Current Topics

পুলিৎজার পুরস্কার ২০২৩ – বিজেতাদের তালিকা

2023 Pulitzer Prize Winners

২০২৩ সালের ৮ই মে এবছরের পুলিৎজার পুরস্কার বিজেতাদের নাম ঘোষণা করেন পুলিৎজার প্রাইজ প্রশাসক মার্জোরি মিলার। সাধারণত সাংবাদিকতা, সাহিত্য ও সংগীতে অসামান্য দক্ষতার স্বীকৃতি স্বরূপ এই পুরস্কার প্রদান করা হয়। দেখে নেওয়া যাক এবারের পুলিৎজার পুরস্কার বিজেতাদের তালিকা ।

2023 Pulitzer Prize Winners

সাংবাদিকতার ক্ষেত্রে বিজেতাদের তালিকা

সাংবাদিকতার ক্ষেত্রে বিজেতাদের তালিকা ২০২৩ পুলিৎজার বিজেতাদের তালিকা নিচে দেওয়া রইলো ।

নংপুরস্কারের বিভাগপুরস্কার বিজেতা
পাবলিক সার্ভিসঅ্যাসোসিয়েটেড প্রেস
ব্রেকিং নিউস রিপোর্টিংলস অ্যাঞ্জেলস টাইমসের কর্মীবৃন্দ
ইনভেস্টিগেটিভ রিপোর্টিংদ্য ওয়াল স্ট্রিট জার্নালের কর্মীবৃন্দ
এক্সপ্লানেটরি রিপোর্টিংক্যাটলিন ডিকারসন (দ্য আটলান্টিক)
লোকাল রিপোর্টিংআন্না উল্ফি (মিসিসিপি টুডে)
জন আর্চিবল্ড, অ্যাসলে রেমকাস রামসে আর্চিবল্ড এবং চ্যালেন স্টিফেন্স (অল ডট কম)
ন্যাশনাল রিপোর্টিংক্যারোলিন কিচনার (দ্য ওয়াশিংটন পোস্ট)
ইন্টারন্যাশনাল রিপোর্টিংদ্য নিউ ইয়র্ক টাইমসের কর্মচারীবৃন্দ
ফিচার রাইটিংএলি সাসলো (দ্য ওয়াশিংটন পোস্ট)
কমেন্ট্রিকাইল হুইটমায়ার (অল ডট কম)
১০ক্রিটিসিজমআন্দ্রিয়া লং চু (নিউইয়র্ক ম্যাগাজিন)
১১এডিটোরিয়াল রাইটিংমিয়ামি হেরাল্ডের এডিটর বোর্ড
১২ইলাস্ট্রেটেড রিপোর্টিং অ্যান্ড কমেন্ট্রিমোনা ছালাবি (দ্য নিউইয়র্ক টাইমস)
১৩ব্রেকিং নিউজ ফটোগ্রাফিঅ্যাসোসিয়েটেড প্রেসের চিত্রশিল্পীবৃন্দ
১৪ফিচার ফটোগ্রাফিক্রিস্টিনা হাউস (লস অ্যাঞ্জেলস টাইমস)
১৫অডিও রিপোর্টিংগিমলেট মিডিয়ার কর্মচারীবৃন্দ

দেখে নাও : দাদাসাহেব ফালকে আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যাল ২০২৩ – পুরস্কার বিজয়ীদের তালিকা

উপন্যাস, নাটক ও সংগীতক্ষেত্রে বিজেতাদের তালিকা

নংপুরস্কারের বিভাগপুরস্কার বিজেতা
উপন্যাস ক্ষেত্রেবাবারা কিংসলভার (গ্রন্থের নাম- Demon Copperhead)
হার্নান দিয়াজ (গ্রন্থের নাম – Trust)
নাটক ক্ষেত্রেশানাজ টুসি (গ্রন্থের নাম- English)
ইতিহাস ক্ষেত্রেজেফারসন কাউই (গ্রন্থের নাম- Freedom’s Dominion: A Saga of White Resistance to Federal Power)
জীবনীগ্রন্থ ক্ষেত্রেবেভারলি গেগ (গ্রন্থের নাম G-Man : J.Edgar Hoover and the Making of the American Century)
কাব্য ক্ষেত্রেকার্ল ফিলিপ্স (গ্রন্থের নাম- Then the War: And Selected Poems, 2007-2020)
জেনারেল নন-ফিকশনরবার্ট স্যামুয়েল এবং টি গুলোরুনিপা
(গ্রন্থের নাম- His Name Is George Floyd : One Man’s Life and the Struggle for Racial Justice)
সংগীত ক্ষেত্রেরিয়ানন গিডেন্স এবং মাইকেল অ্যাবেলস (সংগীত অ্যালবামের নাম- Omar )
আত্মজীবনীমূলক গ্রন্থহুয়া হু (গ্রন্থের নাম- Stay True )

দেখে নাও : পদ্ম পুরস্কার ২০২৩ বিজেতাদের সম্পূর্ণ তালিকা PDF

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button