30th October Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স
Daily Current Affairs MCQ in Bangla
30th October Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স
দেওয়া রইলো ৩০শে অক্টোবর – ২০২২ এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি ( 30th October Current Affairs Quiz 2022 ) । MCQ আকারে এবং বর্ণনা সহ । ডিটেলস-এ পড়লে এই সাম্প্রতিকী MCQ গুলি মনে রাখা সহজ হয়ে যায় ।
সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স গুলি একসাথে দেখে নাও – Click Here
দেখে নাও : 29th October Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স
Daily Current Affairs MCQ in Bengali
১. ইন্ডিয়ান এয়ার ফোর্স (IAF) এবং ফ্রেঞ্চ এয়ার অ্যান্ড স্পেস ফোর্স (FASF) সম্প্রতি যোধপুর এয়ার ফোর্স স্টেশনে কোন দ্বিপাক্ষিক মহড়ায় অংশগ্রহণ করেছে?
(A) Garuda
(B) Sampriti
(C) IndRa
(D) Varun
- ভারতীয় বিমান বাহিনী (IAF) এবং ফ্রেঞ্চ এয়ার অ্যান্ড স্পেস ফোর্স (FASF) ২৬শে অক্টোবর থেকে ১২ই নভেম্বর ২০২২ পর্যন্ত যোধপুরের এয়ার ফোর্স স্টেশনে ‘গরুড়’ নামে একটি দ্বিপাক্ষিক মহড়ায় অংশগ্রহণ করেছে।
- এই অনুশীলনের প্রথম, তৃতীয় এবং পঞ্চম সংস্করণ যথাক্রমে ২০০৩, ২০০৬ এবং ২০১৪ সালে ভারতে পরিচালিত হয়েছিল।
২. সম্প্রতি জম্মু কাশ্মীরের কোন জেলায় ‘Chenab White Water Rafting Festival’ শুরু হয়েছে?
(A) কাঠুয়া
(B) কুপওয়ারা
(C) বারামুল্লা
(D) ডোডা
- ডোডা জেলার দুঃসাহসিক পর্যটনের সম্প্রচারণের জন্য, জেলা প্রশাসন চেনাব হোয়াইট ওয়াটার রাফটিং ফেস্টিভ্যাল শুরু করেছে।
- জেলার ডেপুটি কমিশনের বিশেষ পল মহাজন এবং SSP আব্দুল কাইয়ুম এই উৎসবের উদ্বোধন করেছেন।
৩. কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক রাজ্যে কোন রোগের প্রাদুর্ভাব তদন্ত করতে সম্প্রতি কেরালায় একটি দল পাঠিয়েছে?
(A) কোভিড-19
(B) ওমিক্রন
(C) এভিয়ান ইনফ্লুয়েঞ্জা
(D) ম্যালেরিয়া
- কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক রাজ্যে এভিয়ান ইনফ্লুয়েঞ্জা প্রাদুর্ভাবের তদন্তের জন্য কেরালায় একটি উচ্চ-স্তরের সাত সদস্যের দল মোতায়েন করেছে।
- কেরালার আলাপুজা জেলায় হাঁসের মধ্যে এভিয়ান ইনফ্লুয়েঞ্জার প্রাদুর্ভাব নিশ্চিত করা হয়েছে।
৪. প্রখ্যাত শিল্পী নীল পবন বড়ুয়া সম্প্রতি প্রয়াত হলেন। তিনি নিচের কোন রাজ্যের বাসিন্দা?
(A) আসাম
(B) মেঘালয়
(C) তামিলনাড়ু
(D) মধ্য প্রদেশ
- আসামের প্রখ্যাত শিল্পী, নীল পবন বড়ুয়া ২৮শে অক্টোবর ২০২২-এ গুয়াহাটিতে ৮৪ বছর বয়সে প্রয়াত হয়েছেন।
- তিনি একজন বিখ্যাত চিত্রশিল্পী।
- বৃন্দাবনিবস্ত্রের শিল্পকে পুনরুজ্জীবিত করার জন্য তিনি ১৯৭১ সালে গুয়াহাটিতে ‘আসাম ফাইন আর্টস অ্যান্ড ক্রাফট সোসাইটি’ প্রতিষ্ঠা করেন।
- ২০২১ সালে, তিনি আসাম সরকার কর্তৃক আসাম সৌরভ পুরস্কারে ভূষিত হয়েছিলেন।
৫. কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল সম্প্রতি কোন রাজ্যে ‘আয়ুষ উৎসব’-এর উদ্বোধন করেছেন?
