Daily Current Affairs in BengaliCurrent Affairs

14th October Current Affairs Quiz 2023 – Bengali

Daily Current Affairs MCQ in Bangla - কারেন্ট অ্যাফেয়ার্স

দেওয়া রইলো ১৪ই অক্টোবর  – ২০২৩ এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি ( 14th October Current Affairs Quiz 2023 ) । MCQ আকারে এবং বর্ণনা সহ । ডিটেলস-এ পড়লে এই সাম্প্রতিকী MCQ গুলি মনে রাখা সহজ হয়ে যায় ।

সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স গুলি একসাথে দেখে নাও – Click Here

দেখে নাও : 13th October Current Affairs Quiz 2023 – Bengali


১. পিভি গঙ্গাধরন সম্প্রতি প্রয়াত হয়েছেন। তিনি কোন ক্ষেত্রের সাথে সম্পর্কিত ছিলেন ?

(A) খেলাধুলা
(B) সিনেমা
(C) বিচার বিভাগ
(D) সাহিত্য

উত্তর
(B) সিনেমা

  • সম্প্রতি প্রয়াত হয়েছেন চলচ্চিত্র প্রযোজক পিভি গঙ্গাধরন।
  • তিনি মাতৃভূমি মিডিয়া হাউসের সার্বক্ষণিক পরিচালক ছিলেন এবং AICC এর সদস্য ছিলেন।
  • কেরালার কোঝিকোড় জেলার একটি বেসরকারি হাসপাতালে মারা যান তিনি ।

২. কোন রাজ্য পরীক্ষার মাধ্যমে কর্মরত শিক্ষকদের সরকারি কর্মচারীর মর্যাদা দেওয়ার পরিকল্পনা করছে?

(A) উত্তর প্রদেশ
(B) বিহার
(C) রাজস্থান
(D) মহারাষ্ট্র

উত্তর
(B) বিহার
বিহারের প্রায় ৩.৫ লক্ষ কর্মরত শিক্ষক সরকারি কর্মচারীর মর্যাদা দাবি করে আসছিলেন এবং তারা তাদের দাবির সমর্থনে আন্দোলনও করেছিলেন। সম্প্রতি বিহারের শিক্ষা বিভাগ একটি ড্রাফট তৈরী করেছে যেটি কর্মরত শিক্ষকদের সরকারি কর্মচারীর মর্যাদা দেওয়ার পরিকল্পনা করছে |

৩. ২০২৩ সালের বিশ্ব ক্যাডেট দাবা চ্যাম্পিয়নশিপ কোন জায়গায় অনুষ্ঠিত হবে?

(A) ইরান
(B) আমেরিকা
(C) মিশর
(D) জাপান

উত্তর
(C) মিশর

  • অল ইন্ডিয়া চেস ফেডারেশন (AICF) বিশ্ব ক্যাডেট দাবা চ্যাম্পিয়নশিপ, ২০২৩ থেকে ভারতীয় দলকে প্রত্যাহার করেছে।
  • মিশর ইসরাইল থেকে মাত্র ৬১৩ কিমি দূরে অবস্থিত।

৪. কোন ভারতীয় সেনা রেজিমেন্ট ক্যামব্রিয়ান প্যাট্রোল প্রতিযোগিতা ২০২৩ আন্তর্জাতিক সামরিক অনুশীলনে স্বর্ণপদক জিতেছে?

(A) পাঞ্জাব রেজিমেন্ট
(B) গোর্খা রাইফেলস
(C) শিখ লাইট ইনফ্যান্ট্রি
(D) ডোগরা রেজিমেন্ট

উত্তর
(B) গোর্খা রাইফেলস
3/5 গোর্খা রাইফেলস (ফ্রন্টিয়ার ফোর্স) থেকে ভারতীয় সেনাবাহিনীর দল ক্যামব্রিয়ান প্যাট্রোল প্রতিযোগিতা ২০২৩ আন্তর্জাতিক সামরিক অনুশীলনে স্বর্ণপদক জিতেছে।

৫. কোন রাজ্য সম্প্রতি ‘লাচিত বোরফুকান’ এর একটি মূর্তি উন্মোচন করেছে?

