25th July Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স
Daily Current Affairs MCQ in Bangla
25th July Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স
দেওয়া রইলো ২৫শে জুলাই – ২০২২ এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি ( 25th July Current Affairs Quiz 2022 – Bengali ) । MCQ আকারে এবং বর্ণনা সহ । ডিটেলস-এ পড়লে এই সাম্প্রতিকী MCQ গুলি মনে রাখা সহজ হয়ে যায় ।
সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স গুলি একসাথে দেখে নাও – Click Here
Daily Current Affairs MCQ in Bengali
১. কোন ভারতীয় মহিলা ক্রিকেটার সম্প্রতি সব ধরনের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা করেছেন?
(A) ঝুলন গোস্বামী
(B) করুণা জৈন
(C) স্মৃতি মান্ধানা
(D) মিতালি রাজ
- প্রাক্তন ভারতীয় মহিলা দলের উইকেটকিপার করুণা জৈন ২৪শে জুলাই ২০২২-এ সমস্ত রকমের ক্রিকেট থেকে তার অবসরের ঘোষণা করেছেন।
- মহিলাদের ODI তে তিনি 8টি অর্ধশতক এবং একটি সেঞ্চুরি করেছেন এবং মোট ৪৪টি ODI এবং ৫টি টেস্টে ১,১০০-এর বেশি রান করেছেন।
২. ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ ২০২২-এ পুরুষদের জ্যাভলিন থ্রো ইভেন্টে কে রৌপ্য পদক জিতলেন?
(A) নাদিম মোহাম্মদ
(B) নীরজ চোপড়া
(C) জোহানেস ভেটার
(D) অ্যান্ডারসন পিটার্স
- ২৪শে জুলাই ২০২২-এ নীরজ চোপড়া মার্কিন যুক্তরাষ্ট্রের ইউজিনে বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে পুরুষদের জ্যাভলিন থ্রো ইভেন্টে রৌপ্য পদক জিতেছেন।
- তিনি তার ৮৮.১৩ মিটারের সেরা থ্রো করে দ্বিতীয় স্থান অধিকার করেছেন।
- গ্রেনাডিয়ান অ্যান্ডারসন পিটার্স ৯০.৫৪ মিটার থ্রো করে স্বর্ণপদক জিতেছেন।
- এই জয়ের সাথে, নীরজ চোপড়া বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে রৌপ্য পদক জয়ী প্রথম ভারতীয় হলেন।
৩. সম্প্রতি কে ২০২২ সালের জন্য মর্যাদাপূর্ণ ‘Global Energy Prize’ জিতেছে?
(A) ইরিনা তাজিবায়েভা
(B) রন হুই
(C) প্রবীণ জৈন
(D) কৌশিক রাজশেখরা
- হিউস্টন বিশ্ববিদ্যালয়ের একজন ভারতীয় বংশোদ্ভূত অধ্যাপক কৌশিক রাজশেখরা ২০২২ সালের জন্য মর্যাদাপূর্ণ গ্লোবাল এনার্জি পুরস্কার জিতেছেন।
- ‘রাশিয়ার গ্লোবাল এনার্জি অ্যাসোসিয়েশন’ এই পুরস্কারটি প্রদান করে।
৪. কোন ফর্মুলা ওয়ান রেসিং ড্রাইভার সম্প্রতি French F1 গ্র্যান্ড প্রিক্স জিতেছে?
(A) ম্যাক্স ভার্স্টাপেন
(B) কার্লোস সেঞ্জ
(C) চার্লস লেক্লার্ক
(D) লুইস হ্যামিল্টন
- রেড বুল-এর ম্যাক্স ভার্স্ট্যাপেন ২৪শে জুলাই ২০২২-এ ফ্রেঞ্চ গ্র্যান্ড প্রিক্স জিতেছে।
- মার্সিডিজের লুইস হ্যামিল্টন এবং জর্জ রাসেল যথাক্রমে দ্বিতীয় এবং তৃতীয় স্থানে এসেছেন।
- এই জয়ের সাথে, ভার্স্টাপেন তার ৬৯ তম পডিয়াম ফিনিশ অর্জন করলেন।
৫. কোন রাজ্যের মুখ্যমন্ত্রী রাজ্যের জন্য সম্প্রতি Tourism Policy 2021 চালু করেছেন?
