History NotesGeneral Knowledge Notes in Bengali

৫০০+ প্রশ্নোত্তরে ইতিহাস | History Questions and Answers – PDF

500 + History Questions and Answers in Bengali

প্রশ্নোত্তরে ইতিহাস – সেট ২১

২০৬. দাস বংশের শেষ রাজা  মুইজুদ্দিন কায়কোবাদ ( মতান্তরে তাঁর শিশুপুত্র কায়ুমার্স )
২০৭. খলজী বংশের প্রতিষ্ঠাতা জালালুদ্দিন খলজী
২০৮. জালালুদ্দিন খলজী  সিংহাসন আরোহন করেছিলেন কায়কোবাদ ও কায়ুমার্সকে ১২৯০ সালে হত্যা করে কায়কোবাদ নির্মিত প্রাসাদ কিলোঘিরি-তে ৭০ বছর বয়সে
২০৯. আলাউদ্দিন খলজী  সিংহাসন আরোহন করেছিলেন শ্বশুর ( ও কাকা ) জালালুদ্দিন খলজীকে হত্যা করে ১২৯৬ সালে
২১০. আলাউদ্দিন খলজীর আসল নাম কি ?  আলি গুরশাস্প
২১১. আলাউদ্দিন খলজীর মুদ্রাতে আলাউদ্দিন খলজীকে কি বলে অভিহিত করা হয়েছে ? সিকন্দর-ই-সনি বা দ্বিতীয় আলেক্সজান্ডার
২১২. আলাউদ্দিন খলজী গুজরাট আক্রমণ করেন ১২৯৭ সালে
২১৩. কাকে হত্যা করে আলাউদ্দিন খলজী রণথম্বোর দখল করেন ? রাজা হামিরদেব
২১৪. আলাউদ্দিন খলজী মেবারের রাজধানী চিতোর আক্রমণ করেন কেন ?  রানা রতন সিং – এর সুন্দরী পত্নী পদ্মিনীকে প্রাপ্তির উদ্দ্যেশ্যে , কিন্তু পদ্মিনী জহরব্রত ( জ্বলন্ত চিতায় আত্মহুতি ) পালন করেন
২১৫. মালিক কাফুর কার সেনাপতি ছিলেন ? আলাউদ্দিন খলজী

প্রশ্নোত্তরে ইতিহাস – সেট ২২

২১৬. প্রথম নগদ বেতনের বিনিময়ে রাষ্ট্রের স্থায়ী সেনাবাহিনী গড়ে তোলেন আলাউদ্দিন খলজী
২১৭. সেনাবাহিনীর দুর্নীতি রোধ করতে দাগ ও হুলিয়া প্রথা প্রবর্তন করেন আলাউদ্দিন খলজী
২১৮. দাগ প্রথা আসলে কি ? অশ্ব চিহ্নিতকরণ
২১৯. হুলিয়া প্রথা আসলে কি ? প্রতিটি সৈনিকের দৈহিক বিবরণ লিপিবদ্ধকরণ
২২০. প্রথম রেশনিং ব্যবস্থা ও  বাজার দর নিয়ন্ত্রনের নানা বিধি চালু করেন  আলাউদ্দিন খলজী
২২১. বাজার দেখাশোনার দায়িত্বে ছিলেন শাহানা-ই-মান্ডি ও দেওয়ান-ই-রিয়াসাত
২২২. কুতুব মিনারের তোরণের নাম  আলাই দরওয়াজা
২২৩. “আলাই দরওয়াজা” নির্মাণ করেন  আলাউদ্দিন খলজী
২২৪. সিরি নামক শহরটি নির্মাণ করেন আলাউদ্দিন খলজী
২২৫.  আলাউদ্দিন খলজীকে হত্যা করেন  মালিক কাফুর , ১৩১৬ সালে

