22nd November Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স
Daily Current Affairs MCQ in Bangla
22nd November Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স
দেওয়া রইলো ২২শে নভেম্বর – ২০২২ এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি ( 22nd November Current Affairs Quiz 2022 ) । MCQ আকারে এবং বর্ণনা সহ । ডিটেলস-এ পড়লে এই সাম্প্রতিকী MCQ গুলি মনে রাখা সহজ হয়ে যায় ।
সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স গুলি একসাথে দেখে নাও – Click Here
দেখে নাও : 18th November Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স
Daily Current Affairs MCQ in Bengali
১. সম্প্রতি কাকে ‘গান্ধী ম্যান্ডেলা’ পুরস্কারে সম্মানিত করা হয়েছে?
(A) সুতীর্থ মুখোপাধ্যায়
(B) অঙ্কিতা দাস
(C) অলোক অবস্থি
(D) দালাই লামা
- ১৪তম দালাই লামাকে গান্ধী ম্যান্ডেলা পুরস্কার ২০২২ প্রদান করা হয়েছে।
- তিব্বতের আধ্যাত্মিক নেতা, নয়াদিল্লি ভিত্তিক গান্ধী ম্যান্ডেলা ফাউন্ডেশন থেকে এই শান্তি পুরস্কার গ্রহণ করছেন।
২. কোন ভারতীয় ক্রিকেটার ২০২২ সালের ‘বিজয় হাজারে ট্রফি’-তে টানা পাঁচটি সেঞ্চুরি করা প্রথম খেলোয়াড় হয়ে উঠলেন?
(A) ওয়াশিংটন সুন্দর
(B) এন জগদীসান
(C) রাহুল ত্রিপাঠী
(D) বিরাট কোহলি
- এন জগদীসান প্রথম খেলোয়াড় হিসেবে টানা পাঁচটি সেঞ্চুরি করার বিশ্ব রেকর্ড ভেঙেছেন।
- বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে অরুণাচল প্রদেশের বিরুদ্ধে বিজয় হাজারে ট্রফির রাউন্ড সিক্স গ্রুপ পর্বের ম্যাচে ৭৭ বলে ১০০ রান করে জগদীসান এই কৃতিত্ব অর্জন করেছেন।
- বিজয় হাজারে ট্রফিতে ডাবল সেঞ্চুরি করা ষষ্ঠ ব্যাটসম্যানও তিনি।
৩. কোন ফর্মুলা ওয়ান রেসিং ড্রাইভার সম্প্রতি অবসর নিলেন?
(A) পিয়েরে গ্যাসলি
(B) লুইস হ্যামিলটন
(C) ম্যাক্স ভার্স্টাপেন
(D) সেবাস্তিয়ান ভেটেল
- ২০শে নভেম্বর আবুধাবি গ্র্যান্ড প্রিক্সে, সেবাস্তিয়ান ভেটেল তার দুর্দান্ত ফর্মুলা ওয়ান ক্যারিয়ারের সমাপ্তি ঘটান এবং F1 রেসট্র্যাককে বিদায় জানাতে ১০ তম স্থানে শেষ করেন।
- সেবাস্তিয়ান ভেটেল রেড বুলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করার সময় ২০১০ থেকে ২০১৩ সালের মধ্যে চারটি ফর্মুলা ওয়ান ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ জিতেছেন।
৪. গোয়াতে ভারতের ৫৩তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে (IFFI) কোন ভারতীয় অভিনেতাকে ২০২২ সালের ‘ইন্ডিয়ান ফিল্ম পার্সোনালিটি অফ দ্য ইয়ার’ হিসেবে মনোনীত করা হয়েছে?
