History NotesGeneral Knowledge Notes in Bengali

৫০০+ প্রশ্নোত্তরে ইতিহাস | History Questions and Answers – PDF

500 + History Questions and Answers in Bengali

প্রশ্নোত্তরে ইতিহাস – সেট ১১

১০১. দেবতার কাছে হাত বাড়িয়ে প্রসাদ গ্রহণের মুদ্রাটি কোন গুপ্ত রাজার? দ্বিতীয় চন্দ্রগুপ্ত
১০২. সুদর্শন হ্রদের বাঁধ কে মেরামত  করেছিলেন? রুদ্রদমন
১০৩. কার সম্মানে হর্ষবর্ধন কনৌজে ধর্মসভার আয়োজন করেছিলেন? হিউয়েন সাঙ
১০৪. হিউয়েন সাঙ -এর ভ্রমণ বৃত্তান্তটির নাম কি? সি-ইউ-কি
১০৫. পৃথ্বীরাজ রাসো গ্রন্থটি কার লেখা?  চাঁদ বরদৈ
১০৬. গ্রহবর্মনের মৃত্যুর পরে অবন্তীবর্মন কনৌজের সিংহাসনে বসেন | অবন্তীবর্মন কার আশ্রিত রাজা ছিলেন? শশাঙ্ক
১০৭. কাকে পঞ্চভারতের অধিপতি বলা হয়ে থাকে? হর্ষবর্ধনকে ( হিউয়েন সাঙ বলেছিলেন)
১০৮. কনৌজে ধর্মসভা কতদিন ধরে চলেছিল? ১৮ দিন
১০৯. হর্ষবর্ধন কাকে ওড়িশার ৮০ টি গ্রাম দান করেছিলেন?  বৌদ্ধ পন্ডিত জয়সেনকে
১১০. বর্তমান শাক্যমুনি নামে পরিচিত হিউয়েন সাঙ

প্রশ্নোত্তরে ইতিহাস – সেট ১২

১১১. হিউয়েন সাঙ কার কাছে শিক্ষা গ্রহণ করেছিলেন? শীলভদ্র
১১২. হর্ষবর্ধনের সমকালীন একটি বন্দর তাম্রলিপ্ত
১১৩. কবে হিউয়েন সাঙ -এর দেহাবসান হয়? ৬৬৪ খ্রিষ্টাব্দ , ৫ই ফেব্রুয়ারী
১১৪. গুর্জর প্রতিহার বংশের প্রতিষ্ঠাতা হলেন প্রথম নাগভট্ট
১১৫. প্রথম জীবনে শশাঙ্ক ছিলেন মহাসেনগুপ্তের অধীনস্ত সামন্ত
১১৬. বাংলার প্রথম নির্বাচিত রাজা কে? গোপাল
১১৭. পাল বংশের প্রতিষ্ঠাতা গোপাল
১১৮. ওদন্তপুরী  মহাবিহার স্থাপন করেছিলেন  গোপাল
১১৯. বিক্রমশীলা মহাবিহার প্রতিষ্ঠা করেন ধর্মপাল
১২০. পাল বংশের শ্রেষ্ঠ রাজা ছিলেন  ধর্মপাল

প্রশ্নোত্তরে ইতিহাস – সেট ১৩

১২১. দেবপালের সেনাপতি যিনি কলিঙ্গ ও আসাম জয় করেছিলেন  লবসেন বা লৌসেন
১২২. কৈবর্ত বিদ্রোহের নেতা ছিলেন দিব্য
১২৩. কৈবর্ত বিদ্রোহ কার আমলে হয়েছিল? দ্বিতীয় মহিপাল
১২৪. কৈবর্ত বিদ্রোহ দমন করেছিলেন রামপাল
১২৫. রামপালের সভাকবি ছিলেন  সন্ধ্যাকর নন্দী
১২৬. সেন বংশের প্রতিষ্ঠাতা  সামন্ত সেন
১২৭. কৌলিন্য প্রথা প্রবর্তন করেন বল্লাল সেন
১২৮. দানসাগর ও অদ্ভুতসাগর কার রচনা বল্লাল সেনের
১২৯. লক্ষ্মণ সেনের রাজধানী ছিল নদীয়াতে
১৩০. লক্ষ্মণ সেন সিংহাসন আরোহন করেন  ৬০ বছর বয়সে

