Daily Current Affairs in BengaliCurrent Affairs

5th January Current Affairs Quiz 2023 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

Daily Current Affairs MCQ in Bangla

5th January Current Affairs Quiz 2023 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

দেওয়া রইলো ৫ই জানুয়ারী – ২০২৩ এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি ( 5th January Current Affairs Quiz 2023 ) । MCQ আকারে এবং বর্ণনা সহ । ডিটেলস-এ পড়লে এই  সাম্প্রতিকী MCQ গুলি মনে রাখা সহজ হয়ে যায় ।

সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স গুলি একসাথে দেখে নাও – Click Here 

দেখে নাও : 3rd December Current Affairs Quiz 2022 –  Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

Daily Current Affairs MCQ in Bengali


১. প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি উত্তরপ্রদেশের বারাণসী থেকে আসামের ডিব্রুগড় পর্যন্ত বিশ্বের দীর্ঘতম ‘রিভার ক্রুজ’ লঞ্চ করবেন। এর নাম কি?

(A) গঙ্গা বিলাস
(B) গঙ্গা যাত্রা
(C) মাতৃ গঙ্গা
(D) গঙ্গা ভ্ৰমণ

উত্তর
(A) গঙ্গা বিলাস

  • প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ১৩ই জানুয়ারী ২০২৩-এ উত্তরপ্রদেশের বারাণসী থেকে ডিব্রুগড় (আসাম) পর্যন্ত বিশ্বের দীর্ঘতম নদী ক্রুজ “গঙ্গা বিলাস” লঞ্চ করবেন৷
  • এটি ওয়ার্ল্ড হেরিটেজ সাইট সহ ৫০টিরও বেশি গুরুত্বপূর্ণ স্থাপত্যের অবস্থানে স্টপ করবে।
  • এটি ভারত ও বাংলাদেশের নদীগুলির মধ্য দিয়ে ভ্রমণ করবে।

২. কোন রাজ্যের JAGA মিশন UN-Habitat’s World Habitat Awards 2023 জিতেছে?

(A) ওড়িশা
(B) আসাম
(C) পাঞ্জাব
(D) তেলেঙ্গানা

উত্তর
(A) ওড়িশা

  • ওড়িশা সরকারের বস্তি উন্নয়ন সংক্রান্ত একটি মিশন।
  • এটির লক্ষ্য ২০২৩ সালের শেষ নাগাদ ওড়িশাকে ভারতের প্রথম বস্তিমুক্ত রাজ্য করে তোলা।

৩. হিমাচল বিধানসভার পরবর্তী স্পিকার হবেন কে?

(A) নিত্যানন্দ রাই
(B) রবি কুমার এস
(C) কুলদীপ সিং পাঠানিয়া
(D) রাজীব কুমার

উত্তর
(C) কুলদীপ সিং পাঠানিয়া

  • প্রবীণ কংগ্রেস নেতা কুলদীপ সিং পাঠানিয়া হিমাচল বিধানসভার পরবর্তী স্পিকার হতে চলেছেন।
  • তিনি হিমাচল বিধানসভার ১৮তম স্পিকার হবেন।
  • হিমাচল প্রদেশ:
  • মুখ্যমন্ত্রী – সুখবিন্দর সিং সুখু
  • রাজ্যপাল – রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকার

৪. কোন দেশ ১লা জানুয়ারী ২০২৩ থেকে পরবর্তী ৬ মাসের জন্য কাউন্সিল অফ ইউরোপিয়ান ইউনিয়ন (EU) এর সভাপতিত্ব গ্রহণ করেছে?

