Current Topics

G20 সম্মেলন 2023 প্রশ্ন উত্তর PDF – G20 Summit 2023 Questions and Answer

GK Questions on G20 Summit 2023

G20 সম্মেলন 2023 প্রশ্ন উত্তর – G20 Summit 2023 Questions and Answers : ২০২৩ সালে এই প্রথমবারের মতো G20 শীর্ষ সম্মেলন আয়োজন করেছিল ভারত। তাই সাম্প্রতিক প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলি, যেমন – WBCS , WBPSC Food SI , WBP SI , WBP Constable প্রভৃতির জন্য এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক। তাই আজকের এই পোস্টে জি২০ সম্পর্কিত বিভিন্ন প্রশ্ন ও উত্তর একত্রে দেওয়া রইলো।

প্রথম G20 শীর্ষ সম্মেলন কবে অনুষ্ঠিত হয়েছিল ?
উত্তর: ২০০৮ সালে

কোন দেশ প্রথম G20 শীর্ষ সম্মেলন আয়োজন করেছিল?
উত্তর: মার্কিং যুক্তরাষ্ট্র

“G20” কথাটির পূর্ণ অর্থ হল –
উত্তর: Group of Twenty (G20)

দেখে নাও : G20 কি, সম্মেলনের তালিকা, সদস্য দেশ, আয়োজক দেশ

G20 এর সদস্য দেশ কয়টি?
উত্তর: গ্রুপের সদস্য দেশ ১৯টি এবং এর সাথে ইউরোপীয় ইউনিয়নও অন্তর্ভুক্ত এবং ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট ও ইউরোপীয় সেন্ট্রাল ব্যাংক ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিত্ব করে থাকে।

২০২৩ সালের G20 এর বর্তমান চেয়ারম্যান ছিল কোন দেশ ?
উত্তর: ভারত

কোন শহর ২০২৩ সালের G20 শীর্ষ সম্মেলন আয়োজন করেছিল ?
উত্তর: নয়াদিল্লি

২০২৩ সালের G20 শীর্ষ সম্মেলনের থিম কী ছিল ?
উত্তর: “One Earth, One Family, One Future” or “Vasudhaiva Kutumbakam”.

G20 শীর্ষ সম্মেলন বছরে কতবার অনুষ্ঠিত হয়?
উত্তর: বছরে একবার

কোন শহর ২০২২ সালের G20 শীর্ষ সম্মেলন আয়োজন করেছিল?
উত্তর: বালি, ইন্দোনেশিয়া

কোন দেশ ২০২১ সালের G20 শীর্ষ সম্মেলন আয়োজন করেছিল?
উত্তর: ইতালি

কোন দেশ G20-তে সবচেয়ে নতুন সদস্য ?
উত্তর: আর্জেন্টিনা

G20 সদস্য দেশগুলির মধ্যে বৃহত্তম অর্থনীতি কোনটি ?
উত্তর: মার্কিন যুক্তরাষ্ট্র

G20 সদস্য দেশগুলির মধ্যে দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি কোনটি ?
উত্তর: চীন

G20 সদস্য দেশগুলির মধ্যে তৃতীয় বৃহত্তম অর্থনীতি কোনটি ?
উত্তর: জাপান

G20 সদস্য দেশগুলির মধ্যে ক্ষুদ্রতম অর্থনীতি কোনটি ?
উত্তর: দক্ষিণ আফ্রিকা

G20-এর একমাত্র আফ্রিকান সদস্য দেশ কোনটি?
উত্তরঃ দক্ষিণ আফ্রিকা

ভারত কখন G20-এর সভাপতিত্ব পায়?
উত্তর: ১লা ডিসেম্বর,২০২২

G20-এর নয়াদিল্লি শীর্ষ সম্মেলনে কত সদস্যের একটি প্রতিনিধি দল অংশগ্রহণ করেছিল ?
উত্তর:৪৩

এখনো পর্যন্ত কতগুলি G20 শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে?
উত্তর: ১৮টি

G20 প্রতিষ্ঠিত হয় কোন সালে?
উত্তর: ১৯৯৯ সালে।

কোন দেশ ২০২৪ সালে G20 শীর্ষ সম্মেলন আয়োজন করবে?
উত্তরঃ ব্রাজিল

কোন দেশ ২০২৫ সালে G20 শীর্ষ সম্মেলন আয়োজন করবে?
উত্তরঃ দক্ষিণ আফ্রিকা

G20 এর লোগো কি দ্বারা অনুপ্রাণিত?
উত্তরঃ ভারতীয় জাতীয় পতাকা

G20 দেশগুলি বিশ্বের মোট জনসংখ্যার কত শতাংশ অবদান রাখে?
উত্তর: প্রায় ৬০%

কেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন জি-20 থেকে রাশিয়াকে সরিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছিলেন?
উত্তর: ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের কারণে।

সৌদি আরব কোন সালে G20 শীর্ষ সম্মেলন আয়োজন করেছিল ?
উত্তর: ২০১৯ সালে

G20 নয়াদিল্লি শীর্ষ সম্মেলন ২০২৩-এর আয়োজক নেতা কে ছিলেন ?
উত্তর: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

