History NotesGeneral Knowledge Notes in Bengali

৫০০+ প্রশ্নোত্তরে ইতিহাস | History Questions and Answers – PDF

500 + History Questions and Answers in Bengali

৫০০+ প্রশ্নোত্তরে ইতিহাস

প্রিয় পাঠকরা তোমাদের জন্য দেওয়া রইল ইতিহাসের ৫০০+  প্রশ্ন এবং উত্তর। দেখে নাও প্রশ্নোত্তরে ইতিহাস। (500 + History Questions and Answers in Bengali  ) | 500 History Questions and Answers in Bengali |

PDF Download Link লাস্ট পেজে দেওয়া রয়েছে ।

প্রশ্নোত্তরে ইতিহাস – সেট ১

১. দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময় কোন চীনা পর্যটক ভারতে আসেন?  ফা-হিয়েন
২. হর্ষবর্ধনের সময় কোন চীনা পর্যটক ভারতে আসেন? হিউয়েন-সাঙ
৩. অলবেরুনি কখন ভারতে আসেন? সুলতান মামুদের ভারত আক্রমণের সময়
৪. পাল যুগে কোন চীনা পর্যটক ভারতে আসেন? ইৎ-সিং
৫. ভারতে আগত প্রথম বিদেশি দূত কে? মেগাস্থিনিস
৬. মহেঞ্জোদারো কোথায় অবস্থিত? বর্তমানে পাকিস্তানের অন্তর্গত সিন্ধুপ্রদেশের লারকানা জেলায়
৭.  মেহেরগড়ের অবস্থান কোথায়? বেলুচিস্তানের বোলান নদীর ধারে
৮.  মেহেরগড় সভ্যতা কে আবিষ্কার করেন? ফ্রাঁসোয়া জারিজ
৯. কত খ্রিস্টাব্দে মেহেরগড় সভ্যতা আবিষ্কার হয়? ১৯৭৪
১০.  কোন সভ্যতাকে সামগ্রিকভাবে “সিন্ধু-সরস্বতী” বলা হয়? হরপ্পা সভ্যতাকে

প্রশ্নোত্তরে ইতিহাস – সেট ২

১১.  হরপ্পা কোথায় অবস্থিত? পাঞ্জাবের মন্টগোমারিতে
১২. হরপ্পা সভ্যতায় প্রধানত কোন ধাতু ব্যবহৃত হতো?  ব্রোঞ্জ
১৩. পৃথিবীর প্রাচীনতম বন্দর কোনটি? লোথাল
১৪. পৃথিবীর প্রাচীনতম গ্রন্থ কোনটি? ঋগবেদ
১৫. আর্যদের স্বর্ণমুদ্রার নাম কি? নিস্ক
১৬. বৈদিক যুগের দুইজন বিদুষী রমণীর নাম  গার্গী ও লোপামুদ্রা
১৭. বৈদিক যুগের দুইজন পুরোহিতের নাম বিশ্বামিত্র ও বশিষ্ঠ
১৮. বেদের চারটি ভাগের নাম কি কি? ঋক, সাম, যজু ও অথর্ব
১৯. বেদের প্রত্যেক ভাগের কয়টি অংশ? চারটি – সংহিতা, ব্রাহ্মণ, আরণ্যক, বেদান্ত বা উপনিষদ
২০. প্রথম জৈন তীর্থঙ্কর কে? ঋষভনাথ

