Daily Current Affairs in BengaliCurrent Affairs

16th October Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

Daily Current Affairs MCQ in Bangla

16th October Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

দেওয়া রইলো ১৬ই অক্টোবর – ২০২২ এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি ( 16th October Current Affairs Quiz 2022 ) । MCQ আকারে এবং বর্ণনা সহ । ডিটেলস-এ পড়লে এই  সাম্প্রতিকী MCQ গুলি মনে রাখা সহজ হয়ে যায় ।

সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স গুলি একসাথে দেখে নাও – Click Here 

দেখে নাও : 15th October Current Affairs Quiz 2022 –  Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

Daily Current Affairs MCQ in Bengali


১. সম্প্রতি প্রকাশিত গ্লোবাল হাঙ্গার ইনডেক্স ২০২২ (GHI)-এ ভারতের স্থান কত?

(A) ১০২
(B) ১১৫
(C) ১১০
(D) ১০৭

উত্তর
(D) ১০৭

  • ১৪ই অক্টোবর ২০২২-এ প্রকাশিত গ্লোবাল হাঙ্গার ইনডেক্সে (GHI) ভারত ১২১টি দেশের মধ্যে ১০৭ তম স্থানে রয়েছে।
  • ২০২১ সালে, ভারত ১১৬টি দেশের মধ্যে ১০১তম স্থানে ছিল।
  • এই তালিকায় ভারত তার প্রতিবেশী পাকিস্তান (৯৯তম), নেপাল (৮১তম) এবং বাংলাদেশের (৮৪তম) তুলনায় পেছনে রয়েছে।
  • সূচকটি সারা বিশ্বে ক্ষুধার মাত্রা এবং অপুষ্টির পরিমাপ করে।

২. বসনিয়া ও হার্জেগোভিনায় ভারতের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে সম্প্রতি কাকে নিযুক্ত করা হয়েছে?

(A) বিজয় জাসুজা
(B) পার্থ সতপতী
(C) প্রলয় মন্ডল
(D) বান্দারু উইলসনবাবু

উত্তর
(B) পার্থ সতপতী

  • তিনি বর্তমানে হাঙ্গেরিতে ভারতের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করছেন।
  • এর আগে, আদর্শ স্বয়িকা এবং অবতার সিংকে যথাক্রমে কুয়েত এবং গিনিতে ভারতের পরবর্তী রাষ্ট্রদূত হিসাবে নিযুক্ত করা হয়েছে।
  • বসনিয়া ও হার্জেগোভিনা ইউরোপের বলকান উপদ্বীপের একটি দেশ।
  • রাজধানী: সারায়েভো

৩. ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ISRO) ২৩শে অক্টোবর ২০২২-এ যুক্তরাজ্যের গ্লোবাল কমিউনিকেশন নেটওয়ার্ক OneWeb-এর কতগুলি স্যাটেলাইট উৎক্ষেপণ করবে?

(A) ২৮
(B) ৪০
(C) ৩৬
(D) ৩২

উত্তর
(C) ৩৬

  • ISRO-এর সবচেয়ে ভারী রকেট GSLV MkIII, অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার মহাকাশবন্দর থেকে এই উপগ্রহগুলি উৎক্ষেপণ করবে।
  • এর মাধ্যমে, GSLV MkIII বিশ্বব্যাপী বাণিজ্যিক লঞ্চ পরিষেবার মার্কেটে প্রবেশ করবে।

৪. ‘The most incredible world cup stories – Anecdotes from Football World Cup, From Uruguay in 1930 to the present day’ শিরোনামের বইটির লেখক কে?

(A) লুসিয়ানো ওয়ার্নিক
(B) ক্রিশ্চিয়ানো রোনালদো
(C) ডিয়েগো ম্যারাডোনা
(D) রবার্ট লেভান্ডোস্কি

উত্তর
(A) লুসিয়ানো ওয়ার্নিক

  • Niyogi books দ্বারা এই বইটি প্রকাশিত হয়েছে।
  • বইটি ফুটবলের সর্বশ্রেষ্ঠ দর্শন থেকে মজার, আকর্ষণীয় এবং বিতর্কিত উপাখ্যানগুলি কভার করে।
  • FIFA বিশ্বকাপের ২২তম সংস্করণ, ২০২২ এ কাতার আয়োজিত হবে।

৫. কোন শহর ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশন (INTERPOL) এর সাধারণ পরিষদের হোস্ট করেছে?

(A) প্যারিস
(B) সিঙ্গাপুর
(C) দিল্লি
(D) রোম

উত্তর
(C) দিল্লি

  • ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশন (INTERPOL) হল একটি আন্তর্জাতিক সংস্থা যার সদর দফতর ফ্রান্সের লিয়নে।
  • প্রতিষ্ঠা : ১৯২৩ সালে।
  • ১৯৯৭ সালের পর দ্বিতীয় বারের মতো ভারত এই সম্মেলন হোস্ট করলো।
  • INTERPOL-এর সভাপতি UAE-এর আহমেদ নাসির আল-রাইসি।

৬. কোন দিনটিতে বিশ্ব খাদ্য দিবস পালিত হয়?

(A) ১৬ই অক্টোবর
(B) ২১শে অক্টোবর
(C) ২০শে অক্টোবর
(D) ১৮ই অক্টোবর

উত্তর
(A) ১৬ই অক্টোবর

  • প্রতি বছর ১৬ই অক্টোবর জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (FAO) প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে এই দিনটি পালিত হয়।
  • মূল উদ্দেশ্য হল বিশ্বব্যাপী ক্ষুধার মোকাবেলা করা এবং এর নির্মূলের দিকে কাজ করা।

৭. কোন দেশ এশিয়া কাপ ২০২২ জিতে নিয়েছে?

(A) ভারত
(B) বাংলাদেশ
(C) পাকিস্তান
(D) শ্রীলংকা

উত্তর
(A) ভারত

  • মহিলা এশিয়া কাপ ২০২২-এর ফাইনালে ভারত শ্রীলঙ্কাকে ৮ উইকেটে পরাজিত করেছে।
  • ভারত সপ্তমবারের মতো মহিলা এশিয়া কাপের বিজয়ী হল।
  • টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা। শ্রীলঙ্কা ২০ ওভারে ১০ উইকেট হারিয়ে ৬৫  রান করে।
  • ভারত ৮.৩ ওভারে মাত্র ২ উইকেট হারিয়ে ৭১ রান করে ম্যাচে জয়লাভ করে।

৮. সম্প্রতি কাকে SJFI পদক দেওয়া হয়েছে?

(A) প্রকাশ পাড়ুকন
(B) লক্ষ্য সেন
(C) পিভি সিন্ধু
(D) সাইনা নেহওয়াল

উত্তর
(A) প্রকাশ পাড়ুকন

  • কর্ণাটক স্টেট ক্রিকেট অ্যাসোসিয়েশনে একটি অনুষ্ঠান চলাকালীন ব্যাডমিন্টন কিংবদন্তি প্রকাশ পাড়ুকনকে ২০১৯ সালের জন্য ‘স্পোর্টস জার্নালিস্ট ফেডারেশন অফ ইন্ডিয়া মেডেল’ (SJFI মেডেল) প্রদান করা হয়েছে।
  • COVID-19 প্রাদুর্ভাবের কারণে ২০১৯ সালের পুরষ্কার অনুষ্ঠান বিলম্বিত হয়েছিল।

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button