Daily Current Affairs in BengaliCurrent Affairs

18th November Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

Daily Current Affairs MCQ in Bangla

18th November Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

দেওয়া রইলো ১৮ই নভেম্বর – ২০২২ এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি ( 18th November Current Affairs Quiz 2022 ) । MCQ আকারে এবং বর্ণনা সহ । ডিটেলস-এ পড়লে এই  সাম্প্রতিকী MCQ গুলি মনে রাখা সহজ হয়ে যায় ।

সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স গুলি একসাথে দেখে নাও – Click Here 

দেখে নাও : 17th November Current Affairs Quiz 2022 –  Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

Daily Current Affairs MCQ in Bengali


১. কোন রাজ্যের মুখ্যমন্ত্রী রাজ্য জুড়ে বাজরা চাষ সম্প্রসারণের জন্য ‘মিলেট মিশন’ চালু করেছেন?

(A) পশ্চিমবঙ্গ
(B) আসাম
(C) মধ্য প্রদেশ
(D) রাজস্থান

[spoiler title=’উত্তর ‘ ] (B) আসাম

  • আসাম জুড়ে বাজরা চাষ সম্প্রসারণ এবং বাড়ানোর লক্ষ্যে, মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা আসাম মিলেট মিশন চালু করেছেন।

আসাম :

  • রাজধানী: দিসপুর
  • অফিসিয়াল পাখি: সাদা ডানাওয়ালা হাঁস
  • মুখ্যমন্ত্রী: হিমন্ত বিশ্ব শর্মা
[/spoiler]

২. নেপালের নির্বাচন কমিশন নেপালের প্রতিনিধি পরিষদ এবং প্রাদেশিক পরিষদের আসন্ন নির্বাচনের জন্য আন্তর্জাতিক পর্যবেক্ষক হিসাবে কাকে আমন্ত্রণ জানিয়েছে?

(A) অভিজিৎ বোস
(B) রবি কুমার এস
(C) জে শাহ
(D) রাজীব কুমার

[spoiler title=’উত্তর ‘ ] (D) রাজীব কুমার

  • প্রধান নির্বাচন কমিশনার রাজীব কুমারকে নেপালের নির্বাচন কমিশন নেপালের প্রতিনিধি পরিষদ এবং প্রাদেশিক পরিষদের আসন্ন নির্বাচনের জন্য আন্তর্জাতিক পর্যবেক্ষক হিসেবে আমন্ত্রণ জানিয়েছে।
  • নেপালে ২০শে নভেম্বর ২০২২ এ নির্বাচন হওয়ার কথা।
  • রাজীব কুমার ১৮ই নভেম্বর থেকে ২২শে নভেম্বর, ২০২২ পর্যন্ত নেপালে রাষ্ট্রীয় অতিথি হিসাবে ECI কর্মকর্তাদের একটি প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন।
[/spoiler]

৩. কোন রাজ্যে ৩দিন দিনব্যাপী ‘International Tourism Mart’ (ITM) শুরু হয়েছে?

(A) মিজোরাম
(B) ত্রিপুরা
(C) নাগাল্যান্ড
(D) আসাম

[spoiler title=’উত্তর ‘ ] (A) মিজোরাম

  • ১৭ই নভেম্বর ২০২২-এ মিজোরামে ৩ দিনব্যাপী International Tourism Mart (ITM) শুরু হয়েছে।
  • এটি পর্যটন মন্ত্রক এবং রাজ্য পর্যটন বিভাগ দ্বারা যৌথভাবে আয়োজিত মার্টের ১০তম সংস্করণ।
  • এটি দেশীয় এবং আন্তর্জাতিক বাজারে উত্তর-পূর্ব অঞ্চলের পর্যটন সম্ভাবনা তুলে ধরার লক্ষ্যে আয়োজিত হয়েছে।
[/spoiler]

৪. পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসেবে সম্প্রতি কাকে নিযুক্ত করা হয়েছে?