প্রশ্নোত্তরে ইতিহাস – সেট ৩

২০. প্রথম জৈন তীর্থঙ্কর কে? ঋষভনাথ
২১. ২৩তম তীর্থঙ্কর কে?  পার্শ্বনাথ
২২. ২৪তম তীর্থঙ্কর কে? মহাবীর
২৩. জৈনদের প্রধান ধর্মগ্রন্থ কোনটি? দ্বাদশ অঙ্গ
২৪. লাইট অফ এশিয়া বা এশিয়ার আলো কাকে বলা হয়? গৌতম বুদ্ধ
২৫. শাক্য সিংহ কে? গৌতম বুদ্ধ
২৬. মহাবীরের পিতা ও মাতার নাম কি ছিল? পিতা – সিদ্ধার্থ, মাতা – ত্রিশলা
২৭. মহাবীরের স্ত্রী ও কন্যার নাম কি? স্ত্রী – যশোদা, কন্যা – প্রিয়দর্শনা
২৮. বুদ্ধদেবের পিতা ও মাতার নাম কি? পিতা – শুদ্ধধন, মাতা – মায়াদেবী
২৯. বুদ্ধদেবের স্ত্রী ও পুত্রের নাম কি? স্ত্রী – গোপা মতান্তরে যশোধরা, পুত্র – রাহুল
৩০. বৌদ্ধদের প্রধান ধর্মগ্রন্থের নাম কি? ত্রিপিটক

প্রশ্নোত্তরে ইতিহাস – সেট ৪

৩১. বুদ্ধ প্রথম ধর্মপ্রচার করেন সারনাথের নিকট মৃগশিখা বনে
৩২. একমাত্র মহিলা জৈন তীর্থঙ্করের নাম মল্লিনাথ ( ১৯ তম)
৩৩. মহাবিরের প্রথম শিষ্যের নাম জামালি ( মহাবিরের জামাতা)
৩৪. ষোড়শ মহাজনপদগুলির মধ্যে প্রজাতান্তিক ছিল বৃজি ও মল্ল
৩৫. দক্ষিণ ভারতের একমাত্র ষোড়শ মহাজনপদ অশ্মক
৩৬. বিনাযুদ্ধে আলেক্সজেন্ডারের বশ্যতা স্বীকার করেছিলেন রাজা অম্ভি
৩৭. প্রথম ভারতীয় রাজা যিনি আলেক্সজেন্ডারের কাছে হেরে যান ও প্রাণত্যাগ করেন অষ্টক
৩৮. আলেক্সজান্ডার ভারতের ছিলেন প্রায় ১৯ মাস
৩৯. চন্দ্রগুপ্ত মৌর্যের সাথে বিবাহ হয়েছিল সেলুকাসের কন্যা হেলেনের
৪০. চন্দ্রগুপ্ত মৌর্য মারা যান শ্রবণগোলায়, অনশনে

প্রশ্নোত্তরে ইতিহাস – সেট ৫

৪১. অমিত্রাঘাত বা শত্রুহনকারী উপাধি ধারণ করেছিলেন বিন্দুসার
৪২. ঐতিহাসিক কলিঙ্গ যুদ্ধ হয়েছিল দয়া নদীর তীরে, ২৬১ খ্রিস্টপূর্বাব্দে
৪৩. অশোক শ্রীলংকায় বৌদ্ধ ধর্ম প্রচারের জন্য পাঠিয়েছিলেন পুত্র মহেন্দ্র ও কন্যা সঙ্ঘমিত্রাকে
৪৪. অশোকের আমলে যে বৌদ্ধ  সংগীতি হয়েছিল তৃতীয়, ২৫০ খ্রিস্টপূর্বাব্দে , সভাপতি ছিলেন – মোগ্গলিপুত্ত তৃষা ( ইনি উপগুপ্ত নামেও পরিচিত)
৪৫. মৌর্য বংশের শেষ রাজা বৃহদ্রথ
৪৬. মৌর্য বংশের পরে রাজত্ব করে শুঙ্গ বংশ
৪৭. পুষ্যমিত্র সুঙ্গের সাথে গ্রিকদের যুন্ধ হয় জানা যায় কালিদাসের মালবিকাগ্নিমিত্রম থেকে
৪৮. কুষাণ বংশের শ্রেষ্ঠ রাজা  কনিস্ক
৪৯. কণিষ্কর গলা কাটা মূর্তি পাওয়া গেছে মথুরাতে
৫০. কণিষ্কর রাজধানী ছিল  পুরুষপুর , বর্তমানে পেশোয়ার


