Daily Current Affairs in BengaliCurrent Affairs

27th & 28th December Current Affairs Quiz 2023 – Bengali

Daily Current Affairs MCQ in Bangla - কারেন্ট অ্যাফেয়ার্স

দেওয়া রইলো ২৭ ও ২৮শে ডিসেম্বর – ২০২৩ এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি (27th & 28th December Current Affairs Quiz 2023 ) । MCQ আকারে এবং বর্ণনা সহ । ডিটেলস-এ পড়লে এই সাম্প্রতিকী MCQ গুলি মনে রাখা সহজ হয়ে যায় ।

সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স গুলি একসাথে দেখে নাও – Click Here

দেখে নাও : 26th December Current Affairs Quiz 2023 – Bengali


১. কোন খেলোয়াড় সম্প্রতি চেন্নাই গ্র্যান্ড মাস্টার্স ২০২৩ শিরোপা জিতে নিয়েছেন ?

(A) রমেশবাবু প্রজ্ঞানন্ধা
(B) বিদিত সন্তোষ গুজরাঠি
(C) ডোমমারাজু গুকেশ
(D) সন্দীপন চন্দ

[spoiler title=’উত্তর ‘ ] (C) ডোমমারাজু গুকেশ
চেন্নাই গ্র্যান্ড মাস্টার্স ২০২৩ শিরোপা জিতে নিয়েছেন ডোমমারাজু গুকেশ । অন্যদিকে অর্জুন এরিগাইসি দ্বিতীয় স্থান অধিকার করেছেন। [/spoiler]

২. সম্প্রতি উত্তরপ্রদেশ কোন দুটি জেলার মধ্যে রাজ্যের প্রথম আন্তঃজেলা হেলিকপ্টার পরিষেবা উদ্বোধন করেছে?

(A) প্রয়াগ রাজ ও আগ্রা
(B) বারাণসী এবং শ্রাবস্তী
(C) আগ্রা ও মথুরা
(D) প্রয়াগ রাজ ও বারাণসী

[spoiler title=’উত্তর ‘ ] (C) আগ্রা ও মথুরা

  • প্রাক্তন প্রধানমন্ত্রী, অটল বিহারী বাজপেয়ীর জন্মবার্ষিকীতে, উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী আগ্রার বটেশ্বর থেকে মথুরার গোবর্ধন পর্যন্ত রাজ্যের প্রথম আন্তঃ-জেলা হেলিকপ্টার পরিষেবার উদ্বোধন করেছিলেন।
  • অনুষ্ঠানে অটল বিহারী বাজপেয়ীর একটি মূর্তিও উন্মোচন করা হয়।
[/spoiler]

৩. ভারতের প্রথম হিমালয়ান এয়ার সাফারি সম্প্রতি ভারতের কোন রাজ্য থেকে চালু হয়েছে?

(A) হিমাচল প্রদেশ
(B) উত্তরাখণ্ড
(C) লাদাখ
(D) জম্মু

[spoiler title=’উত্তর ‘ ] (B) উত্তরাখণ্ড

  • দেশের প্রথম হিমালয়ান এয়ার সাফারি উত্তরাখণ্ড থেকে চালু হয়েছে ।
  • দেশের প্রথম রাজ্য হিসেবে উত্তরাখণ্ড গাইরোকপ্টার অ্যাডভেঞ্চার শুরু করেছে।
[/spoiler]

৪. সম্প্রতি কে সালাম বোম্বে ফাউন্ডেশন (Salaam Bombay Foundation) এর হেলথ অ্যাম্বাসেডর মনোনীত হয়েছেন ?