প্রশ্নোত্তরে ইতিহাস – সেট ২৩

২২৬. লোহার বাটখারা কে চালু করেন ? আলাউদ্দিন খলজী
২২৭. মালিক কাফুরকে কে হত্যা করেন ? আলাউদ্দিন খলজী পুত্র মোবারক খলজী
২২৮. মোবারক খলজীকে কে হত্যা করেন ? মোবারক খলজীর অনুচর নাসিরুদ্দিন খসরু শাহ
২২৯. তুঘলক বংশের প্রতিষ্ঠাতা কে ? ইন্দ্রপ্রস্থের যুদ্ধে নাসিরুদ্দিন খসরু শাহকে পরাজিত করে গিয়াসুদ্দিন তুঘলক, তুঘলক বংশের প্রতিষ্ঠা করেন
২৩০. গিয়াসুদ্দিন তুঘলকের আসল নাম কি ? গাজী মালিক
২৩১. গিয়াসুদ্দিন তুঘলকের পুত্র মহম্মদ-বিন-তুঘলকের আসল নাম কি ? জুনা খাঁ
২৩২. কাকে “পাগলা রাজা” বলা হয় ?  মহম্মদ-বিন-তুঘলক
২৩৩. পতিত জমিকে আবাদি জমিতে রূপান্তরিত করার জন্য মহম্মদ-বিন-তুঘলক চালু করেন আমীর-ই-কোহি
২৩৪. দিল্লি থেকে দেবগিরিতে রাজধানী স্থানান্তরিত করেন মহম্মদ-বিন-তুঘলক , মোঙ্গল আক্রমণ থেকে বাঁচার জন্য
২৩৫. কার অনুকরণে মহম্মদ-বিন-তুঘলক টোকেন মুদ্রা চালু করেন ?  চীনের কুবলাই খাঁ ও পারস্যের গাইখাতু

প্রশ্নোত্তরে ইতিহাস – সেট ২৪

২৩৬. ইবন বতুতা কার আমলে ভারতে আসেন ? মহম্মদ-বিন-তুঘলকের আমলে ( আফ্রিকার মরক্কো থেকে )
২৩৭. “কিতাব উল রহেলা” – গ্রন্থটি কার লেখা ? ইবন বতুতা
২৩৮. মহম্মদ-বিন-তুঘলকের পরে কে দিল্লির সিংহাসনে বসেন ? ফিরোজ-শাহ-তুঘলক
২৩৯. সুলতানি যুগের আকবর কাকে বলা হয় ?  ফিরোজ-শাহ-তুঘলক
২৪০. ফিরোজ-শাহ-তুঘলককে কে/ কারা সুলতানি যুগের আকবর বলে আখ্যা করেছিলেন ? হেনরি এলিয়ট ও এলফিনস্টোন
২৪১. খামোস কোন ধরণের কর ? লুন্ঠিত দ্রব্যের ওপরে কর
২৪২. তক্কাভি কি ? সুলতানি যুগের এক প্রকার খাজনা
২৪৩. কোন সুলতান “কর্ম বিনিয়োগ কেন্দ্র” ( Employment Exchange ) স্থাপন করেন ? ফিরোজ-শাহ-তুঘলক
২৪৪. ফিরোজাবাদ, ফতেহাবাদ শহরগুলি কে পত্তন করেন ? ফিরোজ-শাহ-তুঘলক
২৪৫. “তারিখ-ই-ফিরোজ শাহী”  গ্রন্থটি কার লেখা ? জিয়াউদ্দিন বরণী

প্রশ্নোত্তরে ইতিহাস – সেট ২৫

২৪৬. তুঘলক বংশের শেষ সুলতান নাসিরুদ্দিন মাহমুদ
২৪৭. ১৩৯৮ সালে তৈমুর লং কার আমলে ভারত আক্রমণ করেন ? নাসিরুদ্দিন মাহমুদ
২৪৮. সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা খিজির খাঁ
২৪৯. খিজির খাঁ আসলে কে ছিলেন ? তৈমুর লং -এর পুত্র শাহরুখের প্রতিনিধি এবং হজরত মহম্মদের বংশধর
২৫০. সৈয়দ বংশের শেষ সুলতান আলাউদ্দিন আলম শাহ
২৫১. লোদী বংশের প্রতিষ্ঠাতা বহলুল লোদী ( ১৪৫১ খ্রিস্টাব্দ )
২৫২. সিকান্দার শাহ এর প্রকৃত নাম নিজাম খাঁ
২৫৩. ১৫০৪ সালে আগ্রা স্থাপন করেন সিকান্দার শাহ
২৫৪. “তাজিয়া” নিয়ে মহরমের মিছিলে নিষেধাজ্ঞা দিয়েছিলেন সিকান্দার শাহ
২৫৫. সিকান্দার শাহের মাতা ও পত্নী কোন ধর্মালম্বী ছিলেন ? হিন্দু