প্রশ্নোত্তরে ইতিহাস – সেট ৬

৫১. মৌর্য বংশের প্রতিষ্ঠাতা  চন্দ্রগুপ্ত মৌর্য
৫২. চন্দ্রগুপ্ত মৌর্য কবে সিংহাসনে বসেন? খ্রিষ্টপূর্ব ৩২৪ অব্দে
৫৩. মেগাস্থিনিস কে ছিলেন? চন্দ্রগুপ্ত মৌর্যের সভায় আগত গ্রিক রাজদূত
৫৪. সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা  সিমুক
৫৫. দক্ষিনাথপতি উপাধি ধারণ করেছিলেন গৌতমীপুত্র সাতকর্ণী, গোদাবরী উপত্যকা জয়ের পর
৫৬. গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা  শ্রীগুপ্ত
৫৭. প্রথম চন্দ্রগুপ্তের স্ত্রীর নাম  কুমারদেবী
৫৮. গুপ্তাব্দ শুরু হয় ৩২০ খিষ্টাব্দে
৫৯. পরাক্রমাঙ্ক উপাধি যে গুপ্ত সম্রাট ধারণ করেছিলেন  সমুদ্রগুপ্ত
৬০. প্রাচীন ভারতের সুবর্ণ যুগের অগ্রদূত বলা হতো  সমুদ্রগুপ্তকে

প্রশ্নোত্তরে ইতিহাস – সেট ৭

৬১. ভারতের নেপোলিয়ান বলা হয়  সমুদ্রগুপ্তকে , স্মিথ বলেছিলেন
৬২. বিনাবাদনরত অবস্থায় যে গুপ্ত সম্রাটকে মুদ্রাতে দেখা যায় সমুদ্রগুপ্ত
৬৩. দ্বিতীয় চন্দ্রগুপ্তের কন্যার নাম কি ছিল? প্রভাবতী
৬৪. দ্বিতীয় চন্দ্রগুপ্ত কাকে বিবাহ করে সিংহাসনে বসেন?  রামগুপ্তকে হত্যা করে তার বিধবা পত্নী ধ্রবদেবীকে বিবাহ করে
৬৫. দ্বিতীয় চন্দ্রগুপ্ত কোন শক রাজাকে পরাজিত ও নিহত করেন? শক রাজ্ তৃতীয় রুদ্রসেন
৬৬. শকারি কার উপাধি? দ্বিতীয় চন্দ্রগুপ্ত ,শকদের উচ্ছেদ করার পরে এই উপাধি ধারণ করেছিলেন
৬৭. দ্বিতীয় চন্দ্রগুপ্ত  কার উপাসক ছিলেন?  বিষ্ণুর উপাসক ও গোঁড়া বৈষ্ণব
৬৮. নবরত্ন কোন গুপ্ত শাসকের সভায় ছিল? দ্বিতীয় চন্দ্রগুপ্ত
৬৯. চৈনিক পরিব্রাজক ফা-হিয়েন কার আমলে ভারতে আসেন? দ্বিতীয় চন্দ্রগুপ্ত
৭০. বিষ্ণুর বাহন গরুড়ের প্রতিকৃতি যুক্ত মুদ্রা কে চালু করেছিলেন? দ্বিতীয় চন্দ্রগুপ্ত