(A) উত্তরাখণ্ড
(B) কাশ্মীর
(C) উত্তর প্রদেশ
(D) হিমাচল প্রদেশ
- কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল ২৮শে অক্টোবর ২০২২-এ কাশ্মীরের গান্ডারবালে ‘আয়ুষ উৎসব’-এর উদ্বোধন করেছেন।
- রোগীদের আধুনিক যত্ন-পদ্ধতির পরিপূরক হিসাবে ঐতিহ্যগত ঔষধি অনুশীলনগুলিকে সম্প্রচারের জন্য এটি চালু করা হয়েছে।
৬. রাজস্থানের কোন শহরে সম্প্রতি ‘বিশ্বাস স্বরূপম’ নামক একটি শিবের মূর্তি স্থাপিত হয়েছে?
(A) জয়পুর
(B) নাথদ্বারা
(C) উদয়পুর
(D) যোধপুর
- ২৯শে অক্টোবর, রাজস্থানের রাজসমন্দ জেলার নাথদ্বারায় “বিশ্বাস স্বরূপম” নামের ৩৬৯-ফুট লম্বা একটি শিব মূর্তির উদ্বোধন করা হয়েছে।
- এটি বিশ্বের সর্বোচ্চ শিব মূর্তি।
৭. চীনা সীমান্তের কাছে কোন দেশের সাথে ‘Yudh Abhyas’-নামক একটি দ্বিপাক্ষিক সামরিক মহড়ার আয়োজন করবে ভারত?
(A) মার্কিন যুক্তরাষ্ট্র
(B) ফিনল্যাণ্ড
(C) জার্মানি
(D) বাংলাদেশ
- ভারতীয় ও মার্কিন সামরিক বাহিনী ১৫ই নভেম্বর ২০২২ থেকে ২রা ডিসেম্বর ২০২২ এর মধ্যে ব্যাটালিয়ন-স্তরের “Yudh Abhyas” অনুশীলন পরিচালনা করবে।
- যুদ্ধ অভ্যাস উত্তরাখণ্ডের আউলিতে অনুষ্ঠিত হবে যা প্রকৃত নিয়ন্ত্রণ রেখা (LAC) থেকে মাত্র ১০০ কিলোমিটার দূরে।
৮. কোন রাজ্য সম্প্রতি কৃষকদের জন্য একটি কমন ক্রেডিট পোর্টাল ‘Safal’ লঞ্চ করেছেন?
(A) ওডিশা
(B) মধ্যে প্রদেশ
(C) গুজরাট
(D) পশ্চিমবঙ্গ
- ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক কৃষকদের কল্যাণের জন্য একটি সাধারণ ক্রেডিট পোর্টাল SAFAL লঞ্চ করেছেন।
- SAFAL হল কৃষি ঋণের জন্য আবেদনের একটি পোর্টাল।
- INS Vikrant | আইএনএস বিক্রান্ত সম্পর্কিত বিস্তারিত তথ্য
- ৬৪তম রামন ম্যাগসেসে পুরস্কার ২০২২ – বিজয়ীদের তালিকা
- পদ্মা সেতু – খরচ, ইতিহাস, দৈর্ঘ্য সাথে আরো অনেক কিছু – Padma Bridge
- ৬৭তম ফিল্মফেয়ার পুরস্কার 2022 – 67th Filmfare Awards
- 2022 Commonwealth Games – কমনওয়েলথ গেমস ২০২২
- অস্কার ২০২২ বিজেতাদের তালিকা – List of Oscar 2022 Winners
- লতা মঙ্গেশকর – লতাজীর জীবনী – Biography of Lataji
- নালন্দা বিশ্ববিদ্যালয় – অবস্থান প্রতিষ্ঠাতা বিস্তার পুনর্নির্মাণ
- পদ্ম সম্মান ২০২২ – সম্পূর্ণ তালিকা । Padma Awards 2022
- সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স – এর সেট গুলি একত্রে
- India’s Rank In Different Indexes 2021 PDF Download
To check our latest Posts - Click Here