History NotesGeneral Knowledge Notes in Bengali

৫০০+ প্রশ্নোত্তরে ইতিহাস | History Questions and Answers – PDF

500 + History Questions and Answers in Bengali

প্রশ্নোত্তরে ইতিহাস – সেট ৫০
৫০১. পর্তুগিজ গভর্নর যিনি নিজ অঞ্চলে সতীদাহ প্রথা নিয়ন্ত্রণ করার চেষ্টা করেন  আলবুকার্ক
৫০২. পর্তুগিজ গভর্নর যিনি তাঁর রাজধানী কোচিন থেকে গোয়াতে স্থানান্তরিত করেন  নিনো-দা-কুনহা
৫০৩. মুঘল সম্রাট শাহজাহান হুগলি থেকে পর্তুগিজদের বিতাড়িত করেন  ১৬৩১ খ্রিস্টাব্দে
৫০৪. ইংল্যান্ডের রাজকুমার দ্বিতীয় চার্লস পর্তুগিজদের কাছ থেকে বোম্বের মালিকানা পান  বিবাহের যৌতুক রূপে
৫০৫. ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিষ্ঠিত হয়  ১৬০২ খ্রিস্টাব্দে
৫০৬. ওলন্দাজরা তাদের প্রথম বাণিজ্য কুঠি ও কারখানা স্থাপন করে  মসুলিপত্তনমে, ১৬০৫ খ্রিস্টাব্দে
৫০৭. ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিষ্ঠিত হয়  ১৬০০ খ্রিস্টাব্দে
৫০৮. ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির ক্যাপ্টেন উইলিয়াম হকিন্স আসেন  জাহাঙ্গীরের রাজসভায়
৫০৯. ইংল্যান্ডের রাজা প্রথম জেমস-এর রাষ্ট্রদূত স্যার টমাস রো জাহাঙ্গীরের দরবারে আসেন   ১৬১৫ খ্রিস্টাব্দে
৫১০. ইংরেজরা পশ্চিমভারতে প্রথম ফ্যাক্টরি তৈরী করে  সুরাটে

প্রশ্নোত্তরে ইতিহাস – সেট ৫১
৫১১. ইংরেজরা দক্ষিণ ভারতে  প্রথম ফ্যাক্টরি তৈরী করে  মসুলিপত্তনমে
৫১২. ইংরেজরা পূর্ব ভারতে প্রথম ফ্যাক্টরি তৈরী করে  ওড়িশার হরিহরপুরে
৫১৩. কলকাতা শহরটি জব চার্ণক প্রতিষ্ঠা করেন  ১৬৯০ খ্রিস্টাব্দে
৫১৪. ফোর্ট উইলিয়াম দুর্গ প্রতিষ্ঠিত হয়  ১৬৯৬ খ্রিস্টাব্দে ( তখন নাম ছিল সুতানটি ফ্যাক্টরি, পরে ১৭০০ খ্রিস্টাব্দে নাম পরিবর্তন করে ফোর্ট উইলিয়াম রাখা হয় )
৫১৫. জন সুরম্যান ফারুকসিয়ার ফরমান পান  ১৭১৭ খ্রিস্টাব্দে
৫১৬. ফ্রেঞ্চ ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিষ্ঠিত হয়  ১৬৬৪ খ্রিস্টাব্দে
৫১৭. ফ্রেঞ্চ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তাদের প্রথম কারখানা স্থাপন করে সুরাটে ( ১৬৬৮ খ্রিস্টাব্দে)
৫১৮. ফরাসিদের প্রধান কার্যালয় স্থাপিত হয়  পন্ডিচেরীতে
৫১৯. বাংলায় ফরাসিদের প্রধান ঘাঁটি ছিল  চন্দননগরে
৫২০. আই-লা-স্যাপেল এর সন্ধি হয়েছিল  ১৭৪৮ খ্রিস্টাব্দে, ইংরেজ ও ফরাসিদের মধ্যে

প্রশ্নোত্তরে ইতিহাস – সেট ৫২
৫২১. বন্দিবাসের যুদ্ধ হয়েছিল  ১৭৬০ খ্রিস্টাব্দে
৫২২. বন্দিবাসের যুদ্ধে  ফরাসিদের নেতৃত্ব দিয়েছিলন লালি ও ইংরেজদের স্যার আয়ারকুট
৫২৩. সিরাজ-উদ-দোল্লা ও রবার্ট ক্লাইভ -এর মধ্যে অলিনগরের সন্ধি স্বাক্ষরিত হয়  ১৭৫৭ খ্রিস্টাব্দের, ফেব্রুয়ারীর ৯ তারিখে
৫২৪. পলাশীর যুদ্ধ হয়  ১৭৫৭ খ্রিস্টাব্দের ২৩শে জুন – সিরাজউদ্দৌলা পরাজিত হন এবং ভারতবর্ষে ইংরেজ শাসন প্রতিষ্ঠা হয়
৫২৫. পলাশীর যুদ্ধের পর বাংলার নবাব হন  মীরজাফর
৫২৬. মীরজাফরের পরে বাংলার নবাব হন  মীরজাফরের জামাতা মীরকাশিম
৫২৭. মীরকাশিম তাঁর রাজধানী  মুর্শিদাবাদ থেকে মুঙ্গেরে স্থানান্তিরিত করেন
৫২৮. বক্সারের যুদ্ধ হয়েছিল  ১৭৬৪ খ্রিস্টাব্দের ২২শে অক্টোবর
৫২৯. বক্সারের যুদ্ধে মীরকাশিমের সাথে ছিল  অযোধ্যার নবাব সুজা-উদ-দৌলা এবং মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলম
৫৩০. বক্সারের যুদ্ধে ইংরেজদের সেনাপতি ছিলেন  মেজর মুনরো

আরো দেখে নাও : ভারতের ইতিহাস বই ( PDF )

Download Section :

  • File Name :  ৫০০+ প্রশ্নোত্তরে ইতিহাস
  • File Size : 4.9 MB
  • No. of Pages : 13
  • Format : PDF
  • Language : Bengali
  • Subject : History

 

To check our latest Posts - Click Here

Previous page 1 2 3 4 5 6
Telegram

Related Articles

2 Comments

Back to top button