29th July Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স
Daily Current Affairs MCQ in Bangla

29th July Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স
দেওয়া রইলো ২৯শে জুলাই – ২০২২ এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি ( 29th July Current Affairs Quiz 2022 – Bengali ) । MCQ আকারে এবং বর্ণনা সহ । ডিটেলস-এ পড়লে এই সাম্প্রতিকী MCQ গুলি মনে রাখা সহজ হয়ে যায় ।
সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স গুলি একসাথে দেখে নাও – Click Here
Daily Current Affairs MCQ in Bengali
১. নিন্মোক্ত কোনটিকে ২০২৪ প্যারিস অলিম্পিকের অফিসিয়াল স্লোগান হিসাবে উন্মোচন করা হয়েছে?
(A) ‘Games Wide Open’
(B) ‘Let’s Make It Happen’
(C) ‘Move On With Games’
(D) ‘Held Your Hope High’
- ২০২৪ প্যারিস অলিম্পিকের আয়োজকরা ২৫শে জুলাই ২০২২ এ তাদের অফিসিয়াল স্লোগান হিসাবে “Games Wide Open” উন্মোচন করেছে।
- এর আগে ১৯০০ এবং ১৯২৪ সালে প্যারিস অলিম্পিক হোস্ট করেছিল।
- ২০২৪ গ্রীষ্মকালীন অলিম্পিক ২৬শে জুলাই থেকে ১১ আগস্ট ২০২৪ এর মধ্যে অনুষ্ঠিত হবে।
- ক্রীড়াবিদরা ৩২টি খেলায় মোট ৩২৯টি ইভেন্টে প্রতিদ্বন্দ্বিতা করবে।
২. সম্প্রতি কে ‘Council for Cultural Relations (ICCR) Distinguished Indologist Award 2021’ এ ভূষিত হয়েছেন?
(A) প্রসন্ন কুমার আচার্য
(B) জেফরি আর্মস্ট্রং
(C) এলিস বোনার
(D) মরিস ব্লুমফিল্ড
- কানাডার ভ্যাঙ্কুভারে ২৬শে জুলাই ২০২২ এ তাকে এই পুরস্কার প্রদান করা হয়েছে।
- ভারতের ইতিহাস অধ্যয়নে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ আর্মস্ট্রংকে এই পুরস্কার প্রদান করা হয়েছে।
৩. কোন ফর্মুলা ওয়ান ড্রাইভার সম্প্রতি ফর্মুলা ওয়ান রেসিং থেকে তার অবসরের ঘোষণা করেছেন?
(A) ম্যাক্স ভার্স্টাপেন
(B) লুইস হ্যামিল্টন
(C) কার্লোস সেঞ্জ
(D) সেবাস্তিয়ান ভেটেল
- চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন সেবাস্তিয়ান ভেটেল ২০২২ এর সিজনের শেষে ফর্মুলা ওয়ান থেকে অবসরের ঘোষণা দিয়েছেন।
- তিনি এখনো অবধি মোট ৫৩ বার গ্র্যান্ড প্রিক্স জিতেছেন এবং বিজয়ীদের তালিকায় তার স্থান তৃতীয়।
৪. কোন দিনটিকে আন্তর্জাতিক ব্যাঘ্র দিবস হিসেবে পালন করা হয়?
(A) ২৯শে জুলাই
(B) ২৮শে জুলাই
(C) ১৩ই জুলাই
(D) ২১শে জুলাই
- বিশ্বব্যাপী বাঘের বিপদ ও সমস্যা সম্পর্কে মানুষকে সচেতন করার জন্য প্রতি বছর ২৯শে জুলাই আন্তর্জাতিক ব্যাঘ্র দিবস পালিত হয়।
- ২০১০ সালে রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ টাইগার সামিটে এই দিনটির সূচনা করা হয়।
- ওয়ার্ল্ড ওয়াইল্ডলাইফ ফান্ড (WWF) এর রিপোর্ট অনুসারে, সারা বিশ্বে মাত্র ৩৯০০টি বন্য বাঘ রয়েছে।
- ১৯৭৩ সালে বাঘ বাঁচাতে ভারতে প্রজেক্ট টাইগার চালু করা হয়।
- বাঘ ভারতের জাতীয় পশু।
৫. ভারতের কোন রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চল ৪ঠা আগস্ট বিশ্বের বৃহত্তম তিরাঙ্গা তৈরির পরিকল্পনা করছে?
