10th July Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স
Daily Current Affairs MCQ in Bangla
10th July Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স
দেওয়া রইলো ১০ই জুলাই – ২০২২ এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি ( 10th July Current Affairs Quiz 2022 – Bengali ) । MCQ আকারে এবং বর্ণনা সহ । ডিটেলস-এ পড়লে এই সাম্প্রতিকী MCQ গুলি মনে রাখা সহজ হয়ে যায় ।
সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স গুলি একসাথে দেখে নাও – Click Here
Daily Current Affairs MCQ in Bengali
১. টেসলার CEO, ইলন মাস্ক নিম্নোক্ত কোন কোম্পানি কেনার জন্য তার ৪৪ বিলিয়ন ডলারের চুক্তিটি বাতিল করছেন?
(A) Twitter
(B) Facebook
(C) Tagged
(D) Goodreads
- ইলন মাস্ক টাইটার কেনার জন্য ৪৪ বিলিয়ন ডলারের চুক্তিটি বাতিল করছেন।
- US সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) কাছে ফাইলিংয়ে মাস্ক বলেছেন যে তিনি চুক্তিটি বাতিল করতে চেয়েছেন কারণ টুইটার তাদের চুক্তির লঙ্ঘন করেছে এবং আলোচনার সময় “মিথ্যা এবং বিভ্রান্তিকর” বিবৃতি দিয়েছে।
- এদিকে, Twitter জানাচ্ছে যে তারা চুক্তিটি কার্যকর করার জন্য আইনি পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা করছে।
- টাইটার প্রতিষ্ঠিত হয়েছিল ২০০৬ সালের ২১শে মার্চ।
- সদর দপ্তর : ক্যালিফোর্নিয়ার, সান ফ্রান্সিস্কোতে।
২. কোন রাজ্যসরকার সম্প্রতি নির্মাণ শ্রমিকদের দক্ষতা বাড়াতে ‘মিশন কুশল কর্মী’ কর্মসূচি চালু করেছে?
(A) গোয়া
(B) পাঞ্জাব
(C) চণ্ডীগড়
(D) দিল্লী
- দিল্লি সরকার ৬ই জুলাই ২০২২-এ নির্মাণ শ্রমিকদের দক্ষতা উন্নত করার জন্য ‘মিশন কুশল কর্মী’ কর্মসূচি চালু করেছিল।
- দিল্লির উপ-মুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়া এই অনুষ্ঠানের সূচনা করেছেন।
- দিল্লি সরকারের লক্ষ্য এই কর্মসূচির অধীনে এক বছরে ২ লক্ষ কর্মীকে প্রশিক্ষণ দেওয়ার।
৩. Indian Film Festival Melbourne 2022-এ কোন ভারতীয় ক্রিকেটারকে গেস্ট হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে?
(A) যুবরাজ সিং
(B) কপিল দেব
(C) শচীন তেন্ডুলকার
(D) অনিল কুম্বলে
- Indian Film Festival Melbourne 2022 (IFFM) এ কিংবদন্তি ভারতীয় ক্রিকেটার কপিল দেবকে অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে।
- তিনি ফিল্ম ফেস্টিভ্যালে কবির খানের পরিচালনায় ’83’ চলচ্চিত্রটির উদযাপনের অনুষ্ঠানে যোগ দেবেন।
- সিনেমাটি ১৯৮৩ সালের ক্রিকেট বিশ্বকাপে কপিল দেবের নেতৃত্বে ভারতীয় দলের যাত্রাকে চিহ্নিত করে।
৪. ‘মিশন বাৎসল্য’, কোন কেন্দ্রীয় মন্ত্রকের দ্বারা বাস্তবায়িত প্রকল্প?
(A) মহিলা ও শিশু উন্নয়ন মন্ত্রণালয়
(B) বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়
(C) MSME মন্ত্রণালয়
(D) শিক্ষা মন্ত্রণালয়
- ‘মিশন বাৎসল্য’ হল একটি প্রকল্প যা দেশে শিশু সুরক্ষা পরিষেবার জন্য নারী ও শিশু উন্নয়ন মন্ত্রক দ্বারা বাস্তবায়িত।
৫. কোন রাজ্য স্কুল শিক্ষা প্রকল্পের জন্য বিশ্বব্যাংক থেকে ৩০০ মিলিয়ন মার্কিন ডলারের অর্থায়নের অনুমোদন পেয়েছে?