প্রশ্নোত্তরে ইতিহাস – সেট ১৪

১৩১. দেবপাল কাকে নালন্দার আচার্য হিসেবে নিযুক্ত করেছিলেন ? বৌদ্ধধর্মে পারদর্শী ব্রাহ্মণ ইন্দ্রদেবকে
১৩২. বিক্রমপাল কোন পাল রাজার উপাধি ? ধর্মপাল
১৩৩. বল্লাল সেনের গুরুর নাম কি ?  অনিরুদ্ধ
১৩৪. লক্ষণ সেন কার উপাসক ছিলেন ? বিষ্ণুর
১৩৫. তুর্কিরা বাংলার কোন রাজাকে পরাজিত করে বাংলা দখল করে ? লক্ষন সেনকে
১৩৬. বাংলা আক্রমণকারী তুর্কি নেতার নাম কি ছিল ? ইকতিয়ার উদ্দিন মহম্মদ বিন বখতিয়ার খলজি
১৩৭. জয়দেব কোন রাজার রাজসভা অলংকৃত  করেন ? লক্ষ্মণ সেন
১৩৮. ধোয়ী কোন রাজার সভাকবি ছিলেন ? লক্ষ্মণ সেন
১৩৯. গর্গ কোন পালরাজার মন্ত্রী ছিলেন ? ধর্মপাল
১৪০. কবি জয়দেব কোন ভাষায় “গীতগোবিন্দ” রচনা করেছিলেন ?  সংস্কৃত

প্রশ্নোত্তরে ইতিহাস – সেট ১৫

১৪১. সেন বংশের শেষ রাজা কে ? লক্ষ্মণ সেন
১৪২. ইকতিয়ার উদ্দিন মহম্মদ বিন বখতিয়ার খলজি বাংলা আক্রমণ করেন কত সালে ? ১২০২
১৪৩. কোন সেন রাজা শুরবংশীয় রাজকন্যা বিলাসদেবীকে বিবাহ করেন ? বিজয়সেন
১৪৪. “অরিরাজ মদনশঙ্কর” কোন সেন রাজার উপাধি ? লক্ষ্মণ সেন
১৪৫. আঙ্কোরভাট মন্দিরটি তৈরী করেছিলেন  দ্বিতীয় সূর্যবর্মন
১৪৬. রাজরাজেশ্বর মন্দিরটি নির্মাণ করেন  প্রথম রাজরাজ
১৪৭. মথুরা শিল্পকলা কোন যুগে জনপ্রিয়তা লাভ করে ? কুষাণ যুগে
১৪৮. বাতাপীর চালুক্য বংশের প্রথম স্বাধীন রাজা কে ? প্রথম পুলকেশী
১৪৯. চালুক্য বংশের শ্রেষ্ঠ রাজা কে ?  দ্বিতীয় পুলকেশী
১৫০. দ্বিতীয় পুলকেশীকে কে পরাজিত ও নিহত করেন ?  পল্লবরাজ প্রথম নরসিংহ বর্মন

