২০২৩ সালের ৮ই মে এবছরের পুলিৎজার পুরস্কার বিজেতাদের নাম ঘোষণা করেন পুলিৎজার প্রাইজ প্রশাসক মার্জোরি মিলার। সাধারণত সাংবাদিকতা, সাহিত্য ও সংগীতে অসামান্য দক্ষতার স্বীকৃতি স্বরূপ এই পুরস্কার প্রদান করা হয়। দেখে নেওয়া যাক এবারের পুলিৎজার পুরস্কার বিজেতাদের তালিকা ।
2023 Pulitzer Prize Winners
সাংবাদিকতার ক্ষেত্রে বিজেতাদের তালিকা
সাংবাদিকতার ক্ষেত্রে বিজেতাদের তালিকা ২০২৩ পুলিৎজার বিজেতাদের তালিকা নিচে দেওয়া রইলো ।
নং | পুরস্কারের বিভাগ | পুরস্কার বিজেতা |
---|---|---|
১ | পাবলিক সার্ভিস | অ্যাসোসিয়েটেড প্রেস |
২ | ব্রেকিং নিউস রিপোর্টিং | লস অ্যাঞ্জেলস টাইমসের কর্মীবৃন্দ |
৩ | ইনভেস্টিগেটিভ রিপোর্টিং | দ্য ওয়াল স্ট্রিট জার্নালের কর্মীবৃন্দ |
৪ | এক্সপ্লানেটরি রিপোর্টিং | ক্যাটলিন ডিকারসন (দ্য আটলান্টিক) |
৫ | লোকাল রিপোর্টিং | আন্না উল্ফি (মিসিসিপি টুডে) জন আর্চিবল্ড, অ্যাসলে রেমকাস রামসে আর্চিবল্ড এবং চ্যালেন স্টিফেন্স (অল ডট কম) |
৬ | ন্যাশনাল রিপোর্টিং | ক্যারোলিন কিচনার (দ্য ওয়াশিংটন পোস্ট) |
৭ | ইন্টারন্যাশনাল রিপোর্টিং | দ্য নিউ ইয়র্ক টাইমসের কর্মচারীবৃন্দ |
৮ | ফিচার রাইটিং | এলি সাসলো (দ্য ওয়াশিংটন পোস্ট) |
৯ | কমেন্ট্রি | কাইল হুইটমায়ার (অল ডট কম) |
১০ | ক্রিটিসিজম | আন্দ্রিয়া লং চু (নিউইয়র্ক ম্যাগাজিন) |
১১ | এডিটোরিয়াল রাইটিং | মিয়ামি হেরাল্ডের এডিটর বোর্ড |
১২ | ইলাস্ট্রেটেড রিপোর্টিং অ্যান্ড কমেন্ট্রি | মোনা ছালাবি (দ্য নিউইয়র্ক টাইমস) |
১৩ | ব্রেকিং নিউজ ফটোগ্রাফি | অ্যাসোসিয়েটেড প্রেসের চিত্রশিল্পীবৃন্দ |
১৪ | ফিচার ফটোগ্রাফি | ক্রিস্টিনা হাউস (লস অ্যাঞ্জেলস টাইমস) |
১৫ | অডিও রিপোর্টিং | গিমলেট মিডিয়ার কর্মচারীবৃন্দ |
দেখে নাও : দাদাসাহেব ফালকে আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যাল ২০২৩ – পুরস্কার বিজয়ীদের তালিকা
উপন্যাস, নাটক ও সংগীতক্ষেত্রে বিজেতাদের তালিকা
নং | পুরস্কারের বিভাগ | পুরস্কার বিজেতা |
---|---|---|
১ | উপন্যাস ক্ষেত্রে | বাবারা কিংসলভার (গ্রন্থের নাম- Demon Copperhead) হার্নান দিয়াজ (গ্রন্থের নাম – Trust) |
২ | নাটক ক্ষেত্রে | শানাজ টুসি (গ্রন্থের নাম- English) |
৩ | ইতিহাস ক্ষেত্রে | জেফারসন কাউই (গ্রন্থের নাম- Freedom’s Dominion: A Saga of White Resistance to Federal Power) |
৪ | জীবনীগ্রন্থ ক্ষেত্রে | বেভারলি গেগ (গ্রন্থের নাম G-Man : J.Edgar Hoover and the Making of the American Century) |
৫ | কাব্য ক্ষেত্রে | কার্ল ফিলিপ্স (গ্রন্থের নাম- Then the War: And Selected Poems, 2007-2020) |
৬ | জেনারেল নন-ফিকশন | রবার্ট স্যামুয়েল এবং টি গুলোরুনিপা (গ্রন্থের নাম- His Name Is George Floyd : One Man’s Life and the Struggle for Racial Justice) |
৭ | সংগীত ক্ষেত্রে | রিয়ানন গিডেন্স এবং মাইকেল অ্যাবেলস (সংগীত অ্যালবামের নাম- Omar ) |
৮ | আত্মজীবনীমূলক গ্রন্থ | হুয়া হু (গ্রন্থের নাম- Stay True ) |
দেখে নাও : পদ্ম পুরস্কার ২০২৩ বিজেতাদের সম্পূর্ণ তালিকা PDF
To check our latest Posts - Click Here