ভারতে প্রথম G20 শীর্ষ সম্মেলন কখন অনুষ্ঠিত হবে?
উত্তর: ২০২৩ সালে

ভারতের G20 প্রেসিডেন্সির লোগো কে ডিজাইন করেছেন?
উত্তর: সুদর্শন পট্টনায়েক

ভারতের সভাপতিত্বে প্রথম G20 শেরপা বৈঠক কোথায় অনুষ্ঠিত হয়েছিল?
উত্তর: উদয়পুর, রাজস্থান।

G20 ২০২৩ কালচার গ্রুপ (CWG) মিটিং কোথায় আয়োজিত হয়েছিল?
উত্তর: খাজুরাহো, মধ্যপ্রদেশ

২০২৩ G20 শীর্ষ সম্মেলনের থিম “বসুধৈব কুটুম্বকম” কোথা থেকে নেওয়া হয়েছে?
উত্তর: মহা উপনিষদ থেকে

G20 এর স্থায়ী অতিথি দেশ কোনটি ?
উত্তর: স্পেন

২০২৩ সালে G20-এর সদস্য সহ কোন অতিথি দেশগুলিকে এই সম্মেলনে অংশ নিতে ভারত আমন্ত্রণ জানিয়েছিল ?
উত্তর: বাংলাদেশ, মরিশাস, মিশর, নেদারল্যান্ডস, নাইজেরিয়া, ওমান, স্পেন, সিঙ্গাপুর এবং সংযুক্ত আরব আমিরাত।

G20 দেশগুলো বিশ্বের মোট স্থলভাগের কত শতাংশ অবদান রাখে?
উত্তরঃ ৬০%

G20 শীর্ষ সম্মেলন ২০২৩-এ ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিত্বকারী নেতা কে?
উত্তর: উরসুলা ভন ডের লেইন (ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট)

২০২৩ সালে G20 সম্মেলনে অংশ নেওয়া এশীয় উন্নয়ন ব্যাংকের প্রেসিডেন্ট কে?
উত্তর: মাসাতসুগু আসাকাওয়া

G20 শীর্ষ সম্মেলনে ২০২৩-এ অংশগ্রহণকারী IMF-এর ম্যানেজিং ডিরেক্টরের নাম কী?
উত্তর: ক্রিস্টালিনা জর্জিয়েভা

নয়াদিল্লিতে G20 সম্মেলনে অংশগ্রহণকারী বিশ্বব্যাংকের ভারতীয় বংশোদ্ভূত প্রেসিডেন্টের নাম কী?
উত্তর: অজয় ​​বাঙ্গা

নতুন দিল্লী G20 শীর্ষ সম্মেলন ২০২৩ এর পর কোন ইউনিয়ন G20-এর স্থায়ী সদস্য হিসেবে যোগদান করেছে?
উত্তর: আফ্রিকান ইউনিয়ন

নয়াদিল্লিতে G20 শীর্ষ সম্মেলনের সময়, দেশগুলির একটি দল কোন রেল ও শিপিং করিডোর নির্মাণে সম্মত হয়েছে ?
উত্তর: ভারত-মধ্যপ্রাচ্য-ইউরোপ অর্থনৈতিক করিডোর।

G20 নয়াদিল্লি শীর্ষ সম্মেলনের পর, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ব্রাজিলের কোন রাষ্ট্রপতির হাতে G20 সভাপতিত্ব হস্তান্তর করেন?
উত্তরঃ লুইজ ইনাসিও লুলা দা সিলভা

G20- ২০২৩ এর ভারতীয় সভাপতিত্ব আনুষ্ঠানিকভাবে কবে শেষ হবে?
উত্তর: ৩০শে নভেম্বর, ২০২৩।

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর নাম কী, যিনি G20-এর নয়াদিল্লি সম্মেলনে রাশিয়ান ফেডারেশনের প্রতিনিধিত্ব করেছিলেন?
উত্তর: সের্গেই লাভরভ।

G20 এর নয়াদিল্লি সম্মেলনে অংশগ্রহণকারী ইউরোপীয় কাউন্সিলের সভাপতির নাম কী?
উত্তর: চার্লস মিশেল

NEPAD (New Partnership for Africa’s Development) এর চেয়ারপারসনের নাম কি যিনি G20 নিউ দিল্লি সম্মেলনে অংশগ্রহণ করেছিলেন?
উত্তর: আবদেল ফাত্তাহ আল-সিসি

সিঙ্গাপুরের কোন প্রধানমন্ত্রীকে নতুন দিল্লিতে G20 সম্মেলনে আমন্ত্রণ জানানো হয়েছিল?
উত্তরঃ লি সিয়েন লুং

এরকম আরও কিছু পোস্ট :

Chandrayaan 3 – তৃতীয় চন্দ্রযান : বিক্রম
The Ultimate Aditya L1 GK Quiz – আদিত্য এল ১ প্রশ্ন উত্তর ক্যুইজ ও অন্যান্য তথ্য

নিচের ডাউনলোড সেকশন থেকে এই নোটটির পিডিএফ ডাউনলোড করে নাও ।

Download Section

  • File Name: G20 সম্মেলন 2023 প্রশ্ন উত্তর PDF – G20 Summit 2023 Questions and Answer – বাংলা কুইজ
  • File Size: 6 MB
  • No. of Pages: 03
  • Format: PDF
  • Language: Bengali

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button