প্রশ্নোত্তরে ইতিহাস – সেট ১৬

১৫১. রাষ্ট্রকূট বংশের প্রতিষ্ঠাতা কে ?  দন্তিদুর্গ
১৫২. রাষ্ট্রকূট বংশের শ্রেষ্ট্র রাজা কে ? প্রথম অমোঘবর্ষ
১৫৩. রত্নমালিকা কাব্য কে রচনা করেন ? রাষ্ট্রকূটরাজ অমোঘবর্ষ
১৫৪. পল্লব বংশের প্রথম স্বাধীন রাজা কে ? শিবস্কন্ধ বর্মন
১৫৫. পল্লবদের রাজধানী ছিল কাঞ্চিতে
১৫৬. কোন পল্লবরাজার রাজ্যে হিউয়েন সাঙ আসেন ?  পল্লবরাজ নরসিংহবর্মনের রাজ্য
১৫৭. পল্লব বংশের শ্রেষ্ঠ রাজা ছিলেন  নরসিংহ বর্মন
১৫৮. চোলরাজ্যের প্রতিষ্ঠাতার নাম কি ? বিজয়ালয়
১৫৯. চোলদের প্রথম ঐতিহাসিক রাজা কে ? কারিকল
১৬০. চোল বংশের শ্রেষ্ঠ রাজা ছিলেন রাজেন্দ্র চোল
১৬১. গীতগোবিন্দ কার রচনা ? কবি জয়দেব
১৬২. দায়ভাগ গ্রন্থের রচয়িতা জীমূতবাহন
১৬৩. মিতাক্ষরা গ্রন্থটি রচনা করেন শাস্ত্রজ্ঞ বিজ্ঞানেশ্বর
১৬৪. পবনদূতের রচয়িতা কে ? লক্ষ্মণ সেনের সভাকবি ধোয়ী
১৬৫. কোন মন্দিরকে ব্ল্যাক প্যাগোডা বলা হয় ? কোনারকের সূর্যমন্দিরকে

প্রশ্নোত্তরে ইতিহাস – সেট ১৭

১৬৬. মহম্মদ-বিন-কাসিম কত সালে সিন্ধু জয় করেন ? ৭১২ খ্রিস্টাব্দে
১৬৭. মামুদ গজনীর পিতার নাম  সবুক্তগীন
১৬৮. “ইয়াসিন-উদ-দৌলা” কার উপাধি ছিল ?  গজনীর সুলতান মামুদ
১৬৯. গজনীর সুলতান মামুদকে কে “ইয়াসিন-উদ-দৌলা ” উপাধি দিয়েছিলেন ? খলিফা অল-কদর
১৭০. মামুদ কতবার ভারত আক্রমণ করেছিলেন ? ১৭ বার , ১০০০ থেকে ১০২৭ খ্রীষ্টাব্দের মধ্যে
১৭১. মামুদ কোন মন্দির লুন্ঠন করেছিলেন ?  গুজরাটের সোমনাথ মন্দির
১৭২. কাকে সুলতানি যুগের ক্যারাভান বলা হতো ?  সুলতান মামুদকে
১৭৩. অলবেরুনী কখন ভারতে আসেন ? মামুদের ভারত আক্রমণকালে
১৭৪. “তহকিক -ই-হিন্দ”  – কার রচনা ?  অলবেরুনী
১৭৫. তরাইনের প্রথম যুদ্ধ হয়েছিল ১১৯১ খ্রিস্টাব্দে

প্রশ্নোত্তরে ইতিহাস – সেট ১৮

১৭৬. তরাইনের প্রথম যুদ্ধ (১১৯১  খ্রিস্টাব্দে) কাদের মধ্যে হয়েছিল ? মহম্মদ ঘোরি ও তৃতীয় পৃথ্বীরাজ চৌহান ( মহম্মদ ঘোরি হেরে যান )
১৭৭. তরাইনের দ্বিতীয় যুদ্ধ ( ১১৯২ খ্রিস্টাব্দে) কাদের মধ্যে হয়েছিল ? মহম্মদ ঘোরি ও তৃতীয় পৃথ্বীরাজ চৌহান ( তৃতীয় পৃথ্বীরাজ চৌহান পরাজিত, বন্দি ও নিহত হন )
১৭৮. মহম্মদ ঘোরি পাঞ্জাবের বিদ্রোহ দমন করেন ১২০৬ খ্রিস্টাব্দে
১৭৯. মহম্মদ ঘোরি  মারা যান পাঞ্জাব দখল করে গজনী ফেরার পথে অজ্ঞাত আততায়ীর হাতে
১৮০. দিল্লিতে সুলতানি শাসনের প্রতিষ্ঠাতা কে ? মহম্মদ ঘোরির সেনাপতি কুতুবুদ্দিন আইবক
১৮১. দাস বংশের প্রতিষ্ঠাতা কে ? কুতুবুদ্দিন আইবক, ১২০৬ খ্রিস্টাব্দে দিল্লির সিংহাসনে বসেন
১৮২. কুতুবুদ্দিন আইবক কবে, কি ভাবে মারা যান ? ১২১০ খ্রিস্টাব্দে নভেম্বর মাসে পোলো খেলতে গিয়ে ঘোড়ার পিঠ থেকে পরে
১৮৩. কুতুবুদ্দিন আইবক-এর সমাধি কোথায় রয়েছে ? লাহোরে
১৮৪. কুতুবমিনার নির্মাণ কে  শুরু করেন ? কুতুবুদ্দিন আইবক
১৮৫. আড়াই-দিন-কা-ঝোপড়া কে নির্মাণ করেন ?  কুতুবুদ্দিন আইবক 

