19th September Current Affairs Quiz 2023 – Bengali
Daily Current Affairs MCQ in Bangla - কারেন্ট অ্যাফেয়ার্স
দেওয়া রইলো ১৯শে সেপ্টেম্বর – ২০২৩ এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি ( 19th September Current Affairs Quiz 2023 ) । MCQ আকারে এবং বর্ণনা সহ । ডিটেলস-এ পড়লে এই সাম্প্রতিকী MCQ গুলি মনে রাখা সহজ হয়ে যায় ।
সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স গুলি একসাথে দেখে নাও – Click Here
দেখে নাও : 18th September Current Affairs Quiz 2023 – Bengali
১. নিচের কোন রাজ্য সরকার ‘মুখ্যমন্ত্রী লাডলি বহনা আবাস যোজনা’ উদ্বোধন করেছে?
(A) উত্তর প্রদেশ
(B) মধ্য প্রদেশ
(C) হিমাচল প্রদেশ
(D) ছত্তিশগড়
- মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান ভোপালের কুশাভাউ ঠাকুর কনভেনশন সেন্টারে (মিন্টো হল) ‘মুখ্যমন্ত্রী লাডলি বহনা আবাস যোজনা’ উদ্বোধন করেছেন।
- এই প্রকল্পের আওতায় যেসব পরিবার বিভিন্ন আবাসন প্রকল্পের আওতায় আবাসন সুবিধা থেকে বঞ্চিত ছিল তাদের বাড়ি দেওয়া হবে।
২. কোন রাজ্য সরকার সম্প্রতি “মুখ্যমন্ত্রী শ্রমিক কল্যাণ যোজনা” চালু করেছে?
(A) বিহার
(B) উত্তর প্রদেশ
(C) অরুণাচল প্রদেশ
(D) হরিয়ানা
অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী পেমা খান্ডু রাজ্যের শ্রমশক্তির কল্যাণে ‘মুখ্যমন্ত্রী শ্রমিক কল্যাণ যোজনা’ নামে একটি নতুন প্রকল্প চালু করার ঘোষণা করেছেন ।
৩. এলভেনিল ভালারিভান নিচের কোন খেলার সাথে সম্পর্কিত?
(A) শুটিং
(B) লং জাম্প
(C) তীরন্দাজ
(D) রাগবি
সম্প্রতি ব্রাজিলের রিও ডি জেনেরিওতে ISSF বিশ্বকাপ ২০২৩-এ মহিলাদের ১০-মিটার এয়ার রাইফেল ইভেন্টে ভারতীয় শ্যুটার ইলাভেনিল ভালারিভান সোনার পদক জিতেছেন।
৪. রোহন বোপান্না কোন খেলার সাথে যুক্ত ?
(A) টেনিস
(B) ফুটবল
(C) লং জাম্প
(D) টেবিল টেনিস
- জয় দিয়েই ২১ বছরের ডেভিস কাপ কেরিয়ার শেষ করলেন বোপান্না ।
- নিজের শেষ ডেভিস কাপ ম্যাচে য়ুকি ভামব্রিকে সঙ্গে নিয়ে মরক্কোর এলিয়ট বেনচেট্রিট ও ইউনেস লালামি লারুউসির মুখোমুখি হয়েছিলেন বোপান্না।
- ৬-২, ৬-১ স্কোরলাইনে স্ট্রেট সেটে জয় পেলেন বোপান্না-ভামব্রি জুটি।
৫. বিশ্ব বাঁশ দিবস কোন দিনটিতে উদযাপন করা হয় ?
(A) ১৮ই সেপ্টেম্বর
(B) ১৯শে সেপ্টেম্বর
(C) ১৭ই সেপ্টেম্বর
(D) ২০ই সেপ্টেম্বর
- প্রতি বছর ১৮ সেপ্টেম্বর ওয়ার্ল্ড ব্যাম্বু ডে পালিত হয়ে থাকে।
- ২০০৯ সালে ওয়ার্ল্ড ব্যাম্বু অর্গানাইজেশন আয়োজিত অষ্টম ওয়ার্ল্ড ব্যাম্বু কংগ্রেসে এই আন্তর্জাতিক বংশ দিবস পালন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।
- এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল ব্যাংককে।
৬. ভারত কোন দেশের কাছে G-20 প্রেসিডেন্সি হস্তান্তর করেছে?
(A) ইন্দোনেশিয়া
(B) শ্রীলঙ্কা
(C) ব্রাজিল
(D) সংযুক্ত আরব আমিরাত
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ব্রাজিলের রাষ্ট্রপতি লুইজ ইনাসিও লুলা দা সিলভাকে আনুষ্ঠানিক ভাবে G-20-এর পরবর্তী রাউন্ডের জন্য প্রেসিডেন্সি হস্তান্তর করেছেন।
৭. সম্প্রতি কোন দেশের প্রধান বিচারপতি হিসেবে শপথ নিয়েছেন কাজী ফয়েজ ঈসা ?
(A) বাংলাদেশ
(B) পাকিস্তান
(C) আফগানিস্তান
(D) ইরান
- পাকিস্তানের নতুন প্রধান বিচারপতি হিসেবে শপথ নিয়েছেন কাজী ফয়েজ ঈসা।
- দেশটির ২৯তম প্রধান বিচারপতি হলেন তিনি।
- পাকিস্তানের প্রেসিডেন্ট আলভি বিচারপতি ঈসাকে শপথবাক্য পাঠ করান।
৮. সম্প্রতি পুরানো পার্লামেন্ট ভবনকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানিয়েছে ভারত। এই ভবনটি কত সালে স্থাপিত হয়েছিল ?
(A) ১৯২৫
(B) ১৯২৭
(C) ১৯৪৩
(D) ১৯৪৮
- ভারতের রাজধানী নয়াদিল্লিতে ১৯২৭ সালে স্থাপিত হয় পুরোনো এ পার্লামেন্ট ভবনটি।
To check our latest Posts - Click Here