16th October Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স
Daily Current Affairs MCQ in Bangla
16th October Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স
দেওয়া রইলো ১৬ই অক্টোবর – ২০২২ এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি ( 16th October Current Affairs Quiz 2022 ) । MCQ আকারে এবং বর্ণনা সহ । ডিটেলস-এ পড়লে এই সাম্প্রতিকী MCQ গুলি মনে রাখা সহজ হয়ে যায় ।
সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স গুলি একসাথে দেখে নাও – Click Here
দেখে নাও : 15th October Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স
Daily Current Affairs MCQ in Bengali
১. সম্প্রতি প্রকাশিত গ্লোবাল হাঙ্গার ইনডেক্স ২০২২ (GHI)-এ ভারতের স্থান কত?
(A) ১০২
(B) ১১৫
(C) ১১০
(D) ১০৭
- ১৪ই অক্টোবর ২০২২-এ প্রকাশিত গ্লোবাল হাঙ্গার ইনডেক্সে (GHI) ভারত ১২১টি দেশের মধ্যে ১০৭ তম স্থানে রয়েছে।
- ২০২১ সালে, ভারত ১১৬টি দেশের মধ্যে ১০১তম স্থানে ছিল।
- এই তালিকায় ভারত তার প্রতিবেশী পাকিস্তান (৯৯তম), নেপাল (৮১তম) এবং বাংলাদেশের (৮৪তম) তুলনায় পেছনে রয়েছে।
- সূচকটি সারা বিশ্বে ক্ষুধার মাত্রা এবং অপুষ্টির পরিমাপ করে।
২. বসনিয়া ও হার্জেগোভিনায় ভারতের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে সম্প্রতি কাকে নিযুক্ত করা হয়েছে?
(A) বিজয় জাসুজা
(B) পার্থ সতপতী
(C) প্রলয় মন্ডল
(D) বান্দারু উইলসনবাবু
- তিনি বর্তমানে হাঙ্গেরিতে ভারতের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করছেন।
- এর আগে, আদর্শ স্বয়িকা এবং অবতার সিংকে যথাক্রমে কুয়েত এবং গিনিতে ভারতের পরবর্তী রাষ্ট্রদূত হিসাবে নিযুক্ত করা হয়েছে।
- বসনিয়া ও হার্জেগোভিনা ইউরোপের বলকান উপদ্বীপের একটি দেশ।
- রাজধানী: সারায়েভো
৩. ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ISRO) ২৩শে অক্টোবর ২০২২-এ যুক্তরাজ্যের গ্লোবাল কমিউনিকেশন নেটওয়ার্ক OneWeb-এর কতগুলি স্যাটেলাইট উৎক্ষেপণ করবে?
(A) ২৮
(B) ৪০
(C) ৩৬
(D) ৩২
- ISRO-এর সবচেয়ে ভারী রকেট GSLV MkIII, অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার মহাকাশবন্দর থেকে এই উপগ্রহগুলি উৎক্ষেপণ করবে।
- এর মাধ্যমে, GSLV MkIII বিশ্বব্যাপী বাণিজ্যিক লঞ্চ পরিষেবার মার্কেটে প্রবেশ করবে।
৪. ‘The most incredible world cup stories – Anecdotes from Football World Cup, From Uruguay in 1930 to the present day’ শিরোনামের বইটির লেখক কে?
(A) লুসিয়ানো ওয়ার্নিক
(B) ক্রিশ্চিয়ানো রোনালদো
(C) ডিয়েগো ম্যারাডোনা
(D) রবার্ট লেভান্ডোস্কি
- Niyogi books দ্বারা এই বইটি প্রকাশিত হয়েছে।
- বইটি ফুটবলের সর্বশ্রেষ্ঠ দর্শন থেকে মজার, আকর্ষণীয় এবং বিতর্কিত উপাখ্যানগুলি কভার করে।
- FIFA বিশ্বকাপের ২২তম সংস্করণ, ২০২২ এ কাতার আয়োজিত হবে।
৫. কোন শহর ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশন (INTERPOL) এর সাধারণ পরিষদের হোস্ট করেছে?