(A) বিজয় দেবেরকোন্ডা
(B) মোহন লাল
(C) রজনীকান্ত
(D) চিরঞ্জীবী
- ভারতীয় অভিনেতা চিরঞ্জীবী ২০২২ সালের ২০শে নভেম্বর গোয়াতে ভারতের ৫৩তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে (IFFI) ২০২২ সালের ইন্ডিয়ান ফিল্ম পার্সোনালিটি অব দ্য ইয়ার নির্বাচিত হয়েছেন।
- অভিনেতা চিরঞ্জীবী তার ক্যারিয়ারে ১৫০ টিরও বেশি ছবিতে অভিনয় করেছেন।
- তিনি তেলেগু, তামিল এবং হিন্দি সিনেমায় অভিনয় করেছেন।
- ২০০৬ সালে, তিনি ভারতের তৃতীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কার পদ্মভূষণে ভূষিত হন।
৫. নিম্নোক্তদের মধ্যে কে ‘International Committee for Weight and Measures’ (CPIM)-এর সদস্য নির্বাচিত হয়েছেন?
(A) অরুণ চৌধুরী
(B) বেণু গোপাল অচন্ত
(C) নিশান্ত জৈন
(D) অনুজ পান্ডে
- প্রফেসর বেণু গোপাল অচন্ত ২১শে নভেম্বর ২০২২ তারিখে ইন্টারন্যাশনাল কমিটি ফর ওয়েট অ্যান্ড মেজারস (CPIM)-এর সদস্য নির্বাচিত হয়েছেন।
- ফ্রান্সের প্যারিসে ওজন ও পরিমাপ বিষয়ক ২৭তম সাধারণ সম্মেলনের (CGPM) সভায় অধ্যাপক গোপালকে CPIM-এর নির্বাচিত সদস্য ঘোষণা করা হয়েছে।
৬. জল জীবন সার্ভেকশান-২০২৩-এ উত্তরপ্রদেশের কোন জেলা ট্যাপের জলের সংযোগ দেওয়ার ক্ষেত্রে শীর্ষে রয়েছে?
(A) বুলন্দশহর
(B) মির্জাপুর
(C) শাহজাহানপুর
(D) বেরেলি
- কলের জলের সংযোগ দেওয়ার ক্ষেত্রে শাহজাহানপুর শীর্ষে রয়েছে।
- জলজীবন সার্ভেকশান-২০২৩-এ শাহজাহানপুর, বুলন্দশহর, বেরেলি এবং মির্জাপুর সহ উত্তরপ্রদেশের বেশ কয়েকটি জেলা ভাল স্থানে রয়েছে।
- ২৮,৪১৯টি ট্যাপ সংযোগ নিশ্চিত করার জন্য শাহজাহানপুর শীর্ষে স্থান পেয়েছে।
- বুলন্দশহর দ্বিতীয় স্থানে রয়েছে।
৭. নিচের কোন রাজ্যে সম্প্রতি ‘সাংগাই ফেস্টিভ্যাল ২০২২’ শুরু হয়েছে?
(A) আসাম
(B) অরুণাচল প্রদেশ
(C) নাগাল্যান্ড
(D) মণিপুর
- মণিপুরে শুরু হয়েছে মণিপুর সাঙ্গাই উৎসব।
- কেন্দ্রীয় পর্যটন মন্ত্রী জি কিষাণ রেড্ডি ২১শে নভেম্বর ২০২২ এ বিষ্ণুপুর জেলার সাঙ্গাই এথনিক পার্কে ‘মণিপুর সাঙ্গাই ফেস্টিভ্যাল ২০২২’-এর উদ্বোধন করেছেন।
- ১০ দিনব্যাপী উৎসবটি ৩০শে নভেম্বর পর্যন্ত রাজ্যের ছয়টি জেলার ১৩টি ভেন্যুতে অনুষ্ঠিত হবে।
৮. সম্প্রতি কে কাজাখস্তানের প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন?
(A) নুরসুলতান নজরবায়েভ
(B) কাসিম-জোমার্ট টোকায়েভ
(C) সেরিক সুলতানগালি
(D) আজাত পেরুশেভ
- কাজাখস্তান, একটি মধ্য এশিয়ার দেশ এবং সাবেক সোভিয়েত প্রজাতন্ত্র।
- রাজধানী: আস্তানা
To check our latest Posts - Click Here