General Knowledge Notes in Bengali

রনজি ট্রফি বিজেতাদের তালিকা । Winner of the Ranji Trophy

Winner of the Ranji Trophy since the 1934-35 season

রনজি ট্রফি বিজেতাদের তালিকা । Winner of the Ranji Trophy

রনজি ট্রফি বিজেতাদের তালিকা : প্রিয় পাঠকেরা, আজকে আমরা আলোচনা করবো রঞ্জি ট্রফি বিজেতাদের সম্পূর্ণ তালিকা নিয়ে। তবে তার আগে দেখে নেওয়া যাক রঞ্জি ট্রফি সম্পর্কিত কিছু তথ্য। List of Winners of Ranji Trophy ।

রনজি ট্রফি

রঞ্জি ট্রফি হল ভারতের ঘরোয়া প্রথম-শ্রেণীর ক্রিকেট প্রতিযোগিতা যা একাধিক রাজ্যের পাশাপাশি আঞ্চলিক দলগুলির মধ্যে খেলা হয়। ইংল্যান্ডের কাউন্টি চ্যাম্পিয়নশিপ বা অস্ট্রেলিয়ার শেফিল্ড শিল্ডের সমজাতীয় এই প্রতিযোগিতাটি ।

রনজি ট্রফি নামকরণ

প্রতিযোগিতার নামকরণ করা হয়েছে আন্তর্জাতিক ক্রিকেট খেলা প্রথম ভারতীয় ক্রিকেটার নওয়ানগরের জাম সাহিব কুমার শ্রী রঞ্জিতসিংজির নামে, যিনি রনজি নামে পরিচিত ছিলেন।

