Daily Current Affairs in BengaliCurrent Affairs

31st October Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

Daily Current Affairs MCQ in Bangla

31st October Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

দেওয়া রইলো ৩১শে অক্টোবর – ২০২২ এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি ( 31st October Current Affairs Quiz 2022 ) । MCQ আকারে এবং বর্ণনা সহ । ডিটেলস-এ পড়লে এই  সাম্প্রতিকী MCQ গুলি মনে রাখা সহজ হয়ে যায় ।

সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স গুলি একসাথে দেখে নাও – Click Here 

দেখে নাও : 29th October Current Affairs Quiz 2022 –  Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

Daily Current Affairs MCQ in Bengali


১. প্রতি বছর কোন দিনটিতে ‘রাষ্ট্রীয় একতা দিবস’ উদযাপিত হয়?

(A) ৩১শে অক্টোবর
(B) ২৫শে অক্টোবর
(C) ২৯শে অক্টোবর
(D) ১লা নভেম্বর

উত্তর
(A) ৩১শে অক্টোবর

  • ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মবার্ষিকী স্মরণে প্রতি বছর ৩১শে অক্টোবর রাষ্ট্রীয় একতা দিবস পালিত হয়।
  • তিনি ভারতের ইউনিয়নে বহু রাজকীয় রাজ্যকে যুক্ত করার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন।
  • এই দিনটি ২০১৪ সালে প্রথম পালিত হয়েছিল।
  • ২০২২ সালে সর্দার বল্লভ ভাই প্যাটেলের ১৪৭তম জন্মবার্ষিকী উদযাপিত হলো।

২. কোন দিনটিতে প্রতিবছর বিশ্ব সঞ্চয় দিবস পালিত হয়?

(A) ১লা নভেম্বর
(B) ১লা অক্টোবর
(C) ২০শে অক্টোবর
(D) ৩১শে অক্টোবর

উত্তর
(D) ৩১শে অক্টোবর

  • সঞ্চয়ের গুরুত্ব সম্পর্কে সচেতনতা বাড়াতে প্রতি বছর ৩১শে অক্টোবর বিশ্ব সঞ্চয় দিবস পালিত হয়।
  • ১৯২৪ সালে ইতালির মিলানে অনুষ্ঠিত প্রথম ‘আন্তর্জাতিক থ্রিফ্ট কংগ্রেস’ ৩১শে অক্টোবরকে বিশ্ব মিতব্যয় দিবস হিসাবে ঘোষণা করেছিল।
  • ভারতে এই দিনটি ৩০শে অক্টোবর উদযাপিত হয়।
  • ২০২২ সালের থিম: “Saving prepares you for the future”।

৩. সম্প্রতি কে G20-এর একটি অফিসিয়াল এনগেজমেন্ট গ্রুপ, ভারতের Civil 20 (C20) এর চেয়ার হিসেবে নিযুক্ত হয়েছেন?

(A) মাতা অমৃতানন্দময়ী দেবী
(B) বাবা রামদেব
(C) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
(D) সদগুরু জগ্গি বাসুদেব

উত্তর
(A) মাতা অমৃতানন্দময়ী দেবী

  • কেন্দ্রীয় সরকার আধ্যাত্মিক নেতা মাতা অমৃতানন্দময়ী দেবীকে ভারতের Civil 20 (C20) এর চেয়ার হিসেবে নিযুক্ত করেছে।
  • ভারত ১লা ডিসেম্বর, ২০২২ থেকে ৩০শে নভেম্বর, ২০২৩ পর্যন্ত এক বছরের জন্য G20-এর সভাপতিত্ব গ্রহণ করবে।
  • G20 প্রতিষ্ঠা হয়েছিল ১৯৯৯ সালে।

৪. কোন উদ্যোগের জন্য, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান FIFA এবং অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন (AIFF) এর সাথে একটি চুক্তি স্বাক্ষর করেছেন?