(A) দিল্লি
(B) বিহার
(C) ওড়িশা
(D) উত্তর প্রদেশ
- দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ২৮শে জুলাই, ২০২২-এ ঘোষণা করেছেন যে জাতীয় রাজধানী থেকে শিশুরা আজাদি কা অমৃত মহোৎসবের অংশ হিসাবে ৪ঠা আগস্ট দিল্লিতে বিশ্বের বৃহত্তম ‘তিরাঙ্গা’ তৈরি করবে।
- দিল্লির মুখ্যমন্ত্রী জানিয়েছেন যে বিশ্বের বৃহত্তম তিরাঙ্গা তৈরি করতে হাজার হাজার শিশু দিল্লিতে জড়ো হবে।
৬. কোন বয়সের ঊর্ধ্বে তরুণরা এখন ভোটার তালিকায় নাম লেখাতে আগাম আবেদন করতে পারবে?
(A) ১৬
(B) ১৪
(C) ১৫
(D) ১৭
- ভারতের নির্বাচন কমিশন জানিয়েছে যে ১৭ বছরের বেশি বয়সী যুবকরা এখন ভোটার তালিকায় তাদের নাম নথিভুক্ত করার জন্য আগাম আবেদন করতে পারে।
৭. সম্প্রতি কোন আগ্নেয়গিরিতে অগ্ন্যুৎপাত দেখা গেছে?
(A) সাকুরাজিমা
(B) মাউন্ট এটনা
(C) মৌনালোয়া
(D) মাউন্ট ফুজি
- জাপানের প্রধান দক্ষিণ দ্বীপ কিউশুর সাকুরাজিমা আগ্নেয়গিরিতে সম্প্রতি অগ্ন্যুৎপাত ঘটেছে ।
- আগ্নেয়গিরির অগ্নুৎপাতের ফলে কেউ যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেজন্য স্থানীয়দের যত তাড়াতাড়ি সম্ভব জায়গাটি খালি করার নির্দেশ দেওয়া হয়েছে।
৮. কেরালা সরকার “কেরালা সাভারি” নামে সম্প্রতি কোন অনলাইন পরিষেবা চালু করেছে?
(A) অনলাইন ফুড
(B) অনলাইন স্বাস্থ্যচর্চা
(C) অনলাইন ট্যুর গাইড
(D) ই-ট্যাক্সি পরিষেবা
- কেরালা দেশের প্রথম রাজ্য হিসাবে এই ধরণের উদ্যোগ নিচ্ছে।
- ‘কেরালা সাভারি’ নামের পরিষেবাটি সকলকে অনলাইনে ট্যাক্সি বুক করার সুযোগ প্রদান করবে।
- এই প্রথম কোনও রাজ্য সরকার দেশে অনলাইন ট্যাক্সি পরিষেবা চালু করছে।
- পদ্মা সেতু – খরচ, ইতিহাস, দৈর্ঘ্য সাথে আরো অনেক কিছু – Padma Bridge
- অস্কার ২০২২ বিজেতাদের তালিকা – List of Oscar 2022 Winners
- লতা মঙ্গেশকর – লতাজীর জীবনী – Biography of Lataji
- নালন্দা বিশ্ববিদ্যালয় – অবস্থান প্রতিষ্ঠাতা বিস্তার পুনর্নির্মাণ
- পদ্ম সম্মান ২০২২ – সম্পূর্ণ তালিকা । Padma Awards 2022
- সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স – এর সেট গুলি একত্রে
- India’s Rank In Different Indexes 2021 PDF Download
To check our latest Posts - Click Here