প্রশ্নোত্তরে ইতিহাস – সেট ৮

৭১. দেবী চন্দ্রগুপ্তম কার রচনা? বিশাখদত্তের
৭২. বিষ্ণুর উপাসক দ্বিতীয় চন্দ্রগুপ্তের বৌদ্ধ মন্ত্রীর নাম কি ছিল? বীরসেন
৭৩. দ্বিতীয় চন্দ্রগুপ্তের সেনাপতির নাম কি ছিল? অমরকর্দভ
৭৪. নালন্দা বিশ্ববিদ্যালয় স্থাপন কে করেন? প্রথম কুমারগুপ্ত
৭৫. মহেন্দ্রাদিত্য উপাধি ধারণ করেছিলেন প্রথম কুমারগুপ্ত
৭৬. ভারতের রক্ষাকারী সম্রাট কাকে বলা হয়? স্কন্ধগুপ্ত
৭৭. এলাহাবাদ প্রশস্তি কে রচনা করেন? সমুদ্রগুপ্তের সভাকবি হরিষেন
৭৮. প্রাচীন যুগে ভারতের প্রথম ঐতিহাসিক সম্রাট ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য
৭৯. গুপ্তযুগের শ্রেষ্ঠ কবি কে ছিলেন?  কালিদাস
৮০. শ্রেণিক উপাধি কে নিয়েছিলেন? বিম্বিসার

প্রশ্নোত্তরে ইতিহাস – সেট ৯

৮১. কুনিক উপাধি কে নিয়েছিলেন? অজাতশত্রু
৮২. শকাব্দ শুরু হয় ৭৮ খ্রিস্টাব্দ থেকে
৮৩. গান্ধার শিল্প কোন যুগে বিকশিত হয়? কুষাণ
৮৪. শশাঙ্কের রাজধানী কোথায় ছিল? কর্ণসুবর্ণ
৮৫. জনপদীয় যুগে এলাহাবাদ কি নাম পরিচিত ছিল? বৎস
৮৬. জনপদের যুগে দিল্লির কি নাম ছিল? কুরু
৮৭. পারস্পরিক প্রতিদ্বন্দ্বিতায় শেষ পর্যন্ত কোন জনপদ শ্রেষ্টত্ব অর্জন করে? মগধ
৮৮. মহাপদ্মনন্দকে কে “উত্তর ভারতের প্রথম ঐতিহাসিক সম্রাট” বলেছেন? আর. কে. মুখার্জী
৮৯. কার শাসনকালে সুদর্শন হ্রদ খনন করা হয়? চন্দ্রগুপ্ত মৌর্য
৯০. সুদর্শন হ্রদ খনন সংক্রান্ত তথ্য কোন লিপিতে পাওয়া যায়?  জুনাগড় লিপি

প্রশ্নোত্তরে ইতিহাস – সেট ১০

৯১. প্রাচীন ভারতের ম্যাকিয়াভেলি কাকে বলা হয়? চাণক্য বা কৌটিল্য
৯২. রাজ্যবর্ধনকে হত্যা  করেন  শশাঙ্ক
৯৩. শশাঙ্কের মৃত্যুর পর বাংলার অরাজক অবস্থাকে কি বলা হয়? মাৎস্যন্যায়
৯৪. হর্ষবর্ধন কত খ্রিস্টাব্দে সিংহাসনে বসেন? ৬০৬ খ্রিস্টাব্দে ( ১৬ বছর বয়সে)
৯৫. হর্ষবর্ধনের রাজধানী ছিল কনৌজ
৯৬. শিলাদিত্য কার উপাধি হর্ষবর্ধন
৯৭. হর্ষবর্ধন দক্ষিণ ভারতের কার কাছে পরাজিত হন?  দ্বিতীয় পুলকেশী ( নর্মদা নদীর তীরে)
৯৮. হিউয়েন সাং কার আমলে ভারতে আসেন? হর্ষবর্ধন
৯৯. হর্ষচরিতের রচয়িতা কে? হর্ষবর্ধনের সভাকবি বাণভট্ট
১০০. বৌদ্ধদের কাছে কোন রাজা “পরিব্রাজকদের রাজা” বলে গণ্য হতেন? হর্ষবর্ধন

To check our latest Posts - Click Here

1 2 3 4 5 6Next page
Telegram

Related Articles

2 Comments

Back to top button
error: Alert: Content is protected !!