(A) Football4Schools
(B) Football4Kids
(C) Football4fun
(D) Dhoom Strikas

উত্তর
(A) Football4Schools

  • ‘Football4Schools’-এর লক্ষ্য ভারতের ২৫ মিলিয়ন যুব বালক-বালিকাদের খেলাধুলার সমন্বিত শিক্ষা প্রদান করা।

৫. কোন দেশ সম্প্রতি ‘সুলতান অফ জোহর কাপ ২০২২’ হকি টুর্নামেন্ট জিতে নিয়েছে?

(A) বাংলাদেশ
(B) মালয়েশিয়া
(C) মিশর
(D) ওমান

উত্তর
(B) মালয়েশিয়া

  • ভারতীয় অনূর্ধ্ব ২১ পুরুষ হকি দল ২৯শে অক্টোবর মালয়েশিয়ায় অস্ট্রেলিয়াকে পরাজিত করে সুলতান অফ জোহর কাপ ২০২২ জিতে নিয়েছে।
  • এই নিয়ে তৃতীয়বার সুলতান অফ জোহর কাপ জিতলো ভারত।
  • এর আগের দুটি শিরোপা জিতেছে ২০১৩ এবং ২০১৪ সালে।
  • ম্যাচের সেরা নির্বাচিত হয়েছেন ভারতের সুদীপ চিরমাকো।

৬. মাথাপিছু গ্রিনহাউস গ্যাস নির্গমনে সবচেয়ে বেশি অবদানকারী দেশ কোনটি?

(A) চীন
(B) ভারত
(C) রাশিয়া
(D) মার্কিন যুক্তরাষ্ট্র

উত্তর
(D) মার্কিন যুক্তরাষ্ট্র

  • জাতিসংঘের পরিবেশ কর্মসূচি (UNEP) দ্বারা প্রকাশিত হয়েছে “Emissions Gap Report 2022: The Closing Window”।
  • ভারতের মাথাপিছু গ্রিনহাউস গ্যাস নির্গমন ছিল ২.৪ টন কার্বন ডাই অক্সাইড সমতুল্য।
  • মার্কিন যুক্তরাষ্ট্রে এর পরিমাণ ১৪ টন।
  • দ্বিতীয় স্থানে রাশিয়ায় রয়েছে ১৩ টন কার্বনডাই অক্সাইড সহ এবং ৯.৭ টন সহ তৃতীয় স্থানে চীন।

৭. কোন প্রতিষ্ঠান সম্প্রতি অক্টোবর ২০২২ এর জন্য ‘কমোডিটি মার্কেটস আউটলুক রিপোর্ট’ প্রকাশ করেছে?

(A) আন্তর্জাতিক মুদ্রা তহবিল
(B) রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া
(C) ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম
(D) বিশ্বব্যাংক

উত্তর
(D) বিশ্বব্যাংক

  • বিশ্বব্যাংক সম্প্রতি অক্টোবর ২০২২ এর জন্য ‘কমোডিটি মার্কেটস আউটলুক রিপোর্ট’ প্রকাশ করেছে।
  • রিপোর্ট অনুযায়ী, আগামী কয়েক বছরে গ্লোবাল এনার্জির দাম কমবে।
  • প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে যে ২০২৩ সালে শক্তির দাম ১১ শতাংশ এবং ২০২৪ সালে ১২ শতাংশ হ্রাস পাবে বলে আশা করা হচ্ছে।

৮. কোন শহর ‘ইন্ডিয়া স্পেস কংগ্রেস, ISC 2022’-হোস্ট করেছে?

(A) বেঙ্গালুরু
(B) হায়দ্রাবাদ
(C) নয়াদিল্লি
(D) মুম্বাই

উত্তর
(C) নয়াদিল্লি

  • স্যাটকম ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন (SIAIindia) নয়া দিল্লিতে তিন দিনের ইন্ডিয়া স্পেস কংগ্রেস এর আয়োজন করেছে।
  • ২৬ থেকে ২৮শে অক্টোবরের মধ্যে এটি আয়োজিত হয়েছিল।
  • ISC 2022-এর থিম হল ‘Leveraging Space to Power Next-Gen Communication and Businesses’।

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button