Daily Current Affairs in BengaliCurrent Affairs

9th July Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

Daily Current Affairs MCQ in Bangla

9th July Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

দেওয়া রইলো ৯ই জুলাই – ২০২২ এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি ( 9th July Current Affairs Quiz 2022 – Bengali  ) । MCQ আকারে এবং বর্ণনা সহ । ডিটেলস-এ পড়লে এই  সাম্প্রতিকী MCQ গুলি মনে রাখা সহজ হয়ে যায় ।

সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স গুলি একসাথে দেখে নাও – Click Here 

Daily Current Affairs MCQ in Bengali


১. পশ্চিমবঙ্গ সরকার কোন রাজ্যের সাথে সম্প্রতি পর্যটকদের স্বাচ্ছন্দ্যে ভ্রমণে সহায়তা করার জন্য একটি চুক্তি স্বাক্ষর করেছে?

(A) সিকিম
(B) ঝাড়খণ্ড
(C) ওড়িশা
(D) আসাম

উত্তর :
(A) সিকিম

  • পশ্চিমবঙ্গ এবং সিকিম সরকার দুটি রাজ্যের মধ্যে পর্যটকদের স্বাচ্ছন্দ্যে ভ্রমণে সহায়তা করার জন্য একটি চুক্তি স্বাক্ষর করেছে।
  • চুক্তিটি অনুযায়ী পশ্চিমবঙ্গ-নিবন্ধিত বাণিজ্যিক যানবাহনগুলিকে সিকিমের বিভিন্ন গন্তব্যে তাদের হোটেলে পর্যটকদের নিয়ে যাওয়ার অনুমতি দিতে হবে।
  • এর আগে, সিকিমে পশ্চিমবঙ্গ-নিবন্ধিত যানবাহনের উপর নিষেধাজ্ঞা ছিল।

সিকিম:

  • রাজধানী: গ্যাংটক
  • রাজ্যপাল: গঙ্গা প্রসাদ
  • মুখ্যমন্ত্রী: প্রেম সিং তামাং

২. রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI) নির্দেশাবলী মেনে না চলার জন্য সম্প্রতি কোন ব্যাঙ্কের ওপর ৫.৭২ কোটি টাকা জরিমানা আরোপ করেছে?

(A) স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া
(B) ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া
(C) পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক
(D) ফেডারেল ব্যাংক

উত্তর :
(D) ফেডারেল ব্যাংক

  • রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI) ৮ই জুলাই ২০২২-এ ফেডারেল ব্যাঙ্কের উপর ৫.৭২ কোটি টাকা জরিমানা আরোপ করেছে।
  • এর পাশাপাশি KYC নিয়মাবলীর কিছু বিধান না মেনে চলার জন্য RBI ‘ব্যাঙ্ক অফ ইন্ডিয়া’-কে ৭০ লক্ষ টাকা জরিমানাও করেছে।

৩. অর্গানাইজেশন অফ পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ (OPEC)-এর সেক্রেটারি জেনারেল ___________ সম্প্রতি প্রয়াত হলেন।

(A) সোলেমান রইস
(B) সালমান নববী
(C) মোহাম্মদ বারকিন্দো
(D) নবী আহমেদ

উত্তর :
(C) মোহাম্মদ বারকিন্দো

  • OPEC এর মহাসচিব মোহাম্মদ বারকিন্দো ৬ই জুলাই ২০২২-এ প্রয়াত হয়েছেন।
  • ৬৩ বছর বয়সী বারকিন্দোর, OPEC এর মহাসচিব হিসাবে ৬ বছর দায়িত্ব পালনের পর পর ২০২২ সালের জুলাইয়ের শেষে পদত্যাগ করার কথা ছিল।
  • ২০২২ সালের আগস্টে কুয়েতের ‘হাইথাম আল-গাইস’ দ্বারা তার স্থলাভিষিক্ত হওয়ার কথা ছিল।
  •  বারকিন্দো ১৯৮২ সালে নাইজেরিয়ান মাইনিং কর্পোরেশনের সাথে তার কর্মজীবন শুরু করেছিলেন।

৪. ভারতের নতুন এয়ারলাইনটির নাম কী?

(A) Vistara Airline
(B) Air India Express
(C) Alliance Air
(D) Akasa Air

উত্তর :
(D) Akasa Air

  • দেশের নতুন এয়ারলাইন Akasa Air ৭ই জুলাই ২০২২-এ ‘এভিয়েশন রেগুলেটর ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল এভিয়েশন’ (DGCA) থেকে এয়ার অপারেটর সার্টিফিকেট (AOC) পেয়েছে।
  • AOC সার্টিফিকেট একটি এয়ারলাইন চালুর জন্য চূড়ান্ত পদক্ষেপ।
  • এটি বিলিওনার রাকেশ ঝুনঝুনওয়ালা দ্বারা সমর্থিত।
  • Akasa Air প্রতিষ্ঠিত হয় – ২০২১ সালে

৫. ডেঙ্গু এবং চিকুনগুনিয়া নিয়ন্ত্রণের জন্য, নিচের কোন সংস্থা বিশেষ স্ত্রী মশা তৈরি করেছে যা পুরুষ মশাদের সাথে মিলিত হবে কিন্তু এমন লার্ভা তৈরি করবে যা এই-সমস্ত ভাইরাস বহন করবে না?