প্রশ্নোত্তরে ইতিহাস – সেট ২৬

২৫৬. কত খ্রিস্টাব্দে বাবর , ইব্রাহিম লোদীকে পরাজিত করে লাহোর দখল করেন ? ১৫২৪
২৫৭. পানিপথের প্রথম যুদ্ধ হয় ১৫২৬ খ্রিস্টাব্দের ২০ শে এপ্রিল , ইব্রাহিম লোদী ও বাবরের মধ্যে , বাবর জিতে যান
২৫৮. লোদী বংশের শেষ সুলতান ইব্রাহিম লোদী
২৫৯. বাবরের জন্ম হয়  ১৪৮৩ খ্রিস্টাব্দে, ফরঘানা নামক রুশ-তুর্কিস্তানের এক ক্ষুদ্র রাজ্যে
২৬০. বাবরের পিতা  ওমর শেখ মির্জা , তৈমুর লং – এর বংশধর
২৬১. বাবরের মাতা চেঙ্গিস খানের বংশধর
২৬২. বাবরের প্রকৃত নাম জহির-উদ্দিন-মহম্মদ বাবর
২৬৩. বাবর কথাটির অর্থ বাঘ
২৬৪. বাবর কত বছর বয়সে সিংহাসনে বসেছিলেন ? ১২ বছর বয়সে , পিতার মৃত্যুর পর , ফরঘানাতে
২৬৫. বাবরকে দিল্লির সুলতানি সাম্রাজ্য আক্রমণের জন্য আমন্ত্রন জানান পাঞ্জাবের সুবেদার দৌলত খাঁ লোদী , ইব্রাহিম লোদীর পিতৃব্য আলম খাঁ এবং মেবারের রাজা সংগ্রাম সিংহ

প্রশ্নোত্তরে ইতিহাস – সেট ২৭

২৬৬. ভারতের মাটিতে প্রথম কামান ব্যবহৃত হয় কোন যুদ্ধে ? পানিপথের প্রথম যুদ্ধে
২৬৭. বাবরের সেনাবাহিনীতে কামান ও বারুদের দায়িত্বের কারা ছিলেন ? উস্তাদ আলী ও মুস্তাফা
২৬৮. পানিপথের প্রথম যুদ্ধে রুমি যুদ্ধ কৌশল ব্যবহার করেন ? বাবর
২৬৯. খানুয়ার যুদ্ধ হয় ১৫২৭ খ্রিস্টাব্দে, বাবরের কাছে মেবারের রাজপুত রাজা রানা সঙ্গ হেরে যান
২৭০. কোন যুদ্ধের পরে বাবর গাজী উপাধি নেন ? খানুয়ার যুদ্ধের পরে , খানুয়ার যুদ্ধকে বাবর জিহাদ হিসেবে ঘোষণা করেছিলেন
২৭১. চান্দেরির যুদ্ধ হয় ১৫২৮ খ্রিস্টাব্দে,বাবরের কাছে রাজপুত রাজা মেদিনী রাই হেরে যান
২৭২. ঘর্ঘরার যুদ্ধ হয় ১৫২৯ খ্রিস্টাব্দে,বাবরের কাছে ইব্রাহিম লোদীর ভাই মাহমুদ লোদী হেরে যান
২৭৩. বাবরের আত্মজীবনীর নাম কি ? তুজুক-ই-বাবরি , তুর্কি ভাষায় রচিত
২৭৪. বাবরের মৃত্যু কোথায় হয় ? আগ্রাতে ( প্রথমে তাঁকে আগ্রার আরামবাগে সমাধিস্থ করা হয়েছিল )
২৭৫. বাবরের সমাধি কোথায় রয়েছে ? কাবুলে ( বাবরের ইচ্ছা অনুযায়ী )