(A) অরবিন্দ কুমার শর্মা
(B) নৃপেন্দ্র মিশ্র
(C) অতনু চক্রবর্তী
(D) সি ভি আনন্দ বসু

[spoiler title=’উত্তর ‘ ] (D) সি ভি আনন্দ বসু

  • প্রাক্তন আমলাতন্ত্রবাদী সি ভি আনন্দ বোসকে পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসেবে নিয়োগ করা হয়েছে।
  • ২০১১ সালে পদত্যাগ করার আগে তিনি সর্বশেষ ন্যাশনাল মিউজিয়ামে এডমিনিস্ট্রেটর হিসাবে দায়িত্ব পালন করেছিলেন।
[/spoiler]

৫. ভারতীয় সেনাবাহিনীর প্রথম মহিলা স্কাইডাইভার কে হলেন?

(A) অভিলাষা বারাক
(B) ল্যান্স নায়েক মঞ্জু
(C) রাজশ্রী রামাসেথু
(D) আরতি সারিন

[spoiler title=’উত্তর ‘ ] (B) ল্যান্স নায়েক মঞ্জু

  • অ্যাডভান্সড হেলিকপ্টার (ALH) থেকে ১০,০০০ ফুট উচ্চতা থেকে লাফ দেওয়ার পরে ল্যান্স নায়েক মঞ্জু ভারতীয় সেনাবাহিনীর প্রথম মহিলা স্কাইডাইভার হয়ে উঠেছেন৷
  • তিনি এই বীরত্বপূর্ণ লাফের জন্য ভারতীয় সেনাবাহিনীর অ্যাডভেঞ্চার উইংয়ের স্কাইডাইভিং প্রশিক্ষণ দল দ্বারা প্রশিক্ষিত হয়েছিলেন।
[/spoiler]

৬. NPS ট্রাস্টের চেয়ারম্যান হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে?

(A) অজয় ​​কুমার ভাল্লা
(B) উর্জিত প্যাটেল
(C) সুরজ ভান
(D) রাজীব গৌবা

[spoiler title=’উত্তর ‘ ] (C) সুরজ ভান

  • পেনশন ফান্ড রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি সুরজ ভানকে ‘ন্যাশনাল পেনশন সিস্টেম ট্রাস্ট’ (NPS ট্রাস্ট) এর চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করেছে যা জাতীয় পেনশন সিস্টেম (NPS) এর অধীনে তহবিল পরিচালনার জন্য দায়ী।
  • সুরজ ভান ২০১৮ সাল থেকে NPS ট্রাস্টের বোর্ডে একজন ট্রাস্টি ছিলেন।
[/spoiler]

৭. সরকার সঞ্জয় মিশ্রের মেয়াদ আরও এক বছরের জন্য বাড়িয়েছে। তিনি কোন সংস্থার পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন?

(A) CBI
(B) ED
(C) IB
(D) NIA

[spoiler title=’উত্তর ‘ ] (B) ED

  • সঞ্জয় মিশ্র এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ED) ডিরেক্টর হিসেবে কাজ করছেন।
  • সরকারী আদেশ অনুসারে, ED-র পরিচালক হিসাবে সঞ্জয় কুমার মিশ্রের মেয়াদ ১৮ই নভেম্বর, ২০২৩ পর্যন্ত বাড়ানো হয়েছে।
  • তাঁর মূলত ২০২০ সালে অবসর নেওয়ার কথা কিন্তু ইতিমধ্যেই দুই বছরের এক্সটেনশন পেলেন তিনি।
[/spoiler]

৮. ভারতের ন্যাশনাল মিউজিয়াম ২০২৩ সালের মার্চ মাসে সিলভার এক্সিবিশিনের জন্য কোন দেশের সাথে একটি চুক্তি স্বাক্ষর করেছে?

(A) ফ্রান্স
(B) জার্মানি
(C) ডেনমার্ক
(D) রাশিয়া

[spoiler title=’উত্তর ‘ ] (C) ডেনমার্ক

  • ভারতের ন্যাশনাল মিউজিয়াম এবং ডেনমার্কের কোল্ডিং মিউজিয়াম সল্ভের এক্সিবিশনের জন্য একটি চুক্তি স্বাক্ষর করেছে।
  • উভয় মিউজিয়াম প্রদর্শনীতে তাদের সংগ্রহ থেকে সেরা ‘রৌপ্য বস্তুগুলি’ প্রদর্শন করবে।
  • এই প্রদর্শনী ২০২৩ সালের মার্চের শুরুতে খোলা হবে।
[/spoiler]

 

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button