Daily Current Affairs in BengaliCurrent Affairs

29th October Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

Daily Current Affairs MCQ in Bangla

29th October Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

দেওয়া রইলো ২৯শে অক্টোবর – ২০২২ এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি ( 29th October Current Affairs Quiz 2022 ) । MCQ আকারে এবং বর্ণনা সহ । ডিটেলস-এ পড়লে এই  সাম্প্রতিকী MCQ গুলি মনে রাখা সহজ হয়ে যায় ।

সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স গুলি একসাথে দেখে নাও – Click Here 

দেখে নাও : 18th October Current Affairs Quiz 2022 –  Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

Daily Current Affairs MCQ in Bengali


১. কোন দিনটিকে বিশ্ব স্ট্রোক দিবস হিসেবে পালন করা হয়?

(A) ২৯শে অক্টোবর
(B) ৩০শে অক্টোবর
(C) ২৮শে অক্টোবর
(D) ৩০শে সেপ্টেম্বর

উত্তর
(A) ২৯শে অক্টোবর

  • ২০০৬ সালে ওয়ার্ল্ড স্ট্রোক অর্গানাইজেশন (WSO) দ্বারা এই দিনটি প্রতিষ্ঠিত হয়েছিল।
  • WSO ২০১০ সালে স্ট্রোককে একটি জনস্বাস্থ্য জরুরি অবস্থা ঘোষণা করেছে।
  • ভারতে স্ট্রোকের গড় হার প্রতি এক লাখ জনসংখ্যায় ১৪৫ জন।

২. কোন দেশে সম্প্রতি প্রথম ASEAN-India Start-up Festival (AISF) উদ্বোধন করা হয়েছিল?

(A) ইন্দোনেশিয়া
(B) থাইল্যান্ড
(C) ভিয়েতনাম
(D) মালয়েশিয়া

উত্তর
(A) ইন্দোনেশিয়া

  • ইন্দোনেশিয়ার বোগরে ২৭শে অক্টোবর ২০২২-এ প্রথম ASEAN-ইন্ডিয়া স্টার্ট-আপ ফেস্টিভ্যাল (AISF) উদ্বোধন করা হয়েছিল।
  • এটি ৪দিন ব্যাপী একটি ফেস্টিভ্যাল।

৩. স্টকহোমে ২০২২ সালের নোবেল পুরস্কার অনুষ্ঠান থেকে সম্প্রতি কোন দেশকে বাদ দেওয়া হয়েছে?

(A) ইয়েমেন
(B) লেবানন
(C) ইরান
(D) ইরাক

উত্তর
(C) ইরান

  • ইরানের রাষ্ট্রদূতকে দেশের “গুরুতর এবং ক্রমবর্ধমান পরিস্থিতি”-র জন্য স্টকহোমে ২০২২ সালের নোবেল পুরস্কারের অনুষ্ঠান থেকে বাদ দেওয়া হয়েছে।
  • এর আগে ২০২২ সালের অক্টোবরে, ইউক্রেনে যুদ্ধের কারণে রাশিয়া ও বেলারুশের রাষ্ট্রদূতদেরও অনুষ্ঠানে যোগ দিতে বাধা দেওয়া হয়েছিল।
  • নোবেল পুরস্কার প্রতিবার ১০ই ডিসেম্বর আলফ্রেড নোবেলের মৃত্যুবার্ষিকীতে প্রদান করা হয়।

৪. কোট ডি আইভরি প্রজাতন্ত্রে ভারতের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে?

(A) ডাঃ রাজেশ রঞ্জন
(B) অবিনাশ শরণ
(C) শরৎচন্দ্র
(D) জ্যোতি সেমওয়াল

উত্তর
(A) ডাঃ রাজেশ রঞ্জন

  • তিনি ওয়াই কে সাইলাস থাঙ্গালের স্থলাভিষিক্ত হবেন।
  • ডাঃ রঞ্জন বর্তমানে বতসোয়ানা প্রজাতন্ত্রে ভারতের হাইকমিশনার।
  • কোট ডি আইভরি পশ্চিম আফ্রিকার দক্ষিণ উপকূলে অবস্থিত একটি দেশ।
  • রাজধানী: ইয়ামুসউক্রো
  • প্রধানমন্ত্রী : প্যাট্রিক আচি
  • অফিসিয়াল ভাষা: ফরাসি

৫. রাজস্থান পুলিশের মহাপরিচালক হিসাবে সম্প্রতি কাকে নিযুক্ত করা হয়েছে?

(A) উমেশ মিশ্র
(B) বিজয় জাসুজা
(C) পার্থ সতপতী
(D) শঙ্করসুব্রহ্মণ্যন কে

উত্তর
(A) উমেশ মিশ্র

  • রাজস্থান সরকার রাজ্য পুলিশের গোয়েন্দা প্রধান উমেশ মিশ্রকে রাজস্থানের পরবর্তী মহাপরিচালক হিসাবে নিযুক্ত করেছে।
  • তিনি দুই বছরের জন্য এই পদে নিযুক্ত হবেন।
  • তিনি এমএল লাথেরের স্থলাভিষিক্ত হবেন।

৬. ভারতীয় নৌবাহিনী সম্প্রতি কোন দেশের সাথে বিশাখাপত্তনমে “SIMBEX”-নামের একটি নৌসেনা অনুশীলনের ২৯তম সংস্করণ পরিচালনা করছে?

(A) সার্বিয়া
(B) সুইডেন
(C) সিঙ্গাপুর
(D) সৌদি আরব

উত্তর
(C) সিঙ্গাপুর

  • ভারতীয় নৌবাহিনী ২৬-৩০শে অক্টোবর বিশাখাপত্তনমে সিঙ্গাপুর-ইন্ডিয়া দ্বিপাক্ষিক নৌসেনা অনুশীলনের (SIMBEX) ২৯তম সংস্করণের আয়োজন করছে।
  • SIMBEX সিরিজের অনুশীলনগুলি ১৯৯৪ সালে শুরু হয়েছিল।

৭. ভারতের কোন রাজ্যে সম্প্রতি অরবিটাল রেল করিডর চালু হয়েছে?

(A) উত্তরপ্রদেশ
(B) মধ্যপ্রদেশ
(C) গুজরাট
(D) হরিয়ানা

উত্তর
(D) হরিয়ানা

  • হরিয়ানার ফরিদাবাদে অরবিটাল রেল করিডর প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

৮. গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস দ্বারা প্রত্যায়িত বিশ্বের দ্রুততম ভার্টিকাল-লঞ্চ রোলার কোস্টার, স্টর্ম কোস্টার কোন দেশে অবস্থিত?

(A) সংযুক্ত আরব আমিরাত
(B) জাপান
(C) দুবাই
(D) সিঙ্গাপুর

উত্তর
(C) দুবাই

  • এটি দুবাইয়ের দুবাই হিলস মলে অবস্থিত।
  • স্টর্ম কোস্টারের ভার্টিকাল লঞ্চের গতি ৪১ কিলোমিটার প্রতি ঘন্টা।

৯. কোন প্রতিষ্ঠান সম্প্রতি Fungal Priority Pathogens List প্রকাশ করেছে?

(A) FAO
(B) UNHCR
(C) UNICEF
(D) WHO

উত্তর
(D) WHO

  • বিশ্ব স্বাস্থ্য সংস্থা fungal priority pathogens এর প্রথম তালিকা সোহো একটি প্রতিবেদন প্রকাশ করেছে।
  • এটি ১৯টি ঝুঁকিপূর্ণ ছত্রাকের একটি ক্যাটালগ যা জনস্বাস্থ্যের জন্য বিপদজনক।

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button