General Knowledge Notes in BengaliGeography Notes

ভারতের জাতীয় উদ্যান তালিকা | National Parks of India

List of Important National Parks of India

ভারতের জাতীয় উদ্যান | National Parks of India

প্রিয় পাঠকেরা, আজ আমরা আলোচনা করবো ভারতের জাতীয় উদ্যান তালিকা (List of Important National Parks of India ) নিয়ে। ভারতের গুরুত্বপূর্ণ জাতীয় উদ্যানের তালিকা থেকে প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলিতে প্রশ্ন এসেই থাকে। তাই তোমাদের জন্য আমরা এই টপিকটি খুব সুন্দরভাবে উপস্থাপনা করার চেষ্টা করলাম।

জাতীয় উদ্যান কাকে বলে ?

জাতীয় উদ্যান বা National Park অসামান্য প্রাকৃতিক সৌন্দর্য বিস্তৃত একটি স্থান, প্রাথমিক ভাবে প্রাকৃতিক পরিবেশ এর জন্য সংরক্ষিত হলেও সাধারণ মানুষের বিনোদনের সুযোগ রয়েছে।

অভয়ারণ্য কাকে বলে ?

অভয়ারণ্য বা Wildlife Sanctuary হলো একটি প্রাকৃতিক আবাসস্থল, যেখানে কিছু বিশেষ প্রজাতির পাখি এবং প্রাণীদের জন্য সংরক্ষণ করা হয়।

বায়োস্পিয়ার রিজার্ভ কাকে বলে ?

বায়োস্পিয়ার রিজার্ভ (Biosphere Reserve ) হলো উদ্ভিদ ও প্রাণী সংরক্ষণের উদ্দেশ্যে সুরক্ষিত অঞ্চল । এটি পারিপার্শ্বিক অঞ্চলের আদিবাসীদের জীবনযাত্রার বিষয়টিও সুরক্ষিত করে।

কিছু গুরুত্বপূর্ণ তথ্য :

  • পৃথিবীর প্রথম ন্যাশনাল পার্ক ➟ ইয়েলোস্টোন ন্যাশনাল পার্ক(আমেরিকা)।
  • পৃথিবীর বৃহত্তম ন্যাশনাল পার্ক ➟ নর্থ ইস্ট গ্রিনল্যান্ড ন্যাশনাল পার্ক(গ্রিনল্যান্ড)।
  • ভারতের প্রথম ন্যাশনাল পার্ক ➟ জিম করবেট ন্যাশনাল পার্ক(উত্তরাখণ্ড),১৯৩৬ পূর্বনামঃ হ্যালি ন্যাশনাল পার্ক
  • ভারতের বৃহত্তম ন্যাশনাল পার্ক ➟ হেমিস ন্যাশনাল পার্ক (লাদাখ)
  • পৃথিবীর একমাত্র ভাসমান ন্যাশনাল পার্ক ➟ কেইবুল লামজা(মনিপুর), এটি লোকটাক হ্রদের উপর রয়েছে

ভারতের রামসার সাইটের তালিকা PDF । Ramsar Sites in India

পশ্চিমবঙ্গের অভয়ারণ্য তালিকা । Wildlife Sanctuary of West Bengal – PDF

World Heritage Site

* ভারতের National Park, Wildlife Sanctuary, Biosphere Reserve গুলির মধ্যে World Heritage Site এর মর্যাদা পেয়েছেঃ

  • কাজিরাঙ্গা (আসাম)
  • মানস (আসাম)
  • কেওলাডেও (রাজস্থান)
  • নন্দাদেবী (উত্তরাখণ্ড)
  • সুন্দরবন (পশ্চিমবঙ্গ)
  • পশ্চিমঘাট
  • গ্রেট হিমালয়ান (হিমাচলপ্রদেশ)
  • কাঞ্চনজঙ্ঘা (সিকিম)