প্রশ্নোত্তরে ইতিহাস – সেট ২৮

২৭৬. হুমায়ুন শব্দের অর্থ  ভাগ্যবান
২৭৭. হুমায়ূনের তিন ভাই কামরান, হিন্দল ও অস্কারি
২৭৮. হুমায়ুন সিংহাসনে বসেন ১৫৩০ খ্রিস্টাব্দে
২৭৯. হুমায়ুন চুনার দুর্গ দখল করেন শের খানের হাত থেকে
২৮০. শের খান রোহতার দুর্গ দখল করেন ছলনার মাধ্যমে
২৮১. চৌসার যুদ্ধ হয় ১৫৩৯ সালে, হুমায়ুন শেরশাহের কাছে পরাজিত হন, হুমায়ুন কোনো রকমে নদী পার করে প্রাণে বাঁচেন
২৮২. চৌসার যুদ্ধের পরে শেরখান শেরশাহ উপাধি নেন
২৮৩. বেলগ্রাম / কনৌজের যুদ্ধ হয় ১৫৪০ সালে , হুমায়ুন ও তার দুই ভাই হিন্দল, অস্কারির যৌথ বাহিনী শেরশাহের কাছে হেরে যায়
২৮৪. চৌসার যুদ্ধে হুমায়ূনের সাথ দেননি হুমায়ূনের ভাই কামরান
২৮৫. চৌসার যুদ্ধের পরে হুমায়ুন ১৫ বছরের জন্য আত্মগোপন করেন

প্রশ্নোত্তরে ইতিহাস – সেট ২৯

২৮৬. আত্মগোপনরত অবস্থায় সিন্ধ যাবার সময় হুমায়ুন বিবাহ  করেন হিন্দালের শিক্ষকের কন্যা হামিদ বানু বেগমকে
২৮৭. আত্মগোপনরত অবস্থায় হুমায়ুন আশ্রয় পান ইরানীয় রাজার কাছে যিনি হুমায়ূনকে বাধ্য করেন সিয়া মত মেনে নিতে
২৮৮. হুমায়ুন আফগানদের সরিয়ে দিল্লি দখল করেন ১৫৫৫ খ্রিস্টাব্দে
২৮৯. হুমায়ুন মারা যান ১৫৫৬ খ্রিস্টাব্দে নিজের গ্রন্থাগার ( শের মন্ডল ) – এর সিঁড়ি থেকে পরে
২৯০. “হুমায়ুন নামা” লিখেছিলেন হুমায়ুনের সৎ-বোন গুলবদন বেগম
২৯১. হুমায়ুন দিল্লিতে যে নতুন শহরটির স্থাপনা করেছিলেন  দিন পানাহ
২৯২. দিল্লিতে “জামালি মসজিদ” ও “ঈসা খানের মসজিদ” স্থাপনা করেছিলেন হুমায়ুন
২৯৩. হুমায়ুনের সমাধিটি বানিয়েছিলেন হুমায়ুনের বিধবা পত্নী হাজি বেগম
২৯৪. শেরশাহের প্রকৃত নাম ফরিদ খাঁ
২৯৫. শেরখানকে শেরশাহ উপাধি দেন বিহারের প্রশাসক বাবর খান লোহানি

প্রশ্নোত্তরে ইতিহাস – সেট ৩০

২৯৬. কবুলিয়ত ও পাট্টা প্রবর্তন করেন শেরশাহ
২৯৭. এক টাকার রৌপ্য মুদ্রা রুপিয়া প্রচলন করেন শেরশাহ
২৯৮. “সড়ক-ই-আজম ( গ্র্যান্ড ট্র্যাঙ্ক রোড )” নির্মাণ করেন শেরশাহ
২৯৯. শেরশাহের হিন্দু সেনাপতির নাম ছিল ব্রহ্মজিৎ গৌড়
৩০০. “তারিখ-ই-শেরশাহী” গ্রন্থের রচয়িতা  ঐতিহাসিক আব্বাস খান শেরওয়ানি
৩০১. “পদ্মাবত” রচনা করেন মালিক মহম্মদ জয়সি, শেরশাহের রাজত্বকালে
৩০২. দিল্লির “পুরানা কিলা” নির্মাণ করেন শেরশাহ
৩০৩. শেরশাহের মৃত্যু হয় ১৫৪৫ খ্রিস্টাব্দে, কালিঞ্জর দুর্গ দখল করতে গিয়ে, বারুদের স্তুপে আগুন লেগে
৩০৪. শেরশাহের সমাধি রয়েছে বিহারের সাসারামে
৩০৫. ১৫৪৫ থেকে ১৫৫৩ পর্যন্ত দিল্লির সিংহাসনে বসেন শেরশাহের পুত্র ইসলাম শাহ

To check our latest Posts - Click Here

Previous page 1 2 3 4 5 6Next page
Telegram

Related Articles

2 Comments

Back to top button