(A) ছত্তিশগড়
(B) অন্ধ্রপ্রদেশ
(C) কর্ণাটক
(D) ওড়িশা
ছত্তিশগড় :
- রাজধানী: রায়পুর
- গভর্নর: অনুসুইয়া উইকে
- মুখ্যমন্ত্রী: ভূপেশ বাঘেল
৬. সম্প্রতি কোন দেশের বিক্ষোভকারীরা সরকারি বাসভবনে হামলা করে দেশের প্রেসিডেন্টকে পালাতে বাধ্য করেছে?
(A) ভারত
(B) বাংলাদেশ
(C) নেপাল
(D) শ্রীলংকা
- শ্রীলঙ্কার অর্থনৈতিক সংকট ক্রমাগত বেড়েই চলেছে, এজন্য বিক্ষোভকারীরা ৯ই জুলাই রাষ্ট্রপতি গোতাবায়ার পদত্যাগের দাবিতে সরকারী বাসভবনে আক্রমণ করেছে।
- শ্রীলংকার প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে (২০২২ সাল থেকে)।
৭. সম্প্রতি কোন রাজ্যে ‘খার্চি পূজা’-র উৎসব শুরু হয়েছে?
(A) ত্রিপুরা
(B) কর্ণাটক
(C) আসাম
(D) ওডিশা
- ত্রিপুরার খয়েরপুরে হাজার হাজার ভক্তের জমায়েতের মধ্য দিয়ে ১৪ জন দেব-দেবীর পূজার এই সপ্তাহব্যাপী ঐতিহ্যবাহী খার্চি উৎসব শুরু হয়েছে।
- খার্চি পূজা প্রধানত একটি উপজাতীয় উৎসব।
- ভারত ও প্রতিবেশী বাংলাদেশ থেকেও ভক্ত ও সাধুরা উৎসবে অংশ নিয়েছেন।
৮. ১৩টি এক্সপ্রেসওয়ে সহ ভারতের প্রথম রাজ্য হল কোনটি?
(A) মেঘালয়
(B) কেরালা
(C) উত্তর প্রদেশ
(D) মধ্য প্রদেশ
- রাজ্যে এখন ১৩টি এক্সপ্রেসওয়ে রয়েছে।
- মোট ৩২০০ কিলোমিটার দীর্ঘ ১৩টি এক্সপ্রেসওয়ের মধ্যে ছয়টি ব্যবহার করা হচ্ছে এবং বাকি সাতটি নির্মাণাধীন রয়েছে।
৯. কাকে সম্প্রতি ভারতের ডেপুটি ইলেকশন কমিশনার হিসাবে নিযুক্ত করা হয়েছে?
(A) বিনোদ কুমার পাল
(B) আর কে গুপ্তা
(C) সালমান নববী
(D) অমিতাভ কান্ত
- তিনি টি শ্রীকান্তের স্থলাভিষিক্ত হলেন।
- ভারতের প্রধান নির্বাচন কমিশনার: রাজীব কুমার
- ভারতের নির্বাচন কমিশনার: অনুপ চন্দ্র পান্ডে
- পদ্মা সেতু – খরচ, ইতিহাস, দৈর্ঘ্য সাথে আরো অনেক কিছু – Padma Bridge
- অস্কার ২০২২ বিজেতাদের তালিকা – List of Oscar 2022 Winners
- লতা মঙ্গেশকর – লতাজীর জীবনী – Biography of Lataji
- নালন্দা বিশ্ববিদ্যালয় – অবস্থান প্রতিষ্ঠাতা বিস্তার পুনর্নির্মাণ
- পদ্ম সম্মান ২০২২ – সম্পূর্ণ তালিকা । Padma Awards 2022
- সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স – এর সেট গুলি একত্রে
- India’s Rank In Different Indexes 2021 PDF Download
To check our latest Posts - Click Here