ভারতের গুরুত্বপূর্ণ জাতীয় উদ্যানের তালিকা

ভারতের কোন জাতীয় অবস্থিত উদ্যান কোন রাজ্যে অবস্থিত তার তালিকা নিচে দেওয়া রইলো।

রাজ্যজাতীয় উদ্যানপ্রতিষ্ঠা
আসামডিব্রু-ছৈখোয়া জাতীয় উদ্যান১৯৯৯
আসামকাজিরাঙা জাতীয় উদ্যান১৯৭৪
আসামমানস জাতীয় উদ্যান১৯৯০
আসামনামেরি জাতীয় উদ্যান১৯৯৮
আসামওরাং জাতীয় উদ্যান১৯৯৯
আসামরায়মোনা জাতীয় উদ্যান২০২১
আসামদিহিং পাটকাই জাতীয় উদ্যান২০২১
উত্তরাখণ্ডগঙ্গোত্রী জাতীয় উদ্যান১৯৮৯
উত্তরাখণ্ডজিম করবেট জাতীয় উদ্যান১৯৩৬
উত্তরাখণ্ডগোবিন্দ পশু বিহার১৯৯০
উত্তরাখণ্ডনন্দা দেবী জাতীয় উদ্যান১৯৮২
উত্তরাখণ্ডরাজাজি জাতীয় উদ্যান১৯৮৩
উত্তরাখণ্ডপুষ্প উপত্যকা জাতীয় উদ্যান১৯৮২
ওড়িশাভিতরকণিকা জাতীয় উদ্যান১৯৮৮
ওড়িশানন্দনকানন জাতীয় উদ্যান১৯৭৬
ওড়িশাসিমলিপাল জাতীয় উদ্যান১৯৮০
কর্ণাটকঅংশী জাতীয় উদ্যান১৯৮৭
কর্ণাটকবন্দীপুর জাতীয় উদ্যান১৯৭৪
কর্ণাটকবান্নারঘাটা জাতীয় উদ্যান১৯৭৪
কর্ণাটককুদ্রেমুখ জাতীয় উদ্যান১৯৮৭
কর্ণাটকরাজীব গান্ধী জাতীয় উদ্যান২০০৩
গুজরাটব্ল্যাকবাক জাতীয় উদ্যান, ভেলভাদার১৯৭৬
গুজরাটবংশদা জাতীয় উদ্যান১৯৭৯
গুজরাটগির জাতীয় উদ্যান১৯৭৫
গুজরাটগালফ অফ কচ্ছ : মেরিন ন্যাশনাল পার্ক১৯৮০
ঝাড়খণ্ডবেতলা জাতীয় উদ্যান১৯৮৬
পশ্চিমবঙ্গবক্সা জাতীয় উদ্যান১৯৯২
পশ্চিমবঙ্গগোরুমারা জাতীয় উদ্যান১৯৯৪
পশ্চিমবঙ্গনেওড়া উপত্যকা জাতীয় উদ্যান১৯৮৬
পশ্চিমবঙ্গজলদাপাড়া জাতীয় উদ্যান২০১২
পশ্চিমবঙ্গসিঙ্গালিলা জাতীয় উদ্যান১৯৯২
পশ্চিমবঙ্গসুন্দরবন জাতীয় উদ্যান১৯৮৪
মধ্যপ্রদেশকানহা টাইগার রিজার্ভ১৯৫৫
মধ্যপ্রদেশবান্ধবগড় জাতীয় উদ্যান১৯৮২
মধ্যপ্রদেশফসিল জাতীয় উদ্যান১৯৮৩
মধ্যপ্রদেশমাধব জাতীয় উদ্যান১৯৫৯
মধ্যপ্রদেশপান্না জাতীয় উদ্যান১৯৭৩
মধ্যপ্রদেশপেঞ্চ জাতীয় উদ্যান, মধ্যপ্রদেশ১৯৭৫
মধ্যপ্রদেশসঞ্জয় জাতীয় উদ্যান১৯৮১
মধ্যপ্রদেশসাতপুরা জাতীয় উদ্যান১৯৮১
মধ্যপ্রদেশবনবিহার জাতীয় উদ্যান১৯৭৯
মেঘালয়বালপাকরাম জাতীয় উদ্যান১৯৮৬
মেঘালয়নকরেক জাতীয় উদ্যান১৯৮৬
রাজস্থানমরুভূমি জাতীয় উদ্যান১৯৮০
রাজস্থানকেওলাদেও জাতীয় উদ্যান১৯৮১
লাদাখহেমিস ন্যাশনাল পার্ক১৯৮১
আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জক্যাম্পবেল বে জাতীয় উদ্যান১৯৯২
আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জগ্যালাথিয়া জাতীয় উদ্যান১৯৯২
আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জমহাত্মা গান্ধী মেরিন ন্যাশনাল পার্ক১৯৮৩
আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জমিডল বাটন দ্বীপ জাতীয় উদ্যান১৯৮৭
আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জমাউন্ট হারিয়্যাট জাতীয় উদ্যান১৯৮৭
আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জউত্তর বাটন দ্বীপ জাতীয় উদ্যান১৯৮৭
আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জরানী ঝাঁসি মেরিন জাতীয় উদ্যান১৯৯৬
আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জস্যাডল পিক জাতীয় উদ্যান১৯৮৭
আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জদক্ষিণ বাটন দ্বীপ জাতীয় উদ্যান১৯৮৭
অন্ধ্র প্রদেশকাসু ব্রহ্মানন্দ রেড্ডি জাতীয় উদ্যান১৯৯৪
অন্ধ্র প্রদেশমহাবীর হরিনা বনাস্থলি জাতীয় উদ্যান১৯৯৪
অন্ধ্র প্রদেশমৃগবনী জাতীয় উদ্যান১৯৯৪
অন্ধ্র প্রদেশশ্রী ভেঙ্কটেশ্বর জাতীয় উদ্যান১৯৮৯
অরুণাচল প্রদেশমৌলিং জাতীয় উদ্যান১৯৮৬
অরুণাচল প্রদেশনামদাফা জাতীয় উদ্যান১৯৮৩
বিহারবাল্মীকি জাতীয় উদ্যান১৯৮৯
ছত্তিসগড়ইন্দ্রাবতী জাতীয় উদ্যান১৯৮১
ছত্তিসগড়কাঞ্জার ঘাটি জাতীয় উদ্যান (কঙ্গার ভ্যালি)১৯৮২
ছত্তিসগড়সঞ্জয় জাতীয় উদ্যান১৯৮১
গোয়ামোল্লেম জাতীয় উদ্যান১৯৭৮
হরিয়ানাকালেসার জাতীয় উদ্যান২০০৩
হরিয়ানাসুলতানপুর জাতীয় উদ্যান১৯৮৯
হিমাচল প্রদেশগ্রেট হিমালয় জাতীয় উদ্যান১৯৮৪
হিমাচল প্রদেশপিন ভ্যালি জাতীয় উদ্যান১৯৮৭
জম্মু ও কাশ্মীরদচিগাম জাতীয় উদ্যান১৯৮১
জম্মু ও কাশ্মীরকিস্তওয়ার জাতীয় উদ্যান১৯৮১
জম্মু ও কাশ্মীরসেলিম আলী জাতীয় উদ্যান১৯৮১
কর্নাটকনগরহোল জাতীয় উদ্যান১৯৮৮
কেরালাইরাভিকুলাম জাতীয় উদ্যান১৯৭৮
কেরালামথিকেটান শোলা জাতীয় উদ্যান২০০৩
কেরালাপেরিয়ার জাতীয় উদ্যান১৯৮২
কেরালাসাইলেন্ট ভ্যালি জাতীয় উদ্যান১৯৮৪
মহারাষ্ট্রচান্দলি জাতীয় উদ্যান২০০৪
মহারাষ্ট্রগুগামাল জাতীয় উদ্যান১৯৮৭
মহারাষ্ট্রনাভেগাঁও জাতীয় উদ্যান১৯৭৫
মহারাষ্ট্রপেঞ্চ জাতীয় উদ্যান১৯৭৫
মহারাষ্ট্রসঞ্জয় গান্ধী জাতীয় উদ্যান১৯৮৩
মহারাষ্ট্রতাডোবা জাতীয় উদ্যান১৯৫৫
মণিপুরকেইবুল লামজাও জাতীয় উদ্যান১৯৭৭
মণিপুরসিরোহি জাতীয় উদ্যান১৯৮২
মিজোরামমুরলেন জাতীয় উদ্যান১৯৯১
মিজোরামফাওংপুই ব্লু মাউন্টেন জাতীয় উদ্যান১৯৯৭
নাগাল্যান্ডইনতানকি জাতীয় উদ্যান১৯৯৩
রাজস্থানসরিস্কা টাইগার রিজার্ভ১৯৫৫
রাজস্থানমাউন্ট আবু বন্যপ্রাণী অভয়ারণ্য১৯৬০
রাজস্থানরণথম্বোর জাতীয় উদ্যান১৯৮০
সিকিমকাঞ্চনজঙ্ঘা জাতীয় উদ্যান১৯৭৭
তামিলনাড়ুমুদুমালাই জাতীয় উদ্যান১৯৪০
তামিলনাড়ুগিন্ডি জাতীয় উদ্যান১৯৭৬
তামিলনাড়ুমান্নার উপসাগর মেরিন জাতীয় উদ্যান১৯৮০
তামিলনাড়ুআনামালাই টাইগার রিজার্ভ১৯৮৯
তামিলনাড়ুমুকুরথি জাতীয় উদ্যান১৯৯০
উত্তর প্রদেশদুধওয়া জাতীয় উদ্যান১৯৭৭
ভারতের সকল জাতীয় উদ্যানের তালিকা

এই নোটটির পিডিএফ ডাউনলোড লিংক নিচে দেওয়া রয়েছে ।

Download Section :

  • File Name : ভারতের জাতীয় উদ্যান – বাংলা কুইজ
  • File Size : 2 MB
  • No of Pages : 07
  • Format : PDF
  • Language : Bengali
  • Subject : Indian Geography

আরো দেখে নাও :

To check our latest Posts - Click Here

Telegram

Pratik Debnath

Lives in Beldanga. YouTuber , Quiz Enthusiast, Active Author of BanglaQuiz WebSite and Youtube .

Related Articles

Back to top button