারত

টোকিও অলিম্পিকে ভারতীয় ক্রীড়াবিদদের রেকর্ড সৃষ্টির ধারাকে অব্যাহত রাখলেন ভারতের পক্ষ থেকে টোকিও প্যারালিম্পিক্সে (Tokyo Paralympic) অংশগ্রহণকারী ক্রীড়াবিদরা।

মোট প্রতিযোগী

২০২০ টোকিও প্যারালিম্পিক্সে এ ভারতের তরফ থেকে ৯ টি বিভিন্ন বিভাগে মোট ৫৪ জন ক্রীড়াবিদ অংশগ্রহণ করেন । যা এখনো পর্যন্ত সর্বোচ্চ ।

পদক জয় এবং অবস্থান :

টোকিও প্যারালিম্পিক্সে ২০২০ তে ভারতের মোট প্রাপ্ত পদক সংখ্যা ১৯ টি। (৫ টি স্বর্ণ, ৮ টি রৌপ্য এবং ৬ টি ব্রোঞ্জ )। এটি ভারতের প্যারালিম্পিক ইতিহাসে শ্রেষ্ঠ প্রদর্শন। ১৯ টি পদক নিয়ে ভারত মেডেল তালিকায় ২৪ তম স্থানে শেষ করেছে । ( ২০১৬ রিও প্যারালিম্পিক ভারত ৪১ তম স্থানে ছিল ). এর আগে সব প্যারালিম্পিক মিলিয়ে ভারত মোট ১২টি পদক পেয়েছিল। তবে এবারের প্যারালিম্পিকে একবারেই ১৯ টি পদক পেল ভারত।

টোকিও প্যারালিম্পিক্সে ভারতের পদকজয়ীদের তালিকা

পদকজয়ীর নামইভেন্ট /খেলাপদক
ভাবিনা প্যাটেলমহিলা একক টেবিল টেনিস ক্লাস 4রুপো
নিষাদ কুমারপুরুষদের হাই জাম্প T47রুপো
অবনী লেখারামহিলাদের 10 মিটার এয়ার রাইফেল শুটিং এসএইচ 1সোনা
দেবেন্দ্র ঝাজারিয়াপুরুষদের জ্যাভলিন থ্রো F46রুপো
সুন্দর সিং গুজ্জারপুরুষদের জ্যাভলিন থ্রো F46ব্রোঞ্জ
যোগেশ কাঠুনিয়াপুরুষদের ডিস্ক থ্রো F56রুপো
সুমিত অন্তিলপুরুষদের জ্যাভলিন থ্রো F64সোনা
সিংরাজ আধনাপুরুষদের 10 মি এয়ার পিস্তল শুটিং SH1ব্রোঞ্জ
মারিয়াপ্পান থাঙ্গাভেলুপুরুষদের হাইজাম্প T42রুপো
শারদ কুমারপুরুষদের হাইজাম্প T42ব্রোঞ্জ
প্রবীন কুমারপুরুষদের হাইজাম্প T64রুপো
অবনী লেখারামহিলাদের 50 মিটার রাইফেল 3 পজিশন এসএইচ 1ব্রোঞ্জ
হরবিন্দর সিংপুরুষদের ব্যক্তিগত রিকার্ভ তিরন্দাজিব্রোঞ্জ
মনীষ নারওয়ালমিক্সড 10 মি এয়ার পিস্তল শুটিং SH1সোনা
সিংহরাজ আদানামিক্সড 10 মি এয়ার পিস্তল শুটিং SH1রুপো
প্রমোদ ভগতপুরুষদের একক ব্যাডমিন্টন SL3সোনা
মনোজ সরকারপুরুষদের একক ব্যাডমিন্টন SL3ব্রোঞ্জ
কৃষ্ণ নাগরপুরুষদের একক ব্যাডমিন্টন SH6সোনা
সুহাস যুথিরাজপুরুষদের একক ব্যাডমিন্টন SL4রুপো

ইতিহাস গড়লেন যারা

  • প্রথম ভারতীয় হিসেবে টেবিল টেনিসে পদক জিতে ইতিহাস গড়লেন ভাবিনা প্যাটেল। টেবিল টেনিসে  ভারতকে রুপো এনে দিয়েছেন তিনি ।
  • প্যারালিম্পিক্সে (তথা অলিম্পিক্স ) প্রথম মহিলা হিসাবে স্বর্ণ পদক এবং একই একই প্যারালিম্পিক্সে দুটো পদক জিতে ইতিহাসের পাতায় নিজের নাম লেখালেন  অবনী লেখারা । ১৯ বছর বয়সী অবনী  ১০ মিটার এয়ার রাইফেল ইভেন্টে সোনা ও ৫০ মিটার রাইফেল ৩ পজিশন ইভেন্টে ব্রোঞ্জ জিতেছেন। 
  • এফ৬৪ ক্যাটাগরিতে ৬৮.৫৫ মিটার জ্যাভেলিন থ্রো করে ভারতের হয়ে  স্বর্ণ পদক অর্জন করে রেকর্ড গড়লেন সুমিত  অন্তিল । সুমিত দ্বারা জ্যাভেলিন থ্রো এর ৬৮.৫৫ মিটার স্কোরটি প্যারা জ্যাভেলিন থ্রো অনুযায়ী  নতুন বিশ্ব রেকর্ড
  • মিক্সড ৫০ মিটার পিস্তলে প্রথম ভারতীয় হিসেবে সোনা জয় করলেন  মনীশ নারওয়ালের
  • দ্বিতীয় ভারতীয় হিসেবে একই প্যারালিম্পিক্সে দুটো পদক জিতে রেকর্ড গড়লেন  সিংরাজ আধানা। তিনি মিক্সড ৫০ মিটার পিস্তলে রুপো এবং ১০ মিটার এয়ার পিস্তল SH1-এ ব্রোঞ্জ পদক জিতেছেন।
  • প্রথম বার প্যারালিম্পিক্সে ব্যাডমিন্টনকে অন্তর্ভুক্ত করা হয়েছিল।  প্রথম থেকেই ভারতীয় শাটলাররা দুর্দান্ত ছন্দে ছিলেন । এসএল ৩ বিভাগে সোনা জেতেন  প্রমোদ ভগৎ। এছাড়া SL4 বিভাগে  রূপো জিতেছেন নয়ডার গৌতমবুদ্ধ নগরের জেলাশাসক সুহাস এল ইয়েথিরাজ। SH6 বিভাগে শাটলার কৃষ্ণ নাগর অর্জন করেন স্বর্ণ পদক ।

সব মিলিয়ে প্যারালিম্পিকস এ এটি ছিল ভারতের সর্বশ্রেষ্ঠ প্রদর্শন। ভারতীয় ক্রীড়াবিদদের এই অনন্য কৃতিত্ব দেশের ক্রীড়া ইতিহাসে থাকবে স্বর্ণ অক্ষরে লেখা থাকবে । তাঁদের এই প্রদর্শন ভবিষ্যত প্রজন্মকে অনুপ্রাণিত করবে।

আরও দেখে নাও :

Download Section :

  • File Name : টোকিও প্যারালিম্পিক্সে ভারত । ভারতের রেকর্ড মেডেল – বাংলা কুইজ
  • File Size : 3 MB
  • No. of Pages : 04
  • Format : PDF
  • Language : Bengali
  • Subject : Sports

To check our latest Posts - Click Here

Telegram

Mukesh Dhariwal

Active author of BanglaQuiz.in. Quiz and GK enthusiast , Quiz Master

Related Articles

2 Comments

Back to top button