General Knowledge Notes in BengaliGeography Notes
ভারতের বিখ্যাত কিছু শৈল শহরের তালিকা – PDF
Famous Hill Stations of India
ভারতের বিখ্যাত কিছু শৈল শহরের তালিকা
ভারতের বিখ্যাত কিছু শৈল শহরের তালিকা (Famous Hill Stations of India ) দেওয়া রইলো। বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলিতে মাঝে মধ্যেই “কোন শৈল শহর কোন রাজ্যে অবস্থিত” জানতে চাওয়া হয়। তাই তোমাদের জন্য রাজ্যভিত্তিক ভারতের বিভিন্ন শৈল শহরগুলির তালিকা দেওয়া রইলো ।
ভারতের বিখ্যাত কিছু শৈল শহর তালিকা
ভারতের গুরুত্বপূর্ণ শৈল শহর তালিকা দেওয়া রইলো ।
রাজ্য / কেন্দ্র শাসিত অঞ্চল | শৈল শহর |
---|---|
অন্ধ্র প্রদেশ | আরাকু ভ্যালি হর্সলে পাহাড় অনন্তগিরি নাল্লামালা পাহাড় তিরুমালা নাগারি পাহাড় |
অরুণাচল প্রদেশ | ইটানগর জিরো উপত্যকা বোমডিলা পাসিঘাট তাওয়াং |
আসাম | হাফলং ডিফু মাইবাং |
বিহার | ব্রহ্মজুনি পাহাড় রামশিলা পাহাড় প্রেতশিলা পাহাড় প্রাগবোধী |
ছত্তিসগড় | মণিপাট চিরমিরি বায়লাডিলা গাদিয়া পর্বত অম্বিকাপুর |
গুজরাট | সাপুতারা উইলসন হিলস ডন হিলস গিরনার |
হরিয়ানা | মোরনি পাহাড় |
হিমাচল প্রদেশ | ডালহৌসি কসৌলি কুলু উপত্যকা মানালি সিমলা কাইলং |
জম্মু ও কাশ্মীর | গুলমার্গ শ্রীনগর জম্মু বৈষ্ণো দেবী সোনামার্গ প্যাটনিটোপ সানসার অমরনাথ |
লাদাখ | লাদাখ হেমিস নুব্রা ভ্যালি লে |
ঝাড়খন্ড | পরেশনাথ পাহাড় ত্রিকূট পাহাড় সতী পাহাড় রাঁচি নেতারহাট গিরিডি হাজারীবাগ ঘাটশিলা |
কর্ণাটক | কুর্গ কোদাচাদ্রি চিকমাগালুর কেমাঙ্গুদি মাদিকেরি বিলিগিরাঙ্গা পাহাড় নন্দী পাহাড় আগুমবে |
কেরালা | মুন্নার ভাগমন ইদুক্কি ভাইথিরি নীলামপুর থেনমালা পনমুডি নেলিয়ামপ্যাথি গাভি দেবিকুলাম কালপেট্টা রানীপুরম মালাম্পুজা আথিরাপাল্লি |
মধ্যপ্রদেশ | অমরকণ্টক পাঁচমারি তামিয়া মাণ্ডু ওমকারেশ্বর |
মহারাষ্ট্র | পঞ্চগনি ভান্ডারদারা মাথেরান মহাবলেশ্বর লোনাভলা-খান্ডালা মালসেজ ঘাট |
মনিপুর | কইনা হিল স্টেশন কাংচুপ হিল লাংথাবল মাইবম লোকপা |
মেঘালয় | চেরাপুঞ্জি দাওকি জোয়াই মাওলাননং মৌসিনরাম শিলং |
মিজোরাম | চম্পাই হুমাইফাং লুঙ্গলেই মমিট রেইক |
নাগাল্যান্ড | জুকু ভ্যালি কোহিমা |
ওড়িশা | দারিংবাড়ি তপ্তপাণি মহেন্দ্রগিরি ওলাসুনি পাহাড় দেউলী পাহাড় বারবিল |
পাঞ্জাব | ধর কালান |
রাজস্থান | মাউন্ট আবু |
সিকিম | গ্যাংটক লাচেন লাচুং পেলিং |
তামিলনাড়ু | আনামালাই কোল্লি পাহাড় উটি / উদগমণ্ডলম কোদাইকানাল ইলাগিরি |
তেলেঙ্গানা | অনন্তগিরি পাহাড় |
ত্রিপুরা | জাম্পুই পাহাড় |
উত্তরাখন্ড | আলমোড়া ল্যানসডাউন মুসৌরি নৈনিতাল ঋষিকেশ ভীমতাল |
পশ্চিমবঙ্গ | দার্জিলিং কালিংপং মিরিক কার্শিয়াং |
এই নোটটির PDF ফাইল নিচের ডাউনলোড লিংক থেকে ডাউনলোড করে নাও ।
Download Section :
- File Name : ভারতের বিখ্যাত কিছু শৈল শহরের তালিকা – বাংলা কুইজ
- File Size : 1.3 MB
- No. of Pages : 05
- Format : PDF
আরও দেখে নাও :
ভারতের বিভিন্ন নদ-নদী – তাদের উপনদী, শাখানদী ও অন্যান্য তথ্য
ভারতের উল্লেখযোগ্য কিছু হ্রদ – রাজ্যভিত্তিক
বিশ্বের কিছু গুরুত্বপূর্ণ জলপ্রপাত তালিকা – PDF
কোন নদী কোন রাজ্যের মধ্য দিয়ে প্রবাহিত – PDF
ভারতের গুরুত্বপূর্ণ নদীপ্রকল্প সমূহ – PDF
ভারতের জাতীয় উদ্যান | National Parks of India
To check our latest Posts - Click Here