Current TopicsGeneral Knowledge Notes in BengaliNotes

ফিফা বিশ্বকাপ আয়োজক ও বিজেতাদের তালিকা – List of FIFA Hosts and Winners in Bengali :

5/5 - (1 vote)

ফিফা বিশ্বকাপ আয়োজক ও বিজেতাদের তালিকা – List of FIFA Worldcup Hosts and Winners in Bengali :

আজ এই পোস্টে আমরা দেখে নেবো শুরু থেকে বিভিন্ন সিজনে ফিফা বিশ্বকাপের আয়োজক ও বিজেতাদের তালিকা। পুরুষদের ফিফা বিশ্বকাপ (FIFA Worldcup) ১৯৩০ সালে শুরু হয়েছিল। প্রথম বারের আয়োজক এবং বিজেতা উভয়ই ছিল উরুগুয়ে। সেই থেকে প্রতি চার বছর অন্তর এই ফুটবল বিশ্বকাপ আয়োজিত হয়েছে (কেবল ১৯৪২১৯৪৬ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে স্থগিত ছিল)। FIFA Worldcup-এর সর্বশেষ চ্যাম্পিয়নশিপ আয়োজিত হয়েছিল কাতারে ২০২২ এবং এর চ্যাম্পিয়ন ছিল *। বর্তমানে ফিফা বিশ্বকাপে ৩২টি দলের মধ্যে প্রতিযোগিতা হয়। এই ৩২টি টিমকে আটটি গ্রুপে বিভক্ত করা হয় – গ্রুপ A থেকে H পর্যন্ত এবং প্রতিটি গ্রুপে ৪টি করে দল থাকে।

FIFA Worldcup Hosts and Winners

ফিফা বিশ্বকাপ আয়োজক ও বিজেতাদের তালিকা :

সালআয়োজক দেশবিজেতা
২০২২কাতার
২০১৮রাশিয়াফ্রান্স
২০১৪ব্রাজিলজার্মানি
২০১০দক্ষিণ আফ্রিকাস্পেন
২০০৬জার্মানিইতালি
২০০২জাপান/দক্ষিণ কোরিয়াব্রাজিল
১৯৯৮ফ্রান্সফ্রান্স
১৯৯৪মার্কিন যুক্তরাষ্ট্রব্রাজিল
১৯৯০ইতালিজার্মানি
১৯৮৬মেক্সিকোআর্জেন্টিনা
১৯৮২স্পেনইতালি
১৯৭৮আর্জেন্টিনাআর্জেন্টিনা
১৯৭৪জার্মানিজার্মানি
১৯৭০মেক্সিকোব্রাজিল
১৯৬৬ইংল্যান্ডইংল্যান্ড
১৯৬২চিলিব্রাজিল
১৯৫৮সুইডেনব্রাজিল
১৯৫৪সুইজারল্যান্ডজার্মানি
১৯৫০ব্রাজিলউরুগুয়ে
১৯৪৬দ্বিতীয় বিশ্বযুদ্ধের জন্য স্থগিত
১৯৪২দ্বিতীয় বিশ্বযুদ্ধের জন্য স্থগিত
১৯৩৮ফ্রান্সইতালি
১৯৩৪ইতালিইতালি
১৯৩০উরুগুয়েউরুগুয়ে

এরকম আরও কিছু পোস্ট :

রনজি ট্রফি বিজেতাদের তালিকা । Winner of the Ranji Trophy

মিস ইউনিভার্স বিজেতাদের তালিকা – Full List of Miss Universe Winners

ফুটবল বিশ্বকাপ সম্পর্কিত প্রশ্ন ও উত্তর –

২০২৬ ফুটবল বিশ্বকাপ কোথায় হবে ?

২০২৬ সালে ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হবে মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডাতে।

কোন দেশ এখনো পর্যন্ত সবচেয়ে বেশিবার ফুটবল বিশ্বকাপ জিতেছে ?

ব্রাজিল

প্রথম ফুটবল বিশ্বকাপ জয়ী কোন দেশ?

উরুগুয়ে

২০১৪ ফুটবল বিশ্বকাপ চ্যাম্পিয়ন কোন দেশ ?

জার্মানি

To check our latest Posts - Click Here

Telegram
Back to top button
error: Alert: Content is protected !!
উপগ্রহের সংখ্যায় শনিকে ছাড়িয়ে গেলো বৃহস্পতি। ১০০টি বিজ্ঞানের প্রশ্ন ও উত্তর UNSC দ্বারা বৈশ্বিক সন্ত্রাসী হিসেবে তালিকাভুক্ত হলেন আবদুল রহমান মক্কি বন্দে ভারত এক্সপ্রেস সম্পর্কিত ১০টি তথ্য Nobel 2022 Winner List in Bengali