দেখে নাও : বিভিন্ন খেলার সাথে যুক্ত ট্রফি কাপ ও টুর্নামেন্টের তালিকা – PDF

রঞ্জি ট্রফি সম্পর্কিত কিছু তথ্য
রঞ্জি ট্রফি সম্পর্কিত কিছু তথ্য

বিজেতাদের সম্পূর্ণ তালিকা

রঞ্জি ট্রফি বিজেতা ও রানার্স আপ এর সম্পূর্ণ তালিকা নিচে দেওয়া রইলো।

সিজনবিজেতারানার্স আপ
১৯৩৪–৩৫বোম্বেউত্তর ভারত
১৯৩৫–৩৬বোম্বেমাদ্রাজ
১৯৩৬–৩৭নওয়ানগরবাংলা
১৯৩৭–৩৮হায়দ্রাবাদনওয়ানগর
১৯৩৮–৩৯বাংলাদক্ষিণ পাঞ্জাব
১৯৩৯–৪০মহারাষ্ট্রইউনাইটেড প্রভিন্সেস
১৯৪০–৪১মহারাষ্ট্রমাদ্রাজ
১৯৪১–৪২বোম্বেমাইসোর
১৯৪২–৪৩বরোদাহায়দ্রাবাদ
১৯৪৩–৪৪পশ্চিম ভারতবাংলা
১৯৪৪–৪৫বোম্বেহোলকার
১৯৪৫–৪৬হোলকারবরোদা
১৯৪৬–৪৭বরোদাহোলকার
১৯৪৭–৪৮হোলকারবোম্বে
১৯৪৮–৪৯বোম্বেবরোদা
১৯৪৯–৫০বরোদাহোলকার
১৯৫০–৫১হোলকারগুজরাট
১৯৫১–৫২বোম্বেহোলকার
১৯৫২–৫৩হোলকারবাংলা
১৯৫৩–৫৪বোম্বেহোলকার
১৯৫৪–৫৫মাদ্রাজহোলকার
১৯৫৫–৫৬বোম্বেবাংলা
১৯৫৬–৫৭বোম্বেসার্ভিসেস
১৯৫৭–৫৮বরোদাসার্ভিসেস
১৯৫৮–৫৯বোম্বেবাংলা
১৯৫৯–৬০বোম্বেমাইসোর
১৯৬০–৬১বোম্বেরাজস্থান
১৯৬১–৬২বোম্বেরাজস্থান
১৯৬২–৬৩বোম্বেরাজস্থান
১৯৬৩–৬৪বোম্বেরাজস্থান
১৯৬৪–৬৫বোম্বেহায়দ্রাবাদ
১৯৬৫–৬৬বোম্বেরাজস্থান
১৯৬৬–৬৭বোম্বেরাজস্থান
১৯৬৭–৬৮বোম্বেমাদ্রাজ
১৯৬৮–৬৯বোম্বেবাংলা
১৯৬৯–৭০বোম্বেরাজস্থান
১৯৭০–৭১বোম্বেমহারাষ্ট্র
১৯৭১–৭২বোম্বেবাংলা
১৯৭২–৭৩বোম্বেতামিলনাড়ু
১৯৭৩–৭৪কর্ণাটকরাজস্থান
১৯৭৪–৭৫বোম্বেকর্ণাটক
১৯৭৫–৭৬বোম্বেবিহার
১৯৭৬–৭৭বোম্বেদিল্লী
১৯৭৭–৭৮কর্ণাটকউত্তর প্রদেশ
১৯৭৮–৭৯দিল্লীকর্ণাটক
১৯৭৯–৮০দিল্লীবোম্বে
১৯৮০–৮১বোম্বেদিল্লী
১৯৮১–৮২দিল্লীকর্ণাটক
১৯৮২–৮৩কর্ণাটকবোম্বে
১৯৮৩–৮৪বোম্বেদিল্লী
১৯৮৪–৮৫বোম্বেদিল্লী
১৯৮৫–৮৬দিল্লীহরিয়ানা
১৯৮৬–৮৭হায়দ্রাবাদদিল্লী
১৯৮৭–৮৮তামিলনাড়ুরেলওয়ে
১৯৮৮–৮৯দিল্লীবাংলা
১৯৮৯–৯০বাংলাদিল্লী
১৯৯০–৯১হরিয়ানাবোম্বে
১৯৯১–৯২দিল্লীতামিলনাড়ু
১৯৯২–৯৩পাঞ্জাবমহারাষ্ট্র
১৯৯৩–৯৪বোম্বেবাংলা
১৯৯৪–৯৫বোম্বেপাঞ্জাব
১৯৯৫–৯৬কর্ণাটকতামিলনাড়ু
১৯৯৬–৯৭মুম্বাইদিল্লী
১৯৯৭–৯৮কর্ণাটকউত্তর প্রদেশ
১৯৯৮–৯৯কর্ণাটকমধ্য প্রদেশ
১৯৯৯–০০মুম্বাইহায়দ্রাবাদ
২০০০–০১বরোদারেলওয়ে
২০০১–০২রেলওয়েবরোদা
২০০২–০৩মুম্বাইতামিলনাড়ু
২০০৩–০৪মুম্বাইতামিলনাড়ু
২০০৪–০৫রেলওয়েপাঞ্জাব
২০০৫–০৬উত্তর প্রদেশবাংলা
২০০৬–০৭মুম্বাইবাংলা
২০০৭–০৮দিল্লীউত্তর প্রদেশ
২০০৮–০৯মুম্বাইউত্তর প্রদেশ
২০০৯–১০মুম্বাইকর্ণাটক
২০১০–১১রাজস্থানবরোদা
২০১১–১২রাজস্থানতামিলনাড়ু
২০১২–১৩মুম্বাইসৌরাষ্ট্র
২০১৩–১৪কর্ণাটকমহারাষ্ট্র
২০১৪–১৫কর্ণাটকতামিলনাড়ু
২০১৫–১৬মুম্বাইসৌরাষ্ট্র
২০১৬–১৭গুজরাটমুম্বাই
২০১৭–১৮বিদর্ভদিল্লী
২০১৮–১৯বিদর্ভসৌরাষ্ট্র
২০১৯–২০সৌরাষ্ট্রবাংলা
২০২০–২১হয়নি কোভিডের কারণে
২০২১–২২মধ্য প্রদেশমুম্বাই
List of Winners of Ranji Trophy

রঞ্জি ট্রফি সম্পর্কিত কিছু প্রশ্ন ও উত্তর

রনজি ট্রফি বিজেতাদের তালিকা থেকে কিছু প্রশ্নোত্তর দেওয়া রইলো ।

২০২১ সালের রঞ্জি ট্রফি জেতে কোন দল ?

মুম্বাইকে হারিয়ে ২০২১ সালের রঞ্জি ট্রফি জিতে নেয় মধ্য প্রদেশ।

কোন দল সবচেয়ে বেশিবার রঞ্জি ট্রফি জিতেছে ?

মুম্বাই

রঞ্জি ট্রফির বিজেতার পুরস্কার মূল্য কত ?

২ কোটি টাকা

এই প্রতিযোগিতাটির নাম রনজি ট্রফি কেন ?

প্রতিযোগিতার নামকরণ করা হয়েছে আন্তর্জাতিক ক্রিকেট খেলা প্রথম ভারতীয় ক্রিকেটার নওয়ানগরের জাম সাহিব কুমার শ্রী রঞ্জিতসিংজির নামে, যিনি রনজি নামে পরিচিত ছিলেন।

এরকম আরও কিছু পোস্ট :

ভারতের উল্লেখযোগ্য ক্রীড়া ব্যক্তিগণ তালিকা – কে কোন খেলার সাথে যুক্ত

২০২১ সালের টেনিস গ্রান্ড স্ল্যাম বিজেতাদের তালিকা

গোল্ডেন গ্লোব পুরস্কার ২০২১ : সমস্ত বিজেতাদের তালিকা – PDF

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button