(A) অমৃতা রায়চাঁদ
(B) পঙ্কজ ত্রিপাঠী
(C) দীপিকা পাড়ুকোন
(D) আলিয়া ভাট

[spoiler title=’উত্তর ‘ ] (A) অমৃতা রায়চাঁদ
সেলিব্রিটি শেফ অমৃতা রাইচাঁদ সম্প্রতি সালাম বোম্বে ফাউন্ডেশন (Salaam Bombay Foundation) এর হেলথ অ্যাম্বাসেডর মনোনীত হয়েছেন । [/spoiler]

৫. সম্প্রতি খবরে আসা কোন প্রণালী আরবিতে অশ্রুর দ্বার (Gate of Tears ) নামেও পরিচিত

(A) বাব এল-মান্দেব
(B) হরমুজ প্রণালী
(C) বাস স্ট্রেট
(D) জোহর প্রণালী

[spoiler title=’উত্তর ‘ ] (A) বাব এল-মান্দেব
বাব এল-মান্দেব, একটি সংকীর্ণ প্রণালী, লোহিত সাগরের মধ্য দিয়ে যাওয়া ট্যাঙ্কারগুলিতে হুথিদের আক্রমণের কারণে, সংঘাত বাড়িয়েছে এবং বৈশ্বিক শিপিংকে প্রভাবিত করার কারণে একটি কৌশলগত চোকপয়েন্টে পরিণত হয়েছে।

দেখে নাও : বিশ্বের গুরুত্বপূর্ণ প্রণালী তালিকা 
[/spoiler]

৬. তালায়েহ এবং নাসির ক্রুজ মিসাইল সম্প্রতি কোন দেশ উন্মোচন করেছে?

(A) তুরস্ক
(B) ইরাক
(C) সংযুক্ত আরব আমিরাত
(D) ইরান

[spoiler title=’উত্তর ‘ ] (D) ইরান
ইরানের নৌবাহিনী সম্প্রতি তার অস্ত্রাগারে তালায়েহ এবং নাসির নামে দুটি দেশীয়ভাবে তৈরি অত্যাধুনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র যুক্ত করেছে। [/spoiler]

৭. ভারতের প্রথম পরিকল্পিত AI শহর কোথায় গড়ে উঠবে?

(A) হায়দ্রাবাদ
(B) ব্যাঙ্গালোর
(C) দিল্লী
(D) লখনউ

[spoiler title=’উত্তর ‘ ] (D) লখনউ
ইউপি ইলেকট্রনিক্স কর্পোরেশন লিমিটেড দ্বারা জারি “Expression of Interest” অনুসারে ভারতের প্রথম পরিকল্পিত AI শহর গড়ে উঠেবে লখনউতে । [/spoiler]

৮. পেঙ্গুইন র‍্যান্ডম হাউস ইন্ডিয়ার ঘোষণা অনুসারে প্রাক্তন RBI গভর্নর রঘুরাম রাজন এবং রোহিত লাম্বার লেখা নতুন বইটির নাম কী?

(A) I Do What I Do: On Reform, Rhetoric and Resolve
(B) The Third Pillar: How Markets and the State Leave the Community Behind
(C) Fault Lines: How Hidden Fractures Still Threaten the World Economy
(D) Breaking the Mould: Reimagining India’s Economic Future

[spoiler title=’উত্তর ‘ ] (D) Breaking the Mould: Reimagining India’s Economic Future
প্রাক্তন আরবিআই গভর্নর রঘুরাম রাজন এবং রোহিত লাম্বার লেখা নতুন বইয়ের নাম Breaking the Mould: Reimagining India’s Economic Future [/spoiler]

৯. ফোর্বস দ্বারা প্রকাশিত ২০২৩ সালের সর্বোচ্চ বেতনপ্রাপ্ত মহিলা ক্রীড়াবিদদের তালিকায় পিভি সিন্ধু কততম স্থানে রয়েছে ?

(A) ১২
(B) ১৪
(C) ১৬
(D) ১৮

[spoiler title=’উত্তর ‘ ] (C) ১৬
পিভি সিন্ধু ১৬তম স্থানে রয়েছে । [/spoiler]

১০. কোন ফুটবল ক্লাব ২০২৩ সালে এক সাথে পাঁচটি বড় শিরোপা অর্জনকারী প্রথম ইংলিশ ক্লাব হয়ে উঠেছে ?

