Daily Current Affairs in BengaliCurrent Affairs

23rd November Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

Daily Current Affairs MCQ in Bangla

23rd November Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

দেওয়া রইলো ২৩শে নভেম্বর – ২০২২ এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি ( 23rd November Current Affairs Quiz 2022 ) । MCQ আকারে এবং বর্ণনা সহ । ডিটেলস-এ পড়লে এই  সাম্প্রতিকী MCQ গুলি মনে রাখা সহজ হয়ে যায় ।

সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স গুলি একসাথে দেখে নাও – Click Here 

দেখে নাও : 18th November Current Affairs Quiz 2022 –  Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

Daily Current Affairs MCQ in Bengali


১. সম্প্রতি কাকে ‘ইকোনমিক টাইমস ইন্সপায়ারিং লিডারস অ্যাওয়ার্ড ২০২২’-এ সম্মানিত করা হয়েছে?

(A) শচীন সিং
(B) এপি শ্রীথার
(C) আদিত্য বাজাজ
(D) রবি জিন্দাল

উত্তর
(B) এপি শ্রীথার

  • এপি শ্রীথারকে বিশ্বের প্রথম লাইভ আর্ট মিউজিয়ামের স্রষ্টা হিসাবে কৃতিত্ব দেওয়া হয়।
  • তিনি বিশ্বজুড়ে ৭২ টিরও বেশি শো এবং প্রদর্শনী পরিচালনা করেছেন।

২. কোন কোম্পানিকে “Partner of the Year 2022” পুরস্কারে ভূষিত করা হয়েছে?

(A) Bajaj Finance
(B) Matrix India Pvt. Ltd.
(C) Reliance Industries Limited
(D) Hindustan Unilever Limited

উত্তর
(B) Matrix India Pvt. Ltd.

  • ২০২১ – ২২ সালের জন্য ৫০,০০০ এর বেশি একটি বিশ্বব্যাপী নেটওয়ার্ক থেকে নির্বাচিত ১১টি বহিরাগত ব্যবসায়িক পার্টনারদের মধ্যে Matrix ও ছিল।
  • ম্যাট্রিক্সের সদর দফতর চেন্নাইতে এবং সারা দেশে এর উপস্থিতি রয়েছে।

৩. ইন্দোনেশিয়ার জাকার্তায় ক্যারাটে 1 সিরিজ A-তে স্বর্ণপদক জয়ী প্রথম ভারতীয় হয়ে উঠলেন কে?

(A) প্রণয় শর্মা
(B) নিশু আহলাওয়াত
(C) রণধীর সিং
(D) সবরী কার্তিক

উত্তর
(A) প্রণয় শর্মা

  • ২০শে নভেম্বর ২০২২-এ ভারতীয় ক্যারাটে খেলোয়াড় প্রণয় শর্মা ইন্দোনেশিয়ার জাকার্তায় ক্যারাটে 1 সিরিজ A তে গোল্ড মেডেল জয়ী প্রথম ভারতীয় হয়ে উঠেছেন।
  • তিনি পুরুষদের ৬৭ কেজি কুমিতে ফাইনালে ইউক্রেনের ডেভিড ইয়ানোভস্কিকে হারিয়েছেন।

৪. কোন কোম্পানিকে “কমিউনিকেশন” বিভাগে ‘সেলসফোর্স পার্টনার ইনোভেশন অ্যাওয়ার্ড ২০২২’ দেওয়া হয়েছে?

(A) Zepto
(B) UpGrad
(C) Prodapt
(D) Skyroot Aerospace

উত্তর
(C) Prodapt

  • Prodapt হল IT, এবং টেলিযোগাযোগের জন্য উপদেষ্টা পরিষেবাগুলির একটি বিশ্বব্যাপী কোম্পানি৷
  • প্রতিষ্ঠা : ১৯৯৯

৫. নিম্নোক্তদের মধ্যে কে ২০২২ সালের নভেম্বরে মর্যাদাপূর্ণ ‘ডক্টর কালাম সেবা পুরস্কারে’ ভূষিত হয়েছেন?

(A) পবন কুমার চন্দনা
(B) রিতেশ আগরওয়াল
(C) ফাল্গুনী নায়ার
(D) রবি কুমার সাগর

উত্তর
(D) রবি কুমার সাগর

  • RK’S INNO গ্রুপের সর্বকনিষ্ঠ প্রতিষ্ঠাতা এবং CEO রবি কুমার সাগর ২২শে নভেম্বর ২০২২-এ ডঃ আব্দুল কালাম সেবা পুরস্কারে ভূষিত হয়েছেন।
  • সমাজের প্রতি তার অবিরাম সেবার জন্য তাকে পুরস্কৃত করা হয়েছে।
  • ডক্টর এপিজে আদুল কালামের জন্মবার্ষিকী স্মরণে প্রতি বছর বন্দে ভারত ফাউন্ডেশন এই পুরস্কারের আয়োজন করে।

৬. ভারত থেকে কে জাতিসংঘের সর্বোচ্চ পরিবেশ পুরস্কার জিতেছে?

(A) পূর্ণিমা দেবী বর্মণ
(B) বন্দনা শিব
(C) যাদব পায়েং
(D) সুনিতা নারাইন

উত্তর
(A) পূর্ণিমা দেবী বর্মণ

  • আসামের নেতৃস্থানীয় সংরক্ষণবাদী পূর্ণিমা দেবী বর্মণকে ২০২২ সালের জন্য জাতিসংঘের সর্বোচ্চ পরিবেশগত সম্মান ‘চ্যাম্পিয়নস অফ দ্য আর্থ’-এ ভূষিত করা হয়েছে।
  • পূর্ণিমা দেবী বর্মণ প্রায় দুই দশক ধরে সর্বশ্রেষ্ঠ অ্যাডজুট্যান্ট স্টর্কের বেঁচে থাকা নিশ্চিত করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালিয়েছেন।

৭. সাহিত্যের জন্য ২০২২ সালের JCB পুরস্কারের বিজয়ী কে?

(A) শিরীন দলভি
(B) সমিত বসু
(C) খালিদ জাভেদ
(D) অশোক ব্যাঙ্কার

উত্তর
(C) খালিদ জাভেদ

  • সাহিত্যে পঞ্চম JCB পুরস্কার জিতল লেখক খালিদ জাভেদের ‘দ্য প্যারাডাইস অফ ফুড’ বই।
  • বইটি উর্দু থেকে অনুবাদ করেছেন বরণ ফারুকী।

৮. সম্প্রতি কে মর্যাদাপূর্ণ ‘সুমিত্রা চরত রাম পুরস্কারে’ ভূষিত হয়েছেন?

(A) শাশ্বতী সেন
(B) উমা শর্মা
(C) লজ্জা ভাতে
(D) পালি চন্দ্র

উত্তর
(B) উমা শর্মা

  • উমা শর্মা ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত ও নৃত্যের ক্ষেত্রে তার অবদানের স্বীকৃতিস্বরূপ সুমিত্রা চরত রাম পুরস্কার পেয়েছেন। তিনি জম্মু ও কাশ্মীরের প্রাক্তন রাজ্যপাল করণ সিং এবং সরোদ বাদক ওস্তাদ আমজাদ আলি খানের কাছ থেকে পুরস্কার গ্রহণ করেছেন।
  • উমা শর্মা একজন বিখ্যাত শাস্ত্রীয় নৃত্যশিল্পী যিনি ভারতের সাংস্কৃতিক ঐতিহ্যে অনন্য অবদানের জন্য পদ্মভূষণে ভূষিত হয়েছেন।

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button