(A) ছত্তিশগড়
(B) হরিয়ানা
(C) ঝাড়খণ্ড
(D) গুজরাট
- ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন ২৩শে জুলাই ২০২২-এ রাজ্যের জন্য পর্যটন নীতি ২০২১ চালু করেছেন।
- নীতির অধীনে, সরকার একক উইন্ডো সিস্টেম প্রদান করবে, মূলধন বিনিয়োগ ভর্তুকি ২০-২৫% হারে ১০ কোটির টাকার সীমা পর্যন্ত এবং রাজ্যের পর্যটন খাতে বিনিয়োগকারীদের পাঁচ বছরের জন্য প্রদত্ত নেট GST-এর ৭৫% পরিশোধ করবে। .
৬. কোন রাজ্যের রাজ্যপাল সম্প্রতি ‘বরাক ভুবন বন্যপ্রাণী অভয়ারণ্য’ তৈরির প্রস্তাব অনুমোদন করেছেন?
(A) মেঘালয়
(B) নাগাল্যান্ড
(C) মণিপুর
(D) আসাম
- আসামের বরাক উপত্যকাই শীঘ্রই একটি দ্বিতীয় বন্যপ্রাণী অভয়ারণ্য তৈরী হবে।
- আসামের রাজ্যপাল জগদীশ মুখী ‘বরাক ভুবন বন্যপ্রাণী অভয়ারণ্য’ তৈরির প্রস্তাব অনুমোদন করেছেন।
- বরাক উপত্যকায় ‘বোরাইল বন্যপ্রাণী অভয়ারণ্য’-ও রয়েছে।
৭. ১০০তম ODI ম্যাচে সেঞ্চুরি করা দশম খেলোয়াড় কে হলেন?
(A) কেএল রাহুল
(B) রোহিত শর্মা
(C) শাই হোপ
(D) জস বাটলার
- ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যান শাই হোপ ২৪শে জুলাই, ২০২২-এ তার ১০০তম ODI তে সেঞ্চুরি করা দশম ব্যাটসম্যান হয়েছেন। পোর্ট অফ স্পেনের কুইন্স পার্ক ওভালে ভারতের বিরুদ্ধে দ্বিতীয় ODI এর সময় তিনি এই কৃতিত্ব অর্জন করেছেন।
- ওয়েস্ট ইন্ডিজের চতুর্থ ব্যাটসম্যান হিসেবে এই কৃতিত্ব অর্জন করলেন করলেন তিনি।
- শার্দুল ঠাকুরের বলে আউট হওয়ার পর ১৩৫ বলে ১১৫ রান করেছেন তিনি।
৮. ৬৮তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ পরিচালকের পুরস্কার কে জিতলেন?
(A) সুধা কোঙ্গারা প্রসাদ
(B) মণি রত্নম
(C) ওম রাউত
(D) সচ্চিদানন্দন কেআর
- ৬৮তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২০ তে মালায়ালাম চলচ্চিত্র আয়াপ্পানুম কোশিয়ুমের জন্য সচ্চিদানন্দন কেআরকে মরণোত্তর সেরা পরিচালকের পুরস্কার দেওয়া হয়েছে।
- একই ছবির জন্য সেরা পার্শ্ব অভিনেতার পুরস্কার জিতেছেন বিজু মেনন।
- চলচ্চিত্রটি সেরা অ্যাকশন পরিচালনা এবং সেরা মহিলা প্লেব্যাক গায়ক এবং সেরা স্টান্ট কোরিওগ্রাফি সহ আরও দুটি বিভাগে জাতীয় পুরস্কার জিতেছে।
- পদ্মা সেতু – খরচ, ইতিহাস, দৈর্ঘ্য সাথে আরো অনেক কিছু – Padma Bridge
- অস্কার ২০২২ বিজেতাদের তালিকা – List of Oscar 2022 Winners
- লতা মঙ্গেশকর – লতাজীর জীবনী – Biography of Lataji
- নালন্দা বিশ্ববিদ্যালয় – অবস্থান প্রতিষ্ঠাতা বিস্তার পুনর্নির্মাণ
- পদ্ম সম্মান ২০২২ – সম্পূর্ণ তালিকা । Padma Awards 2022
- সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স – এর সেট গুলি একত্রে
- India’s Rank In Different Indexes 2021 PDF Download
To check our latest Posts - Click Here