(A) চেলসি
(B) লিভারপুল
(C) ম্যানচেস্টার ইউনাইটেড
(D) ম্যানচেস্টার সিটি

[spoiler title=’উত্তর ‘ ] (D) ম্যানচেস্টার সিটি
প্রিমিয়ার লিগ, চ্যাম্পিয়ন্স লিগ, এফএ কাপ এবং সুপার কাপে জয়লাভ করার পর, ম্যানচেস্টার সিটি সম্প্রতি ক্লাব বিশ্বকাপ জিতে নিয়েছে। [/spoiler]

১১. শিলং আর্মফাইট-অল ইন্ডিয়া চ্যাম্পিয়নশিপ ২০২৩-এ পুরুষদের বিভাগে বিজয়ী কে হয়েছেন ?

(A) জ্যাকসন লিংডোহ
(B) অ্যালেক্সিয়ন রয় মাইলিম উমলং
(C) হুবার্ট ল্যংদঃ নংলাইট
(D) দীপঙ্কর মেছ

[spoiler title=’উত্তর ‘ ] (D) দীপঙ্কর মেছ
যোগেশ চৌধুরী এবং দীপঙ্কর মেচ শিলং আর্মফাইট-অল ইন্ডিয়া চ্যাম্পিয়নশিপ ২০২৩ জিতে নিয়েছেন। [/spoiler]

১২. মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদবের ঘোষণা অনুযায়ী মধ্যপ্রদেশ রাজ্য কোন দিন ‘তবলা দিবস’ উদযাপন করবে?

(A) ২৫ ডিসেম্বর
(B) ২৬ ডিসেম্বর
(C) ২৭ ডিসেম্বর
(D) ২৮ ডিসেম্বর

[spoiler title=’উত্তর ‘ ] (A) ২৫ ডিসেম্বর

  • গোয়ালিয়রের মুকুটে নতুন পালক।
  • একসঙ্গে ১৫০০ তবলাবাদক তবলা বাজালেন গোয়ালিয়র দুর্গে।
  • নাম উঠল গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে।
  • ২৫ ডিসেম্বর দিনটি তবলা দিবস হিসেবে পালনের কথা ঘোষণা মধ্য প্রদেশের মুখ্যমন্ত্রীর।
[/spoiler]

১৩. সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া (Sebi) এর অনুমোদনের পর ১৭ই জানুয়ারী, ২০২৪ থেকে কে BSE লিমিটেডের চেয়ারম্যান হিসাবে দায়িত্ব গ্রহণ করতে চলেছেন ?

(A) এস এস মুন্দ্রা
(B) প্রমোদ আগরওয়াল
(C) রবি বিশ্বনাথন
(D) অজয় মেহতা

[spoiler title=’উত্তর ‘ ] (B) প্রমোদ আগরওয়াল
সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া (Sebi) এর অনুমোদনের পর প্রমোদ আগরওয়াল ১৭ই জানুয়ারী, ২০২৪ থেকে BSE লিমিটেডের চেয়ারম্যান হিসাবে দায়িত্ব গ্রহণ করতে চলেছেন। [/spoiler]

১৪. বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের ‘প্যান্টোয়া টেগোরি’ আবিষ্কারের প্রধান গবেষক কে ছিলেন?

(A) ডাঃ আনন্দ বোস ড
(B) ডাঃ বোম্বা ড্যাম
(C) ডাঃ সুমিত অরোরা
(D) ডাঃ এস. বিশ্বনাথন

[spoiler title=’উত্তর ‘ ] (B) ডাঃ বোম্বা ড্যাম
ডঃ বোম্বা ড্যাম বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের ‘প্যান্টোয়া ট্যাগোরি’ আবিষ্কারের প্রধান গবেষক ছিলেন। তার তত্ত্বাবধানে, দলটি নতুন ব্যাকটেরিয়া স্ট্রেনের নামকরণ করে ‘প্যান্টোয়া ট্যাগোরি’। [/spoiler]

১৫. অপরিশোধিত তেল কেনার জন্য ভারত কোন দেশে প্রথম ভারতীয় টাকায় পেমেন্ট করেছে ?