(A) আসাম
(B) অরুণাচল প্রদেশ
(C) ওড়িশা
(D) ঝাড়খণ্ড

উত্তর
(A) আসাম

  • লাচিত বরফুকন আহোম সাম্রাজ্যের সাহসি ও পরাক্রমী সেনাপতি ছিলেন।
  • ১৬৬৯ সনে তিনি আহোম সেনার দ্বারা বিশাল মোগল সেনা বাহিনীকে পরাজিত করে মোগল সাম্রাজ্যকে চিরকালের জন্য আসাম থেকে দূর করে দিয়েছিলেন।
  • শরাইঘাটের যুদ্ধের পরাক্রমের জন্য আসামর ইতিহাসে লাচিত বরফুকনের নাম উজ্জ্বলিত হয়ে আছে।
  •  লাচিত বরফুকনের বীরত্বের প্রতি সম্মান জানিয়ে প্রতিবছর ২৪ নভেম্বর তারিখ অসমে লাচিত দিবস পালন করা হয়।

৬. কোন রাজ্য ‘রোজগার প্রয়াগ পোর্টাল’ চালু করেছে?

(A) আসাম
(B) ওড়িশা
(C) উত্তরাখণ্ড
(D) উত্তর প্রদেশ

উত্তর
(C) উত্তরাখণ্ড

  • উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি দেরাদুনে অনুষ্ঠিত উত্তরাখণ্ড যুব মহোৎসব-২০২৩ ইভেন্ট চলাকালীন ‘রোজগার প্রয়াগ পোর্টাল’ উদ্বোধন করেন।
  • রাজ্যের মধ্যে যুবকদের কর্মসংস্থানের সুযোগ দেওয়ার লক্ষ্য নিয়ে সরকার এই পোর্টালটি তৈরি করেছে।

৭. লরিয়াসের অ্যাম্বাসেডর (Laureus Ambassador ) হিসেবে সম্প্রতি কে নিযুক্ত হয়েছেন ?

(A) নিরাজ চোপড়া
(B) যুবরাজ সিং
(C) বিরাট কোহলি
(D) এইচ এস প্রণয়

উত্তর
(A) নিরাজ চোপড়া

  • ভারতের নীরজ চোপড়া সম্প্রতি লরিয়াস অ্যাম্বাসেডর হিসেবে মনোনীত হয়েছেন।
  • দ্বিতীয় ভারতীয় হিসেবে তিনি এই কৃতিত্ব অর্জন করেছেন।
  • এর আগে ২০১৭ সালে প্রাক্তন ক্রিকেটার যুবরাজ সিং এই সম্মানে সম্মানিত হয়েছিলেন।
  • লরিয়াস একটি বিশ্বব্যাপী ক্রীড়া-ভিত্তিক দাতব্য প্রতিষ্ঠান যা তরুণদের জীবনকে উন্নত করতে কাজ করে।

৮. একদিনের আন্তর্জাতিক ক্রিকেট বিশ্বকাপে দ্রুততম সেঞ্চুরি করা ভারতীয় ক্রিকেটার হলেন

(A) বিরাট কোহলি
(B) কপিল দেব
(C) রোহিত শর্মা
(D) রোহিত শর্মা

উত্তর
(D) রোহিত শর্মা

  • সম্প্রতি দিল্লিতে আফগানিস্তানের বিরুদ্ধে বিশ্বকাপ ২০২৩-এর ম্যাচে ধ্বংসাত্মক শতরান করে কপিল দেবের ৪ দশক আগের রেকর্ড ভেঙে চুরমার করেন রোহিত শর্মা।
  • মাত্র ৬৩ বলে ১০০ রান করে এই রেকর্ড করেন তিনি।
  • তিনি ১২টি চার ও ৪টি ছক্কার সাহায্যে মাত্র ৬৩ বলে ব্যক্তিগত শতরানের গণ্ডি টপকে যান।

৯. সম্প্রতি প্রয়াত হয়েছেন নোবেল পুরস্কার জয়ী লুইস গ্লাক। তিনি কোন সালে সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছিলেন ?

(A) ২০১৮
(B) ২০২০
(C) ২০২১
(D) ২০২২

উত্তর
(B) ২০২০
২০২০ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের লুইস গ্লাক নোবেল পুরস্কার পেয়েছিলেন ।

বিস্তারিত – নোবেল পুরস্কার ২০২০ বিজয়ীদের তালিকা

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button