(A) প্যারিস
(B) সিঙ্গাপুর
(C) দিল্লি
(D) রোম
- ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশন (INTERPOL) হল একটি আন্তর্জাতিক সংস্থা যার সদর দফতর ফ্রান্সের লিয়নে।
- প্রতিষ্ঠা : ১৯২৩ সালে।
- ১৯৯৭ সালের পর দ্বিতীয় বারের মতো ভারত এই সম্মেলন হোস্ট করলো।
- INTERPOL-এর সভাপতি UAE-এর আহমেদ নাসির আল-রাইসি।
৬. কোন দিনটিতে বিশ্ব খাদ্য দিবস পালিত হয়?
(A) ১৬ই অক্টোবর
(B) ২১শে অক্টোবর
(C) ২০শে অক্টোবর
(D) ১৮ই অক্টোবর
- প্রতি বছর ১৬ই অক্টোবর জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (FAO) প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে এই দিনটি পালিত হয়।
- মূল উদ্দেশ্য হল বিশ্বব্যাপী ক্ষুধার মোকাবেলা করা এবং এর নির্মূলের দিকে কাজ করা।
৭. কোন দেশ এশিয়া কাপ ২০২২ জিতে নিয়েছে?
(A) ভারত
(B) বাংলাদেশ
(C) পাকিস্তান
(D) শ্রীলংকা
- মহিলা এশিয়া কাপ ২০২২-এর ফাইনালে ভারত শ্রীলঙ্কাকে ৮ উইকেটে পরাজিত করেছে।
- ভারত সপ্তমবারের মতো মহিলা এশিয়া কাপের বিজয়ী হল।
- টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা। শ্রীলঙ্কা ২০ ওভারে ১০ উইকেট হারিয়ে ৬৫ রান করে।
- ভারত ৮.৩ ওভারে মাত্র ২ উইকেট হারিয়ে ৭১ রান করে ম্যাচে জয়লাভ করে।
৮. সম্প্রতি কাকে SJFI পদক দেওয়া হয়েছে?
(A) প্রকাশ পাড়ুকন
(B) লক্ষ্য সেন
(C) পিভি সিন্ধু
(D) সাইনা নেহওয়াল
- কর্ণাটক স্টেট ক্রিকেট অ্যাসোসিয়েশনে একটি অনুষ্ঠান চলাকালীন ব্যাডমিন্টন কিংবদন্তি প্রকাশ পাড়ুকনকে ২০১৯ সালের জন্য ‘স্পোর্টস জার্নালিস্ট ফেডারেশন অফ ইন্ডিয়া মেডেল’ (SJFI মেডেল) প্রদান করা হয়েছে।
- COVID-19 প্রাদুর্ভাবের কারণে ২০১৯ সালের পুরষ্কার অনুষ্ঠান বিলম্বিত হয়েছিল।
- INS Vikrant | আইএনএস বিক্রান্ত সম্পর্কিত বিস্তারিত তথ্য
- ৬৪তম রামন ম্যাগসেসে পুরস্কার ২০২২ – বিজয়ীদের তালিকা
- পদ্মা সেতু – খরচ, ইতিহাস, দৈর্ঘ্য সাথে আরো অনেক কিছু – Padma Bridge
- ৬৭তম ফিল্মফেয়ার পুরস্কার 2022 – 67th Filmfare Awards
- 2022 Commonwealth Games – কমনওয়েলথ গেমস ২০২২
- অস্কার ২০২২ বিজেতাদের তালিকা – List of Oscar 2022 Winners
- লতা মঙ্গেশকর – লতাজীর জীবনী – Biography of Lataji
- নালন্দা বিশ্ববিদ্যালয় – অবস্থান প্রতিষ্ঠাতা বিস্তার পুনর্নির্মাণ
- পদ্ম সম্মান ২০২২ – সম্পূর্ণ তালিকা । Padma Awards 2022
- সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স – এর সেট গুলি একত্রে
- India’s Rank In Different Indexes 2021 PDF Download
To check our latest Posts - Click Here