(A) ইরান
(B) সৌদি আরব
(C) রাশিয়া
(D) সংযুক্ত আরব আমিরাত

[spoiler title=’উত্তর ‘ ] (D) সংযুক্ত আরব আমিরাত
এই প্রথমবারের জন্য ভারত সংযুক্ত আরব আমিরাত (UAE) থেকে ক্রয় করা অপরিশোধিত তেলের জন্য রুপিতে অর্থপ্রদান সম্পন্ন করেছে। [/spoiler]

১৬. ২০২৩ সালের নভেম্বর পর্যন্ত ভারতের সামগ্রিক ছাদে সৌর প্যানেল ইনস্টলেশনের ক্ষেত্রে কোন রাজ্য এগিয়ে রয়েছে ?

(A) পাঞ্জাব
(B) মহারাষ্ট্র
(C) গুজরাট
(D) কেরালা

[spoiler title=’উত্তর ‘ ] (C) গুজরাট
২০২৩ সালের নভেম্বর পর্যন্ত ভারতের সামগ্রিক ছাদে সৌর ইনস্টলেশনে গুজরাট রাজ্য সবচেয়ে বড় অবদানকারী। [/spoiler]

১৭. MMSC FMSCI ইন্ডিয়ান ন্যাশনাল মোটরসাইকেল ড্র্যাগ রেসিং চ্যাম্পিয়নশিপের তৃতীয় এবং চূড়ান্ত রাউন্ডে কে তার নিজের রেকর্ড ভেঙেছে?

(A) সোনু সন্দীপ সিং
(B) সামান্থা ডি’সুজা
(C) শরণ প্রতাপ
(D) হেমন্ত মুদাপ্পা

[spoiler title=’উত্তর ‘ ] (D) হেমন্ত মুদাপ্পা
মোটরসাইকেল ড্র্যাগ রেসিংয়ের তৃতীয় এবং চূড়ান্ত রাউন্ডে মুদ্দাপ্পা জাতীয় রেকর্ড গড়েছেন। [/spoiler]

১৮. প্রথম কোন রাষ্ট্রনেতা ইউটিউবে ২ কোটি সাবস্ক্রাইবার অর্জন করে রেকর্ড করেছেন ?

(A) ভলোদিমির জেলেনস্কি
(B) নরেন্দ্র মোদী
(C) জো বাইডেন
(D) ভ্লাদিমির পুতিন

[spoiler title=’উত্তর ‘ ] (B) নরেন্দ্র মোদী
সম্প্রতি প্রধানমন্ত্রী নমোর ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা ছাপিয়ে গিয়েছে ২ কোটি। মোদীই বিশ্বের প্রথম রাষ্ট্রনেতা, যিনি এই কৃতিত্ব অর্জন করেছেন। ভারতের কোনও রাজনীতিক তো বটেই, গোটা বিশ্বের আর কোনও রাজনীতিক তাঁর ধারে কাছে নেই। [/spoiler]

১৯. প্রথম হিন্দু মহিলা হিসেবে সাভেরা প্রকাশ সম্প্রতি ________ -এর সাধারণ নির্বাচনে মনোনয়ন জমা করলেন।

(A) ইরাক
(B) পাকিস্তান
(C) বাংলাদেশ
(D) আফগানিস্তান

[spoiler title=’উত্তর ‘ ] (B) পাকিস্তান

  • আগামী ৮ ফেব্রুয়ারি পাকিস্তানের জাতীয় নির্বাচন রয়েছে। সেই নির্বাচনে মনোনয়ন দিলেন এক হিন্দু মহিলা।
  • এই প্রথমবার পাকিস্তানের সাধারণ নির্বাচনে মনোনয়ন জমা পেশ করলেন কোনও হিন্দু মহিলা। মহিলার নাম সাভেরা প্রকাশ।
  • সাভেরা প্রতিদ্বন্দ্বিতা করছেন খাইবার পাখতুনখাওয়া প্রদেশের বুনের জেলার পিকে-২৫ কেন্দ্র থেকে।
  • স্বাভাবিক ভাবেই সাভেরা বর্তমানে পাক-রাজনীতির আলোচনার কেন্দ্রবিন্দুতে।
  • সাভেরা প্রার্থী হয়েছেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর দল, পাকিস্তান পিপলস পার্টির।
[/spoiler]

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button