(A) সুইডেন
(B) ডেনমার্ক
(C) নরওয়ে
(D) ফিনল্যান্ড

উত্তর
(A) সুইডেন

  • সুইডেন ১লা জানুয়ারী ২০২৩ থেকে পরবর্তী ৬ মাসের জন্য ইউরোপীয় ইউনিয়নের (EU) কাউন্সিলের সভাপতিত্ব গ্রহণ করেছে।
  • ১৯৯৫ সালে EU তে যোগদানের পর থেকে, সুইডেন ২০০১ এবং ২০০৯ সালে সভাপতির দায়িত্ব পালন করেছে।

৫. মণিপুরের কোন সম্প্রদায় প্রতি বছর ফসল কাটার পর ‘গাঁ-নগাই’ উৎসব পালন করে?

(A) চাকমা
(B) জেলিয়ারং
(C) থারুস
(D) মীনাস

উত্তর
(B) জেলিয়ারং

  • প্রতি বছর ফসল কাটার পর মনিপুরের জেলিয়ারং সম্প্রদায় এই উৎসব উদযাপন করে।
  • উৎসবটি ৫ দিন ধরে পালন করা হয়, এবং সাধারণত ডিসেম্বর বা জানুয়ারি মাসে।

৬. সম্প্রতি প্রয়াত প্রখ্যাত গায়িকা সুমিত্রা সেন কোন গানের জন্য বিখ্যাত ছিলেন?

(A) দ্বিজেন্দ্র গীতি
(B) রবীন্দ্র সঙ্গীত
(C) লোক সংগীত
(D) নজরুল গীতি

উত্তর
(B) রবীন্দ্র সঙ্গীত

  • প্রখ্যাত রবীন্দ্রসংগীত শিল্পী সুমিত্রা সেন সম্মপ্রতি প্রয়াত হয়েছেন।
  • ঋত্বিক ঘটকের ক্লাসিক মুভি কোমল গান্ধার-এ ‘আজ জ্যোৎস্না রাতে সবাই গেছে  বনে’-গানটিতে তার উপস্থাপনা অবিস্মরণীয় করে রেখেছেন তাকে।
  • ২০১২ সালে পশ্চিমবঙ্গ সরকার তাকে সঙ্গীত মহাসম্মান পুরস্কারে সম্মানিত করেছিল।

৭. CMIE এর সর্বশেষ প্রতিবেদন অনুসারে, কোন রাজ্যে ২০২২ সালের ডিসেম্বরে বেকারত্বের হার সবচেয়ে বেশি ছিল?

(A) বিহার
(B) অন্ধ্র প্রদেশ
(C) উত্তর প্রদেশ
(D) হরিয়ানা

উত্তর
(D) হরিয়ানা

  • সেন্টার ফর মনিটরিং দ্য ইন্ডিয়ান ইকোনমির একটি সমীক্ষা অনুসারে, ভারতের বেকারত্বের হার ২০২২ সালের ডিসেম্বরে গত ১৬ মাসের মধ্যে সর্বোচ্চ ৮.৩ শতাংশে পৌঁছেছে।
  • রাজ্যগুলির মধ্যে হরিয়ানায় সর্বোচ্চ বেকারত্বের হার ছিল ৩৭.৪ শতাংশ, তারপরে রাজস্থান ২৮.৫ শতাংশ এবং দিল্লিতে রয়েছে ২০.৮ শতাংশে।

৮. চীনের সহায়তার জন্য কোন দেশ ‘পোখরা রিজিওনাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের’ (PRIA) উদ্বোধন করেছে?

(A) শ্রীলংকা
(B) বাংলাদেশ
(C) নেপাল
(D) ভুটান

উত্তর
(C) নেপাল

  • নেপালের প্রধানমন্ত্রী পুষ্প কমল দাহল পোখরায় চীনের সহায়তায় দেশের তৃতীয় আন্তর্জাতিক বিমানবন্দর উৎসর্গ করেছেন।
  • এটি চীনা অর্থায়নে নির্মিত হয়েছিল।

নেপাল :

  • রাজধানী : কাঠমান্ডু
  • প্রেসিডেন্ট : বিদ্যা দেবী ভান্ডারী

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button