প্রশ্নোত্তরে ইতিহাস – সেট ১৯

১৮৬. কুতুবুদ্দিন আইবকের মৃত্যুর পর কে সিংহাসনে বসেন ? প্রথমে আরাম শাহ , পরে ইলতুৎমিস
১৮৭. ইলতুৎমিস ছিলেন প্রথম জীবনে ক্রীতদাস, পরবর্তীকালে কুতুবুদ্দীনের জামাতা ও বদায়ুনের শাসনকর্তা
১৮৮. খলিফার কাছ থেকে কোন দিল্লির সুলতান “সুলতান-ই-আজম” উপাধি পেয়েছিলেন ? ইলতুৎমিস , ১২২৯ খ্রিস্টাব্দে
১৮৯. “চল্লিশচক্র” স্থাপন করেন ইলতুৎমিস
১৯০. দাস বংশের শ্রেষ্ঠ সুলতান ইলতুৎমিস
১৯১. ইকতা প্রথা প্রবর্তন করেন ইলতুৎমিস
১৯২. ইলতুৎমিসের আমলে কোন মঙ্গোল নেতা ভারত অভিযান করেন ? চেঙ্গিস খাঁ
১৯৩. কুতুবমিনার নির্মাণ শেষ করেন ইলতুৎমিস
১৯৪. টঙ্কা (রুপো ) ও জিতল নামক (তামা ) মুদ্রা প্রচলন করেন ইলতুৎমিস
১৯৫. উজ্জয়নীর মহাকাল মন্দিরটি ধ্বংস করেছিলেন ইলতুৎমিস

প্রশ্নোত্তরে ইতিহাস – সেট ২০

১৯৬. ইলতুৎমিস মারা যান ১২৩৬ খ্রিস্টাব্দে
১৯৭. ইলতুৎমিসের পরে দিল্লির সিংহাসনে বসেন তাঁর ছেলে রুকনুদ্দিন ফিরোজ
১৯৮. সুলতানি আমলে কোন নারী দিল্লির সিংহাসনে বসেন ?  সুলতানা রিজিয়া
১৯৯. সুলতানা রিজিয়া চল্লিশচক্রের কোন নেতাকে বিবাহ করেন ?  অলতুনিয়া
২০০. বলবনের সঙ্গে নাসিরুদ্দিন মামুদের সম্পর্ক কি ছিল ? বলবন ছিলেন নাসিরুদ্দিন মামুদের শ্বশুর ও প্রধানমন্ত্রী
২০১. গিয়াসুদ্দিন বলবনের প্রকৃত নাম কি ?  উলুগ খাঁ
২০২. ইলতুৎমিসের আমলে গড়ে ওঠা চল্লিশচক্রের ক্ষমতা কে খর্ব করেন ? গিয়াসুদ্দিন বলবন
২০৩. সিজদা ও পাইবস রীতি চালু করেন গিয়াসুদ্দিন বলবন
২০৪. দিল্লির কোন সুলতানের আমলে রাজদরবারে হাসা ও মদ্যপান নিষিদ্ধ ছিল ? গিয়াসুদ্দিন বলবন
২০৫. গিয়াসুদ্দিন বলবনের মৃত্যুর পরে কে দিল্লির সিংহাসনে বসেন ? তাঁর পৌত্র মুইজুদ্দিন কায়কোবাদ

To check our latest Posts - Click Here

Previous page 1 2 3 4 5 6Next page
Telegram

Related Articles

2 Comments

Back to top button