(A) Molecular Virology Laboratory
(B) Indira Gandhi Medical College and Research Institute
(C) Vector Control Research Centre
(D) Mother Theresa Post Graduate and Research Institute Of Health Sciences

উত্তর :
(C) Vector Control Research Centre

  • ডেঙ্গু এবং চিকুনগুনিয়া নিয়ন্ত্রণের জন্য, ICMR-ভেক্টর কন্ট্রোল রিসার্চ সেন্টার (VCRC) বিশেষ মহিলা মশা তৈরি করেছে যা পুরুষদের সাথে মিলিত হবে কিন্তু এমন লার্ভা তৈরি করবে যা এই ভাইরাস বহন করে না।
  • VCRC গত চার বছর ধরে রি মশা নিয়ে কাজ করে আসছে।
  • প্রকল্পটি বাস্তবায়নের জন্য অনেক সরকারি অনুমোদনের প্রয়োজন হতে পারে কারণ প্রতি সপ্তাহে স্থানীয় এলাকায় অনেক মশা ছাড়তে হবে।

৬. পর পর টানা ১৩টি টি-টোয়েন্টি ইন্টারন্যাশনাল ম্যাচ জয়ী প্রথম অধিনায়ক কে হলেন?

(A) রোহিত শর্মা
(B) বেন স্টোকস
(C) শাকিব আল হাসান
(D) বিরাট কোহলি

উত্তর :
(A) রোহিত শর্মা

  • রোহিত শর্মা ক্রিকেট ইতিহাসে প্রথম অধিনায়ক যিনি টানা ১৩টি টি-টোয়েন্টি জিতেছেন।
  • সাউদাম্পটনে ৭ই জুলাই ২০২২-এ ইংল্যান্ডের বিরুদ্ধে তিনটি ম্যাচের সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচ চলাকালীন তিনি এই কীর্তি অর্জন করলেন।

৭. ICC টেস্ট র‌্যাঙ্কিং-এ বিরাট কোহলির অবস্থান কত?

(A) ৯তম
(B) ১৩তম
(C) ১৫ তম
(D) ১১তম

উত্তর :
(B) ১৩তম

  • ICC টেস্ট র‌্যাঙ্কিংয়ে চার ধাপ নেমে এসেছেন ভারতের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি।
  • ব্যাটিং র‌্যাঙ্কিংয়ে তিনি এখন ১৩তম।
  • ছয় বছরের মধ্যে এই প্রথম কোহলি টেস্ট র‌্যাঙ্কিংয়ে সেরা দশের বাইরে নেমে এলে।
  • ঋষভ পন্ত র‌্যাঙ্কিংয়ে পঞ্চম স্থানে পৌঁছেছেন।
  • ইংল্যান্ডের ব্যাটসম্যান জো রুট ৯২৩ পয়েন্ট নিয়ে র‌্যাঙ্কিংয়ের শীর্ষে রয়েছেন।

৮. সম্প্রতি কে ‘মার্কেট রিসার্চ সোসাইটি অফ ইন্ডিয়া’ (MRSI)-এর নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন?

(A) মনীশ মাখিজানি
(B) পি উদয়কুমার
(C) টি রাজা কুমার
(D) পরিতোষ ত্রিপাঠী

উত্তর :
(A) মনীশ মাখিজানি

  • তিনি হিন্দুস্তান ইউনিলিভারের গ্লোবাল ইনসাইটস ডিরেক্টর।
  • তিনি বিদায়ী প্রেসিডেন্ট সন্দীপ অরোরার স্থলাভিষিক্ত হবেন।

৯. সম্প্রতি কে পাঞ্জাবের চিফ সেক্রেটারি হিসাবে নিযুক্ত হয়েছেন?

(A) বিজয় কুমার জানজুয়া
(B) বিনোদ কুমার পাল
(C) অমিতাভ কান্ত
(D) সালমান নববী

উত্তর :
(A) বিজয় কুমার জানজুয়া

পাঞ্জাব :

  • মুখ্যমন্ত্রী : ভগবন্ত মান
  • রাজ্যপাল : বনোয়ারিলাল পুরোহিত
  • রাজধানী : চন্ডিগড়


To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button